সমন্বিত ৮ ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র
অফিসার পদের প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সিনিয়র অফিসার
পরীক্ষার তারিখঃ- ২০-০১-২০২৩
১। উপসর্গ কোনটি?
ক. অতি
খ. চেয়ে
গ. থেকে
ঘ. সবগুলো
উত্তরঃ- ক
২। “বঙ্গ দর্শন” পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬২ সালে
খ. ১৮৭২ সালে
গ. ১৯৮২ সালে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ- খ
৩। কোনটি বিশেষণ বাচক শব্দ
ক. জীবনী
খ. জীবন
গ. জীবিকা
ঘ. জীবাণু
উত্তরঃ- ক
৪। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
ক. আপনি আসবেন খ. আমরা যাচ্ছি
গ. তোরা যাসনে ঘ. ওরা কি করে?
উত্তরঃ-ঘ
৫। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় ঘুক্ত হয়েছে?
ক. ঠগী
খ. পাঠক
গ. পানাস
ঘ. সেলামী
উত্তরঃ- খ
৬। বাংলাদেশে “সিরাজউদ্দোলা” নাটকটি কে রচনা করেছেন?
ক. নুরজ্ল মোমেন
খ. আকসার সাইখ
গ. মুনীর চৌধুরী
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ-ঘ
৭। “দ্রবণ” শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়অ যায়-
ক. দ্র + অন
খ. দ্রো+ অন
গ. দ্র +ওন
ঘ.দ্রো+বন
উত্তরঃ- খ
৮। “হেড মৌলভী” কোন কোন ভাষার শব্দ সহযোগে গঠিত?
ক. ইংরেজী + ফার্সি
খ. ইংরেজী + আরবি
গ. ইংরেজী + তুর্কি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ- ক
৯। কোন চরণটি সঠিক?
ক. ধন ধান্যে পুস্পে ভরা
খ. ধন্য ধান্যে পুস্পে ভরা
গ. ধন ধানো পুম্পে ভরা
ঘ. সবকটি
ব্যাখ্যা: সঠিক – ধন ধান্য পুষ্প ভরা
১০। “নষ্ট হবার স্বভাব যার” এক কথায় কি হবে?
ক. নিদাম
খ. নষ্টমাস
গ. নশ্বর
ঘ. বিনশ্বর
উত্তরঃ- গ
১১। “সংশয়” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিস্ময় খ. নির্ভর
গ. প্রত্যয় ঘ. দ্বিধা
উত্তরঃ- গ
১২। বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে কি বলে?
ক. শব্দ
খ. কারক
গ. ক্রিয়াপদ
ঘ. পদ
উত্তরঃ- ঘ
১৩। কোন দ্বিকুক্তি শব্দজুটি বহুবচন সংকেত করে?
ক. নরম নরম হাত
খ. গরম গরম ভাত
গ. পাকা পাকা আম
ঘ. কোনটিই নয়
১৪। বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?
ক. ভদ্রার্জুশ
খ. পদ্মাবতী
গ. শর্মিষ্ঠ
ঘ. কৃষ্ণকুমারী
উত্তরঃ- খ
১৫। “মাগো ভাবনা কেন” গানটির গীতিকার কে?
ক. আপেল মাহমুদ
খ. গোরীপ্রসম্ন মজুমদার
গ. আব্দুল গাফফার চৌধুরী
ঘ. গাজী মাজহারুল আনোয়ার
উত্তরঃ- খ
১৬। খনার বচন এর মুল ভাব কি?
ক. সামাজিক মঙ্গলবোধ
খ. রাষ্ট্র পরিচালনা নীতি
গ. শুদ্ধ জীবনযাপন নীতি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ- গ
১৭। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছেঃ
ক. ত্রিভুজ
খ. শূন্য
গ. পৃশ্য
ঘ. ভুবন
উত্তরঃ- ক,খ
১৮। কোনটি মৌলিক শব্দ?
