NIMCO Cashier Exam Question Solution 2023

0
126

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ক্যাশিয়ার

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- ক্যাশিয়ার

পরীক্ষার তারিখঃ- ২১-০১-২০২৩

১। Multiple Choice:

ক) Adverb of ‘strengthen’ is-

  1. Strong
  2. Stronger
  3. Strongly
  4. Strength

Ans. c

খ) Find the odd one:

  1. and
  2. or
  3. since
  4. read

Ans. d

গ) An Article is used before:

  1. noun
  2. preposition
  3. pronoun
  4. verb

Ans. ‍a

ঘ) Boot leg’ means …………………

  1. export
  2. import
  3. disuibution
  4. smuggle

Ans.  d

ঙ) ———- is the antonym of Honorary?

  1. Literary
  2. Honorable
  3. Salaried
  4. Official

Ans.  c

২। Translate into English:

ক) তুমি কার সাথে কথা বলছো?

= Whom are you talking with?

খ) তুমি কি কখনো সিলেটের জাফলং গিয়েছো?

= Have you ever been to Zaflong of Sylhet?

গ) বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ

= Bangladesh is a riverine country.

ঘ) তেল পানিতে ভাসে

= Oil floats in water.

ঙ) দেশকে ভালবাসতে হবে

= We ought to love our country.

৩। Fill in the blanks of the following Sentences:

  1. He getes ………….well with his colleagues. (on)
  2. He does not leave his house …….. 9 o’clock. (before)
  3. I shall meet you……………. 50’clock …………. Sunday in January. (at, on)
  4. I shall look ……………teh matter. (into)
  5. The cub camporee took place in Sreemangal……. Moulovibazar distric. (of)

৪। Write a short paragraph on “Dhaka International Trade fair – 2023.

“Dhaka International Trade fair — 2023”

Every year, the Export Promotion Bureau of Bangladesh (EPB) arranges an international trade fair in the capital city of Bangladesh named the Dhaka international trade Fair (DITF). It gets inaugurated at the beginning of each year by the Ministry of Commerce. From its starting date, this international trade fair lasts for about 1 month and it hosts half a thousand stalls, shops, pavilions, and venues for various organizations. In 2023, people are expecting this fair to be a grand event because 2023 is the second year after the country has recovered from the global pandemic. So, let’s get to know everything about the Dhaka International Trade Fair 2023 (DITF 2023) in this article. The international trade Fair in Dhaka is going to be held at “Bangabandhu Bangladesh- China Friendship Exhibition Centre” Purbachal. This venue is a mega project of the government that is situated in Purbachal, which is on the Eastern outskirt of the capital city.

৫। এককথায় লিখুন:

ক) আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক কে?

উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ) কাব্যের ইংরেজী অনুবাদ করেন কে?

উত্তরঃ- গীতাঞ্জলী কাব্যের ইংরেজী অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর (আর ভূমিকা লিখেন W.B. Yeats.)

গ) ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

উত্তরঃ- ভাষার ক্ষুদ্রতম একক হলো ‘ধ্বনি’। এটা ভাষার মৌলিক  অংশ ।

ঘ) বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?

উত্তরঃ- বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ ১০টি | এগুলো হলোঃ এ, ঐ, ও, ঔ, ঞ, এ, ৎ, ং ,ঃ এবং চন্দ্রবিন্দু (ঁ)।

ঙ) ‘ফেরারী ডায়েরী’ কোন পটভূমিকায় রচিত?

উত্তরঃ-  মুক্তিযুদ্ধ

৬। বিপরীত শব্দ লিখুনঃ-

টাটকা = বাসি

অস্তি = নাস্তি

সংশ্লেষণ = বিশ্লেষণ

সুশীল = দুঃশীল

অর্বাচীন = প্রাচীন

৭। বীরশেষ্ঠ খেতাব কয়জন পেয়েছিলেন? তাদের নাম লিখুন।

উত্তরঃ- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ অবদানের জন্য ৭জনকে বীরশ্রেষ্ট খেতাব প্রদান করা হয়েছে।

১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

২. ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ

৩. সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল

  1. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

৫. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ

৬. সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান.

