বাংলা একাডেমি এর সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক/ এসিস্ট্যান্ট মেকানিক
পরীক্ষার তারিখঃ- ০২-০২-২০২৩
১। Translate from Bengali to English :
- i) বাংলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত সংস্থা –
– Bangla Academy is an autonomous organization.
i i) বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির লালন ও প্রসার এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য
weet – The aim of this institution is to nurture and spread Bengali language, literature and culture.
i i i) এই প্রতিষ্ঠানটি ভাষা আন্দোলনের পর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
– This institution was established in 1955 after the language movement.
- iv) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহকে বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা বলা হয়।
– Dr. Muhammad Shahidullah is called the dreamer of Bangla Academy.
- v) বাংলা একাডেমি বাঙালি জাতিসত্তা ও জাতির মননের প্রতীক।
– Bangla Academy is a symbol of Bengali ethnicity and national consciousness.
২। Make sentences with the following words:
- a) Job: I have a job as a proof editor.
- b) Translation: She is good at translation from French to English.
- c) Duty: It’s his duty to take out the trash every night.
- d) Workplace: The workplace has a relaxed atmosphere.
- e) Discipline: Discipline is important for success in life.
৩। Fill in the gaps:
Bangla is the mother tongue —— by the —— of Bangladesh. (declared, people)
Bangladesh has grown out —– a poetic dream. (of)
Bangabandhu Sheikh Mujibur Rahman —– architect of this country. (is the)
৪। Write a paragraph on ‘Amar Ekushey Boimela’ in five sentences.
Ans:-
‘Amar Ekushey Boimela’ is a cultural festival held annually in Bangladesh in February 10 commemorate the language movement of 1952. It is a celebration of the Bengali language and culture, and a tribute to the brave souls who sacrificed their lives to protect the rights of the Bengali people. The festival is held at the Bangla Academy in Dhaka and is attended by people from all walks of life, including scholars, artists, and literary figures. During the festival, books. poems, and plays are showcased, and debates, discussions, and musical performances are held. The festival is a time for the people of Bangladesh to come together and remember their cultural heritage, and it is an important part of the country’s national identity.
৫। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করুন:
Bangabandhu Sheikh Mujibur Rahman is the Father of the Nation of Bangladesh. He was bom on 17 March, 1920 in a respectable Muslim family of Tungipara. His formal education began at Gimadanga Primary School. Then he went to Calcutta for higher education. After the partition of the Indian subcontinent, he came to Dhaka and studied Law in Dhaka University.
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাংলাদেশের জাতির পিতা । তিনি ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তান প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে । এরপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে যান। ভারতীয় উপমহাদেশের বিভক্তির পর তিনি ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন।
৬। শুদ্ধ করে লিখুন:
পরিপক্ক = পরিপক্ব
অনুশোসনা = অনুশোচনা
তরিত = ত্বরিত
জাতিসত্ত্বা = জাতিসত্তা
নির্মুল = নির্মূল
৭। বাংলা একাডেমিতে আপনার প্রার্থিত কোনো পদে চাকুরির জন্য একটি আবেদনপত্র লিখুন (১০ বাক্যে)
৮। নিম্নলিখিত গ্রন্থাবলির প্রত্যেকটির লেখকের নাম লিখুন ।
ক. ক্রীতদাসের হাসি – শওকত ওসমান
খ. প্রথম গান দ্বিতীয় মৃতুর আগে – শামসুর রাহমান
গ. আমার দেখা নয়া চীন – শেখ মুজিবুর রহমান
ঘ. রক্তাক্ত প্রান্তর – মুনীর চৌধুরী
ঙ. হাঙর নদী গ্রেনেড – সেলিনা হোসেন
৯। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে?
