শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিকেল টেকনোলজিস্ট পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
135

শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিকেল টেকনোলজিস্ট

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

৩য় ও ৪র্থ শ্রেণী (গ্রেড-১১ হতে গ্রেড-২০)

পদের নামঃ- মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি)

পরীক্ষার তারিখঃ- ০৩-০২-২০২৩

১।এক কথায় প্রকাশ করুন:

ক) যা কোথাও উচু কোথাও নিচু = বন্ধুর

খ) যে নারীর স্বামী বিদেশ থাকে = প্রোষিতভর্তৃকা

গ) যা বলা হয়নি = অনুক্ত

ঘ) একবার ফল দিয়ে যে গাছ মারা যায় = ওষধি

২। সন্ধি বিশ্লেষন করুন:

ক) আদ্যোপান্ত = আদ্য + উপান্ত

খ) অন্বেষণ = অনু + এষণ

গ) ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত

ঘ) নাবিক = নৌ +ইক

৩।স্ত্রীবাচক শব্দ লিখুন:

ক) অরণ্য = অরণ্যানী

খ) বেদে = বেদেনী

গ) প্রতিনিধি = মহিলা প্রতিনিধি

ঘ) অনুরাগ –

৪। কোনটি কোন কারক:

ক) নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়। (কর্তৃকারকে ৩য়া বিভক্তি)

খ) ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে (করণ কারকে প্রথমা)

গ) জেলেরা নদী থেকে মাছ ধরছে (কর্মকারকে শূন্য)

ঘ) অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। (সম্প্রদানে ৭মী)

৫। বাগধারা (অর্থসহ বাক্য রচনা করুন)

ক) অমৃতে অরুচি (মূল্যবান জিনিসের প্রতি অনীহা): এত সুন্দর চাকরিটা হুট করে ছেড়ে দিলে, অমৃতে অরুচি ধরছে নাকি।

খ) লেফাফা দুরস্ত (বাইরে ঠাঁট বজায় রাখা): লোকটার লেফাফা দুরস্ত ভাব দেখে তার দারিদ্রতার কথা বোঝাই যায় না।

গ) বিড়াল তপম্বী (বকধার্মিক): সমাজে বিড়াল তপস্বী লোকের অভাব নেই।

ঘ) ব্যাঙের সর্দি (অসম্ভব কিছু): যে সাতবার জেল খেটে এসেছে, তাকে দেখাও জেলের ভয়. ব্যাঙের আবার সর্দি ।

৬। গীতাঞ্জলির রচয়িতা কে? এর ইংরেজী অনুবাদের নাম কি?

রবীন্দ্রনাথ ঠাকুর । গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings

৭। রচয়িতা নাম লিখুন:

ক) পদ্মাবতী প্রবন্ধ = নাজিন ওয়াদুদ

খ) কবর নাটক = মুনীর চৌধুরী

গ) আমার ছেলেবেলা = হুমায়ূন আহমেদ

ঘ) উদাসীন পথিকের মনের কথা = মীর মশাররফ হোসেন

৮। বিপরীত শব্দ লিখুন:

ক) সাবেক – হাল

খ) খ্যাতি- অখ্যাতি

৯। Translate into English:

ক) গনি মিয়ার নিজের কোন জমি নেই – Gani Mia has no landof his own

খ) আমি যদি ডাক্তার হতাম – If were a doctor!

গ) মায়ের মতো আপন কেউ নেই – There is no one like mother.

ঘ) এখন সোয়া বারোটা বাজে – Now it is quarter past twelve.

১০। Make sentences with the following idioms & phrase with meaning

(a) Achilles’ heel (দুর্বলতা): He was a good student, but English literature had always been his Achilles heel.

(b) Crocodile tears (মায়াকান্না): The sight of George shedding crocodile tears made me sick.

(c) In cold blood (বিনা উত্তেজনায়; ঠান্ডা মাথায় ): They killed the shop keeper in cold blood.

(d) Null and void (বাতিল): This rule is null and void now.

১১। Fill up the blank spaces with appropriate word:

(a) I have faith——- his honesty. (in)

(b) He is callous——— his study. (to)

(c) There is——— little water in the glass. (a)

(d) Ruma died———corona. (of)

১২। Correct the sentences:

(a) I shall go tomy home.

