কাস্টম হাউস আইসিডি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২৩

0
189

কাস্টম হাউস আইসিডি অফিস সহকারী কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখঃ- ১১-০২-২০২৩

১। এক কথায় প্রকাশ করুনঃ

হিত করিবার ইচ্ছা = হিতৈষা

সেবা করিবার ইচ্ছা = শুশ্রূষা

ভ্রমরের শব্দ = গুঞ্জন

যে নারী বীর = বীনাঙ্গনা

যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব

২। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:

অথৈ জল (ভীষণ বিপদ): : অকালে স্বামীকে হারিয়ে বিধবা অথৈ জলে পড়েছেন।

আকাশের চাঁদ (দুর্লভ বস্তু): সেরা কলেজে ভর্তি হতে পেরে ভাইয়া যেন আকাশের চাঁদ হাতে পেলেন।

অসূর্যস্পশ্যা (গৃহে অন্তরীণ)

ঝাঁকের কই (একই দলের): সবুরকে চিন না, স্বার্থের কারণে আজ সে এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে ।

৩। সন্ধি বিচ্ছেদ করুন:

চলচ্চিত্র = চলৎ + চিত্র

নিরাকার = নিঃ+ আকার

উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল

অংহকার = অহম্+ কার

৪। বিপরীতার্থক শব্দ লিখুন:

অবনত = উন্নত

আকুঞ্জন = প্রসারণ

তস্কর = সাধু

ঋজু = বক্র

ঘাল = সাবেক

৫। Write the meaning of the following phrases/idioms and make sentences

End in smoke (ফলপ্রসূ না হওয়া, Be fruitless, come to

nothing): All his plans ended in smoke.

Call a spade a spade (অকপকে সত্য কথা বলা): I believe in calling a spade a spade.

At stake (বিপন্ন): His life is at stake now.

De facto (কার্যত): They will be de facto in a state of war.

Off and on (মাঝে মাঝে): She cried off and on all day

৬। Fill in the gaps with appropriate preposition:

  1. a) She retrived the pen from –—— the table. ( )
  2. b) Paper is made……. wood. (from)
  3. c) I look forward………. meeting you. (to)
  4. d) He came…….. with a novel idea. (to me)
  5. e) The leader called…….. his followers to follow his instruction. (to)

৭। Translate into English

হঠাৎ বৃষ্টি শুরু হলো = Suddenly it began to rain.

আমরা বিশ বছর ধরে ঢাকায় বসবাস করছি = We have been living in Dhaka for twenty years.

তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম = I saw him to go laughing.

তাকে পড়াশোনায় মনোযোগ দিতে দাও = Let him concentrate on his studies.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদী নেতা ছিলেন = Bangabandhu Sheikh Mujibur Rahman was the undisputed leader

৮। Complete the following sentences:

  1. a) I would plant many trees in the town if………..

Aus. had enough money.

  1. b) He was so sick that……..

Ans. he could not talk.

  1. c) No sooner had he seen me than……….

Ans. I went out

  1. d) I look forward……..

Ans. to going to library to buy books

  1. e) He did well in the exam despite……..

Ans. of his illness.

৯। ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, কর্মী সংখ্যা ৬০% কমে যাওয়ায় কাজটি শেষ করতে কতগুণ বেশী সময় লাগবে?

সমাধানঃ-

৬০ শতাংশ কর্মী কমে যাওয়ায় অবশিষ্ট কর্মী = (২০-২০*১৫ ৬০/১০০)

= ৮জন

ধরি, ২০ জনে ১ টি কাজ করে = ক দিনে

১    ”      ”     ”    ” = ২০ ক দিনে

৮   ”      ”      ”    ” =২০ক/৮=(২.৫ক) দিনে।

১০। ক হতে খ এর দুরত্ব ৫৫ কিমি । ক ও খ এর গতিবেগ যথাক্রমে ঘন্টায় ৩ কিমি ও ৮ কিমি.। ক এর ২ ঘন্টা পর খ, ক এর দিকে রওনা হলে খ কত কিমি গেলে ক এর দেখা পাবে।

সমাধানঃ- দেওয়া আছে, ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কিমি. ও ৪ কি.মি.

ক ২ ঘণ্টায় যায় = ৩*২ =৬৮ কি.মি.

দুরত্ব বাকি থাকে = (৫৫ – ৬) = ৪৯ কি.মি.

∴ ক +খ =৩ + ৪ =৭ কি.মি./ঘণ্টা

বাকী দূরত্ব পার হয় = ৪৯/ ৭=৭ ঘন্টা

∴ ৭ ঘন্টায় যায় = ৭ * ৪ =২৮ কিমি,

∴ খ ২৮ কি.মি. যাওয়ার পর ক এর দেখা পাবে ।

১১। দুইটি বৃত্ত পরস্পরকে অন্তস্পর্শ করেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ ৫ ফুট এবং কেন্দ্রদ্বয়েরর দূরত্ব ৯ ফুট হলে, অপর বৃত্তের পরিধি কত?

সমাধান: দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ r = ৫ সেমি,

অপর বৃত্তের ব্যাসার্ধ, r1=5+9=14

অপর বৃত্তের পরিধি =2r=2*22/77*14=88

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১. বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সর্বোচ্চ গোলদাতা কয়টি গোল করেছেন?

উত্তরঃ- ৮টি গেলা

২. কোন সালের কোন মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়?

উত্তরঃ- ২৪ ফেব্রুয়াদি ২০২২

৩. ‘বাংলার মাটি বাংলার জল’ কার লেখা?

উত্তরঃ-  রবীন্দ্রনাথ ঠাকুর

৪. বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার কে?

উত্তরঃ- আলী আহসান নিশান

৫. রাষ্ট্রপতিকে অভিশংসন করাতে পারে কে?

উত্তরঃ- সংসদ সদস্য

৬. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?

উত্তরঃ- ১০ এপ্রিল ১৯৭১

৭. POS এর পূর্ণরূপ লিখুনঃ

উত্তরঃ- POS – Point of sale

৮. BIOS এর পূর্ণরূ্প লিখুনঃ

উত্তরঃ- BIOS Basic Input Output System

৯. বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ- ফেনি

১০. যুক্তরান্ট্রর প্রথম প্রেসিডেন্টের নাম কী?

উত্তরঃ- জর্জ ওয়াশিংটন

১১. ১ মেগাবাইটে কত বাইট?

উত্তরঃ- ১০২৪ * ১০২৪ বাইট

১২. পৃথিবীর সবচেয়ে খরস্রোত নদীর নাম কী?

উত্তরঃ- আমাজান নদী

১৩. মারে ডার্লিং নদী কোন দেশে অবস্থিত?

উত্তরঃ- অস্ট্রেলিয়া

১৪. WHO এর FM দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- জেনেভা, সুইজারল্যান্ড

১৫. VAT প্রত্যক্ষ কর নাকি পরোক্ষ কর?

উত্তরঃ- পরোক্ষ কর

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download