বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

0
259

বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদের লিখিত

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩

পদের নামঃ- সার্জেন্ট

পরীক্ষার তারিখঃ- ১৮-০২-২০২৩

প্রথম ভাগ বাংলা (নম্বর ৫০)

১। রচনা লিখুন (যে কোন ১টি ):

(ক) রূপকল্প ২০৪১

(খ) পদ্মাসেতু ও জাতীয় অর্থনীতি

২। ভাব সম্প্রসারন করুন:

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।

৩। এক কথায় প্রকাশ করুন:

ক) আকাশে চড়ে যে = আকাশচারী/ খেচর

খ) বলা হয়েছে যা = উক্ত

গ) পূর্বে যা ঘটেনি = অভতপূর্ব

ঘ) একবার ফল দিয়ে যে গাছ মরে যায় = ওষধি

ঙ) একই গুরুর শিষ্য যারা= সতীর্থ

৪। অর্থসহ রচনা করুনঃ

ক) টাকার কুমির (ধনী): অসৎ উপায়ে টাকার কুমির হওয়া খুব কঠিন নয়।

খ) দুধের মাছি (সুসময়ের বন্ধু): জীবনে দুধের মাছি অভাব হয় না।

গ) কই মাছের প্রাণ (যা সহজে মরে না): কই মাছের প্রাণ বই তো নয়, নইলে এক মাস উপবাস করে বেঁচে থাকে?

ঘ) মাকাল ফল (অন্তঃসারশূন্য): অধিকাংশ ছাত্ররাই প্রকৃত বিদ্যার্জন না করে আজ ডিগ্রিধারী মাকাল ফলে পরিণত হচ্ছে।

ঙ) ঘোড়া রোগ (সাধ্যাতিরিক্ত); পকেটে এক টাকা নেই, অথচ দালান বানাবে, এ যে ঘোড়া রোগ।

৫। বাংলায় অনুবাদ করুনঃ

The students of Bangladesh played a significant role during the freedom struggle in 1971. Their sacrifice, zeal, heroism and gallantry constitute an important part of our national history. During the nine-month struggle. numerous students left their places of learning and underwent military training to fight against the Pakistani Occupation Forces.

The student community of this country has always been conscious about their socio-political responsibilities. They have created the history of sacrificing their tender lives for the cause of mother tongue, democracy and motherland. But they should remember that it is hard to achieve freedom, but it is harder to preserve it.

উত্তরঃ- বাংলাদেশের ছাত্ররা ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের ত্যাগ, উদ্যম, বীরত্ব ও সাহস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। নয় মাসের সংগ্রামে অসংখ্য ছাত্র তাদের করার জন্য সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। এদেশের ছাত্রসমাজ তাদের আর্থ-সামাজিক-রাজনৈতিক দায়িত্ব সম্পর্কে সবসময়ই সচেতন। মাতৃভাষা , গণতন্ত্র ও মাতৃভূমির জন্য তারা তাদের জীবন উৎসর্গের ইতিহাস সৃষ্টি করেছেন। কিন্তু তাদের মনে রাখা উচিত যে স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু এটি রক্ষা করা আরও বেশি কঠিন।

দ্বিতীয় ভাগঃ ইংরেজী (২০)

৬। Write an Essay on the following:

  1. a) Bangabandhu: Rebuilder of a Nation
  2. b) Dhaka Metro Rail: New Era of City Communication

৭। Write a letter to your father about your dream of becoming a Sergeant of Bangladesh Police

৮। Make Sentences with the following:

  1. a) Red letter day (memorable day বা স্মরণীয় দিন): The 21 February 1s a red letter day m the history of Bangladesh.
  2. b) Bag and Baggage (তল্পিতল্পাসহ, Leaving nothing behind): He leaves the place bag and baggage.
  3. c) Hand to mouth (দিন এনে দিন খায়, very poor): They lived from hand to mouth.
  4. d) Black Sheep (কুলাঙ্গার, wicked man, Disgraceful person): He was the black sheep of the family.
  5. e) ABC (Primary knowledge, প্রাথমিক জ্ঞান): He is learning his ABC at school.

৯। Translate into English

ক) এখন কয়টা বাজে ? = What time is it now?

খ) তিনি ঠাণ্ডা পানি পান করেন = He drinks cold water.

গ) বলা সহজ করা কঠিন = It is easy to say but difficult to do.

ঘ) তিনি পরশুদিন ফিরবেন = He will return day after tomorrow.

ঙ) ঢাকার চারপাশে চারটি নদী = Dhaka is surrounded by four rivers

চ) বই পড়লে জ্ঞান বাড়ে =Reading books increases knowledge.

ছ) পুকুরে মাছ আছে = There are fish in the pond.

জ) জাহাজ পানিতে ভাসে = Ship floats on water.

ঝ) মেয়েটি দেখতে তার মায়ের মত = The girl looks like her mother.

ঞ) বাংলাদেশ সম্ভাবনাময় দেশ = Bangladesh is a promising country.

