বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট ও ক্যাশিয়ার
পরীক্ষার তারিখঃ- ০৩-১২-২০২২
১. কোন বিদেশি রাষ্ট্রপ্রথান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?
ক. মার্শাল জোসেফ টিটো
খ. ইন্দিরা গান্ধী
গ. রিচার্ড নিক্সন
ঘ. লিওনিড ব্রেজনেভ
উত্তর: ক
২. “September on Jessore Road’ কবিতার রচয়িতা কে?
ক. Julian Spilsberg
খ. Julian Ginsberg
গ. Allen Spilsberg
ঘ. Allen Ginsberg
উত্তর: ঘ
৩. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড গয়েলেসলি
খ. লর্ড কান
গ. লর্ড ডালহৌসী
ঘ. লর্ড মাইন্টব্যাটেন
উত্তর: খ
৪. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধ বাংলায় ভাষণ দিয়েছিলেন?
ক. ২৪তম
খ. ২৯তম
গ. ৩২তম
ঘ. ৩৬তম
উত্তর: খ
৫. রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ কে করেন?
ক. টি. এস. এলিয়ট
খ. ডব্লিউ. বি. ইয়েটস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বুদ্ধদেব বসু
উত্তর: গ
৬. নিচের কোনটি সমার্থক নয়?
ক. আটকপালে – ইদুর কপালে
খ. অকাল কুম্মা্ড – আমড়া কাঠের টেকি
গ. ঢাকের কাঠি – শয়ের খী
ঘ. গোঁফ খেজুরে _ কাছ্য টিলা
উত্তর: ঘ
৭. ‘সম্বোধন’ শব্দের অর্থ-
ক. আহ্বান
খ. নাম
গ. পরিচয়
ঘ. অভিবাদন
উত্তর: ক
৮. Allocation শব্দের বাংলা পরিভাষা-
ক. বরাদ্দ
খ. বরাদ্দকারী
গ. মঞ্জুর
ঘ. অনুদান
উত্তর: ক
৯. পাথর-এর সমার্থক শব্দ
ক. তটিনী
গ. শৈল
খ. অর্ণব
ঘ. বন্দর
উত্তর: খ
১০ . “আকুষ্ঞন’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. কুঞ্চন
খ. প্রসারণ
গ.বিকুঞ্চন
ঘ. প্রসার
উত্তর: খ
১১. “অবিমৃষ্যকারী” কাকে বলে-
ক. যে সর্বদা কুৎসা ব্রচনা করে ।
খ. যে আগে পিছে না ভেবে কাজ করে ।
গ. যে সর্বদা বিষাদগ্রত্ত থাকে ।
ঘ. ঘে অন্যের সৌভাগ্যে ঈর্ষাবোধ করে।
উত্তর: খ
১২. What is an antonym for the word ‘revere’?
ক. drean
খ. despite
গ. respect
ঘ. regret
উত্তর: খ
১৩. What is a synonym for the word, ‘rummage’?
ক. fumble
খ. damage
গ. nudge
ঘ. look after
উত্তর: ক
১৪. What is the noun form of the word “‘defer’’?
ক. deferment
খ. deferrant
গ. deference
ঘ difference
উত্তর: খ
১৫. “বাবা আমাদের দেখাশোনা করছিলেন” কোন কালের উদাহরণ?
ক. নিত্যনৃত্ত অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. সাধারণ অতীভ
উত্তর: খ
১৬. কোনটি শুদ্ধ বাক্য নয়?
ক. ইহার আবশ্যকতা নাই ।
খ. সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য |
গ. আপনি সপরিবার আমন্ত্রিত।
ঘ. সমুদয় পক্ষীই নীড় বাঁধে।
উত্তর: খ
১৭. কোনটি নজরুলের প্রবন্বগ্রন্থ?
ক. কুহেলিকা
খ. বিষের-বাঁশী
গ. রুদ্র মঙ্গল
ঘ. বিক্তের বেদন
উত্তর: গ
১৮. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দিগুণ। একক স্থানীয় অঙ্ক ২ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
ক. ২৮
খ. ৩৬
গ. ১০
ঘ. ১৮
উত্তর: ঘ
১৯. একজন ছাত্র ১২০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি এ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ৫ টাকা কম পরতো । সে কতগুলো কলম কিনল?
ক. ৬টি
খ. ৫টি
গ. ৭ টি
ঘ. ১৫ টি
উত্তর:
২০. One swallow does not make a summer -3¢
ক. এক হাতে তালি বাজে না
খ. এক মাঘে শীত যায় না
গ. ভাগের মা গঙ্গা পায়
ঘ. বিপদ কখনও একা আসে না
উত্তর: খ
২১. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়?
