Pabna District Family Welfare Assistant Written Question Solution-2022

0
168

পাবনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যাণ সহকারী

(১৭ তম গ্রেড) পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- পরিবার কল্যাণ সহকারী (১৭ তম গ্রেড)

পরীক্ষার তারিখঃ- ১৮-১১-২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১. পরিবার পরিকল্পনার স্থায়ী দুটি পদ্ধতি।

উত্তরঃ- স্থায়ীপদ্ধতি : ভ্যাসেকটমি (এনএসভি), টিউবেকটমি(লাইগেশন)

২. খালি কলসি বাজে বেশি।

উত্তরঃ-  Empty vessels sound much.

৩. ব্যাসবাক্যসহ সমাস লিখুন:

দম্পতি = জায়া ও পতি (দ্বন্ধ সমাস)।

চোখের জল = চোখের (চোখের থেকে) জল (অলুক তৎপুরুষ সমাস)

উপকণ্ঠ = কণ্ঠের সমীপে (অব্যয়ীভাব সমাস)

পঙ্কজ = পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ)

উত্তাল = তালকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস)

৪. এক কথায় প্রকাশ কর:

চক্ষুর সম্মুখে = চাক্ষুষ ।

অগ্রে গমন করে যা = অগ্রজ

৫. কারক ও বিভক্তি নির্ণয় কর:

জিজ্ঞাসিব জনে জনে (কর্মে ৭মী)

মাতা পিতার সেবা কর (সম্প্রদানে ৬ষ্ঠী)

আমি ঢাকা যাবো (অধিকরণে শুন্য)

তিলে তৈল আছে (অধিকরণ কারকে ৭মী বিভক্তি )

চেষ্টায় সুসিদ্ধ হয়। (করণে ৭মী)

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

  1. Paragraph “The Importance of Physical Exercise”

Ans:

“The Importance of Physical Exercise”

Fitness and health depend on exercise. It’s important in every aspect of life. Today’s youth especially need to exercise. Because junk food can harm their health. Unhealthy people can’t be happy or contribute to society. To solve all these problems, exercise. But it’s about everyone, not just the youth. Colleges now have more physical activities. Campus professionals organize , physical exercises. Everyone who wants to can do so. Like college students, office workers need exercise. Desk jobs require long hours without breaks. This causes an unhealthy lifestyle. As they sit all day and sleep at night, they get little exercise. Exercise is crucial for a healthy lifestyle that can prevent disease. Today, exercise has many benefits. First, it maintains weight. It helps overweight people lose weight. Exercising. burns calories. It also builds muscle. Increasing your body’s rate burns calories. It also improves oxygen and blood flow. Daily exercise releases brain cells. This produces hippocampus 06119… 1 helps learn and _ control memory. Improved concentration reduces the risk of Alzheimer’s. Exercise reduces heart strain. It controls blood sugar, preventing or delaying diabetes.

  1. Preposition
  2. Translation: আমি যাওয়ার পরে তুমি এসেছিলে ।

Ans: You came after I had left.

গণিত প্রশ্ন সমাধানঃ-

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download