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২১ মি. + (২+২) মি. = ২৫ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ১৫ মি. Ñ (২+২) মি. = ১৯ মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ২৫×১৯ বর্গমিটার = ৪৭৫ বর্গমিটার।
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = ২১×১৫ বর্গমিটার = ৩১৫ বর্গমিটার।
সুতরাং রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার = ১৬০ বর্গমিটার।
ঘাস লাগানোর মোট খরচ = (১৬০×২.৭৫) টাকা = ৪৪০.০০ টাকা
অতএব, ঘাস লাগানোর মোট খরচ ৪৪০ টাকা।
১০। নাসির সাহেবের মাসিক মূলবেতন ২৭,৬৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর ০ (শূন্য) টাকা । পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে, নাসির সাহেব কত টাকা আয়কর দেন?
সমাধান:- ১ মাসের মূল বেতন ২৭,৬৫০ টাকা
১২ ” ” ” (২৭,৬৫০*১২) টাকা
=৩,৩১,৮০০ টাকা
করযোগ্য টাকার পরিমাণ (৩ ,৩১,৮০০-২,৫০০০০) টাকা
বা ৮১,৮০০ টাকা
১০০ টাকায় আয়কর = ১০ টাকা
১ ” ” = ১০/১০০ টাকা
৮১,৮০০ ” ” ১০*৮১৮০০/ ১০০ টাকা
বা ৮১৮০ টাকা
উত্তর: নাসির সাহেব ৮,১৮০ টাকা আয়কর দেন।
১১। সংক্ষেপে উত্তর দিনঃ
ক. UNESCO ঘোষিত বাংলাদেশের দুটি বিশ্ব ঐতিহ্যের নাম লিখুন ।
উত্তরঃ- পাহাড়পুর বৌদ্ধ বিহার (নওগা), ষাট গম্বুজ মসজিদ (বাগেরহাট)
খ. চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ভূমির মালিকানা কার উপর ন্যস্ত হয়?
উত্তরঃ- জমিদারদের উপর
গ. পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার দাবি প্রথম কে উদ্থাপন করেন?
উত্তরঃ- ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি প্রথম সৃষ্টি হয়েছে?
উত্তরঃ- বাংলা একাডেমি
উ. একুশের উপর সর্বপ্রথম কে কবিতা রচনা করেছেন?
উত্তরঃ- কাঁদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি কবিতাটি ভাষা আন্দোলন নিয়ে লিখিত প্রথম কবিতা | এই জন্য কবিতাটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরী ।
চ. “আগরতলা ষড়যন্ত্র মামলা’র’ প্রধান আসামী কে ছিলেন?
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ যুজিবুর রহমান
ছ. Concert for Bangladesh ?
উত্তরঃ- ১৯৭১ সালের ১ আগস্ট নিউহয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং ত্রাণ তহবিল গঠনের লক্ষ্যে জর্জ হ্যারিসন ও রবি শংকরের উদ্যোগে Concert for Bangladesh’ অনুষ্ঠিত হয়। এই কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসিন। এছাড়া পন্ডিত সঙ্গীত পরিবেশন করেন । এই কনসার্টে মোট ৪০ হাজার মানুষের সমাগম হয়।
জ. বাংলা একাডেমি থেকে প্রকাশিত দুটি পত্রিকার নাম লিখুন ।
উত্তরঃ- ধান শালিকের দেশ ও উত্তাধিকার
ঝ. বাংলা একাডেমি কোন সালে কত তারিখে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ৩ ডিসেম্বর, ১৯৫৫
ঞ. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে?
উত্তরঃ- অধ্যাপক মাযহারুল ইসলাম
ট. এশিয়া থেকে সর্বপ্রথম কে নোবেল পুরক্ষার পেয়েছিলেনঃ
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
ঠ. বাংলাদেশের জাতীয় কবির নাম কি?
উত্তরঃ- কাজী নজরুল ইসলাম
ড. HDD এর পূর্ণনূপ কি?
উত্তরঃ- HDD = Hard Disk Drive
ঢ. LAN এর পূর্ণনূপ কি?
উত্তরঃ- LAN =Local Area Network
ণ. www এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- www = World Wide Web