বাংলাদেশ সুপ্রীম কোট (হাইকোর্ট বিভাগ ঢাকা) ফটোস্ট্যাট মেশিন অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
183

Bangladesh Supreme Court Photostat Machine Operator

Exam Question Solution 2023

পদের নামঃ- ফটোস্ট্যাট মেশিন অপারেটর

পরীক্ষার তারিখঃ- ২৮-০১-২০২৩

১। ভাব সম্প্রসারণ করুনঃ (যে-কোনো ১টি)

ক) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

অথবা

খ) বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র,

নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র ।

২। ইংরেজিতে অনুবাদ করুনঃ (যে-কোনো ৫টি)

ক) কুকুরটি ঘেউ ঘেউ করছে।

= The dog is barking.

খ) ঘড়ির তিনটি কাটা আছে।

= A clock has three hands.

গ) তোমরা ভাগ্যবান।

= you are lucky.

ঘ) বাঙালিরা সাহসী ।

= Bengalis are brave.

ঙ) তাহারা কি ঘাইতেছে?

= Are they going?

চ) বিড়াল ইদুর মারে।

= The cat kills the mouse.

৩। যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন?

ক) এক কলা ব্যবসায়ী প্রতিটি ৪ টাকা দরে এবং প্রতিটি ২ টাকা দরে সমান সংখ্যক কলা ক্রয় করে প্রতিটি ৫ টাকা দরে সমস্ত কলা বিক্রয় করেন। এতে তার ১০০০ টাকা লাভ হয়। তিনি মোট কতগুলো কলা ক্রয় করেছিলেন?

মনে করি, X সংখ্যাক কলা ক্রয় করেছিলেন

5.2.x —(4x + 2x) = 1000

=> 10x — 6x = 1000

=> 4x = 1000

=> x=250

:. ২৫০টি কলা ক্রয় করেছিলেন

খ) ‘ক’ এর বর্তমান বয়স ‘খ’ এর বয়সের ৯ গুণ। ৯ বছর পর ‘ক’ এর বয়স ‘খ’ এর বয়সের ৩ গুণ হবে। বর্তমানে ‘ক’ ও ‘খ’ এর বয়স কত?

সমাধানঃ  মনে করি, খ এর নয়স ‘X’ বছর

তাহলে ক এর বয়স 9 X বছর

:. প্রশ্নমতে,

=> 9x+9=3(x+9)

=> 9x +9=3x 27

=> 9x — 3x =27—9

=> 6x = 18

=>x=3

:. খ এর বর্তমান বয়স = 3 বছর এবং ক এর বর্তমান বয়স = 9.3 = 27 বছর

৪। যে-কোনো ৫টি প্রশ্নের উত্তর দিনঃ

ক) বাংলাদেশের কোন ব্যক্তিকে রাজনীতির কবি’ (poet of politics) বলা হয়?

উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমান ।

খ) মায়ানমারের সাথে বাংলাদেশের কোন কোন জেলার সীমান্ত আছে?

উত্তরঃ- মিয়ানমারের সাথে বাংলাদেশের ৩টি জেলার সীমান্ত রয়েছে। ৩টি জেলা হলো- রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার। [ভারতের সাথে রয়েছে ৩০টি জেলার সীমান্ত]

গ) বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

উত্তরঃ- ২৬ মার্চ।

ঘ) গুয়ানতানামো বন্দীশালা কোন দেশে অবস্থিত?

উত্তরঃ- কিউবা

ঙ) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুইটি কাব্যগ্রন্থের নাম লিখুন।

উত্তরঃ- রিক্তের বেদন. শিউলিমালা।

চ) কমিউনিটি ক্লিনিক কলতে কী বোঝায়?

উত্তরঃ- কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের সর্বনিম্ন স্তরের স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান । সারা দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক এখন চালু আছে। ৬ হাজার গ্রামীণ মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক তৈরির কথা ছিল। এখন প্রায় ১২ হাজার মানুষের জন্য একটি করে ক্লিনিক চালু আছে। ২০২২ সালের মধ্যে আরও প্রায় এক হাজার ক্লিনিক তৈরির পরিকল্পনা সরকারের আছে।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download