জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় অফিস সহায়ক
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ- ০৩-০২-২০২৩
১. বাংলা লিপিতে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি?
উত্তরঃ- ১১টি ও ৩৯ টি
২. শব্দার্থ লিখুন:
দিব্যি = শপথ, প্রতিজ্ঞা
পুরাকাল = প্রাচীন যুগ
৩. বিপরীত শব্দ লিখুন:
আবির্ভাব = তিরোভাব
অতিরষ্টি = অনাবৃষ্টি
৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবি কে?
উত্তরঃ- মাইকেল মধুসুধন দত্ত।
৫. ‘অভাগীর স্বর্গ এর লেখকের নাম কী?
উত্তরঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬. (a) lam going to market ……… foot. (on)
(b) I ………. home yesterday. (went)
৭. ইংরেজি করুনঃ
মামা = Matemal uncle,
শিল্পি = Artist
৮. Completing the Sentence—
(a) The month of February is as know–
Ans. second month of the year
(b) 26 March is our day —
Ans. Independence
৯. Write the four sentence about ‘Childhood’
Ans: Childhood is the early stage of life. It’s a time of playing, learning and growing. Memories made during childhood stay with us forever. It’s a special and precious time.
১০. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘা ২০ মিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার?
সমাধান: বর্গক্ষেত্রের এক বাহুত্র দৈঘ্ ২০ মিটার হলে
বর্ক্ষেত্রের পরিসীমা = (৪ * ২০) = ৮০ মিটার
১১. ম্বাধীনতার ঘোষক কে?
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১২. মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩. বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ- তাজউদ্দীন আহমদ
১৪. ২১ ফেব্রুয়ারি কি দিবস?
উত্তরঃ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৫. শেখ হাসিনার ছোট বোনের নাম কি?
উত্তরঃ- শেখ রেহানা
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এর নাজির কাম-ক্যাশিয়ার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এর লাইব্রেরিয়ান পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- পাবনা জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- জামালপুর জেলা প্রশাসন কার্যালয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় (মৌলভীবাজার)-এর অফিস সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২২
- খুলনা জেলা প্রশাসক কার্যালয় এর ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১
- জেলা প্রশাসকের কার্যালয় নাজির কাম ক্যাশিয়ার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