১০। Fill in the blanks:

  1. a) ………. Earth moves round ………. (The. the)
  2. b) He died ………. fever (of)
  3. c) Dhaka stand ………. the bank ………. (on, of)
  4. d) He belongs ………. this book. (to)
  5. e) ………. you remain, honest. you will succeed. (If)

১১. Read the text below and answer the questions:

Even a few years ago very few people had even heard of the word Internet. Now it would be difficult to find anyone who has not heard of it. Many of us use it on a regular basis and most of us have access to it at our homes too. The net’ in the internet stands for network. which is done by two or more computers connected together so that information can be shared or sent from one to the other. Internet is a vast resource for all forms of information. One may enjoy using to do research download one’s favorite songs or communicate with family and friends. it is like a giant bulletin board on the entire world to see. Since anyone can share anything on the internet, one must be very

careful and use both judgement and common sense while accessing and using internet in the coming days, connecting the physical world to the internet will be the driving force behind all developments.

  1. a) What does ‘net ‘mean?

Ans. Net’ in the Internet stands for network.

  1. b) Can a single computer make a network?

Ans. No, a single computer cannot make a network.

  1. c) What purposes can internet be used for?

Ans. Internet can be used for various purposes such as doing research, downloading music. And communicating with family and friends.

  1. d) Why does one have to be cautious while using internet?

Ans. One has to be cautious while using the internet because anyone can share anything on it.

  1. e) Why will internet be important in the future?

Ans. In the future, connecting the physical world to the interneet will be the driving force behind all developments, which makes the internet an important tool.

তৃতীয় ভাগঃ গণিত (নম্বর ৩০)

১। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। এর পরিসীমা ৪০ মিটার হলে, দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।

মনেকরি , আয়তকার ক্ষেত্রের প্রস্থ = x

আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = 3x

প্রশ্নমতে ,

2 (3x +x)=40

বা, 4x =20

∴ আয়তকার ক্ষেত্রের প্রস্থ = 5 মিটার

∴ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = 3 X 5 মিটার = 15 মিঢার

২। একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে৷ চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে চৌবাচ্চার গভীরতা কত?

সমাধানঃ একটি চৌবাচ্চায় পানি ধরে ৮০০০ লিটার

= ৮ ঘনমিটার [১ ঘণমিটার = ১০০০ লিটার]

চৌবাচ্চাটির আরতন = দৈর্ঘ্য * প্রস্থ * গভীরতা

বা, ৮ = ২.৫৬ * ১.২৫ গভীরতা

বা, গভীরতা = ৮/ (২.৫৬ * ১.২৫)

বা, গভীরতা = ৮/ (২.৫৬ * ১.২৫)

∴ গভীরতা = ২.৫ মিটার (উত্তর)

৩। একটি স্কুলে ইংরেজিতে ৯০% ও গণিতে ৮০% শিক্ষার্থী পাশ করে। উভয় বিষয়ে কেউই ফেল করেনি। উভয় বিষয়ে পাশ করেছে ৩৫০ ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

সমাধানঃ- ইংরেজিতে ৯০% ও গণিতে ৮০% শিক্ষার্থী পাশ করে

উভয় বিষয়ে ফেল = ০%

ইংরেজিতে ফেল করেছে (১০০-৯০)% = ১০%

গণিতে ফেল করেছে (১০০-৮০)% = ২০%

∴ উভয় বিষয়ে পাস করেছে = ১০০% – (২০% + ১০%)

=৭০%

∴  শিক্ষার্থী = (১০০ * ৩৫০)/৭০ জন = ৫০০ জন।

৪। একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

১ হালি ২৫ টাকায় বিক্রি করে

তাহলে, ২ হালি বিক্রি করে ৫০ টাকা

ডিমে লাভ = ৫৬ – ৫০ = ৬ টাকা

৫০ টাকায় লাভ হয় ৬ টাকা

১ টাকায় লাভ হয় ৬/৫০ টাকা

১০০ টাকায় লাভ হয় = ( ৬ × ১০০) / ৫০ টাকা = ১২ টাকা বা ১২ %

৫। একটি ছাগল ৮% ক্ষতিতে বিত্রয় করা হলো , ছাগলটি আরো ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো । ছাগলটির ক্রয় মূল্য কত ?

আমরা জানি,

ক্রয়মূল্য = (১০০*বেশি মূল্য) / (১ম%+২য়%)

= (১০০*৮০০) / (৮+৮)

= ৮০০০০/১৬

= ৫০০০ টাকা

৬। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। বাগানের ভিতর চারপাশে ৪ মিটার প্রস্থের একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটার রাস্তা ঠিক করতে ৭.২৫ টাকা লাগলে পুরো রাস্তা ঠিক করতে কত খরচ হবে?

সমাধানঃ

দেওয়া আছে ,

বাপানের দৈর্ঘ্য =৮০ মিটার

বাগানের প্রস্থ = ৬০ মিটার

∴ ক্ষেত্রফল = ৮০ * ৬০ = ৪৮০০ বর্গমিটার ভেতরের চারদিকে ৪ মিটার প্রশস্থ রাস্তা থাকায়

রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = {৮০-(৪১৫ ২)} মিটার

= ৭২ মিটার

রাস্তা বাদে বাগানের প্রস্থ = {৬০-(৪১* ২)} মিটার

=৫২ মিটার

∴ রাস্তা বাদে ক্ষেত্রফল — ৭২ * ৫২ = ৩৭৪৪ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = ৪৮০০-৩৭৪৪ = ১০৫৬ বর্গমিটার

প্রতিবর্গ মিটার রাস্তা ঠিক করতে খরচ হয় = ৭.২৫ টাকা

১০৫৬  বর্গমিটার    ”   ”      ”       ”    ”   = (১০৫৬ *৭.২৫)

=৭৬৫৬ টাকা (উত্তরঃ)

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download