সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

0
193

সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার পরিকল্পনা

পরিদর্শক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- পরিবার পরিকল্পনা সহকারী/ পরিবার পরিকল্পনা পরিদর্শক

পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১। শব্দার্থ লিখুন: ০৫

ক) প্রতীত = প্রত্যয়

খ) আকাঙ্ক্ষা = কামনা

গ) অশ্রু = চোখের জল

ঘ) অহরহ = সব সময়

ঙ) আভাস = ইঙ্গিত

২। এক কথায় প্রকাশ করুন। ০৫

ক) নুপুরের ধ্বনি = নিক্বণ

খ) সকলের জন্য প্রযোজ্য = সার্বজনীন

গ) ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রয়

ঘ) যে উপকারীর উপকার স্বীকার করে না = অকৃতজ্ঞ

উ) অল্প কথা বলে যে = অল্পভাষী

৩। নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। ০৫

ক) আমড়া কাঠের ঢেকি (অপদার্থ): তোমাকে বললাম একটা কর্মঠ ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে একটা আমড়া কাঠের টেকি।

খ) পালের গোদা (দলের চাই, সর্দার): পুলিশ পালের গৌদোকে কোর্টে চালান দিয়েছে ।

গ) ঝাকের কই (এক দলের লোক): মওলানা ইয়াছিন বৃথাই হতভাগ্যদের জন্য অর্থ ব্যয় করেছেন, দু’দিন বাদহেঁ দেখা যাবে যে; ঝাকের কই ঝাকেই ফিরছে।

ঘ) ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ) : ব্যাঙের আধুলি নিয়ে ব্যবসা হয় না।

ঙ) হ-য-ব-র-ল (বিশৃঙ্খলা): অনুষ্ঠানের হ-য-ব-র-ল অবস্থা দেখে চলে এসেছি।

৪। বিপরীত শব্দ লিখুন। ০৫

ক) ধ্বংস = সৃষ্টি

খ) নিরীহ = দুর্দান্ত

গ) পটু = অপটু

ঘ) শূন্য = পূর্ণ

ঘ) প্রকাশ- গোপন

 

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

১।Translate into English: ০৫

ক) সীমা চট্টগ্রামে যাচ্ছে।= Seema is going to Chittagaong.

খ) বাংলাদেশ আমাদের জন্মভূমি।= Bangladesh is our homeland.

গ) বৃষ্টি হয় = It raining.

ঘ) আমি গান শুনতে ভালবাসি = I love listening to music.

ঙ) রহিম কুঁড়ে ঘরে বাস করে = Rahim lives ina hut.

২। Use right forms of verb in the following sentences: o¢

  1. a) He always (carry) an umbrella. (carries)
  2. b) The Sun (rise) in the East. (rises)
  3. c) He (come) home yesterday. (came)
  4. d) He (look) so angry. (was looking)
  5. e) Rima (go) to school everyday. (goes)

৩। Fill in the blanks: 05

  1. a) Mr. Karim is …….. European. (a)
  2. b) Our English teacher is …… M.A (an)
  3. c) …. Elephant is a large animal. (The)
  4. d) Listen ….. what I say. (to)
  5. e) The book is …. the table. (on)

৪। Gender পরিবর্তন করুন: ০৫

  1. a) Duke = Duchess
  2. b) Bull = Cow
  3. c) Lion = Lioness
  4. d) Horse = Mare
  5. e) Bachelor = Spinster

গণিত প্রশ্ন সমাধানঃ-

১। একটি দোকানে ১,৮০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলো । পণ্যটির বিক্রয়মূল্য কত?

সমাধানঃ-

২০% কমে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য=(১০০-২০)=৮০ টাকা।

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য

৮০

টাকা
∴  ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য

৮০

১০০

টাকা

∴ ক্রয়মূল্য ১৮০০ টাকা হলে বিক্রয়মূল্য

১৮

৮০x১৮০০
১০০

টাকা

=১৪৪০

টাকা

২। ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো।

৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন বের করো।

সমাধান : দেয়া আছে, ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম

সুতরাং বইগুলোর গড় ওজন = 924/6 = ১৫৪ গ্রাম

উত্তর : ১৫৪ গ্রাম।

৩। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ ৫০ মিটার এবং যার ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার । পার্কটির দৈর্ঘ্য কত?

আয়তকার পার্কের প্রস্থ ৫০ মিটার এবং ক্ষেত্রফল ৪২৫০ বর্গ মিটার,

আমরা জানি, আয়তকার পার্কের ক্ষেত্রফল = দৈর্ঘ X প্রস্থ।

সুতরাং, আয়তকার পার্কের দৈর্ঘ = (ক্ষেত্রফল / প্রস্থ) মিটার

সুতরাং, = (৪২৫০ / ৫০) = ৮৫ মিটার।

সুতরাং, পার্কটির দৈর্ঘ ৮৫ মিটার।

৪। সমাধান করুনঃ 5(-2) _ 34) ০৪

সমাধানঃ 5(x-2)=3(x- 4)

বা, 5x-10=3x- 12

বা, 5x—3x=10- 12

বা, 2x =10-12

বা, 2x=42

বা, x=-1

৫ । একটি কলম ও একটি বইয়ের মোট দাম ৯৫ টাকা। কলমটির দাম ১৫ টাকা বেশি ও বইটির দাম ১৪ টাকা কম হলে কলমটি বইয়ের দামের ২ গুণ হতো। একটি কলমের দাম কত?

ধরি, কলমের দাম = x টাকা

বইয়ের দাম = 95 – x টাকা

প্রশ্নমতে,

(x – 15) = 2(95 – x – 14)

বা, x + 15 = 190 – 2x – 28

বা, 3x = 162 – 15 বা, 3x = 147 বা, x = 1473 x = 49

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

ক) বর্তমানে কততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে?

উত্তরঃ- ২২তম

খ) ইউক্রেনের রাজধানীর নাম কি?

উত্তরঃ- কিয়েভ

গ) বিশ্বস্বাস্থ্য দিবস কত তারিখে?

উত্তরঃ- ৭ এপ্রিল

ঘ) বাংলাদেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম কি?

উত্তরঃ- জাহিদ মালেক স্বপন

ঙ) রাশিয়ার মুদ্রার নাম কি?

উত্তরঃ- রুবল

চ) মুজিবনগর সরকার কত তারিখ শপথ গ্রহণ করে?

উত্তরঃ- ১৭ এপ্রিল ১৯৭১

ছ) শেষের কবিতার লেখক কে?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

জ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

উত্তরঃ- ১১টি

ঝ) “আমার দেখা নয়াচীন” গ্রন্থের লেখক কে?

উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঞ) বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ- ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download