44th BCS Mental Ability Written Exam Question Solution 2023

0
281

৪৪ তম বিসিএস মানসিক দক্ষতা লিখিত

প্রশ্ন সমাধান-২০২৩

পরীক্ষার তারিখঃ- ০৩ জানুয়ারি ২০২৩

১. কোন বানানটি সঠিক? উত্তরঃ পুরস্কার

২. কোনটি সঠিক? উত্তরঃ ভদ্রোচিত

৩. নিচের কোন শব্দটি একাধিক অর্থবোধক শব্দ নয়? উত্তরঃ Sky

৪. N এবং R এর মাঝখানে মধ্যবর্তী অক্ষরটির ডানদিকের পঞ্চম অক্ষরের পরের অক্ষরটি কী? উত্তরঃ V

৫. মনোভাব: উদারচেতা:: শিক্ষাঃ ? উত্তরঃ সর্বজনীন

৬. The situation has come to a head’ -এর অর্থ? উত্তরঃ পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে।

৭. উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হবে?

(ক) সামনের দিকে ঝুঁকতে

(খ) হাটু কিছুটা ভাঁজ রতে হয়

(গ) গোড়ালী করতে হয়

(ঘ) সবগুলো

উত্তরঃ (ঘ) সবগুলো

৮. A-এর পুত্র B-এর স্ত্রী C, যার বোন D B-এর ভাই E-এর স্ত্রী। তাহলে D এবং A এর মধ্যকার সম্পর্ক কোনটি?

উত্তরঃ শ্বশুর-পুত্রবধু

৯. যদি L=+, M= -, N= ÷ এবং O = x হয়, তাহলে ১৮০৩৬ N ১২ M ৬ L ৭  এর মান কত? উত্তরঃ ১৫০৪

১০. P J-এর চেয়ে বড়: S M-এর চেয়ে বড় RS-এর মতো বড় না হলেও J-এর চেয়ে বড়; M J-এর মতো বড় নয়। তাহলে সবচেয়ে ছোট কোনটি? উত্তরঃ M

১১. অভিধানে কোন শব্দটি প্রথমে আসবে? উত্তরঃ beam

১২. কোনটি ছাড়া নাটক লেখা অসম্ভব? উত্তরঃ প্লট

১৩. Which is the correct spelling? উত্তরঃ Miscellaneous

১৪. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? উত্তরঃ (খ) ৩৫

১৫. ১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় কতবার ‘৯’ অঙ্কটি আসবে? উত্তরঃ ২০

১৬. √৪৯ – ০.০০৪ =? উত্তরঃ ৬.৯৯৬

১৭. যদি একটি বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পায় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। উত্তরঃ ৯ গুণ

১৮. যদি ইংরেজি বর্ণমালা হতে M বর্ণটি বাদ দেওয়া হয় তাহলে বর্ণমালার মাঝের বর্ণটি কী হবে? উত্তরঃ N

১৯. হ, রু, নি, সা-এর সঙ্গে কোন বর্ণ যোগ দিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?

উত্তরঃ ৎ [শব্দটি হবে নিরুৎসাহ]

২০. একটি স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত ৭:৩। যদি স্কুলে মেয়ের সংখ্যা ২১০ হয় তবে ছেলের সংখ্যা কত? উত্তরঃ ৪৯০

২১. মতিন প্রতি মাসে ১০% হারে বর্ধিত বেতন পায়। যদি তিনবার বৃদ্ধির পর তার বেতন ১৩,৩১০ টাকা হয়, তবে প্রথমে তার বেতন কত ছিল? উত্তরঃ ১০,০০০ টাকা

২২. ডাক্তার রোগীকে প্রতি ২ ঘণ্টা পর পর খাওয়ার জন্য ৬টি বড়ি দিলেন। শেষ বড়িটি রোগী কত ঘণ্টা পরে যাবেন? উত্তরঃ ১০ ঘণ্টা

২৩. কোন বানানটি সঠিক? উত্তরঃ প্রণয়ন

২৪. কোন শব্দটি সূর্য শব্দের সমার্থক শব্দ নয়? উত্তরঃ অদ্রি [পর্বত = পর্বত]

