কর অঞ্চল-১ চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
165

কর অঞ্চল-১ চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখঃ- ১৪-০১-২০২৩

১। নিচের শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করুন।

(ক) মৃন্ময় = মৃৎ+ময়

(খ) গবাদি = গো +আদি

(গ) রমেশ = রমা + ঈশ

(ঘ) কথপোকথন = কথা + উপকথন

(ঙ) স্বৈরিণী = স্ব + ঈরিণী

২। নিচের বাক্যগুলো সংকোচন করুন।

(ক) অনুকরণ করার ইচ্ছা = অনুচিকীর্ষা

(খ) উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা = প্রত্যুৎপন্নমতিত্ব

(গ) যা পূর্বে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব

(ঘ) একবার মাত্র ফল দিয়ে মরে যায় যে উদ্ভিদ = ওষধি

(ঙ) যে ভূমিতে ফসল জন্মায় না= ঊষর

৩। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

(ক) সপ্তাহ = সপ্ত অহেন সমাহার (দিগু সমাস)

(খ) মনগড়া = মন দিয়ে গড়া (তৃতীয়া তৎপুরুষ সমাস)

(গ) ছায়াতরু = ছায়া দানকারী তরু (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)

(খ) উপদ্বীপ = দ্বীপের সদৃশ (অব্যয়ীভাব সমাস)

(ও) নীলকণ্ঠ = নীল কণ্ঠ যার (সমানাধিকরণ বুহুব্রীহি সমাস)

৪। নিচের বানানগুলোর রূপ লিখুন?

(ক) সায়ত্ত্বশাসন = স্বায়ত্তশাসন

(খ) মূর্ধণ = মূর্ধণ্য

(গ) পুরষ্কার = পুরস্কার

(ঘ) মূর্মুষ = মুমূর্ষ

(ঙ) দরিদ্রতা = দরিদ্রতা

৫। Make sentences with meaning:

(a) Achilles heel (দুর্বলতা) He was a good student. but English literature had always been his Achilles heel.

(b) Blue Blood (আভিজাত্য): He has blue blood in has attitude.

(c) Due to (কারণে): The traffic jam was due to a terrible accident at the intersection.

(d) On behalf of (পক্ষে): The teacher accepted the award on behalf of the whole class.

(e) With a view to উদ্দেশ্য): He came to me with a view to seeing me.

৬। Fill in the blanks:

(a) He …….. (die) malarin.

Ans. died of

(b) This is …….. (a /an/ the) NASA Project.

Ans. a

(c) Which is …….. (a/an/the) largest river in our country?

Ans. the

(d) It……(be) rain since morning.

Ans. has been raining)

(e) He……….. (lean) the wall.

Ans. leaned against

৭। Translate into English:

(ক) তিনি আমার পরিচিত – He is known to me.

(খ) গাইতে গাইতে গায়েন -Practice makes a man perfect.

(গ) তাহার চোখের রং নীল – Her eyes are blue in colour.

(ঘ) আমি যদি পাখি হতাম – I wish I were a bird!

(ঙ) ইংরেজী শেখা সহজ – It is easy to learn English.

৮। Transform the following sentences:

(a) Do not tell a lie. (Passive Voice)

Ans. Let not a lie be told.

(b) Everybody likes flowers. (Negative)

Ans. Nobody dislikes flowers.

(c) The work has been finished by us. (Active Voice)

Ans. We have finished the work.

(d) I know you. (Complex)

Ans. I know what you are.

(e) “I am sorry”, Karim said. (Indirect)

Ans. Karim said that he was sorry.

৯।

ক) রহিম সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন। বার্ষিক ১০% হার সুদে ৬ বছরে সুদে আসলে কত টাকা হবে?

১০০ টাকার ১ বছরের মুনাফা ১০ টাকা

১          ”    ১   ”        ”    100/10 টাকা

৫০০০    ”    ১   ”        ” 10*5000/100 টাকা

৫০০০    ”    ৬  ”         ” 10*5000*6/100 টাকা =৩০০০ টাকা

∴ মুনাফাসহ মোট টাকা = আসল+মুনাফ

=৫০০০+৩০০০টাকা=৮০০০টাকা

∴ মুনাফাসহ মোট ৮০০০ টাকা

খ) একটি দ্রব্য ৩৭৮ টাকার বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকার বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ধরি, ক্রয়মূল্য ৮ টাকা।

∴ ১ম ক্ষেত্রে, ক্ষতি = (৫ – ৩৭৮) টাকা।

২য় ক্ষেত্রে, লাভ = (৪৫০ – x) টাকা।

প্রশ্নমতে, ৩(x – ৩৭৮) = ৪৫০ – x

বা, ৩x + x = ৪৫০ + ১১৩৪

বা, 8x = ১৫৮৪

∴x = ৩৯৬

সুতরাং ক্রয়মূল্য ৩৯৬ টাকা।

১০।

(ক) বাংলাদেশের ২৭তম গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ- ভোলা

(খ) জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত দিবসটির নাম লিখুন ।

উত্তরঃ- জাতীয় শিশু দিবস

(গ) বাংলাদেশের আইনসভার নাম কিঃ

উত্তরঃ- উলেখ্য , বাংলাদেশের আইনসভার নাম হলো ‘জাতীয় সংসদ’ ।

(ঘ) মুজিববর্ষের লোগোটির ডিজাইনার কে?

উত্তরঃ- সব্যসাচী হাজরা।

(ঙ) United Nations Day কোন তারিখে পালিত হয়?

উত্তরঃ- জাতিসংঘ দিবস ২৪ অক্টোবর।

(চ) শালবন বিহার কোথায় অবস্থিত

উত্তরঃ- কুমিল্লা

(ছ) MRP এর পূর্ণরূপ কী?

উত্তরঃ- MRP = Maximum Retail Price

(জ) EFT এর পূর্ণরূপ কী?

উত্তরঃ- EFT = Electronic Funds Transfer

(ঝ) “সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ- কবি ফররুখ আহমদের

(ঞ) সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম কী?

উত্তরঃ- ফ্যাদোমিটার

(ট) FAO এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ- রোম, ইতালি।

(ঠ) স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন স্থাপনার ছবি ছিল?

উত্তরঃ- স্বাধীনতার পর প্রকাশিত (২১ ফেব্রুয়ারি ১৯৭২) প্রথম ডাকটিকিটে শহীদ মিনারের ছবি ছিল। ২০ পয়সা মুল্যমানের এ ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বি পি চিতনিশ।

(ড) পদ্মা সেতুতে মোট স্প্যানের সংখ্যা কতটি?

উত্তরঃ- পদ্মা সেতুত্র মোট স্প্যান ৪১টি ।

(ঢ) আরণ্যক উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(ণ) উয়ারী বটেশ্বর’ কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ- নরসিংদী জেলায়

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download