কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা সিপাই লিখিত প্রশ্ন সমাধান-২০২২

0
174

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা

সিপাই লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- সিপাই

পরীক্ষার তারিখঃ- ০৯-১২-২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১। এক কথায় প্রকাশ করুনঃ

(ক) অক্ষির সমীপে = সমক্ষ

(খ) যা চিবিয়ে খাওয়া যায় = চব্য

(গ) বীরের ধ্বনি = হুঙ্কার

(ঘ) যে অনবরত রোদন করছে = রোরুদ্যমান

(উ) শ্রদ্ধার যোগ্য = শ্রদ্ধেয়

২। বাগধারাগুলোর অর্থ লিখুন:

(ক) পুরনো কাসুন্দী ঘাটা (অপ্রীতিকর আলাপ করা)

(খ) যমের দোসর (ভয়ানক লোক)

(গ) দহরম মহরম (ঘনিষ্ঠ সম্পর্ক): সাহেবের সাথে তোমার যখন এত দহরম মহরম, তখন কাজটা করিয়ে দাও ভাই ।

(ঘ) পটল তোলা (মারা যাওয়া): চাঁদাবাজরা পটল তুলছে শুনে এলাকার লোকজন স্বত্তির নিঃশ্বাস ফেলল।

(ঙ) রাবনের গোষ্ঠী (বড় পরিবার)

৩ । শুদ্ধ বাক্য লিখুনঃ-

(ক) হীন চরিত্র লোক পশ্বাধম।

শুদ্ধঃ চরিত্রহীন লোক পশ্বধম

(খ) অনাবশ্যক ব্যাপারে কৌতুহল ভালো নয়।

শুদ্ধঃ অনাবশ্যক ব্যাপারে কৌতুহল ভালো নয়

(গ) বানান ভুল দোষনীর

শুদ্ধঃ বানান ভুল দূষনীয়।

(ঘ) হিমালয় প্রথিবীর সর্বাপেক্ষা বৃহত্তর পর্বত।

শুদ্ধঃ হিমালয় প্রথিবীর সর্বাপেক্ষা উচ্চতম পর্বত।

(ঙ) অঙ্ক কষিতে ভুল করিও না।

শুদ্ধঃ অন্ধ কঘতে ভূল করো না।

৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:

(ক) ‘বিদ্বোহী’ কবিতাটি কার লেখাঃ

উত্তরঃ- কবি কাজী নজরুল ইসলাম

(খ) যুগসন্ধিক্ষণের কবি কাকে বলা হয়?

উত্তরঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত

(গ) রবিন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরদ্কার পান?

উত্তরঃ- গীতাঞ্জলি

(ঘ) ‘নেকড়ে অরণ্য’ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপনাসটির লেখক কে?

উত্তরঃ- শওকত ওসমান

(ঙ) ‘আমার দেখা নয়াচীন’ বইটি কে লিখেছেনঃ

উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

 

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

  1. Idioms & Phrases গুলোর বাংলা অর্থ লিখুন:

Black sheep কুলাঙ্গার): John is the black sheep in our family.

Blue blood (আভিজাত্য) – The blue blood of his forefathers was flowing freely in his veins.

Out of sorts (কিছুটা অসুস্থ): He was out of sorts physically, as well as disordered mentally.

Man of straw (দুর্বল চিত্তের i, Good for nothing): He is a man of straw in this society.

Pros and cons (খুঁটিনাটি, Good and evil, Advantages and disadvantages): I want to know the pros and cons before I decide whether to take the job.

  1. Use appropriate preposition:

(a) lam going……. office. (to)

(b) He aimed the stone……..my head. (at)

(c) The book belongs….me. (to)

(d) We must exercise caution …… aids (against)

(e) She went away on the pretext……… drinking water. (of)

3। ইংরেজীতে অনুবাদ করুন:

(ক) এই গ্রামে কোন লোক নেই বললেই চলে।

Ans: There are few people in this village.

(খ) খুলনায় অনেক নদী আছে।

Ans: There are many rivers in Khulna.

