Customs Excise & VAT Commissionerate, Khulna Question Solution 2022

0
195

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা অফিস

 সহায়ক লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- অফিস সহায়ক

পরীক্ষার তারিখঃ- ০৯-১২-২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১। সন্ধি বিচ্ছেদ করুনঃ

(ক) অঙ্গচ্ছেদ = অঙ্গ+ছেদ

(খ) তম্বী=তনু+ঈ

(গ) ষোড়শ = ষট্‌+দশ ।

(ঘ) উত্থাপন = উৎ+স্থাপন

(ড) নীরস=নিঃ+রস

২। অর্থ লিখুন:

খোদার খাসী = আরাম প্রিয় মানুষ

ঠুঁটো জগন্নাথ = অকর্মণ্য

কচ্ছপের কামড় = নাছোরবান্দা

ফতো নবাব = নবাবি চালের নির্ধন ব্যক্তি ।

মাছের মার পুত্র শোক = গোপন কথা ফাঁস করে দেয়া ।

৩। এক কথায় প্রকাশ করুনঃ

(ক) আকাশে চরে বেড়ায় যে =খেচর

(খ) অনুসন্ধান করতে ইচ্ছুক = অনুসন্ধিৎসু

(গ) আয় অনুসারে ব্যয় করেন ধিনি = মিতব্যয়ী

(ঘ) দিনে একবার আহার করেন যে = একাহারী

(৮) প্রবেশ করার ইচ্ছা = বিবিক্ষা

৪। শুদ্ধ শব্দ লিখুনঃ

চণ্ডিদাস = চণ্ডীদাস

টিকা টিপ্পনী =

ডাস্টবীন = ডাস্টবিন

দুর্দশাগ্রস্থ = দুর্দশাগ্রস্ত

সমীচীন = সমীচীন

ইংরেজী প্রশ্ন সমাধানঃ-

১। ইংরেজীতে অনুবাদ করুন

(ক) আমি তাকে রাস্তাটি পার হতে দেখলাম।

Ans: I saw him crossing the road.

(খ) আমি যদি রাজা হতাম তাহলে মানুষকে ভালোবাসতাম।

Ans: If I were a king, I would love people.

(গ) রহিম আমার চেয়ে পাঁচ বছরের ছোট ।

Ans: Rahim is five years younger than I.

(ঘ) এটা ছিল তার পুত্রবধূর গহনা ।

Ans: It was his son-in-law’s jewellery.

(ঙ) এটা ঘটতেও পারত।

Ans: It could have happened.

২। Use the appropriate preposition

(a) Father had to compensate…..the loss. (for)

(b) Medicine cures us…….diseases. (from)

(c) Lal Mia deals…… rice. (with)

(d) Poverty is a bar… the progress of the society. (to)

(e) The child was bereft…… his mother. (of)

৩। Use appropriate Article (if necessary):

(a) Pull him by ….. car. (a)

(b) He will come on ……. 20 of this month. (the)

(c) Rice is sold by…….. Kilogram. (016)

(d) We have had…..breakfast (a)

(e) He is staying in …….hotel. (the)

৪। বাংলা অর্থ লিখুনঃ

In a body (দলবদ্ধ হয়ে): All the students came out in a body.

Hand in glove (সম্পর্ক): We are working hand in glove with the local administration.

In lieu of পরিবর্তে): Give me this book in lieu of that.

Lost labour (নিস্ফল শ্রম)

Black and White (লিখিতভাবে)? Inform your allegation to the higher authority in black and white.

 

গণিত প্রশ্ন সমাধানঃ-

১। কোনো আসল ৩ বছরের মুনাফা- আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফা হার কত?

সমাধানঃ-

ধরি, আসল = ৮ক টাকা

মুনাফা = ( ৩/৮ × ৮ক) টাকা

= ৮ক টাকা

প্রশ্নমতে, ৮ক + ৩ক = ৫৫০০

১১ ক = ৫৫০০

ক = ৫০০

আসল = ( ৮ × ৫০০) টাকা = ৪, ০০০ টাকা

মুনাফা = ( ৩ × ৫০০) টাকা = ১৫০০ টাকা

৪০০০ টাকায় ৩ বছরের মুনাফা = ১৫০০ টাকা

১০০ টাকায় ১ বছরের মুনাফা = ( ১৫০০× ১০০)/( ৪০০০× ৩) = ১২.৫ টাকা

সুদের হার = ১২.৫%

২। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার?

সমাধানঃ-

দৈর্ঘ্য x প্রস্থ = ক্ষেত্রফল

= > দৈর্ঘ্য x ১৬ = ৪০০

= > দৈর্ঘ্য = ৪০০/১৬

∴ দৈৰ্য্য = ২৫ মিটার।

পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)

= ২(২৫ + ১৬)

= ২× ৪১

উত্তরঃ- ৮২ মিটার

 

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

উত্তরঃ- ২৬ মার্চ।

২। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টুরে ভাগ করা হয়?

উত্তরঃ- মুক্তিযুদ্ধের সেক্টর ১১ টি ছিল।

৩। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ বর্তমানে কি ধরনের দেশ?

উত্তরঃ- নিম্ন-মধ্যম আয়ের দেশ

৪। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটিঃ

উত্তরঃ- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা “পঞ্চগড়” ।

৫। পদ্মা সেতু উদ্বোধন হয় কত তারিখে?

উত্তরঃ- ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয় ।

৬। টাইগ্রিস নদী কোথায় অবস্থিত?

উত্তরঃ- টাইগ্রিস নদীর আরেক নাম দজলা। পারস্য শব্দ ‘টিগরা’ থেকেই নাম হয়েছে টাইগ্রিস । তুরস্কের পাহাড় থেকে উৎপত্তি হয়ে নদীটি ইরাকে প্রবাহিত হয়েছে।

৭। হিথ্রো বিমান বন্দর কোথায় অবস্থিত ।

উত্তরঃ- লন্ডন

৮। বেগম রোকেয়া দিবস কত তারিখ?

উত্তরঃ- ৯ ডিসেম্বর

৯। বাংলাদেশের বিভাগ কয়টি?

উত্তরঃ- ৮টি

১০. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

উত্তরঃ- ট্রিগভেলি

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download