দুর্নীতি দমন কমিশন (দুদক) কোর্ট পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

0
178

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোর্ট পরিদর্শক পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- কোর্ট পরিদর্শক

পরীক্ষার তারিখঃ- ২৬-১১-২০২২

১. মুজিব-লেনিন-ইন্দিরা কাব্যথস্থের লেখক কে?

ক. শওকত আলী

খ. আসাদ চৌধুরী

গ. নির্মলেন্দু গুণ

ঘ. মহাদেব সাহা

উত্তরঃ গ

২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?

ক. বাউন্ডেলের আত্মকাহিনী

খ. মুক্তি

গ. পদ্মগোখরা

ঘ. বিদ্বোহী

উত্তরঃ খ

৩. বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?

ক. বিহারীলাল চক্রবর্তী

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. মাইকেল মধুসুদন দত্ত

ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ গ

৪. ‘লালসালু’ উপন্যাসের চরিত্র নয় কোনটি?

ক. মজিদ

খ. মাজেদা

গ. মজিদ

ঘ. আমেনা

উত্তরঃ খ

৫. পিশাচ > পিচাশ এরূপ পরিবর্তনকে কী বলে?

ক. স্বরভক্তি

খ. অভিশ্রুতি

গ. ধ্বনি বিপর্যয়

ঘ. সমীভবন উত্তরঃ গ

৬. ‘রবীন্দ্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. রবী+ঈন্দ্র

খ. রবি+ইন্দ্র

গ. রবি+ ঈন্দ্র

ঘ. রবী+ ইন্দ্র

উত্তরঃ খ

৭. একটি অপূর্ণ বাক্যের শেষে অনা বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে?

ক. ড্যাস

খ. কোলন

গ. সেমিকোলন

ঘ. কমা

উত্তরঃ খ

৮. “মৌমাছি কোন সমাস?

ক. তৎপুরুষ

খ. দ্বন্দ্ব

গ. বহুব্রীহি

ঘ. কর্মধারয়

উত্তরঃ ঘ

৯. জানালা শব্দটি কোন ভাষা থেকে আগত-

ক. পর্তুগিজ

খ. হিন্দি

গ.  ফরাসি

ঘ. তুর্কি

উত্তরঃ ক

১০. চর্যাপ এর আদি পদ রচয়িতা-

ক. শবরপা

খ. ভুসুকুপা

গ. লুইপা

ঘ. কাহ্নপা

উত্তরঃ গ

১১. মাইকেল মধুসুদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?

ক. মনিরামপুর

খ. চৌগাছা

গ. কেশবপুর

ঘ. অভয়নগর

উত্তরঃ গ

১২. ‘বীরবল’ কার ছদ্রনাম?

ক. প্রমথ চৌধুরী

খ. সুধীন্দ্রনাথ দত্ত

গ. নবীনচন্দ্র সেন

ঘ. বিনয় মুখোপাধ্যায়

উত্তরঃ ক

১৩. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?

ক. তৎসম

খ. অর্ধতৎসম

গ. তদ্ভব

ঘ. বিদেশি

উত্তরঃ খ

১৪. “অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. বিপরীত

খ. নিকৃষ্ট

গ. অভাব                        ঘ. বিকৃতি

উত্তরঃ ক

১৫. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী?

ক. আশার কথা

খ. আনন্দের বিষয়

গ. সৌভাগ্যের বিষয়

ঘ. মজা পাওয়া

উত্তরঃ গ

১৬.নিচের কোনটি শিশুতোষ গ্রন্থ?

ক. অভিযাত্রিক

খ. ইতল বিল

গ. মায়াকাজল

ঘ. মোর জাদুদের সমাধি পরে

উত্তরঃ খ

১৭. বাক্যের মৌলিক উপাদান কোনটি?

