জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর হিসার সহকারী
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, হিসার সহকারী, সার্টিফিকেট সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পরীক্ষার তারিখঃ- ০৫-০২-২০২৩
১। এক কথায় প্রকাশ করুন:
ক) অশ্বের ডাক = হ্রেষা
খ) অতি দীর্ঘ নয় যা =নাতিদীর্ঘ
গ) উপকারীর অপকার করে যে = কৃতঘ্ন
ঘ) চৈত্র মাসের ফসল = চৈতালি
ঙ) মন হরণ করে যা= মনোহর
২। শুদ্ধ বানান লিখুন:
ক) ফেব্রুয়ারী = ফেব্রুয়ারি
খ) মুমুর্ষ = মুমূর্ষু
গ) যথেষ্ঠ = যথেষ্ট
ঘ) ইতোপূর্বে = ইত:পূর্বে
ঙ) সদ্যজাত = সদ্যোজাত
৩ । নিচের বাগধারাগুলোর অর্থসহ একটি পূর্ণ বাক্য লিখুন:
ক) এলাহি কান্ড (বিরাট আয়োজন): আকমল সাহেব ছেলের বিয়েতে এলাহি কান্ড করেছেন।
খ) কলকাঠি নাড়া (গোপনে কুপরামর্শ দেওয়া): তমাল তার নিজের বুদ্ধিতি একাজ করছে না, কেউ না কেউ উপর থেকে কলকাঠি নাড়াচ্ছেন।
গ) মুখে খই ফোটা (অযথা কথা বলা)
ঘ) গভীর জলের মাছ (খুব চতুর ব্যক্তি): খালেক সাহেবের মতো গভীর জলের মাছকে চেনা কঠিন।
ঙ) ঘাম দিয়ে জ্বর ছাড়া (বিপদ কেটে যাওয়া): ছাত্রটির জেল হওয়ার কথা, কিন্তু মহানুভব জজ সাহেব তাকে মুক্তি দেওয়ায় শিক্ষকদের ঘাম দিয়ে জ্বর ছাড়ালো।
8। বিপরীত শব্দ লিখুন:
ক) জ্ঞানী = মুর্খ
খ) তারুণ্য = বার্ধক্য
গ) ধারালো = ভোঁতা
ঘ) নিরক্ষর = সাক্ষর
ঙ) ফাঁপা = নিরেট
৫ । দুইটি করে সমার্থক শব্দ লিখুন:
ক) বন = জল, অরণ্য
খ) হাত = কর, বাহু
গ) ঢেউ = ঊর্মি, তরঙ্গ
ঘ) পুত্র = ছেলে, তনয়
ঙ) চক্ষু = অক্ষি, নয়ন
৬। Write a meaningful sentence with each of the following words: (1×5) 5
- a) Below: The temperature was below freezing point.
- b) Sing: She began to sing a beautiful melody.
- c) Human: To err is human.
- c) Visit: T’ll visit my grandmother next week.
- e) Remedy: The remedy for a headache is to take a painkiller.
৭। Fill in the blanks with right form of the verbs: 5
- a) The audience started ….. (clap).
Ans. clapping
- b) The book …. (write) by him few years ago.
Ans. was written
- c) I wish I…… (be) a king.
Ans. were
- d) Rahim and Reshma ….. (be) siblings.
Ans. are
- e) He took those measures with a view to …. people.
Ans. helping
৮। Change the antonym (1×5) 5
- a) Rich = Poor
- b) Dark = Light
- c) Ugly = Beautiful
- d) Lost = Win
- e) Far = Near
৯। Translate into English (1×5) 5
ক) রহিম আগামীকাল গাজীপুরে যাবে – Rahim will go to Gazipur tomorrow.
খ) রিনা আমার চেয়ে দুই বছরের ছোট – Rina is two years younger than me.
গ) সে কি চিঠি লিখতে পারে – Can he write letters?
ঘ) সততা সর্বোতকৃষ্ট প্রন্থা – Honesty is the best policy.
