জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিরাপত্তা প্রহরী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

0
162

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিরাপত্তা প্রহরী

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- নিরাপত্তা প্রহরী

পরীক্ষার তারিখঃ- ২১-০১-২০২৩

১। সন্ধি বিচ্ছেদ করুন:

ক. শীতার্ত = শীত +ঋত

খ. সঞ্চয় = সম্‌ + চয়

গ. নায়ক = নৈ + অক

ঘ. বনৌষধি = বন + ওষধি

ঙ. দিগন্ত = দিক্‌ + অন্ত।

২। এককথায় প্রকাশ করুন:

ক. কণ্ঠ পর্যন্ত = আকণ্ঠ

খ. যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব।

গ. জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত

ঘ. যা চিন্তা করা যায় না = অচিন্তণীয়

ঙ. যা আঘাত পায়নি = অনাহত

৩। বিপরীত শব্দ লিখুন:

ক. আশা = নিরাশা

খ. উৎকর্ষ = অপকর্ষ

গ. প্রকাশ = গোপন

ঘ. ভাটি = উজান

ঙ. প্রচুর = স্বল্প

৪। শুদ্ধ বানান লিখুন:

ক. আশীষ – আশিস

খ. কৃতীত্ব = কৃতিত্ব

গ. চৈতালী = চৈতালি

ঘ. সূচীপত্র = সূচিপত্র

ঙ. সৌন্দর্য্য = সৌন্দর্য

৫। Fill in the blanks:

  1. He is capable …………………. doing it. (of)
  2. He is good …………………. mathematics. (at)
  3. The sky is …………………. us (above)
  4. I saw …………………. One eyed man. (a)
  5. The sunrises in ………………. east. (the)

৬। Translate into English:

ক. আমি যদি ধনী হতাম

= I wish I were a rich.

খ. ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত

= Dhaka stands on the Buriganga.

গ. আমি সাতার কাটতে জানি

= I know how to swim.

ঘ. সদা সত্য কথা বলবে

= Always speak the truth.

ঙ. বাগান করা আমার শখ

= Gardening is my hobby.

৭। ‘Write five Sentences on “Digital Bangladesh.

Ans. Digital Bangladesh is a buzzword to the people of all classes. All economically rich and industrially developed countries are fully developed through digitalization process. They have made everything online. It is one of the nation’s dreams. Our present prime minister, Sheikh Hasina declared in 2008 to make Bangladesh as a digital Bangladesh by 2021. The title of the concept is “Vision 2021” means Bangladesh would be digitalized by the next decade. It named as Digital Bangladesh mainly for improvement of information and communication technology. We can express in one sentence is that it is a process of digitalizing everything in our national life. Digitalization make our daily works and activities, entertainment and lifestyle, communication and business transaction are easy and comfortable. All types of transaction like tax payment, salary payment and banking transaction should be online. Now, Bangladesh is dreaming with the aim of making nationwide digital. It is very easy to dream but to succeed is really very tough.

৮। বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওজর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধান: ১০% মুনাফায় ৩০০০ ঢাকার মুনাফা ৩০০ ঢাকা

এবং ৮% মুনাফায় ২০০০ টাকার মুনাফা ১৬০ টাকা

সুতরাং ৩০০০+২০০০ = ৫০০০ টাকার মোট মুনাফা = ৩০০+১৬০

= ৪৬০ টাকা

এখন ৫০০০ টাকার ১ বছরের মুনাফা ৪৬০ টাকা

১        ,,    ১    ,,        ,,   ৪৬০/৫০০০ টাকা

১০০     ,,    ১    ,,        ,, ৪৬০*১০০/৫০০০= ৯.২ টাকা

উত্তরঃ- ৯.২%

৯। উৎপাদকে বিশ্লেষণ করুন:

সমাধান:

= 2(

= 2 (

= 2 {a(a-5)+2(a-5)}

= 2 (a-5) (a+2) Ans.

১০। ৬ বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের ৫ গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

মনে করি, বর্তমানে পুত্রের বয়স = ক বছর

বর্তমানে পিতার বয়স = ৩ ক বছর

৬ বছর পূর্বে পুত্রের বয়স = (ক – ৬) বছর

৬ বছর পূর্বে পিতার বয়স = (৩ ক – ৬) বছর

প্রশ্নমতে, ৩ক – ৬ = ৫ (ক – ৬)

বা, ৩ক – ৬ = ৫ক – ৩০

বা, ৫ক – ৩ক = ৩০ – ৬

বা, ২ক = ২৪

বা, ক = ২৪/২

∴ ক = ১২

∴ পুত্রের বয়স ১২ বছর, পিতারবয়স (৩x১২) = ৩৬বছর।

১১. দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ১৬ হলে , সংখ্যা দুটি নির্ণয় করুন।

সমাধান: মনে করি ১ম বিজোড় সংখ্যাটি =X

এবং ২য় বিজোড় সংখ্যাটি= X+2

প্রশ্নমতে, X+X+2=16

Or, 2x+2=16

∴ x=7

অতএব ১ম বিজোড় সংখ্যাটি ৭

এবং২য় বিজোড় সংখ্যাটি ৭+২=৯

উত্তরঃ- ৭, ৯

১২। এককথায় উত্তর দাও:

ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখঃ?

উত্তরঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২

খ) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?

উত্তরঃ- সিসমোগ্রাফ

গ) বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার কে?

উত্তরঃ- ড. শিরীন শারমিন চৌধুরী

ঘ) মুজিবনগর সরকার কবে গঠিত হয়?

উত্তরঃ- ১০ এপ্রিল ১৯৭১

ঙ) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download