অর্থ বিভাগ অর্থ মন্ত্রনালয় এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

0
165

অর্থ বিভাগ অর্থ মন্ত্রনালয় এর অফিস সহায়ক

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- অফিস সহায়ক

পরীক্ষার তারিখঃ- ০২-১২-২০২২

সংক্ষিপ্ত উত্তর লিখুনঃ-

ক) একাত্তরের দিনগুলি’ গ্রন্থের রচি়তা কে?

উত্তরঃ- একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম।

খ) বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি?

উত্তরঃ- বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে। এর মধ্যে ৩২টি পূর্ণ মাত্রার, ১০টি মাত্রাহীন এবং ৮টি অর্ধমাতরার

গ) বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?

উত্তরঃ- ১০ঃ৬

ঘ) বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ- তাজউদ্দীন আহমদ

২. বাগধারাসমূহের অর্থসহ বাক্য রচনা:

ক) ছেলের হাতের মোয়া (সহজপ্রাপ্য জিনিস): ভালো ফলাফল ছেলের হাতের মোয়া নয়,এর জন্য যথেষ্ট পড়াশুনা দরকার ।

খ) গোবর গনেশ (বোকা অকর্ণন্য লোক): ছেলেটার না আছে বুদ্ধি, না পারে কোন কাজ – ও একেবারে গোবর গণেশ ।

গ) গড্ডালিকা প্রবাহ (অন্ধ অনুকরণ): বিত্তের মোহে সমাজের অনেক লোক গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় ।

ঘ) শাপে বর (অনিষ্টে ইস্ট লাভ): আমার বড়মামা চাকরি না পেয়ে ব্যবসায়ে দুকেছেন – এতে তাঁর শাপে বর হয়েছে।

৩. সন্ধি বিচ্ছেদ করুন:

ক) পরিচ্ছদ = পরি + ছদ

খ) ষড়যন্ত্র = ষট + যন্ত্র

গ) উদ্দীপক = উৎ +

ঘ) সম্প্রীতি = সম + প্রীতি

৪. এক কথায় প্রকাশ করুনঃ

ক) আয় বুঝে ব্যয় করা = মিতব্যয়

খ) হনন করার ইচ্ছা = জিঘাংসা

গ) পা থেকে মাথা পর্যন্ত = আপদমন্তক

ঘ) যা কোথাও উচু, কোথাও নিচু = বন্ধুর

৫. বিপরীত শব্দ লিখুনঃ-

ক) আমদানি – রপ্তানি

খ) অনুরাগ – বিরাগ

গ) বর্ধমান – ক্ষীয়মান

৬. Fill in the blanks

  1. a) My sister is FCPS (an)
  2. b) The population of Bangladesh increasing rapidly. (is)
  3. c) So far he done well. (has)
  4. d) Noise is different ….. sound. (to)

৭. Change the voices:

  1. a) The teacher teaches us English

Ans: English is taught us by the teacher.

  1. b) Who will help you?

Ans: By whom will you be helped?

  1. c) I want the letter to be written.

Ans: A letter is wanted by me to be written.

  1. d) Honey is tasted sweet.

Ans: Honey is sweet when it is tasted.

৮. Translate the sentences into English:

ক) পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে

= The earth moves around the sun

খ) গুজবে কান দেয়া উচিত নয়

=One should not pay heed to rumour.

গ) এখন সোয়া দশটা বাজে।

= It is quarter past ten

৯. Write paragraph (Maximum 05 sentences) The Liberation War of Bangladesh

Liberation War of Bangladesh

The name of our country is Bangladesh. Before 1971 it was known as East Pakistan. Then wewere the part of Pakistan, East Pakistan started to oppress us in many ways. They did not give our rights. On 25th March 1971 the Pakistani any invaded our mother land. They killed many people and injured lot. Many women were tortured by them. Many people fled to India to survive. But people could not bear any more. They made themselves ready to protect the invaded army. Many common people, with the help of Indian government, fought against them. They fought for Liberation. So it is called Liberation War of Bangladesh. Then Sheikh Mujib was the leader and General Ataul Gani Osmani was the Anny Chief. People fought for nine month and after nine month we received our liberation. But it took lives of more than thirty lakh of people. Now we are a free nation. We remember the freedom fighter with great respect.

১০. শতকরা বার্ষিক ৮   টাকা মুনাফায় কত টাকার মুনাফা ৬ বছরে ২৫০০/- টাকা হবে?

সমাধানঃ-

এখানে, আসল =?

P =Irn 2500/{(17/200)x6}

=(২৫০০*২০০) / (১৭*৬) = ৫০০০ টাকা

১১. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রন্থ ১.৫০ মিটার এবং উচ্চতা ১মিটার। বাক্সটির আয়তন কত?

সমাধানঃ-

বাক্সটির আয়তন = দৈর্ঘ্য * প্রস্থ * উচ্চতা

= ২*১.৫*1

=৩ ঘন মিটার

১৫. সংক্ষিপ্ত উত্তর লিখুন।

ক) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

খ) CPU এর পূর্ণরূপ লিখুন:

উত্তরঃ- Central Processing Unit.

গ) পদ্মা সেতু উদ্বোধন হয় তারিখ? কে উদ্বোধন করেন?

উত্তরঃ- ০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

ঘ) বিশ্বকাপ ফুটবল কত বছর পরপর অনুষ্ঠিত হয়? কাতারে বিশ্বকাপ কততম আসর অনুষ্ঠিত হচ্ছে?

উত্তরঃ- ৪ বছর পর পর । কাতারে বিশুকাপ ২২তম আসর অনুষ্ঠিত হচ্ছে।

ঙ) যুক্তরাজ্যের বর্তমান রাজার নাম লিখুন ।

উত্তরঃ- রাজা তৃতীয় চার্লস

চ) অবিভুক্ত বাংলার প্রথম রাজার নাম লিখুন ।

উত্তরঃ- রাজা শশাঙ্ক

ছ) “বাঙ্গালি জাতির মুক্তির সনদ” হিসেবে কোনটি পরিচিত?

উত্তরঃ- ৬ দফাকে “বাঙ্গালি জাতির মুক্তির সনদ” বলা হয়

জ) “বাংলাদেশের” নামকরণ করেন কে?

উত্তরঃ- ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে হোসেন শহীদ সোহরাওয়াদীর মৃত্যুবার্ষিকীতে বিশাল এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নামকরণ করেন “বাংলাদেশ” ।

ঝ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট কতটি সেক্টরে ভাগ করা হয়?

উত্তরঃ- ১১টি সেক্টরে।

ঞ) বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

উত্তরঃ- বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download