Ans. I shall go home.

(b) He gave false witness.

Ans. He gave false evidence.

(c) There is no seat in the bench.

Ans. There is no place on the bench.

(d) He has been suffering fever for Sunday last.

Ans. He has been suffering from fever since Sunday last.

১৩। Change the voice:

(a) Honey tastes sweet.

Ans. Honey is sweet when it is tasted.

(b) They will play football.

Ans. Football will be played by them.

১৪। Write the name of writer:

(a) The Merchant of Venice – William

(b) The God of Small Things – Anmndhati Roy

১৫। Change the gender:

(a) Bee – Drone

(b) Ewe – Ram

(c) Niece – Nephew

(d) Mare – Stallion

১৬। Write a short note on EPI.

Ans:- EPI (Expanded Program on Immunization) is a comprehensive health initiative in Bangladesh aimed at reducing child mortality and morbidity rates by providing free and accessible vaccines against preventable diseases such as measles, polio, diphtheria, tetanus, pertussis, hepatitis B, and others. The program targets children under the age of five and pregnant women and operates through a network of health facilities, including hospitals, clinics, and community health centers. Over the years, the EPI program has made significant progress in reducing the incidence of vaccine-preventable diseases in Bangladesh and improving overall child health outcomes. The program continues to be an important priority for the government and public health community in Bangladesh, with efforts ongoing to increase coverage and ensure equitable access to vaccines for all children and women.

১৭।কাচা খেজুরের রস পান করলে কোন ভাইরাস সংক্রমন হতে পারেঃ

উত্তরঃ- নিপাহ ভাইরাস

১৮। ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থির কোন কোষ থেকে নির্গত হয়?

উত্তরঃ- অগ্ল্যাশয় গ্রন্থির বিটা কোষ থেকে নির্গত হয়।

১৯।কোভিড-১৯ রোগটিকে এর নামকরণ করার কারণ কি?

উত্তরঃ- কোভিড-১৯ নামটি নেওয়া হয়েছে ‘কলোনো’, “ভাইরাস, “ডিজিজ (রোগ)’ এবং ২০১৯ সালে ভাইরাসটির প্রাদুর্ভাবের সময় ধরে

“১৯” (নাইনটিন) নম্বরটি থেকে । এমন একটি নাম খুজে বের করার দরকার হয়েছিল, যেটি কোনো ভৌগোলিক অবস্থান, প্রাণী, কোনো

ব্যক্তি বা কোনো নির্দিষ্ট জনগোষ্টীকে না বোঝায় । একটি নাম থাকার মানে হচ্ছে, অন্য নাম ব্যবহার করা থেকে বিরত থাকা, যা যথাযথ নয় বা কালিমা লেপনকারী। ভবিষ্যতে অন্য কোনো করোনাভাইরাস হিসেবেও থাকবে ।

২০। সপ্তাহে কমপক্ষে কত মিনিট হাটাচলা শরীরের সুস্থতার জন্যপ্রয়োজনীয়?

উত্তরঃ- ১৫০ মিনিট

২১। মাতৃমৃত্যুর প্রধান ২টি কারণ লিখুন।

উত্তরঃ- রক্তক্ষরণ, খিচুনি বা একলাম্পশিয়া

২২। নবজাতক মৃত্যুর প্রদান ২টি কারণ লিখুন ।

উত্তরঃ-

১. জন্মকালীন শ্বাসরোধের কারণে ।

২. সেপসিস বা জীবাণুর বিষক্রিয়াজনিত পচন, নিউমোনিয়া বা অন্য কোনো সংক্রমণ ।

২৩। চাকুরি ক্ষেত্রে শারিরীক ফিটনেস এর জন্য কোন পরীক্ষাটি বাধ্যতামূলক করেছে?

উত্তরঃ- মেডিক্যাল টেস্ট

২৪। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- যুক্তরাষ্টের নিউর্য়ক সিটিতে

২৫। প্রথম ক্লোন শিশু ‘ইভ’ এর জন্ম তারিখ কত?

উত্তরঃ- ২০০২ সালেল ২৬ ডিসেম্বর ড. ব্রিজিত বোইসেলিয়ার পিথীবির প্রথম ক্লোন মানব শিশু ‘ইভ’ – এরর জন্ম ঘটান । ৭ পাউন্ড ওজনের এই কন্যাশিস্তটি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়।

২৬। আর্জেন্টিনা ও ব্রাজিলের রাজধানীর নাম কি?

