সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার পরিকল্পনা
পরিদর্শক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- পরিবার পরিকল্পনা সহকারী/ পরিবার পরিকল্পনা পরিদর্শক
পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২২
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১। শব্দার্থ লিখুন: ০৫
ক) প্রতীত = প্রত্যয়
খ) আকাঙ্ক্ষা = কামনা
গ) অশ্রু = চোখের জল
ঘ) অহরহ = সব সময়
ঙ) আভাস = ইঙ্গিত
২। এক কথায় প্রকাশ করুন। ০৫
ক) নুপুরের ধ্বনি = নিক্বণ
খ) সকলের জন্য প্রযোজ্য = সার্বজনীন
গ) ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রয়
ঘ) যে উপকারীর উপকার স্বীকার করে না = অকৃতজ্ঞ
উ) অল্প কথা বলে যে = অল্পভাষী
৩। নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। ০৫
ক) আমড়া কাঠের ঢেকি (অপদার্থ): তোমাকে বললাম একটা কর্মঠ ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে একটা আমড়া কাঠের টেকি।
খ) পালের গোদা (দলের চাই, সর্দার): পুলিশ পালের গৌদোকে কোর্টে চালান দিয়েছে ।
গ) ঝাকের কই (এক দলের লোক): মওলানা ইয়াছিন বৃথাই হতভাগ্যদের জন্য অর্থ ব্যয় করেছেন, দু’দিন বাদহেঁ দেখা যাবে যে; ঝাকের কই ঝাকেই ফিরছে।
ঘ) ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ) : ব্যাঙের আধুলি নিয়ে ব্যবসা হয় না।
ঙ) হ-য-ব-র-ল (বিশৃঙ্খলা): অনুষ্ঠানের হ-য-ব-র-ল অবস্থা দেখে চলে এসেছি।
৪। বিপরীত শব্দ লিখুন। ০৫
ক) ধ্বংস = সৃষ্টি
খ) নিরীহ = দুর্দান্ত
গ) পটু = অপটু
ঘ) শূন্য = পূর্ণ
ঘ) প্রকাশ- গোপন
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
১।Translate into English: ০৫
ক) সীমা চট্টগ্রামে যাচ্ছে।= Seema is going to Chittagaong.
খ) বাংলাদেশ আমাদের জন্মভূমি।= Bangladesh is our homeland.
গ) বৃষ্টি হয় = It raining.
ঘ) আমি গান শুনতে ভালবাসি = I love listening to music.
ঙ) রহিম কুঁড়ে ঘরে বাস করে = Rahim lives ina hut.
২। Use right forms of verb in the following sentences: o¢
- a) He always (carry) an umbrella. (carries)
- b) The Sun (rise) in the East. (rises)
- c) He (come) home yesterday. (came)
- d) He (look) so angry. (was looking)
- e) Rima (go) to school everyday. (goes)
৩। Fill in the blanks: 05
- a) Mr. Karim is …….. European. (a)
- b) Our English teacher is …… M.A (an)
- c) …. Elephant is a large animal. (The)
- d) Listen ….. what I say. (to)
- e) The book is …. the table. (on)
৪। Gender পরিবর্তন করুন: ০৫
- a) Duke = Duchess
- b) Bull = Cow
- c) Lion = Lioness
- d) Horse = Mare
- e) Bachelor = Spinster
গণিত প্রশ্ন সমাধানঃ-
১। একটি দোকানে ১,৮০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলো । পণ্যটির বিক্রয়মূল্য কত?
সমাধানঃ-
২০% কমে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য=(১০০-২০)=৮০ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য | ৮০ | টাকা |
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য | ৮০ ১০০ | টাকা |
∴ ক্রয়মূল্য ১৮০০ টাকা হলে বিক্রয়মূল্য | ১৮ ৮০x১৮০০ | টাকা |
=১৪৪০ | টাকা |
২। ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো।
৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো।
সমাধান : দেয়া আছে, ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম
সুতরাং বইগুলোর গড় ওজন = 924/6 = ১৫৪ গ্রাম
উত্তর : ১৫৪ গ্রাম।
৩। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ ৫০ মিটার এবং যার ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার । পার্কটির দৈর্ঘ্য কত?
আয়তকার পার্কের প্রস্থ ৫০ মিটার এবং ক্ষেত্রফল ৪২৫০ বর্গ মিটার,
আমরা জানি, আয়তকার পার্কের ক্ষেত্রফল = দৈর্ঘ X প্রস্থ।
সুতরাং, আয়তকার পার্কের দৈর্ঘ = (ক্ষেত্রফল / প্রস্থ) মিটার
সুতরাং, = (৪২৫০ / ৫০) = ৮৫ মিটার।
সুতরাং, পার্কটির দৈর্ঘ ৮৫ মিটার।
৪। সমাধান করুনঃ 5(-2) _ 34) ০৪
সমাধানঃ 5(x-2)=3(x- 4)
বা, 5x-10=3x- 12
বা, 5x—3x=10- 12
বা, 2x =10-12
বা, 2x=42
বা, x=-1
৫ । একটি কলম ও একটি বইয়ের মোট দাম ৯৫ টাকা। কলমটির দাম ১৫ টাকা বেশি ও বইটির দাম ১৪ টাকা কম হলে কলমটি বইয়ের দামের ২ গুণ হতো। একটি কলমের দাম কত?
ধরি, কলমের দাম = x টাকা
বইয়ের দাম = 95 – x টাকা
প্রশ্নমতে,
(x – 15) = 2(95 – x – 14)
বা, x + 15 = 190 – 2x – 28
বা, 3x = 162 – 15 বা, 3x = 147 বা, x = 1473 x = 49
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
ক) বর্তমানে কততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে?
উত্তরঃ- ২২তম
খ) ইউক্রেনের রাজধানীর নাম কি?
উত্তরঃ- কিয়েভ
গ) বিশ্বস্বাস্থ্য দিবস কত তারিখে?
উত্তরঃ- ৭ এপ্রিল
ঘ) বাংলাদেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ- জাহিদ মালেক স্বপন
ঙ) রাশিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ- রুবল
চ) মুজিবনগর সরকার কত তারিখ শপথ গ্রহণ করে?
উত্তরঃ- ১৭ এপ্রিল ১৯৭১
ছ) শেষের কবিতার লেখক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
জ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তরঃ- ১১টি
ঝ) “আমার দেখা নয়াচীন” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঞ) বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ- ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর বই বাধাঁইকার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সার্ভেয়ার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২