ক. শব্দ

খ. বর্ণ

গ. ভাষা

ঘ. ধ্বনি

উত্তরঃ ক

১৮. A to Z কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়?

ক. শেষ পর্যন্ত

খ. সম্পূর্ণভাবে

গ. সারাক্ষণ

ঘ. সবসময়

উত্তরঃ খ

১৯. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. ধ্বনিতত্ত্ব

খ. শব্দতত্ত্ব

গ. রূপতত্ত্ব

ঘ. পদক্রম

উত্তরঃ ক

২০. Co-opted এর পরিভাষা কোনটি?

ক. সহযোজিত

খ. যোজিত

গ. সংযোজিত

ঘ. সংযুক্ত

উত্তরঃ ক

  1. Which one is correct: The river has ….its banks.
  2. a) overflown
  3. b) overflowed
  4. c) overflew
  5. d) overloaded

Ans: b

22.Choose the correct sentence-

  1. a) I wish am dead. b) I wish I were dead.
  2. c) I wish I was dead
  3. d) I wish I will dead.

Ans: b

23.1 don’t like coffee… do I

  1. a) nor
  2. b) yes
  3. c) either
  4. d) neither

Ans: d

  1. One fine morning is-

a.) an idiom

  1. b) a phrase
  2. c) an clause
  3. d) a verb phrase

Ans: b

  1. I must do it. (make it negative)
  2. I cannot but doing this.
  3. I cannot help do this.
  4. I cannot but do this.
  5. I cannot help doing this.

Ans: c,d

  1. If you read, you will learn. The sentence is a-
  2. simple
  3. complex
  4. compound
  5. negative

Ans. b

  1. Which one is correct: I don’t care how much-
  2. does cost the car
  3. does the car cost.
  4. cost the car.
  5. the car costs.

Ans: d

  1. The opposite gender of ‘teacher” is
  2. miss
  3. madam
  4. sir
  5. none

Ans. d

  1. If you study hard, you will have no trouble-
  2. in
  3. at
  4. into
  5. to

Ans. a

  1. When Rumana … back tonight, she will cook dinner.
  2. a) will come
  3. b) comes
  4. c) shall come
  5. d) come

Ans. b

  1. It is high time we … the matter.
  2. will discuss
  3. would discuss
  4. discussed
  5. should

Ans. c

  1. ‘Neera went home’. The correct response is-
  2. me neither
  3. so am I
  4. neither am I
  5. so did I

Ans. d

  1. He made me … the unpleasant thing.
  2. to do
  3. of doing
  4. do
  5. doing

Ans. c

  1. He is quite … with my progress.
  2. a) Satisfy
  3. b) satisfied
  4. c) Satisfaction
  5. d) satisfactory

Ans. b

  1. Technology will play a key role in-
  2. shaping
  3. to shape
  4. shape of
  5. shaped

Ans. a

  1. Try hard lest you … fail.
  2. may
  3. might
  4. would
  5. should

Ans. d

  1. The word ‘deliberately’ is closest in meaning to-
  2. slowly
  3. accurately
  4. randomly
  5. intentionally

Ans. d

  1. The word ‘exotic could best be replaced by-
  2. improper
  3. foreign
  4. outdoor
  5. formal

Ans. b

  1. Opposite word of ‘permanent’ is-
  2. evanescent
  3. temporal
  4. persistent
  5. short

Ans. a

  1. Synonymous word of ‘intermittent’ is-
  2. continuous
  3. regular
  4. immediate
  5. constant

Ans. a

৪১. বাংলাদেশ ডেল্টাপ্লান- ২১০০ বাস্তবায়নে সহায়তাকারী দেশ কোনটি?

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. জার্মানি

ঘ. নেদারল্যান্ডস

উত্তরঃ ঘ

৪২. ৭১ এর মুক্তিযুদ্ধতিত্তিক প্রথম ভাঙ্কর্ষ কোনটি?

ক. সংশাপ্তক

খ. অপরাজেয় বাংলা

গ. জাগ্রত চৌরঙ্গী

ঘ. সাবাস বাংলাদেশ

উত্তরঃ গ

৪৩. September on Jessore Road – কবিতার রচয়িতা অ্যালেন গিন্সবার্গ কোন দেশের নাগরিক?

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. কানাডা

ঘ. ফ্রান্স

উত্তরঃ ক

৪৪. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই?