উত্তরঃ- আর্জেন্টিনার রাজধানীর নাম – বুয়েন্স আয়ার্স

ব্রাজিলের রাজধানীর নাম – ব্রাসিলিয়া

২৭। WHO এর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত

২৮। Global Vaccine Summit অনুষ্ঠিত হয় কোন সাল কত তারিখ?

উত্তরঃ- ৪ জুন, ২০২০ সাল

২৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী” প্রকাশিত হয় কত সালে?

উত্তরঃ- ২০১২ সালে

৩০। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কবে?

উত্তরঃ- ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

৩১। বাংলাদেশের মেট্রোরেলের প্রথম চালকের নাম কি?

উত্তরঃ- মরিয়ম আফিজা

৩২। পূর্ণনূপ লিখুনঃ

(i) PCR: Polymerase Chain Reaction

(ii) MCHC: Mean  Corpuscular Hemoglbin Concentration

(iii) ELISA: Enzyme-linked Immunosorbent Assay

(iv) ICT: Immunochromatographic Test

(v) BMDC: Bone Marrow-derived Dendritic Cell

(vi) ICDDRB: International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh

(vii) ESR: erythrocyte sedimentation rate

৩৩। সংক্ষেপে লিখুন:

(i) Anticoagulant: Anticoagulants are medications used to prevent blood clots from forming. They are commonly prescribed for people at high risk for heart attack, stroke or deep vein thrombosis. Some of the common. anticoagulants are heparin and warfarin. Anticoagulants work by preventing the formation of clots in the blood vessels, but also increase the risk of bleeding.

(ii) Buffer: A buffer is a solution that helps maintain a stable pH level even when small amounts of acid or base are added to it. Buffers play an important role in many biological and chemical processes. including the regulation of blood pH. They work by absorbing excess H” or OH ions to prevent drastic changes in the pH of a solution.

(iii) Biosafety: Biosafety refers to the measures and protocols put in place to prevent the spread of infectious agents and to protect laboratory workers, the environment, and the general public from exposure to harmful biological materials. It encompasses practices like handling and disposal of biohazards, wearing protective clothing, and following decontamination procedures.

৩৪। বর্ণনা করুন ‘সংক্ষেপে’

(i) Antibody: An antibody is a protein produced by the immune system in response to an invading pathogen. Antibodies recognize and bind to specific antigens, marking them for destruction by other components of the immune system. Antibodies are used in the diagnosis of diseases, and in the development of vaccines and treatments.

(ii) Covid-19: COVID-19 is a highly contagious respiratory illness caused by the novel coronavirus. It  was first identified in Wuhan, China in 2019 and has since become a global pandemuc, affecting millions of people worldwide. Symptoms of COVID-19 can range from mild to severe, including fever, cough, and shortness of breath.

(iii) Dengue fever: Dengue fever is a viral illness transmitted by the bite of infected mosquitoes. It is prevalent in tropical and subtropical regions, especially in Southeast Asia and South America. Symptoms of dengue fever can include fever, headache, muscle and joint pain, and rash. Severe cases of dengue can lead to dengue hemorrhagic fever, which can be fatal if not treated promptly.

৩৫। সংক্ষেপে লিখুনঃ

(i) Laboratory: A laboratory is ৪ controlled environment designed for scientific research, experimentation. and analysis. It typically contains specialized equipment, chemicals, and biological materials that are used to study various phenomena and test theories. Laboratories are commonly found in academic institutions, medical centers, and industrial settings.

(ii) Sterilization: Sterilization is the process of eliminating all forms of life, including bacteria, viruses, fungi, and spores of DNA, from a material or surface. Sterilization is an important step in the preparation of materials and equipment used in medical and scientific procedures, and is critical to preventing the spread of disease. There are several methods of sterilization, including heat, chemicals, and radiation.

(iii) Widal test: The Widal test is a blood test used to diagnose typhoid fever, a bacterial infection caused by Salmonella typhi. The test measures the levels of antibodies produced by the immune system in response to the antigens present in the bacteria. The Widal test is not a definitive test for typhoid fever and is not recommended as the sole diagnostic tool.

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download