Bangladesh Computer Council Exam Question Solution 2023

0
227

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (BCC) ল্যাব সহকারী

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- ল্যাব সহকারী

পরীক্ষার তারিখঃ- ০৬-০১-২০২৩

বাংলা (১০)

১। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) অতীত = অতি + ইত

খ) দুর্ঘটনা = দু: +ঘটনা

গ) তস্কর = তদ্‌ +কর

২। শুদ্ধরূপে লিখুন:

ক) কৃষিজিবি = কৃষিজীবি

খ) মরীচাকা = মরীচিকা

গ) ইতমধ্যে = ইতোমধ্যে

৩ । এক কথায় প্রকাশ করম্নঃ

ক) যা ধ্বংসশীল = বিনশ্বর

খ) বাস্তুহারা হয়েছে যে = উদ্বাস্তু

৪। অর্থসহ বাক্য লিখুন:

ক) গৌঁফখেজুরে (অলস): তোমার গোঁফ খেজুরে লোক দিয়ে মহৎ কাজ সম্ভব নয়।

খ) ইতর বিশেষ (প্রভেদ বা পার্থক্য): কাজী সাহেব নিজের ছেলে, আর ভাইয়ের ছেলের মধ্যে কোনরূপ ইতর বিশেষ না করে একরকম পোশাক দিতেন ।

ইংরেজি (১০)

৫। Fill in the blank:

  1. We had —- good breakfast yesterday. (a)
  2. He bought — ice cream. (an)
  3. Kindness is — great virtue. (a)
  4. He joined —- army. (the)
  5. People love —- brave. (the)
  6. Write a paragraph on ‘Use of Computer.

Ans:- Now it is impossible in our life to imagine without a computer. The invention of the computer helped many people’s dreams change into reality. For lots of purposes, the computer can be used like storing information, programming, and developing software, calculation and email purposes, and many more.

A computer comprises a monitor, a keyboard, a mouse, a CPU, and a UPS as essential parts. A computer is known for its abundant storage space. Human is now mostly dependent on the technology, and the use of computer can be found in every field, from students for their academic purposes to office workers for their work.

For improving and learning professional skills, the computer helps students a lot. In the 21st century, people are seemed to be interested in more advanced computers with lighter, smaller, and powerful computers with high speed and accuracy. Not only school and office work purposes, but also computers can be used to control traffic, forecasting weather, educational and medical purposes, guidance and designing of spacecraft, operation purposes, examination purposes, detection of crime, and the list goes on. With the advanced necessities and demands of the people, Computer has also developed with time providing and satisfying us with all the needs.

গণিত (১০)

৭. ক. বাবুল সাহেব ব্যাহকে কিছু টাকা জমা রেখে চার বছর পর ৪৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে তিনি ব্যাঘুকে কত টাকা জমা রেখেছিলেন?

সমাধানঃ আমরা জানি, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা, I = Pnr

এখানে, I= ৪৭৬০, P= মুলধন

N= সময় = ৪ বছর

R= মুনাফার হার = ৮.৫০%

I = Prn

P =I/nr

= 4760/4*8.50%

= 4760*100/4*8.50

= 14000

তিনি ব্যাংকে ১৪,০০০ টাকা জমা রেখেছিলেন ।

খ. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত?

ধরি, আয়তাকার ঘরের প্রস্থ = x মিটার

” ” দৈর্ঘ্য = (x × ১ ১/২) মিটার

= ৩x/২

x × ৩x/২ = ২১৬

= > x২ = ২১৬ × ২/৩

= > x = √১৪৪

x = ১২

দৈর্ঘ্য = ৩ × ১২ /২ = ১৮ মিটার

পরিসীমা = ২(১২ + ১৮) = ৬০ মিটার

গ. রম্বস কাকে বলে?

সমাধানঃ- চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, তাকে রম্বস বলে।

সাধারণ জ্ঞান (১০)

৮. ক. বাংলাদেশের বর্তমান রাষ্ট্র প্রধান কে?

উত্তরঃ- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

খ. বাংলাদেশের জাতীয় সংসদে সংসদ সদস্যের আসন সংখ্যা কত?

উত্তরঃ- ৩৫০

গ. বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর কোন তারিখে উদযাপন করা হয়?

উত্তরঃ- ২৬ মার্চ

ঘ. ভুটানের রাজধানীর নাম কি?

উত্তরঃ- থিম্পু

ঙ. বিশ্বকাপ ফটবল ২০২২ এ কতটি দেশ অংশ নিয়েছিলঃ

উত্তরঃ- ৩২টি

চ. বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নাম কি?

উত্তরঃ- শিরিন শারমিন চৌধুরী

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download