ঙ) ফলটি খেতে মিষ্টি – The finit tastes sweet.
১০। Write a short (not more than 15 sentences) paragraph on ‘A winter morning.
Ans: A winter morning in Bangladesh are usually mild and comfortable. The sky is usually clear and bright. The sun rises slowly and spreads its warmth. The ground is covered in a blanket of snow. The trees are frosted with snowflakes. People wear warm clothes to protect themselves from the cold. Some walk their dogs, others go to work. The sound of crunching snow underfoot is common. The air is crisp and refreshing. The world looks peaceful and calm. Shadows stretch as the sun rises higher. Birds chirp occasionally. It’s a time for reflection and gratitude. Winter mornings are special and beautiful.
১১। দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?
সমাধান: ধরি, অপর সংখ্যা =X
আমরা জানি, ল.সা.গু * গ.সা.গু = সংখ্যা দুটিা গুণফল
7700*11=275*X
X= =308
১২। একটি সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হয় ঐ সংখ্যা। সংখ্যাটি কত?
মনেকরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, X এর ৪০% + 8২ =X
বা, x* =x – 42
বা, 100x – 4200=40 x
বা, 100 x – 40 x =4200
বা, 60x = 4200
বা, x = 70
উত্তর: সংখ্যাটি ৭০
১৩ । একজন ছাত্রকে বলা হল একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে ৩ যোগ করতে । সে তা’ না করে এর পরিবর্তে প্রথমে ৩ যোগ করল ও গড়ে ২ দ্বারা গুণ করলো । সে যদি উত্তর ২০ পেয়ে থাকে তবে সঠিক উত্তর কত হবে?
মনে করি, সংখ্যাটি ক
১ম ধাপঃ ক +৩ * ২=২০
বা, ক +৩ = ২০ * ২
বা, ক+৩=১০
বা, ক =১০ – ৩
সুতরাং ক=৭
২য় ধাপ,
৭*২+৩
=১৪+৩= ১৭ (উত্তর)
(সাধারণ জ্ঞান ও বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-২৫)
১৪। নিচের প্রশ্নপ্তলোর সঠিক উত্তর লিখ: (১১০) ১০
ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলাকে “বাংলাদেশ নামকরণ করেন কখন?
উত্তরঃ- ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৫ই ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে “বাংলাদেশ” নামে নামকরণের ঘোষণা দেন।
খ) SDG এর পূর্ণরূপ লিখুন ।
উত্তরঃ- SDG = Sustainable Development Goals
গ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ- তাজউদ্দীন আহমেদ
ঘ) পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ- মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
ঙ) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ- নীলনদ
চ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘ফোর টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার” কোথায় অবস্থিত?
উত্তরঃ- গাজীপুর জেলার কালিয়াকৈরে
ছ) ‘সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইন সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে?
