কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ক্যাশিয়ার
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- ক্যাশিয়ার
পরীক্ষার তারিখঃ- ০২-১২-২০২২
১. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন।
(ক) বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তরঃ- চার্লস উইলকস
(খ) মাজার সুন্দরী কী?
উত্তরঃ- মাজার বা ফেলিডি হলো বিড়ালজাতীয় প্রাণীদের বৈজ্ঞানিক পরিবার, এই পরিবার, এর একেকটি সদস্যকে ফেলিড বা মার্জার বলে। প্রায় সব মার্জারই মাংসাশী। এদেরমধ্যে সাধারণ পোষা বিড়ালই সবচেয়ে বেশি দেখা যায়। প্রায় ১০,০০০ বছর আগে মানুষ প্রথম বিড়াল পোষ মানায়।
(গ) এই গৃহ এই সন্ন্যাসী” কোন ধরনের গ্রন্থ ও লেখকের নাম কি?
উত্তরঃ- কাব্যগ্রন্থ, লেখকের নাম মহাদেব সাহা
(ঘ) ‘রেখ, মা, দাসেরে মনে’- উক্তিটি মাইকেল মধুসুদন দত্তের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? এখানে ‘মা’ কে?
উত্তরঃ- কবিতাঃ বঙ্গভূমির প্রতি। কবি দেশকে মা হিসেবে কল্পনা করেছেন
২. বানান শুদ্ধ করে লিখুন:
(ক) মহিয়াশি = মহীয়সী
(খে) পিপিলিকা = পিপীলিকা
(গে) সায়ত্বশাসন = স্বায়কতশাসন
(ঘ) যুদ্ধমান = যুধ্যমান
৩. প্রায় সামোচ্চারিত শব্দগুলোর অর্থের পার্থক্য দেখান।
সুচি = গমের মোটা গুঁড়া সূচি = তালিকা | হর্ম্য = অট্টালিকা হর্ম = হাই তোলা |
বাণী = মহৎ, উপদেশ বানি = বানানোর মজুরি | অবদান = মহৎ কার্য অবধান = মনোযোগ |
৪. অর্থসহ বাক্য রচনা করুন।
(ক) সপ্তকাণ্ড রামায়ণ (বৃহৎ বিষয়)
(খ) আঠারো আনা (বাড়াবাড়ি): কাজের কাজ কিছু না করলেও সর্দারি করে ষোলো আনার উপর আঠারো আনা ।
(গ) মনিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন): যেমন বর তেমনি কনে,যাকে বলে মনিকাঞ্চন যোগ ।
(ঘ) ঘণ্টা গরুড় (অকর্মণ্য লোক):
৫. টিকা লিখুন: গীতি কবিতা
উত্তরঃ- পাশ্চাত্য সাহিত্যে লিরিক’ নামে যাকে অভিহিত করা হয় বাংলায় সেটাই গীতি কবিতা । আসলে গীতি কবিতাগুলি ‘লির’ নামক বাদ্যযন্ত্রের মাধ্যমে গীত হত বলেই তার নাম দেওয়া হয়েছে ‘লিরিক’। বৈষ্ণব পদাবলীকে গীতি কবিতা বলা হয়ে থাকে।
৬. Write the meaning of the following idioms/phrases and make sentences with them.
scrape by: He didn’t study for the exam and just barely scraped by.
stave off (বন্ধ করা ) The company was able to stave off bankruptcy for another few months.
call on (যেয়ে দেখা করা): We may need to call on professional help.
A man of letters পন্ডিত ব্যক্তি, A scholar): Mr. Faruk is a man of letters.
at sixes and sevens (Disorganization, বিশৃংখলা): All the books in the room were at sixes and sevens.
৭. Fill in the blanks with appropriate preposition
(a) Technology has brought … a paradigm shift in our day to day affairs. (in)
(b) He retrieved the pen… under the table. ( )
(c) Gradually he got accustomed… working in that environment. (to)
(d) He could not put up… such a heart wrenching news (with)
(e) His conduct is… variance with his words. (of)
৮. Translate into English.
ক) পদ্মা সেতু মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলাকে সংযুক্ত করেছে।
উত্তরঃ- Padma Bridge connects Munshiganj and Shariatpur districts.
খ) এবারের ফুটবল বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা ঘটেছে।
উত্তরঃ- An unprecedented incident has happened in this year’s football world cup.
গ) আমি তাকে গান গাইতে শুনলাম।
উত্তরঃ- heard him singing a song.
ঘ) ১০ মিনিট দুর্দান্ত খেলেও দলটি গোল করতে পারেনি।
উত্তরঃ- espite playing great for 10 minutes, the team could not score a goal.
ঙ) বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
উত্তরঃ- friend in danger is a true friend.