ক. মানব
খ. ধাতব
গ. একাত্ম
ঘ. কোনটিই নয়
উত্তরঃ- ঘ
১৯। নিচের কোন শব্দ ণত্ব বিধি অনুসারে “গ” এর ব্যবহার হয়েছে?
ক. বিপণি
খ. নিক্কন
গ. প্রবণ
ঘ. কল্যাণ
উত্তরঃ- গ
২০। কোন বাক্যটি শুদ্ধ?
ক. দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
খ. দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
গ. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
ঘ. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
উত্তরঃ- খ
২১। “মাটির ময়না” চলচিচত্রের নির্মাতা কে?
ক. তারেক মাসুদ
খ. হুমায়ুন আহ্মমেদ
গ. আলমগীর কবির
ঘ. কোনটিই নয়
উত্তরঃ- ক
২২। “নীল দর্পণ” নাটকটির মূল বিষয়বস্তু কি?
ক. ভাষা আন্দোলন
খ. নীলকরদের অত্যাচার
গ. অসহযোগ আন্দোলন
ঘ. ভে-ভাগা আন্দোলন
উত্তর: খ
২৩। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প?
ক. পদ্মরাগ
খ. পদ্মাপুরান
গ. পদ্মগোখারা
ঘ. সবকটি
উত্তর: গ
২৪। রাজা রামমোহন রচিত বাংলা ব্যকরণের নাম কি?
ক. গৌড়ীয় ব্যকরণ
খ. মাগধীয় ব্যকরণ
গ. ভাষা ও ব্যাকরণ
ঘ. মাতৃভাষা
উত্তর: ক
২৫। “চৌ-হুদ্দি” শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে হয়েছে?
ক. সংস্কৃত + আরবি
খ. ফারসি + আরবি
গ. সংস্কৃত + ফারসি
ঘ. বাংলা + আরবি
উত্তর: ক
২৬। One who knows everything is –
ক. Omnipotent
খ. Omnivorous
গ. Omniscient
ঘ. Omnipresent
উত্তর: গ
২৭। Habitually silent or talk less is –
ক. Tacitum
খ. Servile
গ. Unequivocal
ঘ. Quiet
উত্তর: ক
২৮। Which one of the following spelling is correct?
ক. Sintillating
খ. Scintillating
গ. Scintilating
ঘ. Cintillating
উত্তর: খ
২৯। Find the odd word from the given options –
ক. Significant
খ. Generous
গ. Ample
ঘ. Trifiling
উত্তর: ঘ
৩০। What is the passive form of the sentence “Have you played football’?
ক. Has been football played by you?
খ. Has football played by you?
গ. Has football been played you?
ঘ. Is football played by you?
উত্তর: গ
৩১। Choose the correct speling _
ক. Amatuer
খ. Amature
গ. Amateur
ঘ. Ameteur
উত্তর গ
৩২। ‘I already told him about the party’ Here, already is –
ক. an adjective
খ. an adverb
গ. a preposition
ঘ. an interjection
উত্তর: খ
৩৩। Choose the correct prefix / suffix from the following –
ক. Unassuming
খ. Undaunted
গ. Unabated
ঘ. None of these
উত্তর: গ
৩৪। Which of the following contrasts FALLOW?
ক. Abundant
খ. Valuable
গ. Necessary
ঘ. in Use
উত্তর ঘ
৩৫। Which of the following is the opposite of the word INGENIOUS?
ক. Crafty
খ. Inane
গ. Incompetent
ঘ. Skilful
উত্তরঃ- গ
৩৬। Pick appropriate word and complete the sentence “Taking the time to eat a good breakfast is simply a way to make the morning ……..and the day ……….
ক. better, easier
খ.best, easiest
গ. Ease,easier
ঘ. easy, easier
উত্তর: ক
৩৭. Select from the following and complete the sentence. ‘The police to be alert as the criminal was dangerous.
ক. was told
খ. was telling
গ. were told
ঘ. were telling
উত্তর: গ
৩৮. Fill in the gap of the sentence from the following choices. “I hope you must have …….. by now that failures are the stepping stones of success.
