Geological Survey of Bangladesh Computer Numerologist
Exam Question Solution 2022
পদের নামঃ- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ- ০২-১২-২০২২
১. “ বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ” এর উপর ১৫টি বাক্যে ১টি অনুচ্ছেদ লিখুন।
২. শুদ্ধ করে লিখুন:
ক) উপচীকির্শা = উপচিকীর্ষা
খ) জিবাশ্ব = জীবাশ্ম
গ) বয়জেষ্ট = বয়োজ্যেষ্ঠ
ঘ) মৃনালীনি = মৃণালিনী
ঙ) বিভৃতিভূশন = বিভূতিভূষণ
৩. এক কথায় প্রকাশ করুন:
(ক) জ্বল জ্বল করছে যা = জাজ্বল্যমান
(খ) যে শুনেই মনে রাখতে পারে = শ্রুতিধর
(গ) “যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে” = বীতস্পৃহ
(ঘ) জন্মকাল হতে = জন্মবধি
(উ) খষির জন্য উক্ত = আর্য
৪. সন্ধি বিচ্ছেদ করুন।
(ক) মহর্ষি = মহা+ঋষি
(খ) ঘড়িয়াল = ঘড়ি + ইয়াল
(গ) দ্যুলোক = দিব + লোক
(ঘ) ব্যর্থ = বি + অর্থ
(ও) মৃত্যুঞ্জয় = মৃত্যুম + জয়
৫. Write five sentences on “Book fair”
Ans.
Book Fair
Now-a-days a book fair is very popular in big cities and towns. It creates a sense of interest for books among the books lovers. In a book fair many book stalls are set up with colorful things. Many kinds of books such as fictions, dramas, novels, story books, children books, text books reference books are displayed for sale. Food and drink stalls are also set up. Seminars and cultural programmes are sometimes held. A book fair becomes a gathering place for both writers and readers. It is an opportunity for the readers to meet the writers physically. The biggest book fair in our country is Ekushey Boi Mela which is a month long book fair. It is books which help us to widen our outlook and knowledge. From these sense a book fair plays an important role in our life.
৬. Translate into English
বাংলাদেশ আমাদের জন্মভূমি । এদেশের নীল আকাশ আর নির্মল বাতাস আমাদের খুব প্রিয়। আমাদেরপ্রিয় মাতৃভূমিকে গঠন করা আমাদের কর্তব্য। প্রা আমাদের পবিত্র দ্বায়িত্ব । আমরা যদি আমাদের স্ব স্ব দ্বায়িত্ব পালন করি, তাহলে আমাদের দেশ উন্নতি সাধন করবে ।
Ans: Bangladesh is our mother land. We love the blue sky and clean air of this country. It is our duty to build our beloved motherland. It is our sacred duty. If we fulfill our respective responsibilities, then our country will prosper.
৭. Fill in the blanks
(a) I prefer tea —- coffee (to)
(b) The children were entrused —- care of their parents. (to)
(c) The president assented —- the bill. (to)
(d)I wish I —- a song (Sang)
(e) Always try to abstain evil company. (from)
৮. Make sentences with meaning
(a) Blue blood (অভিজাত্য, aristrocratic birth, noble birth): He is proud of his blue blood.
- b) By no means (কোনোভাবেই না, মোটেই না) This list no means
- c) Maiden speech – first speech, প্রথম বক্তৃতা: I am pleased to deliver my maiden speech in this important debate on the future of our country and our continent.
(d) Beauty sleep (সৌন্দর্য ঘুম): Good night, I must get my beauty sleep.
(e) Cry down (নিন্দা করা): she cried down any party to which she wasn’t invited.
৯. একজন ফল বিক্রেতার ৫% ফল পচে গেল এবং ৫% ফল পরিবহনে নষ্ট হলো । বাকি ফল শতকরা কত করে বিক্রয় করলে মোটের উপর ২০% লাভ হবে।
সমাধানঃ
মনেকরি,
মোট ফল ১০০ টাকা
পঁচন ও পরিবহনে নষ্ট হয় = (৫+৫) টাকার ফল
বাকি থাকল (১০০-১০) = টাকার ফল ।
২০% লাভে মোটের উপর লাভ ল (১০০+২০) = ১২০ টাকার ফল।
লাভ করতে হবে (১২০-৯০)=৩০ টাকার ফল।
অতএব,
৯০ টাকার ফলে লাভ করতে হবে ৩০ টাকার ফল।
১ টাকার ফলে লাভ করতে হবে ৩০/৯০ ”
১০০ টাকার ফলে লাভ করতে হবে = ০.৩৩ * ১০০
= ৩৩.৩৩ টাকার ফল
অতএব,
বাকি ফল ৩৩.৩৩% লাভে বিক্রয় করলে মোটের উপর ২০% লাভ হবে।
১০. একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে । অপর এক নল প্রতি মিনিটে ১৫ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে ৪৮ মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
সমাধানঃ ধরি, ১ম নল দ্বারা প্রতি মিনিটে y লিটার পানি প্রবেশ করে।
চৌবাচ্চাটিতে পানি ধরে গ লিটার ।
১ম শর্তমতে y= 12 —–+(১)
২য় শর্তমতে, y = 96x – 96 x 14—— (2)
or, 12x = 96x – 96 x 14
or, 12x – 96x =- 96 x 14
or, -84x = -96 x 14
or, X
x =16
সুতরাং পানি ধরে =y = 12x = 12 x 16 = 196 লিটার
উত্তরঃ- ১৯৬ লিটার
১২. নিচের প্রশ্নগুলির উত্তর লিখুনঃ
(ক) ‘ভাওয়াইয়া’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তরঃ- রংপুর অঞ্চলের গান
(খ) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়।
উত্তরঃ- মুজিবনগর সরকার কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল তারিখে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র প্রচার করা হয়।
(গ) শিখা চিরন্তন কোথায় অবস্থিত?
উত্তরঃ- ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত।
ঘ) WASA এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- Water Supply and Sewerage Authority
(ঙ) নীল দংশন উপন্যাসটির রচয়িতা কে?
উত্তরঃ- সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস।
(চ) MS Word এ Find এর কী-বোর্ডের কমান্ড কি?
উত্তরঃ- Ctrদ+F
(ছ) WiFi বলতে কি বুঝায়?
উত্তরঃ- ওয়াইফাই হলো একধরনের ওয়ারলেস নেটওর্য়াক টেকনোলজি (Wireless network technology)
(জ) সেন্টমার্টিন দ্বীপে প্রাপ্ত খনিজ সম্পদের নাম কি?
উত্তরঃ- চুনাপাথর
(ঝ) কম্পিউটার মেমরির ক্ষুদ্রতম এককের নাম কি?
উত্তরঃ- মেমোরির ধারণক্ষমতার ক্ষ্দতম একক হচ্ছে বিট (Bit)
(ঞ) কীবোর্ডের Function Key কয়টি?
উত্তরঃ- ১২ টি ফাংশনাল কী থাকে ।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর বই বাধাঁইকার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সার্ভেয়ার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২