পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যাণ সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

0
135

পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যাণ

সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- পরিবার কল্যাণ সহকারী

পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২২

১. আমাদের কেউ দাবায়ে রাখতে পারেওনি পারবেও না। এটি কার উক্তি । কত সালের কোথাকার উক্তি।

উত্তরঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের উক্তি ।

২. মোরা একটি ফুলের জন্য যুদ্ধ করি এটি কার লেখা।

উত্তরঃ- গীতিকার – গোবিন্দ হালদার, সুরকার – আপেল মাহমুদ

৩. বাংলা বর্ণমালা কত প্রকার ও কি কি

উত্তরঃ- বাংলা ভাষায় বর্ণ ২ প্রকার । স্বরবর্ণ, ব্যক্জনবর্ণ

৪. হ এবং ম বর্ণ মিলে যুক্ত বর্ণ তৈরী করো এবং একটি শব্দ লিখো

উত্তরঃ- হ্ম=হ্+ ম যেমন- ব্রাহ্মণ

উত্তরঃ-  জমার্থক শব্দ:

চোখ =চক্ষু, অক্ষি

ফুল = কুসুম,পুষ্প, প্রসূন

৬. বিপরীত শব্দঃ

সৃষ্টি =ধ্বংস

উন্নতি = অবনতি

৭. কারক নির্ণয় করুন:

তিলে তৈল হয় = অপাদানে ৭মী বিভক্তি

৮. সন্ধি বিচ্ছেদঃ

ইচ্ছুক = ইচ্ছা + উক

হাতুড়ে = হাত + উড়ে

৯.  ‘আমার যাওয়া হলোনা’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ- কর্তায় ষষ্ঠী

১০. পদ কয় প্রকার ও কি কি?

উত্তরঃ- পদ মোট পাঁচ প্রকার ৷ যেমন- ক. বিশেষ্য পদ, খ. সর্বনাম পদ, গ. বিশেষণ পদ, ঘ. অব্যয় পদ, ঙ. ক্রিয়া পদ।

১১. উদ্ধৃতি চিহ্ন লিখুন। এবং একটি বাক্য তৈরি করে দেখান।

উত্তরঃ- উদ্ধৃতি চিহ্ন (”)

উদাহরণঃ সে চিৎকার করে বলল, “তাড়াতাড়ি কর ।”

১২. লালন শাহ সম্পর্কে ।

উত্তরঃ- লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন+লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক । তিনি অসংখ্য গানের গীতিকার , সুরকার ও গায়ক ছিলেন। লালনকে ফকিরি গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়, এবং ভার গানের মাধ্যমেই উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

বাংলা থেকে ইংরেজি

১. আমি মনোযোগ সহকারে আমার লেখাপড়া করি।

Ans: I do my studies attentively.

২. আমার বাবার সাতটি গরু আছে।

Ans: My father has seven cows.

৩. আমি তার আচরণে না হেসে থাকতে পারলাম না।

Ans: I couldn’t help but laugh at his behavior.

৪. লোকটি এতই গরিব যে গত ঈদে নতুন কাপড় কিনতে পারেনি ।

Ans: The man is so poor that he could not buy new clothes last Eid.

 গণিত প্রশ্ন সমাধানঃ-

১. ৪০ কেজি চাল ৫ সদস্য বিশিষ্ট ১টি পরিবারের ২০ দিন চলে। ৭০ কেজি চাল এ একই পরিবারের কতদিন চলবে?

সমাধানঃ-

৪০ কেজি চাল দিয়ে চলে ২০ দিন

১     ”       ”     ”     ”   (৪০/২০)=২ দিন

৭০   ”       ”     ”     ” =২*৭০ = ১৪০ দিন

২. ৩০০ টাকার এক তৃতীয়াংশের সাথে ২০০ যোগ করলে কত হয়?

সমাধানঃ-

৩০০ টাকার এক তৃতীয়াংশ = ৩০০/৩=১০০ টাকা

৩০০ টাকার এক তৃতীয়াংশের সাথে ২০০ যোগ

= ১০০+ ২০০ টাকা = ৩০০ টাকা

৩. ৬ কেজির ৬% কত কেজি/ গ্রাম?

সমাধানঃ-

৬ কেজি = ৬০০০ গ্রাম

৬০০০ গ্রাম এর ৬% = (৬০০০ *১০০/৬) =৩৬০ গ্রাম

উত্তরঃ ০.৩৬ কেজি বা ৩৬০ গ্রাম

৪. VAT ১৫% হারে ১৫০০ টাকা প্রদান করা হলে, বিক্রয়মূল্য কত?

সমাধানঃ-

৫. আরেকটা কুয়ো আর ব্যাঙ । ব্যাঙ উঠা নামা দেওয়া ছিল কতদিনে কুয়ো থেকে উঠে আসতে পারে এটা বের করতে বলছে।

সমাধানঃ-

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১. ‘সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো…… এটা কোন কবিতার লাইন…… এবং কবির নাম লিখুন ।

উত্তরঃ- কবিতার নাম কাজলা দিদি, কবির নাম যতীন্দ্রমোহন বাগটী

২. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কয়লাইন গাওয়া হয়? জাতীয় সংগীতের গীতিকার কে?

উত্তরঃ- বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা ‘কবিতার প্রথম ১০ চরণকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় এবং তা গ্রহীত হয় ১৯৭২ সালের ১৩ জানুয়ারি । জাতীয় সঙ্গীত পরিবেশনের বিধান অনুযায়ী কণ্ঠে গাইতে গেলে দশ চরণ আর যন্ত্র সঙ্গীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হবে।

৩. পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ- পদ্মা সেতু ২৫ শে জুন ২০২২ তারিখে উত্তোধন করা হয় । সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।

৪. No one will left behind এর অর্থ কি? এটা কোন সমাজের উদাহরণ?

উত্তরঃ- কেউ পিছিয়ে থাকবে না।

৫. “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি…গানের গীতিকার সুরকার কে?

উত্তরঃ- গীতিকার: গোবিন্দ হালদার; সুরকার: আপেল মাহমুদ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download