বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সার্ভেয়ার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

0
188

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সার্ভেয়ার

পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- সার্ভেয়ার/পরীক্ষাগার সহকারী/ভূপদার্থিক সহকারী/হিসাব সহকারী ট্রান্সপোর্ট সুপারভাইজার/অভ্যর্থনাকারী তথা- টেলিফোন অপারেটর/এসিসটেন্ট লাইব্রেরীয়ান।

পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১. “আমাদের সাংস্কৃতিক উতৎ্সব”-এর উপর ১০টি বাক্য লিখুন।

উত্তরঃ- বাংলাদেশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসবের প্রচলন রয়েছে। তবে অধিকাংশ উৎসবই কোনো না কোনো ঋতু বা মাসকে কেন্দ্র করে আবর্তিত হয় ।-এসব উৎসব মানুষের মনে কেবল আনন্দেরই সঞ্চার করে না বরং এর মধ্য দিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সামগ্রিক চিত্রটি ফুটে ওঠে । বাংলাদেশের প্রধান কয়েকটি উত্সব নিচে আলোচিত হলো:

  • বাংলাদেশের সবচেয়ে বড় সর্বজনীন উৎসব বাংলা বর্ষবরণ ।
  • নবান্ন হলো নতুন ধানের উৎসব।
  • বাংলাদেশে তিনটি ক্ষুদ্র জাতিসত্তার বর্ষবরণ উৎসব বৈসাবি’।
  • একুশে ফেব্রুয়ারি: বাংলাদেশের শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির দীর্ঘ দিনের সাংস্কৃতিক লড়াইয়ের ইতিহাস।
  • স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬শে মার্চ সরকারি ও বেসরকারি নানা উদ্যোগের মধ্য দিয়ে দিনটি পালিত হয়ে থাকে ।
  • বিজয় দিবস: ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস | বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রায় সব অঞ্চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উত্সব, ক্রীড়া অনুষ্ঠান ও বই মেলার আয়োজন করা হয়।
  • বইমেলা: বইমেলা বাংলাদেশের আরেকটি প্রধান সাংস্কৃতিক উত্সবে পরিণত হয়েছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বইমেলার আয়াজন করা হয়। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বইমেলা-ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকার বাংলা একাডেমি প্রাণে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ।
  • ঈদ: ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । ঈদ মানে আনন্দ, খুশি ।
  • দুর্গাপূজা: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা ।
  • বুদ্ধ পূর্ণিমা: বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব ।
  • বড় দিন: বাংলাদেশের খিস্টান ধর্মাবলম্বীরা প্রতি বছর ২৫শে ডিসেম্বর বড় দিনের উৎসব পালন করে।
  • অন্যান্য উৎসব: এছাড়া সারা বছরই বাংলাদেশে কোনো না কোনতে উৎসব পালিত হয়। মানুষের জীবনে সাংস্কৃতিক উৎসবের তাৎপর্য অত্যন্ত গভীর এসব উত্সব মানুষের মধ্যে সাম্য ও মৈত্রী গড়ে তোলে । আনন্দমুখর উৎ্সব-প্রাঙ্গণে ঘুচে যায় মানুষে মানুষে ভেদাভেদ । জাতীয় উত্সবগুলো মানুষের মধ্যে দেশপ্রেমকে জাগত করে । উত্সবের মধ্যে যে মুল্যবোধের বীজ আছে তাকে জাগ্রত করতে পারলে নিজস্ব সংস্কৃতি যেমন রক্ষা পাবে, তেমনি মানুষের মধ্যে গড়ে উঠবে প্রীতি ও সৌহার্দ্য।

২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

(ক) মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয়)

(খ) অপরাহ্ন = অহ্নের শেষ ভাগ (ষষ্ঠী তৎপুরুষ)

(গ) প্রতিপক্ষ = পক্ষের বিপরীত (অব্যয়ীভাব)

(ঘ) পসুরি = পাঁচ সেরের সমাহার (দ্বিগু)

(ঙ) মীনাক্ষী = মীনের মত অক্ষি যার (মধ্যপদলোপী বন্থবীহি)

৩. লিঙ্গ পরিবর্তন করুন:

(ক) রচতা = রচয়িত্রী

(খ) অশ্ব=অশ্বী

(গ) জেলে = জেলেনি

(ঘ) দৌহিত্র = নাতনী

(৬) সদাশয় = সদাশয়া

৪. অর্থসহ বাক্য রচনা করুন:

(ক) কাক ভূষন্তি = (দীর্ঘায়ু বা দীর্ঘজীবী ব্যক্তি): স্ত্রী, পুত্র, কন্যা সবার মৃত্যুর পরও বৃদ্ধ ভূশন্ডির কাকের মতো বেঁচে আছে।।

(খ) পাথরে পাঁচ কিল = (উন্নত অবস্থা) ব্যবসায় বাণিজ্য করে সে প্রচুর অর্থ উপার্জন করেছে, এখন তার পাথরে পাঁচ কিল ।

