জাতীয় মানবাধিকার কমিশন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর / অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ- ১০-০২-২০২৩
১। রচনা লিখুন (যেকোনো ০১টি)- ‘চাকরি পরীক্ষার পূর্ব রাত্রি’ অথবা “বই মেলা’।
২। আবেদনপত্র লিখুন: চাকরিতে যোগদান করবেন মর্মে কর্তৃপক্ষ বরাবর একটি যোগদান পত্র লিখুন ।
৩। ভাবসম্প্রসারণ করুনঃ ‘ইচছা থাকলে উপায় হয়’।
উত্তরঃ- সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ ছিল অসহায় । সেই অসহায় অবস্থা উত্তরণে আজ অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ । হিংস্র পশুর হাত থেকে বাঁচার তীব্র বাসনা থেকেই যখন মানুষ পাথবের হাতিয়ার ও আগুন আবিষ্কার করলো, তখন থেকেই মানুষের আবিষ্কারের নেশা তীরূতর হয়। আবিষ্কারের সেই তীব্র বাসনা বা ইচ্ছা শক্তির কারণেই সভ্যতা আজ এই পর্যায়ে উন্নীত। বস্তুত ইচ্ছা শক্তির জোরেই মানুষ জ্ঞান-বিজ্ঞানের চরম শিখরে পৌঁছেছে ।
এক গ্রহ থেকে অন্য গ্রহে গিয়ে বসবাস করার চিন্তা করছে। পাহাড় সমুদ্র থেকে সমুদ্র তলদেশ পর্যন্ত বিচরণ করছে। জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা- সংস্কৃতির সব ক্ষেত্রে প্রতিটি আবিষ্কারের পেছনে কাজ করেছে তার ইচ্ছাশক্তি। নদীর উপর ভেসে থাকার ইচ্ছা থেকে মানুষ তৈরি করেছে ভেলা, নৌকা, জাহাজ | আকাশে ওড়ার বাসনা থেকে তৈরি করেছে বেলুন, উড়োজাহাজ । রোগ থেকে বাঁচার তীব্র বাসনা থেকে আবিষ্কৃত হয়েছে ঔষধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি । ইচ্ছা শক্তির বলে বলীয়ান হয়ে মানুষ অধ্যবসায়ে হয়েছে মনোযোগী, পেয়েছে চিত্রের একাগ্রতা । যা মানুষকে তার সাফল্যের চরম শিখরে পৌঁছে দিয়েছে যোগায়। ইচ্ছা না থাকলে এক ধরণের জড়তা কাজ করে মানব-হৃদয়। ফলে কোনো আকাঙ্ক্ষা জাগে না। ইচ্ছাশক্তি প্রচন্ড শক্তিশালী হলে যেকোনো বাধা তার কাছে নতিষ্বীকার করতে বাধ্য হয়। পৃথিবী জয় করার প্রবল ইচ্ছা থেকে নেপোলিয়ন ইউরোপ জয় করেছিলেন, আব্রাহাম লিংকন আমেরিকার রাষ্ট্রপতি হতে পেরেছিলেন । স্বাধীন হওয়ার তীব্র ইচ্ছা থেকেই আমরা স্বাধীনতা লাভ করে।
৪। ব্যাকরণ অংশ
ক। সন্ধি বিচ্ছেদ করুন: “শুভেচ্ছা’ = শুভ + ইচছা
খ। রেখা চিহ্নিত শব্দগুলো কোন কারকে কোন বিভক্তি উল্লেখ করুন:
‘পাগলে কিনা বলে
উত্তরঃ- কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
গ। সমাস নির্ণয় করুন: ‘ত্রিফলা’
উত্তরঃ- ত্রিফলা = তিন ফলের সমাহার (দ্বিগু সমাস)
ঘ। লেখকের নাম লিখুন: ‘গোরা’
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
5) Write an Essay on ‘Environment Pollution’
6) Write a Paragraph on ‘Human Rights’
Ans. Human rights are the basic rights and freedoms that are entitled to every person, regardless of race, gender, nationality, religion, or any other status. These rights include the right to life, liberty, and security of person: freedom from torture and slavery; freedom of expression and religion; the right to work and education; and the right to participate in government. It is the responsibility of governments to protect and promote these nights for all individuals within their jurisdiction. Human rights are essential for a fair and just society, and the protection and promotion of these rights must be a top priority for all nations.
