চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যান সহকারী (১৭ তম গ্রেড) পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

0
160

চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যান

সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- পরিবার কল্যান সহকারী (১৭ তম গ্রেড)

পরীক্ষার তারিখঃ- ১৮-১১-২০২২

১. নীল দর্পন নাটকের রচয়িতা কে?

উত্তরঃ দীনবন্ধু মিত্র ।

২. “তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে ?

উত্তরঃ অদ্বৈত মল্লবর্মণ।

৩. স্বাধীনতা তুমি’ কবিতাটি কার লেখা?

উত্তর: শামসুর রহমান ।

৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?

উত্তরঃ ১৯১৩ সালে।

৫. জীবানন্দ দাসের বাড়ী কোন জেলায় ?

উত্তর” বরিশাল জেলা।

৬. বাগধারাঃ

অরণ্যে রোদন = নিষ্ফল আবেদন

আকাশকুসুম = অবাস্তব কল্পনা

আষাঢ়ে গল্প = আজগুবি গল্প

৭. বিপরীত শব্দঃ

গ্রাম্য = শহুরে

প্রাচীন = অর্বাচীন

স্বাধীন= পরাধীন

৮. সন্ধি বিচ্ছেদঃ

পরীক্ষা = পরি+ঈক্ষা

পিত্রালয় = পিতৃ + আলয়

বিদ্যালয় = বিদ্যা + আলয়

৯. পরিবার কল্যান সহকারীর কিছু গুরুত্বপূর্ণ কাজ লেখ।

উত্তরঃ

পরিবার কল্যাণ সহকারীর কার্যাবলী:-

  • বাড়ি বাড়ি গিয়ে সক্ষম দম্পতি রেজিষ্টেশন।
  • ই রেজিষ্ট্রেশন ।
  • দম্পতিদের পরিবার পরিকল্পনা সেবা গ্রহনের জন্য মোটিভেশন।
  • আগ্রহী ক্লাইডদের নিয়ে সেবা কেন্দ্রে গমন ও তাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রদান,ও পরবর্তীতে তাদের পর্যবেক্ষণ ।
  • গর্ভ কালীন সেবা দান,
  • প্রসোবোত্তর সেবা ।
  • নিরাপদ প্রসব সেবা ।
  • বন্ধ্যা দম্পতির তথ্য সংগ্রহ,পরামর্শ প্রদান,ও অন্যত্র রেফার ।
  • খাবার বড়ি,কনডম,ইনজেকটেবলের ডিও ডোজ প্রদান, মিসোপোষ্টল বিতরন ।
  • শিশু সেবা (০-৫)বছর,ও রেফার ।
  • পুষ্টি সেবা, গর্ভবতী-ও(০-২৩) মাস বয়সী, সাথে শিশুর মাকে সেবা দান।
  • (০-৫৯) মাস বয়সী শিশুর পুষ্টি সেবা ।
  • কিশোর কিশোরী সেবা (১০-১৯) বছর বয়সি ।
  • জন্ম রেজিষ্টেশন,
  • শিশুদের টিকা দান এর সময় সুচির কলাম পুরণ
  • মৃত্যুর তালিকা প্রদান,ও রেজিস্ট্রেশান ।
  • ই,পি, আই, কেন্দ্রে সেবা দান।
  • কমিউনিটি কেন্দ্রে সেবা প্রদান ।
  • কেভিড-১৯ টিকা প্রদান ।
  • হাম বুবেলাতে টিকা প্রদান ।
  • স্যাটেলাইট ক্লিনিকে সেবা প্রদান ।
  • কন্ট্রাসেন্টিক আনয়ন ।
  • টার্গেট পুরন ।
  • মাতৃ মৃত্যু রোধ, শিশু মৃত্যু রোধে জন সচেতন করা ।
  • জনসংখ্য গনণ
  • বিবিধ।

তাছাড়া কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত সকল কাজ

১০. Paragraph: Newspaper.

Ans.

Newspaper

A newspaper is the basis of learning in every field Current affairs, General Knowledge can be gained by considering newspapers informative articles on a daily basis. Danik Jagran, Hindustan, Amar Ujala are some of the Indian Hindi Language Newspapers. There are various popular English. Newspapers that are also published in India. The Hindu, Hindustan Times, Times of India are some of them. There are various job options are created by newspapers. Editors, Content Writers, etc. are growing from the print media. There is a saying that Morning tea is incomplete without a Newspaper. In order to get updated with the current happening of the world. the habit of reading the newspaper in the morning is quite common. In India generally, people denote Newspapers as “Paper”. There are various puzzles, riddles are also covered in Newspaper. Children use to enjoy these puzzles. There is a certain code of conduct made by the government for newspaper publishers. Like copyright, editorial norms. Publishers always keep in mind while printing the newspaper. The newspaper we get early in the morning. It is published by the overnight efforts of our print media. Print Media is said as one of the dedicated professions around the globe. The collective pieces of information published in the newspaper are gained by covering the events by journalists. It is the efforts of the print media team for benefitting the world with the newspaper.

১১. Correct Spelling:

Comittee = Committee.

Iresponsible = Irresponsible.

Tamperature = Temperature.

Etiquete = Etiquette

১২. Translation into English:

তুমি দীর্ঘজীবী হও – May you live long.

যদি আমি রাজা হতাম – If I were a king.

কি সুন্দর – How beautiful it is!

আমরা বাংলাদেশে বসবাস করি – We live in Bangladesh.

পৃথিবী গোলাকার – The Earth is round.

১৩. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি?

উত্তরঃ ১৫৩টি ।

১৪. সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তরঃ চট্রগ্রাম

১৫. হিমালয় কন্যা বলা হয় কোন জেলাকে?

উত্তরঃ পঞ্চগড়।

১৬. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন?

উত্তরঃ ৩৫ জন

১৭. সুন্দরবন কয়টি জেলা জুড়ে বিস্তৃত ?

উত্তরঃ ৫টি।

১৮. জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে শুরু হয় ?

উত্তরঃ ১৯৪৮।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download