কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যাণ
সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- পরিবার কল্যাণ সহকারী
পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২২
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১. সন্ধিবিচ্ছেদ করনঃ
ইত্যাদি = ইতি + আদি
বধূৎসব = বধু + উত্সব।
ভাবুক = ভৌ+উক
অন্বেষণ = অনু + এষণ।
২. সমার্থক শব্দঃ মা মাতা, জননী |
হাত =হস্ত
রাজা = নরেন্দ্র
সমুদ্র = সাগর
৩. গ্রন্থকারের নামঃ
পুতুলের বিয়ে = কাজী নজরুল ইসলাম।
নক্লী কাথার মাঠ = জসীম উদ্দীন
পদ্মবাগ = বেগম রোকেয়া।
আবোল তাবোল = সুকুমার রায়।
৪. কবির নামঃ
ভানুসিংহ = রবীন্দ্রনাথ ঠাকুর
মুসলিম রেনেসার কবি = ফররুখ আহমেদ ।
কিশোর কবি = সুকান্ত ভট্টাচার্য
৫. বাগধারাঃ-
তামার বিষ = অর্থের কু্থভাব
মিছরির চুরি = মুখে মধু অন্তরে বিষ।
হালে পানি পাওয়া = সুবিধা করা
গণিত প্রশ্ন সমাধানঃ-
১. সংজ্ঞাঃ
রম্বসঃ- যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণ গুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
সম্পূরক কোণঃ- দুইটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে ।
সমদ্বিবাহু ত্রিভুজঃ- যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
২. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি. বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
১ কিলোমিটার = ১০০০ মিটার।
৪৮ কিলোমিটার = ৪৮×১০০০ মিটার = ৪৮০০০ মিটার
৬০×৬০ সেকেন্ডে অতিক্রম করে ৪৮০০০ মিটার
১ ” ” ” ৪৮০০০/(৬০×৬০) মিটার
১ মিনিট /৬০ সেকেন্ড ” ” ” ৪৮০০০×৬০/(৬০×৬০) = ৮০০ মিটার
∴ ট্রেনের দৈর্ঘ্য = ৮০০ – ৩৬০ = ৪৪০ মিটার।
৬০
৩. নাবিল ২৫০ টাকা দরে ২ কেজি মিষ্টি কিনে। শতকরা ভ্যাটের পরিমাণ ১৫% হলে নাবিলকে মোট কত টাকা দিতে হবে?
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি ?
উত্তরঃ- ১৫৩ টি
২) প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের স্লোগান কি?
উত্তরঃ- আশ্রয়নের অধিকার শেখ হাসিনার অধিকার
৩) WHO এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ- জেনেভা, সুইজারল্যান্ড
৪) GDP এর পূর্ণরূপ কী?
উত্তরঃ- Gross Domestic product.
৫) জাতীয় ৪ নেতার নাম লিখ ৷
উত্তরঃ- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান
৬) পার্ল হারবার দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ- আমেরিকা ।
৭) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস করে?
উত্তরঃ- ১০ জানুয়ারী ১৯৭২।
৮) উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তরঃ- নাটোর
৯) আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তরঃ- ২১তম
১০) বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
উত্তরঃ- ১৭ সেপ্টেম্বর ১৯৭৪