মোংলা বন্দর কর্তৃপক্ষ এর লস্কর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

0
188

মোংলা বন্দর কর্তৃপক্ষ এর লস্কর পদের লিখিত

পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- লস্কর

পরীক্ষার তারিখঃ- ১৯-১১-২০২২

বাংলা প্রশ্ন সমাধান-২০

১. এককথায় প্রকাশ করুনণ-

(ক) অগ্রে গমন করে যে = অগ্রগামী

(খ) অন্য দেশ = দেশান্তর

(গ) অনেক দেখেছে যে = বহুদর্শী

(ঘ) গুণের মুল্য যিনি দেন = গুণগ্রাহী

(ড) কী করতে হবে তা বুঝতে পারে না = কিংকর্তব্যবিমুঢ়

২. কারক ও বিভক্তি নির্ণয় করুন –

(ক) খেজুর রসে গুড় হয় (অপাদানে ৭মী বিভক্তি)

(খ) কুলে একা বসে আছি নাই ভরসা’ (অধিকরণে৭মী বিভক্তি)

(গ) অর্থ অনর্থ ঘটায় (কর্মে শুণ্য)

(ঘ) ‘অনলে পুড়িয়া গেল (নিমিভার্থে ৬ষ্টী)

(ড) ‘আমাদের একটি গল্প বলুন (কর্মে উষ্ঠী)

৩. বিপরীত শব্দ লিখুন-

(ক) ঈর্ষণ = প্রীতি

(খ) জ্বলন্ত = নিভন্ত

(গ) স্বকীয় = পরকীয়

(ঘ) সঞ্চয় = অপব্যয়/ আর্থিক অনিয়ম

(ড) স্তুতি = নিন্দা

৪. অর্থসহ বাক্য রচনা করুন-

(ক) ভূষন্ডির কাক (দীর্ঘায়ু ব্যক্তি) স্ত্রী, পুত্র, কন্যা সবার মৃভ্যুর পরও বৃদ্ধ কাক ভূষন্ডির মতো বেঁচে আছে।

(খ) বক ধার্মিক (ভন্ড সাধু): সমাজে বকধার্সিক লোকের অভাব নেই ।

(গ) মাথা খাওয়া (আদর দিয়ে নষ্ট করা)

(ঘ) অক্কা পাওয়া (মারা যাওয়া) – এরকম বেপরোয়াভাবে গাড়ি চালালে সহজেই অক্কা পেতে হবে।

(ঙ) অকুল পাথার (ভীষণ বিপদ) – অকুল পাথারে আল্লাহই একমাত্র সহায় ।

ইংরেজি প্রশ্ন সমাধান-১৫

৫. Fill in the blank with appropriate preposition:

  1. A good boy is accoustomed …. hard work. (to)
  2. He is not addicted……. any bad thing (to)
  3. The sky is overcast…..thick clouds. (by)
  4. Write your name….. the top of the (on)
  5. He spent the evening walking ……the river bank. (along)

৬. Translate into english:

(ক) আমি একটি পাখি দেখিতেছি।

Ans. I am seeing a bird.

(খ) পিতার মৃত্যুর সংবাদে সে কান্নায় ভেঙ্গে পড়ল।

Ans. He broke down in tears at the news of his father’s death

(গ) আমার পিতা ছিল–_-

(ঘ) কৌতুক শুনে তিনি না হেসে পাড়লেন না।

Ans. He couldn’t help but laugh at the joke.

(ঙ) গত ২ দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

Ans. It has been raining cats and dogs since moming

৭. Fill in the blank with appropriate article:

  1. Smart Phones are …….. craze for young people. (the)
  2. She is…….. Miss ‘Chow—–
  3. He was born on …… Sunday. (a)
  4. He is…..M.B.B.S (an)
  5. The sun sets in….. west (the)

 

গণিত প্রশ্ন সমাধান- ১৫

৮. কোন আসল সুদ-আসলে ৩ বছরে ৪৮৪ টাকা এবং ৫ বছরে ৫৪০ টাকা হয়। শতকরা সুদের হার কত?

৫ বছরের সুদ আসল ৫৪০ টাকা

৩ বছরে সুদ আসল ৪৮৪ টাকা

২ বছরের সুদ আসল = ৫৬ টাকা (বিয়োগ করে)

১ বছরের সুদ = ২৮ টাকা

৩ বছরের সুদ = ২৮ * ৩ =৮৪ টাকা

আসল = ৪৮৪ – ৮৪ = ৪০০ টাকা

৪০০ টাকার ৩ বছরের সুদ = ৮৪ টাকা

১        ”     ১    ”           =

হার = (সুদ*১০০)/(আসল*সময়)

= (৮৪*১০০)/(আসল*সময়)

= ৭% (উত্তর)

৯. পিথাগোরাস কে ছিলেন?

উত্তরঃ পিথাগোরাস ছিলেন একজন আয়োনীয় গ্রিক দার্শনিক, গণিতবিদ এবং দার্শনিক । তিনি ৫৮৪ সালে এশিয়ার মাইনরের পশ্চিম তীরে গ্রীকদের Loian উপনিবেশ সামোস এ জন্মগ্রহন করেন।

১০. ৭টি ঘোড়া ও ৫টি গরুর মূল্য ৫২০০০ টাকা একটি গরুর মূল্য ২০০০ টাকা হলে একটি ঘোড়ার মূল্য?

১টি গরুর মুল্য = ২০০০ টাকা

:. ৫টি গরুর মুল্য = ২,০০০*৫= ১০,০০০ টাকা

:. ৭টি ঘোড়ার মূল্য = (৫২০০০ – ৫টি গরুর মুল্য)

= (৫২০০০ – ১০০০০)

= ৪২০০০

:. ৭টি ঘোড়ার মুল্য ৪২০০০/4 = ৬০০০ টাকা

সুতরাং ১ টি ঘোড়ার মূল্য = ৬০০০/- (উত্তর)

১১. স্থুলকোণী ত্রিভুজ কাকে বলে?

সমাধানঃ- যে ত্রিভুজের একটি কোণ স্থলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থুলকোণী ত্রিভুজ বলে।

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান-২০

১২. জেলহত্যা দিবস কবে সংঘঠিত হয়? এ দিনে কোন কোন জাতীয় নেতা শহীদ হন?

উত্তরঃ- ৩ নভেম্বর জেলহত্যা দিবস । ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন

জাতীয় নেতাঃ সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান শহীদ হন ।

১৩. মুজিবনগর সরকার কবে কোথায় গঠিত হয়? কবে শপথ গ্রহণ করে?

উত্তরঃ- বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বেদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের-পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয়। এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে শপথ গ্রহণ করে। এ সরকারের প্রধান (রাষ্ট্রপতি) হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তারই নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকার পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download