কাস্টম হাউস আইসিডি অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ- ১১-০২-২০২৩
১। এক কথায় প্রকাশ করুনঃ
হিত করিবার ইচ্ছা = হিতৈষা
সেবা করিবার ইচ্ছা = শুশ্রূষা
ভ্রমরের শব্দ = গুঞ্জন
যে নারী বীর = বীনাঙ্গনা
যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব
২। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
অথৈ জল (ভীষণ বিপদ): : অকালে স্বামীকে হারিয়ে বিধবা অথৈ জলে পড়েছেন।
আকাশের চাঁদ (দুর্লভ বস্তু): সেরা কলেজে ভর্তি হতে পেরে ভাইয়া যেন আকাশের চাঁদ হাতে পেলেন।
অসূর্যস্পশ্যা (গৃহে অন্তরীণ)
ঝাঁকের কই (একই দলের): সবুরকে চিন না, স্বার্থের কারণে আজ সে এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে ।
৩। সন্ধি বিচ্ছেদ করুন:
চলচ্চিত্র = চলৎ + চিত্র
নিরাকার = নিঃ+ আকার
উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল
অংহকার = অহম্+ কার
৪। বিপরীতার্থক শব্দ লিখুন:
অবনত = উন্নত
আকুঞ্জন = প্রসারণ
তস্কর = সাধু
ঋজু = বক্র
ঘাল = সাবেক
৫। Write the meaning of the following phrases/idioms and make sentences
End in smoke (ফলপ্রসূ না হওয়া, Be fruitless, come to
nothing): All his plans ended in smoke.
Call a spade a spade (অকপকে সত্য কথা বলা): I believe in calling a spade a spade.
At stake (বিপন্ন): His life is at stake now.
De facto (কার্যত): They will be de facto in a state of war.
Off and on (মাঝে মাঝে): She cried off and on all day
৬। Fill in the gaps with appropriate preposition:
- a) She retrived the pen from –—— the table. ( )
- b) Paper is made……. wood. (from)
- c) I look forward………. meeting you. (to)
- d) He came…….. with a novel idea. (to me)
- e) The leader called…….. his followers to follow his instruction. (to)
৭। Translate into English
হঠাৎ বৃষ্টি শুরু হলো = Suddenly it began to rain.
আমরা বিশ বছর ধরে ঢাকায় বসবাস করছি = We have been living in Dhaka for twenty years.
তাকে হাসতে হাসতে চলে যেতে দেখলাম = I saw him to go laughing.
তাকে পড়াশোনায় মনোযোগ দিতে দাও = Let him concentrate on his studies.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদী নেতা ছিলেন = Bangabandhu Sheikh Mujibur Rahman was the undisputed leader
৮। Complete the following sentences:
- a) I would plant many trees in the town if………..
Aus. had enough money.
- b) He was so sick that……..
Ans. he could not talk.
- c) No sooner had he seen me than……….
Ans. I went out
- d) I look forward……..
Ans. to going to library to buy books
- e) He did well in the exam despite……..
Ans. of his illness.
৯। ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, কর্মী সংখ্যা ৬০% কমে যাওয়ায় কাজটি শেষ করতে কতগুণ বেশী সময় লাগবে?
সমাধানঃ-
৬০ শতাংশ কর্মী কমে যাওয়ায় অবশিষ্ট কর্মী = (২০-২০*১৫ ৬০/১০০)
= ৮জন
ধরি, ২০ জনে ১ টি কাজ করে = ক দিনে
১ ” ” ” ” = ২০ ক দিনে
৮ ” ” ” ” =২০ক/৮=(২.৫ক) দিনে।
১০। ক হতে খ এর দুরত্ব ৫৫ কিমি । ক ও খ এর গতিবেগ যথাক্রমে ঘন্টায় ৩ কিমি ও ৮ কিমি.। ক এর ২ ঘন্টা পর খ, ক এর দিকে রওনা হলে খ কত কিমি গেলে ক এর দেখা পাবে।
সমাধানঃ- দেওয়া আছে, ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কিমি. ও ৪ কি.মি.
ক ২ ঘণ্টায় যায় = ৩*২ =৬৮ কি.মি.
দুরত্ব বাকি থাকে = (৫৫ – ৬) = ৪৯ কি.মি.
∴ ক +খ =৩ + ৪ =৭ কি.মি./ঘণ্টা
বাকী দূরত্ব পার হয় = ৪৯/ ৭=৭ ঘন্টা
∴ ৭ ঘন্টায় যায় = ৭ * ৪ =২৮ কিমি,
∴ খ ২৮ কি.মি. যাওয়ার পর ক এর দেখা পাবে ।
১১। দুইটি বৃত্ত পরস্পরকে অন্তস্পর্শ করেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ ৫ ফুট এবং কেন্দ্রদ্বয়েরর দূরত্ব ৯ ফুট হলে, অপর বৃত্তের পরিধি কত?
সমাধান: দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ r = ৫ সেমি,
অপর বৃত্তের ব্যাসার্ধ, r1=5+9=14
অপর বৃত্তের পরিধি =2r=2*22/77*14=88
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১. বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সর্বোচ্চ গোলদাতা কয়টি গোল করেছেন?
উত্তরঃ- ৮টি গেলা
২. কোন সালের কোন মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়?
উত্তরঃ- ২৪ ফেব্রুয়াদি ২০২২
৩. ‘বাংলার মাটি বাংলার জল’ কার লেখা?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
৪. বাংলাদেশের মেট্রোরেলের লোগোর ডিজাইনার কে?
উত্তরঃ- আলী আহসান নিশান
৫. রাষ্ট্রপতিকে অভিশংসন করাতে পারে কে?
উত্তরঃ- সংসদ সদস্য
৬. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তরঃ- ১০ এপ্রিল ১৯৭১
৭. POS এর পূর্ণরূপ লিখুনঃ
উত্তরঃ- POS – Point of sale
৮. BIOS এর পূর্ণরূ্প লিখুনঃ
উত্তরঃ- BIOS Basic Input Output System
৯. বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ- ফেনি
১০. যুক্তরান্ট্রর প্রথম প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ- জর্জ ওয়াশিংটন
১১. ১ মেগাবাইটে কত বাইট?
উত্তরঃ- ১০২৪ * ১০২৪ বাইট
১২. পৃথিবীর সবচেয়ে খরস্রোত নদীর নাম কী?
উত্তরঃ- আমাজান নদী
১৩. মারে ডার্লিং নদী কোন দেশে অবস্থিত?
উত্তরঃ- অস্ট্রেলিয়া
১৪. WHO এর FM দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- জেনেভা, সুইজারল্যান্ড
১৫. VAT প্রত্যক্ষ কর নাকি পরোক্ষ কর?
উত্তরঃ- পরোক্ষ কর
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- কাস্টম হাউস, চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
- কাস্টম হাউস আইসিডি সিপাহী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