হাইওয়ে পুলিশের দাপ্তরিক কর্মচারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

0
129

হাইওয়ে পুলিশের দাপ্তরিক কর্মচারী নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- ডাটা এন্ট্রি অপারেটর

পরীক্ষার তারিখঃ- ১১-০২-২০২৩

সময়- ০১ ঘন্টা ৩০ মিনিট, পুর্ণমান- ৯০

১। অর্থসহ বাক্য রচনা করুন:

(ক) অচলায়তন (গোরামিপূর্ণ)

(খ) উলুখাগড়া (গুরুত্বহী লোক) আমরা ভাই উলুখাগড়া, আমাদের কথায় ওরা গুরুত্ব দেবেন কেন?

(গ) কেতাদুরস্ত (পরিপাটি); হাফিজের চালচলন বেশ কেতা দুরস্ত।

(ঘ) চোখের বালি (চক্ষুশূল): সতীনের মেয়েটি নতুন বৌয়ের যেন চোখের বালি, একেবারে দেখতে পারে না ওকে ।

(ঙ) ষোলকলা (সম্পূর্ণ): নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হওয়ায় যোলকলা পূর্ণ হয়েছে।

২। শুদ্ধ করে লিখুন:

(ক) দূরাবস্থা= দুরবস্থা

(খ) আয়ত্তধীন = আয়ত্ত্বাধীন

(গ) দোষনীয় = দূষণীয়

(ঘ) বৈশিষ্ট্যতা= বৈশিষ্ট্য

(ঙ) সুবুদ্ধিমান = বুদ্ধিমান

৩। ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুন:

(ক) অনুক্ষন =

(খ) কোকিলকণ্ঠী = কোকিলের মত কন্ঠ যার (বহুব্রীহি)

(গ) জেলা খালাস

(ঘ) যথারীতি

(ও) সৈন্যসামন্ত = সৈন্য ও সামন্ত (দ্বন্দ্ব)

৪। ভাষা আন্দোলন সম্পর্কে ১০(দশ) টি বাক্য লিখুন:

৫। Write 5 Sentences on ‘Pandemic’ Covid-19:

৬। Make Sentences with meaning:

  1. a) Irony of fate (অদৃষ্টের পরিহাস Misfortune): He suffered a irony of fate.
  2. b) A slow coach (খুব অলস ব্যক্তি): I have never seen such a slow coach.
  3. c) Bad blood (শুত্রুতা): There is bad blood between two sisters.
  4. d) Out of the wood (ঝামেলামুক্ত, বিপদমুক্ত): The nation’s economy is not out of the woods yet.
  5. e) Put out: (নিভিয়ে ফেলা, extinguish): Put out the lamp

৭। Translate into English:

  1. a) হেমন্তের পর শীত আসে = Winter comes after dewy season.
  2. b) কি মনোরম দৃশ্য = What a beautiful sight it is!
  3. c) আমার লেখার মত কোনো কলম নেই। = I have no pen to write with.
  4. d) আমার ……….. আসবে।
  5. e) যদি কুয়াশা ঘন হয়, তাহলে বিমান ছাড়বে না। = If the fog is dense, the plane will not take off.

৮। Fill in the blanks:

a) It is I ………………. Am responsible for this. (who)

b) You have to eat in …………… to live. (life)

c) The …………… running…………… time.

d) We should not hanker ………….. wealth. (after)

e) How do you ……………. your free time? (spend)

৯। দুই অংক বিশিষ্ট সংখ্যার একটি অংক অপরটি অপেক্ষা ০৫ বেশী । অংকদ্বয় স্থান বিনিময় করলে তা পূ—–৩/৮ হয়। সংখ্যটি কত?

১০। উৎপাদক বিশ্লেষণ করুন:

সমাধানঃ-

=

=   (Ans.)

১১। যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৮০ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৯০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?

১৫ জন ছাত্রের মোট নম্বর = (১৫×৮০) = ১২০০ জন

আবার,

১০ জন ছাত্রের মোট নম্বর = (১০×৯০) = ৯০০

∴ ২৫ জন ছাত্রের গড় নম্বর = (১২০০ + ৯০০)/২৫

= ৮৪

১২। ৬৩ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে, সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: সিরাপ ও পানির অনুপাত = ৭ :৩

অনুপাতেত্র যোগফল = ৭+৩=১০

সিরাপের পরিমাণ = (৬০ * ৭/১০) লিটার = ৪২ লিটার

পানির পরিমাণ = (৬০ * ৩/ ১৩) লিটার = ১৮ লিটার

ধরি, নতুন মিশ্রণে পানি মিশাতে হবে ক লিটার

প্রশ্নমতে,

সিরাপ : পানি = ৩ :৭

বা, ৪২: (১৮ + ক) ৩:৭

বা, ৪২ / (১৮ + ক) ৩/৭

বা, ৫৪ + ৩ক = ২৯৪

বা, ৩ ক = ২৯৪ – ৫৪

বা, ৩ ক = ২৪০

বা, ক = ৮০

উত্তরঃ- পানি মেশাতে হবে ৮০ লিটার ।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download