ক. খাগড়াছড়ি

খ. কক্সবাজার

গ. রাঙ্গামাটি

ঘ. বান্দরবান

উত্তরঃ খ, ঘ

8৫. বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন?

ক. ভারতের রাষ্ট্রপ্রধান

খ. যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান

গ. শ্রীলংকার রাষ্ট্রপ্রধান

ঘ. ভুটানের রাষ্ট্রপ্রধান

উত্তরঃ খ

৪৬. বাংলাদেশ সরকারি কর্মকমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট?

ক. মন্ত্রিপরিষদ বিভাগ

খ. জনপ্রশাসন

গ. প্রতিরক্ষা

ঘ. স্বরাষ্ট্র

উত্তরঃ খ

৪৭. মুজিবনগর সরকারের ত্রান ও পূর্ণবাসন মন্ত্রী কে ছিলেন?

ক. তাজউদ্দীন আহমেদ

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. ক্যাপ্টেন এম মনসুর আলী

ঘ. এ.এইচ.এম কামারুজ্জামান

উত্তরঃ ঘ

৪৮. ‘তমদ্দুন মজলিশ’ এর রচয়িতা কে?

ক. হাজী শরিয়তউল্লাহ

খ. শেরে বাংলা এ. কে. ফজলুল হক

গ. অধ্যাপক আকুল কাশেম

ঘ. তিতুমীর

উত্তরঃ গ

৪৯. বাঙালির মুক্তির সনদ “ছয় দফা” কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?

ক. ২১ ফেব্রুয়ারি, ১৯৫৪

খ. ২৩ মার্চ, ১৯৬৬

গ. ২৬ মার্চ ১৯৬৬

ঘ. ২০ এপ্রিল, ১৯৯৬

উত্তরঃ খ

৫০.  অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি?

ক. মুজিব একটি জাতির রুপকার

খ. চিরঞ্জীব মুজিব

গ. শেখ মুজিব আমার পিতা

ঘ. খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা

উত্তরঃ খ

৫১. আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কোনটি?

ক. ৯ ডিসেম্বর

খ. ২৭ ফেব্রুয়ারি

গ. ৩৯ অক্টোবর

ঘ. ২৩ সেপ্টেম্বর

উত্তরঃ ক

৫২. কোনটি জাপান সাগর ও গীত সাগরের মাঝে অবস্থিত?

ক. বাহরাইন দ্বীপ

খ. জাভা দ্বীপ

গ. কোরিয়া দ্বীপ

ঘ. সুমাত্রা দ্বীপ

উত্তরঃ গ

৫৩. পৃথিবীর গভীরতম খাল কোনটি?

ক. সুয়েজ খাল

খ. পানামা খাল

গ. গ্রারভ খাল

ঘ. আমাজন

উত্তরঃ খ

৫৪. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

ক. চীন

খ. মায়ানমার

গ. সুইজারল্যান্ড

ঘ. পর্তুগাল

উত্তরঃ ঘ

৫৫. ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কী?

ক. ইন্দিরা গান্ধী

খ. প্রতিভা পাতিল

গ. দ্রৌপদি মুর্মু

ঘ. সোনিয়া গান্ধী

উত্তরঃ

৫৬. বৃটিশ অর্থমন্ত্রীর বাসভবনের নাম কী?

ক. ১১ নং ডাউনিং স্ট্রিট

খ. ১০ নং ডাউনিং স্ট্রিট

গ. ফ্লিট স্ট্রিট

ঘ. হোয়াইট হল

উত্তরঃ ক

৫৭. মন্ত্রিল প্রটোকল’ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

ক. ভূমিক্ষয়

খ. পাশিদূষণ

গ. ওজোনস্তর

ঘ. সাদাবাঘ

উত্তরঃ গ

৫৮. নিচের কোন দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে?

ক. বাংলাদেশ

খ. ইন্দোনেশিয়া

গ. ব্রাজিল

ঘ. ভারত

উত্তরঃ গ

৫৯. জ্বালানি তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে?