(গ) তানিয়া দুটি পাখি কিনেছিল।

Ans: Tania bought two birds.

(ঘ) Wo AS I OS SIT |

Ans: The sooner the better.

(ঙ) তাকে গল্পটি পড়তে দাও।

Let him read the story.

  1. Use Right form of verbs:

(a) I am looking forward to (see) him. (seeing)

(b) Tuhin would rather (has) some coffee than tea.(have)

(c) Stay there until I (come). (come)

(d) It (rain) for four hours. (has been raining)

(e) I wish that the party (be) on Tuesday. (were)

গণিত প্রশ্ন সমাধানঃ-

১।

এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয় ।

উত্তরঃ ১৫ টি

২। ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি এ কামরাটির গ্রন্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০ খাতা টাকা খরচ হতো। কামরাটির গ্রন্থ কত?

সমাধানঃ

কামরার দৈর্ঘ্য =২০ মিটার।

প্রন্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে (২০*৪) = ৮০ বর্গমিটার ।

ক্ষেত্রফল ৮০ বর্থমিটার কমার জন্য খরচ কমে = ৭৫০০-৬০০০

=১৫০০ টাকা ।

১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গমিটারে

১ টাকা খরচ হয় ৮/১৫০ বর্গামিনারে

৭৫০০  টাকা খরচ হয় (৮০/৭৫০০)/১৫০০ = ৪০০ বর্গমিটারে।

অতএব, কামরার ক্ষেত্রফল ৪০০ ক্ষেত্রফল

সুতরাং কামরটির প্রস্থ =ক্ষেত্রফল/ দৈর্ঘ্য = ৪০০/২০ =২০ মিটার।

উত্তরঃ-  কামরাটির প্রন্থ ২০ মিটার ।

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১। ‘এক নদী রক্ত পেরিয়ে’ গানটির গীতিকার কে?

উত্তরঃ- খান আতাউর রহমান

২। বাংলাদেশের জাতীয় ফল কোনটি?

উত্তরঃ- কাঠাল

৩। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরষ্কার কোনটি?

উত্তরঃ- স্বাধীনতা পুরষ্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার” । দেশ ও জাভির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরষ্কার প্রদান করা হচ্ছে

৪। ভাসান চর কোন জেলার অবস্থিত?

উত্তরঃ-  ভাসানচর নোয়াখালিতে অবস্থিত। উল্লেখ্য, মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা নোয়াখালীর হাতিয়া

উপজেলার একটি দ্বীপ দ্বীপটির আয়তন ১৩,০০০ একর বা ৫২ বর্গকিলোমিটার দ্বীপটির নামকরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

৫। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয় কত তারিখ ও সালে?

উত্তরঃ-  ১৯৭১ সালের ২ মার্চ ঢকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় ।

৬। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িতে কে ছিলেন?

উত্তরঃ- ১৯৭১ সালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ |

৭। ইউক্রেন কত সালে স্বাধীন হয়?

উত্তরঃ- ৯৯৯১ সালে সোভয়েত ইডানয়নের পতন ঘটলে ইউক্রেন আবার একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় ।

৮। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কত তারিখ

উত্তরঃ- ৯ ডিসেম্বর

৯। নীল নদ কোন মহাদেশ দিয়ে প্রবাহিত?

উত্তরঃ- আফ্রিকা

১০। সার্ক এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি?

উত্তরঃ- আফগানিস্তান

১১। পন্মা সেতুর প্রস্থ কত?

উত্তরঃ- প্রস্থ ১৮.১০ মিটার ।

১২। বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা?

উত্তরঃ- সিয়েরালিয়নের

১৩। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা নির্ধারণকারী নদীর নাম কি?

উত্তরঃ- হাড়িয়াভাঙ্গা নদী

১৪। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে বর্ণিত রয়েছে?

উত্তরঃ- সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ৮ থেকে ১১ এবং ১৩ থেকে ২৫ অনুচ্ছেদে এ নীতিগুলো বর্ণিত হয়েছে।

১৫। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উত্ধসর্গ করেছিলেন?

উত্তরঃ- বসন্ত

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download