ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
এর লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- স্টেশন অফিসার [১২ তম গ্রেড]
পরীক্ষার তারিখঃ- ০৯-০২-২০২৩
বাংলা-৫০
১. “বাংলাদেশের উৎসব” বিষয়ে একটি প্রবন্ধ রচনা করুন।
২. ভাব সম্প্রসারণ করুন:
রথযাত্রা, লোকরণ্য, মহা ধুমধাম,
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি,
মুর্তি ভাবে আমি দেব – হাসে অন্তর্যামী।
৩. পরিবেশ রক্ষায় বনায়নের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করুন।
৪. বঙ্গানুবাদ করুন:
In this life there are no gains without pains. Life indeed, would be dull if there were no difficulties. Games lose their rest, if a foregone conclusion. Both winner and loser enjoy a game most if it is closely contested to the last.
এই জীরনে কষ্ট ছাড়া কোন কিছু অর্জন করা যায় না। কোন অসুবিধা না থাকলে জীবন সত্যিই নিস্প্রভ হয়ে যাবে। যদি ফলাফল পূর্বনির্ধারিত থাকে, খেলার উত্তেজনা হানিয়ে যায় । বিজয়ী এবং পরাজিত দল উভয়ই একটি খেলা সবচেয়ে বেশি উপভোগ করে যদি এটি শেষ পর্যন্ত ঘনিষ্ঠভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ।
৫. নিম্নের প্রশ্রপ্তুলোর উত্তর লিখুন:
(ক) নিম্নোক্ত শব্দ জোড়ের অর্থ নির্দেশ করুন:
{ফোটা {কাঁটা {বাধা {দারা {কুঁজন
{ফোঁটা {কাটা {বাঁধা {দ্বারা {কুজন
ফোটা = ফুল ফোটা
ফোঁটা = বিন্দু
কাঁটা = কন্টক
কাটা = ছেদন করা
বাধা = প্রতিহত করা
বাঁধা = বন্ধন
দারা = পত্নী
দ্বারা = মাধ্যমে
কুঁজন = মন্দ লোক
কূজন = পাখির ডাক
(খ) শুদ্ধ বানান লিখুন:
ঝনঝা = ঝঞ্ঝা
বন্ধা= বন্ধ্যা
অঞ্জলী = অঞ্জলি
লবন = লবণ
(গ) নিচের বাপধারা প্রয়োগ করে বাক্য রচনা করুন:
গোবর গণেশ (অকর্মণ্য): বড়লোকের ছেলেদের রোজগার করে খেতে হয় না বলে তারা প্রায়ই গোবর গণেশ হয়ে থাকে।
চাপাবাজ (অসত্য কথা বলে): সাহেদ একটা চাপাবাজ ।
ভুইফোড় (অর্বাচীন): করিম দেখছি, আচ্ছা ভূইফোড় লোক গানের সা-রে- গা-মা তো জানে না, ওস্তাদ বনে গিয়েছে।
কলির কেষ্ট (লম্পট ব্যক্তি): মাজেদ একটা কলির কেষ্ট।
ঠোঁট কাটা (স্প্টবাদী): ঠোঁট কাটা লোক অনেকেরই অপছন্দ।
ইংরেজি -৫০
- Write an essay on ‘Importance of Education’.
[Hints Introduction: Importance of education in life – importance of education in society conclusion]
- Write a letter to the Editor of a Daily News, expressing concerns over noise pollution in the city.
Ans.
To
The Editor,
The Daily Star
Dhaka
Dear Sir,
I am writing this letter to express my concem over the issue of noise pollution in Dhaka city. The rapid growth and urbanization of Dhaka city has brought many challenges, one of which is the increasing level of noise pollution. The city has become a hub of vehicular traffic, industrial activities, and construction work, leading to high levels of noise pollution.
Noise pollution is not only a nuisance but also a serious health concern. Studies have shown that prolonged exposure to high levels of noise can lead to heating loss, stress, sleep disturbance, and cardiovascular diseases. It also affects the productivity and quality of life of people in the city.
Despite the magnitude of the problem, the issue of noise pollution has not received the attention it deserves from the government and relevant authorities- The existing laws and regulations to control noise pollution are not being effectively enforced, and the situation is only getting worse.
I urge the authorities to take immediate action to address this issue. Measures such as setting and enforcing noise standards for different activities, promoting the use of electric vehicles, and reducing the number of loudspeakers in public places should be implemented. The public should also be made aware of the dangers of noise pollution and the importance of reducing noise levels.
I hope that the government and relevant authorities will take the issue of noise pollution seriously and take the necessary steps to address it.
Thank you for considering my concerns.