ক. সৌন্দর্য সুন্দর
খ. সংবাদ-সাংবাদিক
গ. আকুলতা-আকুতি
ঘ. পরমাণু-পারমাণবিক
উত্তর: খ
২২. নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
ক. অন্তরঙ্গ-বহিরক্ষ
খ. উত্তম-মধ্যম
গ.আবশ্যিক- ঐচ্ছিক
ঘ. শুক্ক-সিক্ত
উত্তর: খ
২৩. “যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়!”-এই চরণ দুইটি কোন কবির রচনা?
ক. মাইকেল মধ্গুদন দত্ত
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. রবীন্দ্রানাথ ঠাকুর
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: গ
২৪. কাজী নজরল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ্য করে রচিত?
ক. অগ্নিবীনা
খ. বুলবুল
গ. জিঞ্জীর
ঘ. চিত্তনামা
উত্তর: ঘ
২৫. Ibumped —- anold friend yesterday.
ক. into
খ. in
গ. on.
ঘ. with
উত্তর: ক
২৬. He asked me where I last week.
ক. was
খ. had been
গ. have been
ঘ. would be
উত্তর: খ
২৭. Three-fourhs of the earth’s surface by water.
ক. covered
খ. are covered
গ. has covered
ঘ. is covered
উত্তর: ঘ
২৮. You had better —– the evil company.
ক. leave
খ. left
গ. leaving with
ঘ. live
উত্তর: ক
২৯. He likes to read books, watch movies and —.
ক. playing cricket
খ. cricket
গ. play cricket
ঘ. cricket playing
উত্তর: গ
৩০. It is high time we—– proper steps against climate change.
ক. should take
খ. took
গ. must take
ঘ. take
উত্তর: খ
৩১. মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক. ১২৯ তম
খ. ১৩১ তম
গ. ১৩৩ তম
ঘ. ১৪২ তম
উত্তর: ক
৩২. Cozy Bear কী?
ক. চুক্তি
খ. হ্যাকার গ্রুপ
গ. বিনোদন কেন্দ্র
ঘ. তথ্য বিনিময় কেন্দ্র
উত্তর: খ
৩৩. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিদ্যমান ছিল?
ক. দক্ষিণ আমেরিকা
খ. আফ্রিকা
গ. মধ্যপ্রাচ্য
ঘ. পূর্ব আফ্রিকা
উত্তর: ক
৩৪. মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীন ছিল?
ক. ০২ নং
খ. ০৮ নং
গ .১০ নং
ঘ. ১১ নং
উত্তর: খ
৩৫. We have to learn to adapt ourselves our circumstances.
ক. to
খ. in
গ. with
ঘ. by
উত্তর: ক
৩৬. The United States is that there are five time zones.ক. too big
খ. very big
গ. much big
ঘ. so big
উত্তর: ঘ
৩৬. What is the antonym of ““ANTIQUE’’?
ক. ancient
খ. beautiful
গ. colourful
ঘ. modem
উত্তর: ঘ
৩৭. What is the antonym of — furious’’?
ক. blissful
খ. barrier
গ. enraged
ঘ. wild
উত্তরঃ ক
৩৯. Sanjana in this apartment since January last year.
ক. was living
খ. has been lived
গ. has been living
ঘ. wild
উত্তর: গ
৪০. There were —- people in the hall, so we were not completely alone.
ক. very little
খ. little
গ. fewer
ঘ. few
উত্তর: ঘ
৪১. একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরম্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈঘেরি অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
ক.১ঃ৪
খ. ৯ঃ৮
গ. ২ঃ৩
ঘ. ৩ঃ৭
উত্তর: খ
৪২. ০, ১, ২ এবং ৩ দিয়ে গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
ক. ৩১৪৭
গ. ২১৮৭
খ. ২২৮৭
ঘ. ২৯৮৭
উত্তর: গ
৪৩. একটি বাহ বিভুতের কেস ৫5 কালে বরিডুতের প্রতিবার দৈর্ঘ্য কত?
ক. ১০.৭৫ সেমি,
খ. ১২ সেমি.
গ. ১৩.৪৫ সে.মি
ঘ. ১১৬৫ সে.মি.
উত্তর: ক
৪৪. জ্বালানি তেলের মূল্য ১৫% বৃদ্ধি পাওয়ার বাসের টিকেটের মূল্য ২০% বৃদ্ধি পেল। তাহলে নতুন ও পুরানো বাস ভাড়ার অনুপাত কত?
ক. ৮ঃ ৫
খ. ৮ঃ ৩
গ. ৬ ঃ ৫
ঘ.৪ঃ৩
উত্তর: গ
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
- বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর বই বাধাঁইকার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২