7) Grammar Part: (10 Marks):
Fill in the blanks with appropriate Preposition (2 Marks)
- a) He pleaded with me ………. Justice (for)
- b) The work was finished ………. time and ………. (on, within)
Idioms and Phrases: 2 Marks
- c) At a low ebb (নিম্নমুখী): His confidence is at a low ebb.
- d) Cock and bull story (আষাঢ়ে গল্প): He told us some cock-and-bull story about having lost all his money.
Change the Voice: 2 Marks
- e) Don’t open the door.
– Let the door not be opened.
- f) He is thought to be a poet.
– They thought him to be a poet
Translations: 2 Marks
- g) আমার বন্ধু নাই বললেই চলে = I have few friends.
- f) আমি তাকে উপহাস করিনি = did not make fun of him.
Literature: 2. Marks
- i) Who wrote the drama ‘Julius Caesar?
Ans. William Shakespeare
- J) Who wrote the poem ‘The solitary reaper?
Ans. William Wordsworth
৮। বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা
আমরা জানি,
I = Prn
⇒n = I/Pr
⇒n = ৪৮০০/১০০০০×১২/১০০
⇒n = ৪৮০০×১০০/১০০০০×১২
∴ n = ৪ বছর
৯। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে?
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২১ মি. + (২+২) মি. = ২৫ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ১৫ মি. Ñ (২+২) মি. = ১৯ মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ২৫×১৯ বর্গমিটার = ৪৭৫ বর্গমিটার।
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = ২১×১৫ বর্গমিটার = ৩১৫ বর্গমিটার।
সুতরাং রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার = ১৬০ বর্গমিটার।
ঘাস লাগানোর মোট খরচ = (১৬০×২.৭৫) টাকা = ৪৪০.০০ টাকা
অতএব, ঘাস লাগানোর মোট খরচ ৪৪০ টাকা।
১১। ৯.৮ মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত?
বৃত্তাকার বাগানের ব্যাস 2πr =9.8 মি.
বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ r = 9.8/2=4.9 মি.
বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল =3.14*(
75.39 বর্গ মি.
১২। পুর্ণরূপ লিখুন;
ক) HTTP = Hypertext Transfer Protocol!
খ) SSL = Secure Sockets Layer
গ) GSM = Global System for communication
ঘ) LED = Light-emitting diode
ঙ) RAM = Random-access memory
চ) WWW = World Wide Web
১৩ । টিকা লিখুন: ক) Facebook খ) ফাইবার অপটিকস্ : গ) Google ঘ) ইন্টারনেট
Facebook is a social media platform founded in 2004. It allows users to create profiles, share photos and videos. and connect with friends and family. It also offers businesses the opportunity to create pages and advertise to target audiences. With over 2.8 billion monthly active users, Facebook is one of the largest and most widely used social media platforms in the world.