ক. ইরাক

খ. কাতার

গ. যুক্তরাষ্ট্র

ঘ. রাশিয়া

উত্তরঃ গ

৬০. কাতার বিশ্বকাপ ফিফার কততম আসর?

ক. ২০

খ. ২১

গ. ২২

ঘ. ২৮

উত্তরঃ গ

৬১. আমাজন কোন দেশভিত্তিক ই-কর্মাস সাইট?

ক. ব্রাজিল

খ. চীন

গ. যুক্তরাষ্ট্র

ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ গ

৬২. কোনটি ইনপুট ডিভাইস?

ক. MICR

খ. PRINTER

গ. PLOTTER

ঘ. MONITOR

উত্তরঃ ক

৬৩. Lan এর অপর নাম কী?

ক. মডেম

খ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড

গ. ইন্টারনেট কার্ড

ঘ. রাউটার

উত্তরঃ খ

৬৪. ১ নিবল = কত বিট

ক. ৪

খ. ৮

গ. ১৬

ঘ. ৩২

উত্তরঃ ক

৬৫. সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কী বলা হয়ঃ

ক. হোস্ট

খ. পিসি

গ. ওয়ার্কস্টেশন

ঘ. ক্লায়েন্ট

উত্তরঃ গ

৬৬. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?

ক. ১৫

খ. ২০

গ. ২৫

ঘ. ৩০

উত্তরঃ ক

৬৭. ৫০ এর ৬% কত?

ক. ৩০০

খ. ৩০

গ. ৩

ঘ. ০.০৩

উত্তরঃ গ

৬৮. ০.৫ এর*০.৭*২=কত?

ক. ০.০০৭

খ. ০.০৭

গ. ৭০

ঘ. ০.৭

উত্তরঃ ঘ

৬৯. ১ শতকে কত বর্গফুট?

ক. ৭২০

খ. ৪৩৫.৬

গ. ৮৩৫.৫

ঘ. ১০০

উত্তরঃ খ

৭০. দুইটি সংখ্যার যোগফল ৫৫। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। সংখ্যা দুইটি কতঃ

ক. ২৫ ও ৩০

খ. ৩৫ ও ২০

গ. ৫০ ও ৫

ঘ. ৪০ ও ১৫

উত্তরঃ ক

৭১. ৩+৬+৯+…….+৩৬= কত?

ক. ২৩০

খ. ২৩১

গ. ২৩২

ঘ. ২৩৪

উত্তরঃ ঘ

৭২. শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?

ক. ৭০ টাকা

খ. ৬০ টাকা

গ. ৮০ টাকা

ঘ. ৫০ টাকা

উত্তরঃ গ

৭৩. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর । আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর । মাতার বয়স কত?

ক. ৩৮ বছর

খ. ৪৫ বছর

গ. ৪৮ বছর

ঘ. ৪১ বছর

উত্তরঃ গ

৭৪. একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ অবশিষ্ট থাকে। সংখ্যাটি কত?

ক. ৫০

খ. ৫৬

গ. ৬০

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক

৭৫. নিচের কোনটি অমূলদ সংখ্যা?

ক.

খ.

গ.

ঘ.

উত্তরঃ ক

৭৭. দুইটি সংখ্যার যোগফল ৪৮ এক তাদের গুণফল ৪৩২। বড় সংখ্যাটি কত?

ক. ৩৬

খ. ৩৭

গ. ৩৮

ঘ. ৩৯

উত্তরঃ ক

৭৯. ১.১ ১.০১ ও ০.০০১৯ এর সমষ্টি কত?

ক. ০.০১১১১

খ. ১.১১১১

গ. ১.১০১১১

ঘ. ১১.১১০১

উত্তরঃ খ

৮০. কোন ক্লাসে ৮০ জন ছাত্রের মধ্যে ২৪ জন পাশ করল? এ ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করল?

ক. ৮০ জন

খ. ৫০ জন

গ. ৬০ জন

ঘ. ৮০ জন

উত্তরঃ ক

৮১. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল হবে?