(গ) খন্ড প্রলয় = (তুমুল কান্ড): মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে পাশের বাসায় একটি খন্ড প্রলয় ঘটে গেছে।

(ঘ) ফপর দালালি = (গায়ে পড়ে মাতব্বরি বা অতিরিক্ত চালবাজি) সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়।

(ঙ) তাসের ঘর = (ক্ষণস্থায়ী) ঠুনকো বন্ধুত্ব স্বার্থের সামান্য আঘাতেই তাসের ঘরের মত ভেঙে যায়।

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

৫. Write five sentences on “Natural Disaster of Bangladesh.”

Ans: In recent years Bangladesh has experienced a great number of natural calamities. Such as cyclones, floods, earthquake etc. Among these cyclones is the most devastating which usually occurs in summer and generally originates from the Bay-of- Bengal. Flood lasting a long time is a curse to the people of our country as it causes a huge loss of life and property. Natural disaster brings catastrophic suffering to the people of the country.

৬. Fill in the blanks:

(a) Please think —- my appeal. (of)

(b) Bangladesh was liberated —- 1971. (in)

(c) I wish I —- a king. (were)

(d) Birds fly — the trees. (over)

(e) He is dull —- hearing: (of)

৭. Make sentences with meaning:

(a) On and on (continuing for a long time:) These management meetings just go on and on and on and I can never get any work done.

(b) Arrive at (reach a result, decision, or solution.) He was afraid he might arrive at the forbidden garden with one life less.

(c) Blind to (Ignoring something; oblivious to something) Kara worships her father and is completely blind to his shortcomings.

(d) Get rid of (To discard, eliminate, or become free from something or someone) I can’t seem to get rid of this cold.

(e) Die for (excellent or to be strongly wished for) That chocolate cake is to die for.

৮. Translate into English:

(ক) আমার ঘড়িতে এখন দশটা বাজে = It’s ten o’clock by my watch.

(খ) কাঁচা আম স্বাদে টক= Raw mangoes are sour in taste.

(গ) করিমের জামা কেনার মত টাকা নেই। =Karim has no money to buy clothes.

(ঘ) সূর্য কি আমাদের কিরণ দেয় না? = Does the sun not give us light?

(ঙ) হায়! আমার সর্বনাশ Aca – Alas! I have lost my all.

গণিত প্রশ্ন সমাধানঃ-

৯. একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?

ধরি, ছাত্র সংখ্যা x জন ।

৪ জন করে বসলে বেঞ্চের সংখ্যা (x/৪ + ৩) টি

৩ ” ” ” ” ” (x/৩ – ৬/৩) টি

x/৪ + ৩ = x/৩ – ৬/৩

= > x/৪ + ৩ = x/৩ – ২

= > x/৩ – x/৪ = ৩ + ২

= > ৪x – ৩x /১২ = ৫

x = ৬০

১০. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত?

ধরি, আয়তাকার ঘরের প্রস্থ = x মিটার

” ” দৈর্ঘ্য = (x × ১ ১/২) মিটার

= ৩x/২

x × ৩x/২ = ২১৬

= > x২ = ২১৬ × ২/৩

= > x = √১৪৪

x = ১২

দৈর্ঘ্য = ৩ × ১২ /২ = ১৮ মিটার

পরিসীমা = ২(১২ + ১৮) = ৬০ মিটার

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

(ক) পানিতে ভাসমান জীবদের কি বলে?

উত্তরঃ- জুয়োপ্ল্যাস্কটন

(খ) লাল বাগের কেল্লা স্থাপন করেন কে?

উত্তরঃ- মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ ।

গ) লেবুর রসে কোন এসিড থাকে?

উত্তরঃ- সাইউ্রিক এসিড ।

ঘ) বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- ওয়াশিংটন ডিসি।

(ঙ) ICDDRB এর পূর্ণরূপ লিখুন:

উত্তরঃ- International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh.

(চ) মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন?

উত্তরঃ- পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে।

(ছ) ‘হাঙর নদী গ্রেনেড’- এর লেখক কে?

উত্তরঃ- প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন ।

(জ) ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল খেলা কত তারিখে অনুষ্ঠিত হবে?

উত্তরঃ- ২০২২ সালের ১৮ই ডিসেম্বর তারিখে ।

(ঝ) মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তরঃ- আনোয়ার ইব্রাহিম।

(ঞ) মাগুরছড়া গ্যাস ফিল্ড কোন জেলায় অবছিতঃ?

উত্তরঃ- মৌলভীবাজার জেলা।

(ট) ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত

উত্তরঃ- তুরস্ক

(ঠ) ‘কদম ফোয়ারা’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

উত্তরঃ- হাইকোর্ট চত্বরে ।

(ড) SDG -এর লক্ষ্য কয়টি?

উত্তরঃ- ১৭টি

(ঢ) পক প্রণালী কোন দু’টি দেশকে পৃথক করেছে?

উত্তরঃ- ভারত ও শ্রীলংকা ।

(ণ) উগান্ডার রাজধানীর নাম কি?

উত্তরঃ- কাম্পালা।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download