৭. ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন

৮। “একুশে গ্রন্থমেলা সম্পর্কে লিখুন।

অমর একুশে গ্রন্থমেলা, ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে ও বর্ধমান হাউজ ঘিরে অনুষ্ঠিত হয়। ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে অমন একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়াদী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে৷ তবে বাংলা একাডেমি প্রাঙ্গনেও মেলার একটি অংশ আয়োজন করা হয়। ১৯৫২ খিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে, সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ করা হয় ‘অমর একুশে গ্রন্থমেলা।

৯। পূর্ণরূপ লিখুন:

(a) NATO = North Atlantic Treaty Organization.

(b) OMR = Optical Mark Reader

(c) UNHCR = United Nations High Comissioner for Refugees

(d) ICDDRB = International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh.

(e) MICR = Magnetic Ink Character Reader.

১০। ৭ই মার্চের ভাষণ ও বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।

৭ ই মার্চের ভাষণ ও বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো জনতার সামনে যে ভাষণ দেন, তা-ই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ হিসেবে পরিচিত। তার ভাষণটি ছিল, “ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।” বঙ্গবন্ধু এ ভাষণে নিহিত ছিল বাঙালির মুক্তির বীজ, স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের প্রেরণাশক্তি, নিপীড়িত ও দিশেহারা বাঙালির উজ্জীবনী মন্ত্র। পশ্চিম পাকিস্তানি শাসন, শোষণ আর নির্যাতনের সমাপ্তি ঘটাতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের তাষণ ছিল অনিবার্য । ১৯৭০ সালে আওয়ামী লীগ করলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী আওয়ামী লীগের এ বিজয়কে সহজে মেনে নিতে পারেনি। এ পরিস্থিতিতে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ৩রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডেকেও অপ্রত্যাশিতভাবে ১লা মার্চ তা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। এই খবর শুনে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে । ফলশ্রুতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের সাত তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশল জনসমুদ্রে পরিণত হয়। ১৮ মিনিটের ভাষণে তিনি চলমান সামরিক আইন প্রত্যাহারসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের উপর গুরুত্বারোপ করেন। তার এ ভাষণ ছিল জাতির মুক্তিসংগ্রামের এক পুর্ণাঙ্গ নির্দেশনা। সেই দিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ নতুন জীবনের মন্ত্রে দীক্ষিত হয়। মুক্তিকামী বাঙালির স্বাধীনতা আন্দোলনের কর্মপন্থা-কৌশল তুলে ধরেন, দেন সঠিক দিকনির্দেশনা। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের উপর আমার অনুরোধ রইল-প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে ভাই নিয়ে শত্রু মোকাবিলা করতে হবে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিরলস সংগ্রাম-আন্দোলন করতে থাকেন বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ থেকে শুরু করে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান সত্তরের সাধারণ নির্বাচনে জয়লাভ, সর্বোপরি , একাত্তরের মুক্তিযুদ্ধ- এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়কে অবশ্যম্ভাবী করে তোলেন।

১১। ১০ টাকার ১২টি দরে কোন জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

১২ টির ক্রয়মূল্য ১০ টাকা

১ টির ক্রয়মূল্য ১০/১২ টাকা = ৫/৬ টাকা

আবার,

৮ টির বিক্রয়মূল্য ১০ টাকা

১ টির বিক্রয়মূল্য ১০/ ৮ টাকা = ৫/৪ টাকা

লাভ = ৫/৪ – ৫/৬ = (১৫ – ১০)/১২ = ৫ /১২ টাকা

৫/৬ টাকায় লাভ হয় ৫/১২ টাকা

১ টাকায় লাভ হয় ৫/১২×৬/৫ টাকা

১০০ টাকায় লাভ হয় = (৫/১২)×(৬/১২)×১০০ = ৫০ টাকা

উত্তরঃ- ৫০% লাভ

১২। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?

আয়তক্ষেত্রের প্রস্থ = a আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2a প্রশ্নমতে,

2a2 = 512

a2 = 256

a = 16 প্রস্থ = 16 দীর্ঘ = 32

পরিসীমা = 2 (16 + 32)

= 2× 48 = 96 মিটার

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download