ক. ৮

খ. ১৮

গ. ৫০

ঘ. ১৪০

উত্তরঃ খ

৮২. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু কত?

ক. ২৬০

খ. ৮০

গ. ৬৮০

ঘ. ১৯০

উত্তরঃ ক

৮৩. ২ এর কত শতাংশ ৮ হবেঃ

ক. ২০০

খ. ৮০০

গ. ৩০০

ঘ. ৩৪৫

উত্তরঃ খ

৮৪. ০.৭৫ +০.৫ = কত?

ক. ১.২৫

খ. ০.৩৭৫

গ. ১০৫

ঘ. ০.০০০৫

উত্তরঃ ক

৮৫. একটি পঞ্চভুজের সমষ্টি –

ক. ৪ সমকোণ

খ. ৬ সমকোণ

গ. ৮ সমকোণ

ঘ. ১০ সমকোণ

উত্তরঃ খ

৮৬. দুদক আইন কত সালে প্রণীত হয়?

ক. ২০০৫

খ. ২০০৪

গ. ২০০৩

ঘ. ২০০২

উত্তরঃ খ

৮৭. দুদকের কমিশনারগণ কার সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন?

ক. স্পিকার

খ. মাননীয় প্রধানমন্ত্রী

গ. মহামান্য রাষ্ট্রপতি

ঘ. দুদক চেয়ারম্যান

উত্তরঃ গ

৮৮. দুদকের হেল্পলাইনের নম্বর কত?

ক. ৯৯৯

খ. ১১৭

গ. ১০৬

ঘ. ৩৩৩

উত্তরঃ গ

৮৯. দুদক কী ধরনের প্রতিষ্ঠান?

ক. স্বাধীন ও নিরপেক্ষ

খ. সাংবিধানিক

গ. স্বায়ত্তশাসিত

ঘ. সরকারি

উত্তরঃ ক

৯০. বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ রয়েছে?

ক. ১৫৭

খ. ২০৩

গ. ১৫৩

ঘ. ১৮৮

উত্তরঃ গ

৯১. সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি কতটি?

ক. ১০

খ. ৭

গ. ৮

ঘ. ৫

উত্তরঃ গ

৯২. ‘জনগণ সর্বময় ক্ষমতার উৎস’ সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

ক. ১০

খ. ৭

গ. ১১

ঘ. ২২

উত্তরঃ খ

৯৩. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংবিধানের কোথায় সংযোজন করা হয়েছে?

ক. ৪র্থ তফসিল

খ. ৫ম তফসিল

গ. ১৯ অনুচ্ছেদ

ঘ. ৪ (ক) অনুচ্ছেদ

উত্তরঃ খ

৯৪. ক্লিনিক্যাল থার্মোমিটারে কত পর্যন্ত দাগ কাটা থাকে?

ক. ৯০-

খ. ৯৫-

গ. ৯৮ –

ঘ. ৯৫-

উত্তরঃ খ

৯৫. বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে ব্যবহৃত হয়?

ক. কার্বন ডাই-অক্সাইভ

খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন

ঘ. মিথেন

উত্তরঃ ঘ

৯৬. COP এর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. কাতার

খ. মিশর

গ. স্কটল্যান্ড

ঘ. ব্রাজিল

উত্তরঃ খ

৯৭. সর্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে?

ক.

খ.

গ.

ঘ.

উত্তরঃ ঘ

৯৮. বিলিকুবিন তৈরি হয় কোথায়?

ক. অস্ত্রে

খ. যকৃতে

গ. প্লীহায়

ঘ. প্যারাইটাল কোষে

উত্তরঃ খ

৯৯. ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে কী বলা হয়?

ক. ট্রপোস্ফিয়ার

খ. স্ট্র্যাটোস্ফিয়ার

গ. ফটোস্ফিয়ার

ঘ. এক্সস্ফিয়ার

উত্তরঃ ক

১০০.মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ?

ক. ২য়

খ. ৩য়

গ. ৪র্থ

ঘ. ৫ম

উত্তরঃ খ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download