ফাইবার অপটিকস্
অপটিক্যাল ফাইবার হল কাঁচ (সিলিকা) বা প্লাস্টিক দিয়ে তৈরি করা ব্যাসের অপটিক্যাল ফাইবার, প্রধানত ইন্টারনেট এবং ডেটা
ট্রান্সমিশনের কাজে ব্যবহৃত হয়ে থাকে । অপটিক্যাল ফাইবার দ্রুত গতির ইন্টারনেট সরবরাহের পাশাপাশি আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে-
- কম্পিউটার নেটওয়ার্কিং
- সার্জারি এবং দন্ত চিকিৎসা
- মোটরগাড়ি শিল্প
- টেলিফোন
- আলোকসজ্জা
- মেকানিক্যাল পরিদর্শন
- ক্যাবল টেলিভিশন
- মিলিটারি এবং স্পেস আপ্লিকেশন
অপটিক্যাল ফাইবার কিছু সুবিধা: Oftical fiber ব্যবহারের কিছু সুবিধা রয়েছে । যেমন
- সাশ্রয়ী (লম্বা সময়ের জন্য)
- কম বিদুৎ খরচ হয়
- পাতলা এবং অদাহ্য
- সংকেতের কম অবক্ষয় হয়
- নমনীয় এবং হালকা
Google is a multinational technology company that offers a range of products and services, including the world’s most popular search engine. With its simple and intuitive interface, Google allows users to quickly find information on almost any topic by entering keywords into the search bar. In addition to its search engine, Google offers email through Gmail, online document creation and storage through Google Drive, and access to popular websites and apps through Google Chrome. Google also offers advertising solutions for businesses and provides analytics to help track the success of online campaigns. With its vast resources and global reach, Google has become an essential tool for people and businesses all over the world.
ইন্টারনেট
টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটান্র থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কলা হয় ইন্টারনেট । এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধামে ডাটা আদান-প্রদান করা হয়। ইন্টারনেট (Internet) হলো International Network -এর সংক্ষিপ্ত রূপ। কার্যত এটি হলো নেটওয়ার্কসমূহের নেটওয়ার্ক। ১৯৯১ সালে ইন্টারনেটের ব্যাপক ব্যবহার শুরু হলেও এব প্রকৃত যাত্রা আরম্ভ হয় ১৯৬৯ সালে । বর্তমানে আধুনিক বিশ্বে ইন্টারনেট হলো যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম । তথ্য আদান- প্রদান, সংবাদপত্র পড়া, সামাজিক যোগাযোগ, পড়াশুনা, গবেষণা, টেলিভিশন দেখা, রেডিও শোনা, তথ্য সংগ্রহ, ব্যাংকিং সেবা, টিকিট সংগ্রহ, বিলি পরিশোধ, চাকরির আবেদন ইত্যাদিসহ নানা কাজে মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। পৃথিবীতে নেটিজেনদের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে বাংলাদেশে ব্যাপকহারে মোবাইলে ইন্টারনেটের ব্যবহার হচ্ছে। কোনো মোবাইল মেট জিপিআরএস বা সিডিএমএ সমর্থিত হলে সেসব সেট দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়। তাই এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে । ফলে পুরো পৃথিবী ক্রমান্বয়ে এর সুফল ভোগ করছে। তাই আধুনিক জীবনযাত্রায় ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম।
১৪। সংক্ষিপ্ত উত্তর লিখুনঃ
ক) DBMS কলতে কি বুঝ?
DBMS (ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) হলো এমন একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম যা একই সাথে ডাটাবেজ তৈরী, ব্যবস্থাপনা, তত্ববধান এবং ডাটা প্রসেসের কাজ করে। ডাটাবেজের সাহায্যে ডাটা প্রসেস করে আমরা এসব ডাটার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি । যদিও ডাটা প্রসেস করে নলেজ মাইনিং করা ডাটাবেজের মুল উদ্দেশ্য নয় ।
খ) নেটওয়ার্কিং রাউটারের কাজ কি?
রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, যা হার্ডওয়্যার ও সফটওয়্যাত্রের সমন্বয়ে তৈরি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। রাউটার হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে তা নির্ধারণ করে । ডেটা প্যাকেট হচ্ছে ডেটার ব-ক বা ডেঢার সমষ্টি। রাউটার ডেটা প্যাকেটগুলোকে গন্তব্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম দূরত্বের পাথ (path) ব্যবহার করে । রাউটার একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত আন্তঃ নেটওয়ার্কের মধ্য দিয়ে একটি ডাটা প্যাকেটকে এক রাউটার থেকে অন্য রাউটারে পাঠানো হয় যতক্ষণ পর্যন্ত না এটি গন্তব্য নোডে পৌঁছে।