ক. known
খ. felt
গ. decided
ঘ. realized
উত্তর: ঘ
৩৯. Choose appropriate option and complete: “The Manager…….. to resign because all his proposals were………. down by his superiors.
ক. offered, thrown
খ. threatened, tamed
গ. gave, held
ঘ. willing, knocked
উত্তর: খ
৪০. Pick appropriate preposition and complete: “The man is absorbed……….. meditation.’
ক. For
খ. by
গ. of
ঘ. in
উত্তর: ঘ
৪১. Choose approprite preposition and complete: “He was born exactly Zam.
ক. at
খ.of
গ. by
ঘ.in
উত্তর: ক
৪২. Which of the following is the analogy The term DISINTER is same as –
ক. Bury
খ. Befool
গ. Unearth
ঘ. Disguise
উত্তরঃ গ
৪৩. The synonym of ENIGMA is –
ক. obstruction
খ. Nonsense
গ. flaw.
ঘ. Puzzle
উত্তর: ঘ
৪৪. Which underlined part of the following sentence has an error?
Body temperature is usally highest during the after or evening
৪৫. Idenify the correct replacement of the underlined portion of the sentence: ‘Aman has the guts to rise from the occasion and come out successful.
ক. toriseagainst
খ. in rising from
গ. to rise to
ঘ. to raise with
উত্তর: ক
৪৬. Identify the correct replacement of the underlined portion of the sentence: “As contrasted with the honeybee. the yellow jacket can sting repeatedly without dying and carries a potent venom that can cause intense pain’.
ক. As contrasted with the honeybee.
খ. incontrast to the honeybee’s
গ. unlike that of the honeybee
ঘ. unlike the honeybee
উত্তর: ঘ
৪৭. Which of the following words is required to make the sentence correct? “The chief guest of the seminar spoke to the audience concerming carrer’.
ক. with
খ. their
গ. about
ঘ. for
উত্তর: ক
৪৮. Which of the following words is required to make the sentence correct? ‘In a debate, it is sometimes necessary to remind speakers about the main points which are considered’.
ক. even
খ. for
গ. never
ঘ. being
উত্তর: ঘ
৪৯. Which of the following is the analogy of CREASE: FOLDING?
ক. Serration : Braiding
খ. Hole : Perforation
গ. Dent: Weakening
ঘ. Break: Setting
উত্তর: ক
৫০. Which of the following resembles STARE: GLANCE?
ক. Gulp: sip
খ. Scorn: Admire
গ. Participate: Observe
ঘ. Hunt: Stalk
উত্তরঃ- ক
৫১. In a class 120 students are male and 100 students are female 25% of male students and 20% of female students are engineering students 20% of the male engineering students and 25% of the female engineering students passed the final exam. What pereentage of engineering students passed the exam?
ক. 10%
খ. 16%
গ. 22%
ঘ. 25%
উত্তর: গ
৫২. M is a girl and has the same number of brothers as sisters. N is a boy and has twice as many sisters as brothers. M and N are the chideren of Q. How many childern does Q have?
ক. 2
খ.3
গ.7
ঘ.8
উত্তর: গ
৫৩. The area of the floor of an auditorium is 600 sq meter. How many unbroken tiles of dimension 10 * 30 cm? will be required to cover the floor completely?
ক. 209
খ. 15000
গ. 10000
ঘ. 20000
উত্তর: ঘ
৫৪. The average daily wage of 10 workers is Tk 400 If the lowest wage is Tk 300, then what is the possible Inaximum wage?
ক. 1300
খ. 1200
গ. 1000
ঘ. 800
উত্তর: ক
৫৫. Ruby’s height 5’ 2”. Ana is taller than Ruby but she is not taller than Pamela. Pamela is shorter than her cousin Rony but she is not shorter than Ruby. Who is the tallest in the group?
