কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

0
69

কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পরীক্ষার তারিখঃ- ১১-০২-২০২৩

১। What is the synonym for the word “FIDELITY”?

ক. Injurious

খ. Repent

গ. Praise

ঘ. Loyaity

উত্তরঃ- ঘ

২। The word ACUMEN’ means?

ক. Desiretoleam

খ. pain

গ. Deep knowledge

ঘ. Quick understanding ability

উত্তরঃ- ঘ

৩। He runs fast, here “fast? is

ক. a verb

খ. an adjective

গ.  an adverb

ঘ. a conjunction

উত্তরঃ- গ

৪। Which one is correct?

ক.Herecomehe

খ. Here comes he

গ. Herehe comes

ঘ. Here come Ali

উত্তরঃ- গ

৫। Identify the right passive voice of- “It is impossible to do this.’?

ক. Doing this is impossible.

খ. This is impossible to be done.

গ. This must be done.

ঘ. This can’t be done.

উত্তরঃ- খ

৬। The man was charged ………… theft.

ক. With

খ. By

গ. for

ঘ. of

উত্তরঃ- ক

৭।  Choose the correct sentence

ক. I have finished to write.

খ. I have finished writing.

গ. I have to finished to write

ঘ. I have to finished writing

উত্তরঃ- খ

৮। Which one is the correct translation of- “চেয়ারটি কাঠের তৈরি ।”

ক. The chair is made from wood.

খ. The chair is made of wood.

গ. The chair is made by wood.

ঘ. The chair is made through wood.

উত্তরঃ- খ

৯। Which one is an example of ‘adverb’?

ক. Beside

খ. Again

গ. Within

ঘ. Through

উত্তরঃ- খ

১০।  Who is not a romantic poet?

ক. P.B. Shelly

খ. S.T. Coleridge

গ. John keats

ঘ. T.S. Eliot

উত্তরঃ- ঘ

১১। অগ্ননিবীণা কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি?

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. হুমায়ুন আহমেদ

ঘ. জসিমউদ্দিন

উত্তরঃ- ক

১২। ‘তন্বী’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক. ত+ই

খ. ত+ঈ

গ. তনু +ই

ঘ. তনু +ঈ

উত্তরঃ- ঘ

১৩। পল্লী কবি জসিমউদ্দিন এর জন্মস্থান কোন জেলায়?

ক. যশোর

খ. রাজশাহী

গ. ফারিদপুর

ঘ. ঢাকা

উত্তরঃ- গ

১৪। বিরাগ” শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. অনুরাগ

খ. রাগান্বিত

গ. ক্রোধ

ঘ. অনুযোগ

উত্তরঃ- ক

১৫। ‘অভিরাম” শব্দের অর্থ কি?

ক. অসুন্দর

খ. অনবরত

গ. আনয়ম

ঘ. সুন্দর

উত্তরঃ- ঘ

১৬। আমগুলো এখনোকাঁচা। এখানে ‘কাঁচা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে।

ক. অপক্ক

খ. অসিদ্ধ

গ. অপটু

ঘ. অস্থায়ী

উত্তরঃ- ক

১৭। “হিমালয়” শব্দটির সন্ধি বিচ্ছেদ-

ক. হিমা + আলয়

খ. হিম + আলয়

গ. হি+ আলয়

ঘ. হিমা + লয়

উত্তরঃ- খ

১৮। বাংলা বামালায় ব্যাঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?

ক. ১১টি

খ. ২৫টি

গ. ৩৯টি

ঘ. ৫০টি

উত্তরঃ- গ

১৯। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

ক. মাধবী লিপি

খ. শ্যামা লিপি

গ. সিংহলী লিপি

ঘ. ব্রহ্মী লিপি

উত্তরঃ- ঘ

২০। নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক. গণিত

খ. বিপণি

গ. লবন

ঘ. কোণ

উত্তরঃ- গ

২১। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি?

ক. সিসমোমিটার

খ. ব্যানোমিটার

গ. থার্মোমিটার

ঘ. ম্যানোমিঢার

উত্তরঃ- ক

২২। জাতিসংঘের মূল সংস্থা নয় নিচের কোনটি?

ক. সাধারণ পরিষদ

খ. আন্তর্জাতিক আদালত

গ. অস্থি পরিষদ

ঘ. ইসলামী সম্মেলন সংস্থা

উত্তরঃ- ঘ

২৩। ‘কারাগারের রোজনামচা’ প্রবন্ধের রচয়িতা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরঃ- গ

২৪. বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি?

ক. দৌদি আরব

খ. কুয়েত

গ. ইরাক

ঘ. জর্ডান

উত্তরঃ- গ

২৫। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?

ক. ৮ জানুয়ারি

খ. ৯ জানুয়ারি

গ. ১০ জানুয়ারি

ঘ. ১১ জানুয়ারি

উত্তরঃ- গ

২৬। ২৮ ডিগ্রী কোণের সম্পূর্রক কোণের পরিমাণ কত?

ক. ৫২

খ. ১৫৩

গ. ১৫২

ঘ. ৩৩২

উত্তরঃ- গ

২৭। ২৫ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ৫ বেশী হবে?

ক. ১০

খ. ৫

গ. ১৫

ঘ. ২০

উত্তরঃ- ক

২৮। একটি বৃত্তের একটি চাপের উপর অংকিত কেন্দ্র কোণ বৃত্ত কোণের কত অংশ?

ক. তিনগুণ

খ. অর্ধেক

গ. চাবরগুণ

ঘ. দ্বিগুণ

উত্তরঃ- ঘ

২৯। দুটি সংখ্যার যোগফল ১০ এবং গুণফল ২৪, সংখ্যা দুটি কত?

ক. ৭, ৩

খ. ৯.১

গ. ৬,৪

ঘ. ৮, ২

উত্তরঃ- গ

৩০। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7 : 2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৪ : 3। তাদের বর্তমান বয়স কত?

ক. 36,12

খ. 46, 17

গ.35, 10

ঘ. 49, 11

উত্তরঃ- গ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download