উত্তরঃ- সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে
জ) মুক্তিযুদ্ধের সময় গাজীপুর কোন সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ- ৩ নং সেক্টুর
ঝ) “রক্তাক্ত প্রান্তর কবিতাটি কার লেখা
উত্তরঃ- কবি শামসুর রাহমান
ঞ) মার্ক জাকারবার্গ ও তার ৩ সহপাঠী কত সালে ফেসবুক প্রতিষ্ঠা করেনঃ
উত্তরঃ- ২০০৪ সালে।
১৫। নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন:
ক) দুইটি প্রচলিত অপারেটিং সিস্টেমের নাম লিখুন ।
উত্তরঃ- MS-Windows, Mac OS
খ) বাংলায় টাইপিং এর জন্য প্রচলিত সফটওয়্যারের নাম লিখুন।
উত্তরঃ- বিজয়, অভ্র
গ) MS Word এ ফাইল সেইভ ও নতুন ডকুমেন্ট ফাইল তৈরির কমান্ড লিখুন ।
উত্তরঃ- ফাইল সেইভ এর কমান্ড: Ctrl+s
নতুন ডকুমেন্ট ফাইল তৈরির কমান্ড: Ctrl + n
ঘ) ১টি ইনপুট ও ১টি আউটপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তরঃ- ইনপুট ডিভাইস: মাউস
আউটপুট ডিভাইস: Monitor
ঙ) পূর্ণরুপ লিখুন: WWW এবং wifi
WWW = World Wide Web
Wifi = Wireless Fidelity
১৬। সংক্ষেপে (অনধিক ২০০ শব্দ) টিকা লিখুন: “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ৫২ এর ভাষা আন্দোলন।
উত্তরঃ-
‘আন্তর্জীতিক মাতৃভাষা দিবস ও ৫২ এর ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। জাতির জীবনে শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরভাস্বর এই দিনটি । ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল উপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউর। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকে রক্ত জেলে দেয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা । আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সুচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধে গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চুড়ান্ত পরিণতি লাভ করে । ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে UNESCO কর্তক বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে অমর একুশের উদ্যাপন নিঃসন্দেহে এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের । ২০০০ সাল থেকে UNESCO এর সদস্য রাষ্ট্রগুলো এ দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিব হিসেবে পালন করে। ২০০১ সালের ১৫ মার্চ বিশ্বের সব মাতৃভাষার গবেষণা, উন্নয়ন ও সংরক্ষণে কাজ করার উদ্যোগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাভৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকার সেগুনবাগিচায়। বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষাসংক্রান্ত গবেষণা, ভাষা সংরক্ষণ ও প্রশিক্ষণের পাশাপাশি এটি ভাষার ক্ষেত্র আন্তর্জাতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে যা বাহুলা ভাষাকে বিশ্বমর্ধাদায় আসীন করতে ভূমিকা রাখছে। ২০১০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে ৪র্থ কমিটতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রপ্তাবটি উত্থাপন করে এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে এটি বাঙালি জাতি, বাংলা ভাষার প্রতি বিশ্ববাসীর অকুন্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শনের এক উজ্জল দৃষ্টান্ত সৃষ্টি করে । বাহলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা ও সংস্কৃতিক চর্চা বিশ্বজুড়ে বেড়ে চলেছে। মাতৃভাষার সংখ্যার বিচারে বাংলা ভাষা পৃথিবীর একটি শন্তিশালী ভাষা। একমাত্র আফ্রিকার সিয়েরালিগওনে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেয়া হয়েছে । ২০১৬ সালে অস্ট্রেলিয়ার সংসদ বাংলাকে স্বীকৃতির বিল পাস করে। ফলে বাংলা ভাষা লাভ করে এক অনন্য মর্যাদা এই মুহূর্তে বহির্বিশ্বে ৩০টি দেশের ১০০টি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ, সেখানে প্রতি বছর হাজার হাজার অবাঙালি পডুয়া বাংলাভাষা শিক্ষা ও গবেষণার কাজ করছে। এছাড়া চীনা ভাষায় রবীন্দ্র রচনাবলির ৩৩ খন্ডের অনুবাদ এবং লালনের গান ও দর্শন ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ হয়েছে। একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় সারা পৃথিবীতে একুশে আমাদের মননের বাতিঘর হিসেবে । একুশ এখন সারা বিশ্বের ভাষা ও অধিকারজনিত সংগ্রাম ও মর্যাদার প্রতীক । সারা বিশ্বের বিভিন্ন দেশে মাথা উচু করে দাড়িয়ে আছে আমাদের অহংকার শহীদ মিনার’।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
- জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এর নাজির কাম-ক্যাশিয়ার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এর লাইব্রেরিয়ান পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- পাবনা জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- জামালপুর জেলা প্রশাসন কার্যালয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় (মৌলভীবাজার)-এর অফিস সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২২
- খুলনা জেলা প্রশাসক কার্যালয় এর ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১
- জেলা প্রশাসকের কার্যালয় নাজির কাম ক্যাশিয়ার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