ক. Ana
খ. 70100
গ. Pamela
ঘ. Ruby
উত্তর: খ
৫৬. A clock seen through a mirror, shows quarter past three. What is the correct time shown by the clock?
ক. 3:15
খ. 7:15
গ. 8:45
ঘ. 9:45
উত্তর: গ
৫৭. What is the total sum of all the inerior angles of a parallelogram?
ক.
খ.
গ.
ঘ.
উত্তর: গ
৫৯. The diameter of the driving wheel of a bus is 140 cm. How many revolutions per minute must the wheel make in order to keep a seep of 66 km per hour?
ক. 209
খ. 250
গ. 300
ঘ. 350
উত্তর: খ
৬০. The perimeter of a rectangle is 20cm. If the length of the rectangle is 6cm, then its breadth will be –
ক. 4cm
খ. 6cm
গ. 10cm
ঘ. 14cm
উত্তর: ক
৬১. A man needs money for 120 days. He asked the banker for a loan and the banker charged Tk. 360 @ 6% per annum. What is the amount of loan?
ক. 15000
খ. Tk. 16000
গ. 18000
ঘ. None of these
উত্তর: গ
৬২The average monthly income of P and Q is Tk 5050. The average monthly income of Q and R is Tk. 6250 and the average monthly income of P and R is Tk.5200. Calculate the monthly income of P.
ক. Tk. 4000
খ. Tk. 6100
গ. Tk. 6400
ঘ. Tk. 16500
উত্তর: ক
৬৩. The present ratio of students to teachers at a certain school is 30 to 1. If the number of sudents were to increase by 50 and that of teachers were to increase by 5, the ratio of students to teachers would then be 25 to 1. What is the present number of teachers?
ক. 8
খ. 10
গ. 12
ঘ. 15
উত্তর: ঘ
৬৪. A worker was hired for 7 days. Each day, he was paid Tk. 10 more than what he was paid for the previous day of work. The total amount he was paid in the first 4 days of work equaled the total amount he was paid in the last 3 days. What was his starting pay?
ক. Tk. 90
খ. Tk. 138
গ. Tk. 150
ঘ. Tk. 160
উত্তর: ক
৬৪. A man sells 2 commodities for Tk. 4000 each, neither losing nor gaining in the deal. If he sold one commodity at a gain of 25R, then what is the cost price of another commodity?
ক. Tk.90
খ. Tk. 138
গ. Tk. 150
ঘ. Tk. 160
উত্তর: খ
৬৫. Find the number of zeroes in 10 * 20 *30……*1000.
ক. 100
খ. 124
গ. 130
ঘ. 154
উত্তর: খ
- The total number obtained by a sudent is Physics. Chemistry and Mathematies together is 120 more than the marks obtained by him in Chemistry. What is the average mark obtained by him in Physics and Mathematics together?
ক. 40
খ. 60
গ. 120
ঘ. Cannot be determined
উত্তর: খ
৬৮. In a factory, there are workers, executives and clerks 58% of the employees are workers, 660 are executives and he remaining 264 employees are elerks. How many employees are there in the factory?
ক. 1500
খ. 2000
গ. 2200
ঘ. 2500
উত্তর: গ
৬৯. Salam eams Tk. 8.50 per hour on days other than Friday and twice than the rete on Friday. Last week he worked total of 50 hours including 8 hours on Friday. What is his earning for the week?
ক. Tk. 340
খ. Tk. 408
গ. Tk. 398
ঘ. Tk. 493
উত্তর: ঘ
৭০. A train 240 m long passes a pole in 24 seconds. How long will it take to pass a platform 650 m long?
ক. 80 Sec
খ. 89 Sec
গ.90 Sec
ঘ. 95 Sec
উত্তর: খ
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- সমন্বিত ৮ ব্যাংক সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- সমন্বিত ৮ ব্যাংকের সিনিয়র অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- সমন্বিত ৮ ব্যাংক এর অফিসার (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০২২
- সমন্বিত ৮ ব্যাংকের অফিসার জেনারেল পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২