Sincerely,
Md. Rashedul Islam
Mirpur, Dhaka
- Read the following passage and answer the questions:
Queen Victoria, when a little girl was taught economic habits by her governess. The princess had a fixed allowance for pocket money and was not permitted to exceed the limit. Once at the market, she had exhausted all her supply of money in buying a number of presentations for relatives and friends. As she was leaving she remembered another cousin to whom, she thought, she would like to give a presentation. She saw a box marked half a crown, which she considered, would be just very thing for him. But alas! the money was all gone. The people in the shop said they would just enclose the box with the other articles, but the governess said, “No, you see the princess had not the money, and so, of course, she cannot buy the box.”
Questions:
(a) Why did the princess go to the market?
Ans. The princess went to the market to buy presents for her relatives and friends.
(b) What did she want to buy for her cousin?
Ans. She wanted to buy a box marked half a crown for her cousin.
(c) Was the princess allowed to shop whatever she liked? Explain
Ans. The princess was not permitted to exceed her fixed allowance for pocket money, so she was not allowed to shop whatever she liked.
(d) What did the shopkeepers want to do for the princess?
Ans. The shopkeepers wanted to enclose the box with the other articles for the princess.
(e) What do you think about the governess?
Ans. Based on the passage, the governess seems to be teaching the princess about budgeting and responsible spending. She says “the princess had not the money, and so, of course, she cannot buy the box,” indicating that the princess should only buy what she can afford
- Change the following sentences as instructed:
(a) Everyone hates a liar. (make it negative)
Ans. No one likes a liar.
(b) The woman who is arrested is a spy. (make it simple)
Ans. A female spy is arrested.
(c) “No, Sir, I have not seen it,” (make it indirect speech)
Ans. He denied that he had seen it.
(d) I have seen him yesterday. (correct )
Ans. I saw him yesterday.
(e) The hen has lain six eggs. (correct)
Ans. The hen has laid six eggs.
- Make sentences with the following phrases and idioms or pair of words:
(a) advise, advice: I was told to get advice before making a big decision.
(b) give up: He has given up smoking.
(c) hair, hear: She changed her hair and I couldn’t hear her over the music.
(d) dead against (ঘোর বিরোধী, strongly): I am dead against his proposal.
(e) a slow coach (A very lazy person): I have never seen such a slow coach
- Use the right form of verb in the following sentences:
(a) Did you believe in what she (to say)?
Ans. Did you believe in what she said?
(b) One should read only what one (like).
Ans. One should read only what one likes.
(c) She wants photographs (to take).
Ans. She wants photographs taken.
(d) He said that he (go) there the next day.
Ans. He said that he would go there the next day.
(e) Stop (to write).
Ans. Stop writing.
গণিত ও মানসিক দক্ষতা- ৬০
- দুইটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩:১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে?
মনে করি, সংখ্যা দুইটি ক ও ৩ক
প্রশ্নমতে,
৩ক +ক = ৮
বা, ৪ক = ৮
বা, ক = ২
সংখ্যা দুইটি ২ ও ৬
সংখ্যাগুলোর গুণফল হবে = ২ * ৬ =১২
২. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকায় মুনাফা ৪৮০০ টাকা হবে?
আমরা জানি,
I = Prn
⇒n = I/Pr
⇒n = ৪৮০০/১০০০০×১২/১০০
⇒n = ৪৮০০×১০০/১০০০০×১২
∴ n = ৪ বছর
৩. ৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
সমাধান:
দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = ৪০ × ১.৫ বর্গমিটার = ৬০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = (৩০-১.৫)×১.৫ বর্গমিটার = ৪২.৭৫ বর্গমিটার
অতএব, রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল = ৬০ + ৪২.৭৫ = ১০২.৭৫ বর্গমিটার।
সুতরাং রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল ১০২.৭৫ বর্গমিটার।
গণিত ও মানসিক দক্ষতার বাকি অংশ পড়তে পিডিএফ ডাউনলোড করুন।
সাধারণ জ্ঞান-৪০
১. (ক) জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের শেষ দুটি বাক্য হুবহু উল্লেখ করুন।
উত্তরঃ-
জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের শেষ দুটি বাক্য:
রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো । এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো
ইনশাআল্লাহ।
এবারের সংগ্রাম, মুক্তির সংগম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগাম।
(খ) সরকারি অফিসে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান
সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছেঃ
উত্তরঃ- বাংলাদেশেন সংবিধানের প্রথম ভাগের ৪(ক) অনুচ্ছেদে করা হয়েছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে ।
(গ) বাংলাদেশের প্রথম সরকার কোন তারিখে কোথায় গঠিত হয়েছিল, এই সরকারের জারীকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে বর্ণিত হয়েছে?