২৫. DETERMINATION শব্দটি থেকে কিছু বর্ণ নিয়ে নিচের কোন শব্দটি গঠন করা সম্ভব? উত্তরঃ MENTION

২৬. নিচের কোনটি ব্যতিক্রম? উত্তরঃ মার্তণ্ড [মার্তণ্ড অর্থ সূর্য]

২৭. প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? উত্তরঃ ৪২

২৮. প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? উত্তরঃ ৯

২৯. নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? উত্তরঃ ১২টি

৩০. নিচের চিত্রটি বর্গাকার করতে কয়টি ত্রিভুজ লাগবে? উত্তরঃ ৪টি

৩১. প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? উত্তরঃ ১৫২

৩২. A পূর্ব দিকে ৫ কিলোমিটার হাঁটার পর বামদিকে ৩ কিলোমিটার হাঁটলেন। আবার বামে ২ কিলোমিটার হাঁটলেন। এবারে তাঁর মুখ কোন দিকে? উত্তরঃ পশ্চিম

৩৩. A এবং B দুই বন্ধু, S, A-এর বোন, P B-এর ভাই। S-এর মেয়ের ভাইয়ের পিতা P। P এবং S এর সম্পর্ক কী? উত্তরঃ স্বামী-স্ত্রী

৩৪. বীজঃ ফল :: মুক্তাঃ ? উত্তরঃ ঝিনুক

৩৫. Cricket শুধু একটা খেলা নয়, এটা প্রকার? উত্তরঃ পতঙ্গ

৩৬. যদি ENGLAND-কে ১২০৪৫২৬ সংখ্যা হিসাবে লেখা হয় এবং FRANCE-কে ৭৮৫২৯১ হিসাব লেখা হয়, তাহলে GREECE-এর ক্ষেত্রে সংখ্যাটি কী লেখা হবে? উত্তরঃ ৩৮১১৯১

৩৭. আয়নায় ‘QUALITY’-এর প্রতিবিম্ব কোনটি? উত্তরঃ (গ) YTLJAVO

৩৮.  সমার্থক শব্দের জোড়া কোনটি? উত্তরঃ Intrusive and invasive

৩৯. যদি GAMES-এর বানান HBNFT হয়, তবে SPORTS-এর বানান একটি শব্দ হবে? উত্তরঃ TQPSUT

৪০. নিচের কোন এলোমেলো বর্ণগুচ্ছ সাজিয়ে লিখলে মানবদেহ সম্পর্কিত একটি শব্দ হবে? উত্তরঃ LYEBL [Belly= পেট]

৪১. দুইটি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান কিন্তু সমান নয়। উত্তরঃ গভীরতা

৪২. তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত? উত্তরঃ বিন্দু

৪৩. স্থির পানিতে একজন মানুষের নৌকার বেগ ৬ কি.মি./ঘন্টা। স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত? উত্তরঃ ২ কি.মি./ঘন্টা

৪৪. যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৩:২ হয়, তবে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? উত্তরঃ ৯ঃ৪

৪৫. যদি একটি ত্রিভুজের দুই বাহুর মান ৫ এবং ৬ হয়, তবে তৃতীয় বাহুর জন্য কোন মানটি প্রযোজ্য নয়? উত্তরঃ ১২

৪৬. ‘প্রসূন’-এর প্রতিশব্দ হলো—উত্তরঃ পুষ্প

৪৭.’বাতিকগ্রস্ততা” সমস্যা সমাধানে কার সাহায্য প্রয়োজন? উত্তরঃ চিকিৎসা মনোবিজ্ঞানী

৪৮. নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তরঃ ৪৭

৪৯. একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১ মিনিট স্লো (slow) হয়, ১ ঘণ্টা স্লো হতে ঘড়িটির কত দিন লাগবে? উত্তরঃ ৬০ দিন

৫০.বাসঃ রাস্তা : ট্রেন ?  উত্তরঃ রেলপথ

Solved and Edited By www.jobstestbd.com

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Dropbox

Download