কাস্টম হাউস আইসিডি সিপাহী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

0
182

কাস্টম হাউস আইসিডি সিপাহী পদের লিখিত

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- সিপাহী

পরীক্ষার তারিখঃ- ১১-০২-২০২৩

 

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১। অর্থসহ বাক্য রচনা করুন:

ঢাকের বায়া (নিষ্কর্মা): রহিম সাহেব তার ঢাকের বাঁয়া ছেলেটাকে নিয়ে বড় বিপদে আছে।

ব্যাঙের আধুলি (অন্ধ অর্থের অহংকার): হাবিব ব্যাঙের আধুলি নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে।

পাথরে পাঁচকিল (উন্নত অবস্থা): ব্যবসায়-বাণিজ্য করে যে প্রচুর অর্থ উপার্জন করেছে, এখন তার পাথরে পাঁচ কিল।

শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান): আমার ওই শিবরাত্রির সলতেকে কি দূরে যেতে দিতে পারি?

তামার বিষ (অর্থের কু-প্রভাব): রহিমের ছেলেটাকে তামার বিষই শেষ করলো ।

২। সন্ধি বিচ্ছেদ করুন:

সন্ধি = সম্+ধি

মনোরম = মনঃ+রম

কুজ্বটিকা = কুৎ+ঝটিকা

বর্জন = বূজ+অন

নীরোগ = নিঃ+রোগ

৩। ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখুনঃ

উত্তরঃ- যে নিয়মে দন্ত্য দত ‘ন’ মূর্ধন্য ‘ণ’ তে পরিণত হয়, তাকে ণ-ত্ব বিধান বলে।

ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম:

১. ঋ, র, ষড়এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি ।

২. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ অথবা ং (অনুস্বার) থাকলে তার পরবতী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: লক্ষণ, ভক্ষণ,

রেণু, পাষাণ, নির্বাণ, দর্পণ গ্রহণ ইত্যাদি।

৩. ট বর্গের পূর্বে দন্ত্য ‘ন’ মর্ধন্য ‘ণ’ হয় । যেমন: বন্টন, লুষ্ঠন. খণ্ড ইত্যাদি ।

৪. প্র, পরা, পরি, নির – এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: প্রণাম, প্রমাণ, পরায়ণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।

৫. ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য ‘ন’ হয়, ‘ণ’ হয় না। যেমন; দৃষ্টান্ত, বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন ইত্যাদি।

৪। নিম্নের গ্রন্থগুলোর লেখকের নাম লিখুন:

রক্তাক্ত = মুনীর চৌধুরী

তরঙ্গভঙ্গ = সৈয়দ ওয়ালীউলাহ

আজব জাবর জবর অর্থনীতি = আকবর আলী খান

ওরা টোকাই কেন? = শেখ হাসিনা

বিষাদ সিন্ধু = মীর মশাররফ হোসেন

 

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

১। Write the meaning of the following phrases/idioms and make sentences with them:

A tip of the iceberg (বড় সমস্যার ক্ষুদ্র অংশ মাত্র): The homeless kids who visit us for help are just the tip of the iceberg.

Through and through (পুরোপুরি): Mrs. Alam was through and through a great woman.

Face the music শাস্তি ভোগ করা): Be a man and face the music.

ifs and buts (কিন্তু কিন্তু ভাব): I don’t like ifs and buts.

Red letter day (স্বরণীয় দিন, Memorable day): The 21 February is a red letter day in the history of Bangladesh.

২। Fill in the gaps with appropriate preposition:

  1. a) She retrieved the pen from……… the table. (under)
  2. b) His plan did not come ……. (out)
  3. c) I look forward……… meeting you. (to)
  4. d) He takes………… his father. (after)
  5. e) She stopped the television and got…………. her studies. (to)

৩। Translate into English:

তার বাবা ভুট্টার ব্যবসা করেন = His Father deals in com

হঠাৎ বৃষ্টি শুরু হলো = Suddenly it began to rain.

গত বছর বন্যা খাদ্যশস্যের ক্ষতি করেছে = Last year floods damaged food crops.

রহিম আমাকে দশ টাকা দিতে চেয়েছিল = Rahim wanted to give me ten taka.

গতরাতে আমি বইটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম = I slept reading the book last night.

৪। Complete the following sentences:

  1. a) I would plant many trees in the town if……….

Ans. I had enough money.

  1. b) He was so sick that…….

Ans. he could not walk.

  1. c) No sooner had he seen me than……….

Ans. I went out

  1. d) I look forward…

Ans. to going to market to buy some cloths.

  1. e) Though I have been living in Dhaka for the last twenty years…………

Ans. I don’t know all roads of Dhaka.

গণিত প্রশ্ন সমাধানঃ-

১। একটি আয়তাকার ক্ষেত্রফল ২০০০ বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য ১০ মিটার কম হত তাহলে এটি একটি বর্পক্ষেত্র হত। আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করুন।

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১. যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কী?

উত্তরঃ- ওয়াশিংটন

২. রানওয়ে চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তরঃ- তারেক মসুদ

৩. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর নির্মিত চলচ্চিত্রের নাম কী?

উত্তরঃ- তর্জনী

৪. হো চি মিন কোন দেশের নেতা ছিলেন?

উত্তরঃ- ভিয়েতনাম

৫. সাকোত্রো দ্বীপের মালিকানা কোন দেশের?

উত্তরঃ-

৬. বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিকের নাম কী?

উত্তরঃ- ডব্লিউ এ এস ওডারল্যান্ড

৭. আফ্রিকার পার্ল বলা হয় কোন দেশকে?

উত্তরঃ- উগান্ডা

৮. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- জেনেভা, সুইজারল্যান্ড

৯. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত বন্ধ করতে সাহায্য করে?

উত্তরঃ- ভিটামিন কে

১০. মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি?

উত্তরঃ- ত্বক

১১. বিশ্বকাপ ফুটবল-২০২২ এ সর্বোচ্চ গোলদাতা কয়টি গোল করেছেন।

উত্তরঃ- ৮টি

১২. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?

উত্তরঃ- ১০ এপ্রিল ১৯৭১

১৩. পূর্ণরূপ লিখুন: BARD, WiFi, GPRS

BARD = Bangladesh Academy for Rural Development

WiFi = Wireless Fidelity

GPRS = General Packet Radio Services

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download