উত্তরঃ- ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। এই সরকারের জারীকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের ৭ম তফসিলে বর্ণিত হয়েছে
(ঘ) মহান মুক্তিযুদ্ধের সময় ৮নং সেবরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ- প্রথম কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী ও পরে মেজর এমএ মঞ্জুর।
২. (ক) রক্তকরবী নাটকের রচয়িতা কে? তার রচিত অপর একটি
সাহিত্যকর্মের নাম লিখুন ।
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর। তার রচিত অপর একটি সাহিত্যকর্মের নাম: ডাকঘর ।
(খ) বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রধান ২টি উত্স কি কি?
উত্তরঃ- ১. প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা ২. তৈরী পোষাক রপ্তানি
(গ) হালদা নদী কিসের জন্য বিখ্যাত, কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ- হালদা নদী মাতৃমৎস্য ভান্ডার হিসেবে বিখ্যাত। হালদা নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী।
(ঘ) BBC এবং VOA এর পূর্ণরূপ কী?
BBC = British Broadcasting Corporation
VOA = Voice of America
৩. ক) ৪র্থ শিল্প বিপ্লবের ৪টি প্রযুক্তির নাম লিখুন।
উত্তরঃ- সাইবার ফিজিক্যাল সিস্টেম (সিপিএস)
আইওটি
ইন্ডাস্ট্রিডাল ইন্টারনেট অফ থিংস
ক্লাউড কম্পিউটিং
(খ) Sustainable Development Goals (SDG) এর যেকোনো ৪টি গোল উল্লেখ করুন।
উত্তরঃ- ১. দারিদ্রতা নির্মূল; ২. ক্ষুদামুক্তি ৩. সুস্বাস্থ্য ৪. মানসম্পন্ন শিক্ষা
৪. (ক) জাতিসংঘের সচিবালয় কাদের নিয়ে গঠিত? এই সচিবালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার পদবী কী?
উত্তরঃ- একজন সেক্রেটারী জেনারেল বা মহাসচিব, কয়েকজন ডেপুটি সেক্রেটারী জেনারেল বা উপ-মহাসচিব এবং আন্ডার সেক্রেটারী জেনারেল-সহ প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত জাতিসংঘের সচিবালয় হয়েছে।
(খ) আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? এই আদালতের বিচারক সংখ্যা কত?
উত্তরঃ- আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডসের দি হেগে। এই আদালতের বিচারক সংখ্যা ১৫ জন।
(গ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
উত্তরঃ- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগামের নায়ক ও প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন
(ঘ) CEDAW সনদ কাদের অধিকারের দলিল? এই সনদ কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ- CEDAW সনদ নারীদের অধিকারের দলিল । এই সনদ ১৯৭৯ সালে স্বাক্ষরিত হয়।
৫. (ক) UPS কী?
উত্তরঃ- UPS = Uninterruptible Power Supply এটি একটি যন্ত্র যা কম্পিউটারকে চালু রাখে যখন পাওয়ার সাপ্লাই বাধাপ্রাপ্ত হয়।
(খ) পানিকে ফুটাতে শুরু করলে বুদবুদের সৃষ্টি হয় কেন?
উত্তরঃ- তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জলো দ্রবীভূত গ্যাসগুলির দ্রবনীয়তা হাস পায়, ফলে দ্রবীভূত বায়ু বুদবুদ আকারে জল থেকে বেরিয়ে যায় । যখন তাপমাত্রায় অর্থাৎ স্ফুটনাষ্ক এ পৌঁছায়, তখন জলের মধ্য থেকে বাম্প তৈরি হয় যা বুদবুদ আকারে বার হতে থাকে।
(গ) CCTV র পূর্ণরুপ লিখুন?
উত্তরঃ- CCTV = closed-circuit television
(ঘ) বিদ্যুতের ট্রান্সফরমার কী পরিবর্তন করে?
উত্তরঃ- বিদ্যুৎ শক্তিকে ,একটি অল্টারনেটিং বৈদ্যুতিক সার্কিট থেকে অপর আরেকটি সার্কিটে ফ্রিকোয়েন্সির কোনো প্রকার পরিবর্তন না করে স্থানান্তর করে।
(ঙ) ধাতুর কোন ধর্মের কারণে পিটিয়ে পাতে পরিনত করা যায়?
উত্তরঃ- ধাতুর নমনীয়তা ধর্ম যাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে ম্যালিয়াবিলিটি।
(চ) ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তরঃ- ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার পদের প্রশ্ন সমাধান-২০২২
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০১৬
- ফায়ার সার্ভিস লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন উত্তর
- ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার প্রস্তুতি