৯. Write antonym of the following words
Misanthropist = uncynical
Foe = friend
Maverick = moderate
Hazy = bright
Ancient = new
১০ . মি. ‘ক’ তার পারিবারিক প্রয়োজনে ব্যাংক থেকে ৬% হারে x টাকা এবং ৪% হারে y টাকা খণ নেন। তিনি মোট ১১২,০০০ টাকা খণ নেন এবং বছর শেষে ৫৬৮০ টাকা মুনাফা পরিশোধ করেন। (ক) x এবং y এর মান নির্ণয় করুন: (খ) x এর তুলনায় y এর শতকরা মান কত?
উত্তরঃ- X = ৬০০০০ এবং Y = ৫২০০০
১১. একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য ৮.৮ সে.মি, প্রস্থ ৬.৪ সে.মি ও উচ্চতা ২.৫ সে.মি.। লোহার টুকরাটিকে ১৫ সে.মি. দৈর্ঘ্য, ৬.২৫ সে.মি. প্রস্থ ও ৪ সে.মি. উচ্চতার আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হল। লোহা পানির তুলনায় ৭.৫ গুণ ভারী।
ক) পানির পাত্রের আয়তন নির্ণয় কর।
খ) লোহার ওজন নির্ণয় কর।
গ) পাত্রটি পানি পূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে, পাত্রের পানির উচ্চতা কত হবে?
সমাধান:
ক) পানির পাত্রটির দৈর্ঘ্য ১৫ সে.মি., প্রস্থ ৬.২৫ সে.মি. এবং উচ্চতা ৪ সে.মি.
সুতরাং পানির পাত্রটির আয়তন = (১৫×৬.২৫×৪) ঘন সে.মি. = ৩৭৫ ঘন সে.মি.
খ) লোহার টুকরাটির দৈর্ঘ্য ৮.৮ সে.মি, প্রস্থ ৬.৪ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি.
সুতরাং লোহার টুকরাটির আয়তন = (৮.৮×৬.৪×২.৫) ঘন সে.মি. = ১৪০.৮ ঘন সে.মি.
আমরা জানি, ১ ঘন সে.মি. পানির ওজন ১ গ্রাম
লোহা পানির তুলনায় ৭.৫ গুণ ভারী।
সুতরাং ১ ঘন সে.মি. লোহার ওজন (১×৭.৫) গ্রাম
সুতরাং ১৪০.৮ ঘন সে.মি. লোহার ওজন (৭.৫×১৪০.৮) গ্রাম = ১০৫৬ গ্রাম = ১.০৫৬ কিলোগ্রাম।
গ) পানির পাত্রের আয়তন ৩৭৫ ঘন সে.মি.
লোহার টুকরাটির আয়তন ১৪০.৮ ঘন সে.মি.
লোহার টুকরাটি তুলে নেওয়ার পর অবশিষ্ট পানির আয়তন (৩৭৫-১৪০.৮) ঘন সে.মি. = ২৩৪.২ ঘন সে.মি.
পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা ক মিটার হলে,
ক×১৫×৬.২৫ = ২৩৪.২
বা, ক = ২৩৪.২/৯৩.৭৫ = ২.৫০ সে.মি. (প্রায়)
১২- দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 7 যোগ করলে যোগফল দশকস্থানীয় অঙ্কটির তিন ̧ গুণ হয় । কিন্তু সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি –
সমাধানঃ
মনে করি দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অংকটি X এবং দশক স্থানীয় অংকটি y ।
∴সংখ্যাটি = x + 10y
১ম শর্তানুসারে, x+ y+7 = 3y
x–2y = -7 ………….(1)
২য় শর্তানুসারে, x+ 10y –18 = y + 10x
y – x = 2…………….(2)
(1)ও (2)নং সমীকরন যোগ করে পাই, -y = – 5
y = 5
y এর মান (1) নং সমীকরনে বসিয়ে পাই
১৩. নিচের প্রশ্নপ্তলোর উত্তর দিন।
ক) বঙ্গবন্ধু কত সালে ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখা শুরু করেন?
উত্তরঃ- ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে
খ) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেঃ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয়?
উত্তরঃ- ২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
গ) অপরাজেয় বাংলা কিসের প্রতীক?
উত্তরঃ- সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীক ‘অপরাজেয় বাংলা’ ।
ঘ) বাংলার নবাবি শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়?
উত্তরঃ- সুবেদার মুর্শিদকুলী খানের সময় থেকে বাংলা সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে।
ঙ) ‘ঢাকা গেট’ কে নির্মাণ করেন?
উত্তরঃ- মীর জুমলা
চ) আগরতলা ফড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধর পকে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে?
উত্তরঃ- টমাস উইলিয়ামস।
ছ) বাংলাদেশের জাতীয় সংগীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ- বঙ্গদর্শন পত্রিকায়, ১৯০৫ সালে বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” সর্বপ্রথম প্রকাশিত হয়।
জ) “কোর্ট অব রেকর্ড কোন কোর্টকে বলা হয়?
উত্তরঃ- সুপ্রিমকোর্ট
ঝ) ভূমিকর কোন ধরনের কর?
উত্তরঃ- প্রত্যক্ষ কর
ঞ) বাংলাদেশে ব্যাংক নোট কয়টি?
উত্তরঃ- বাংলাদেশে ব্যাংক নোট সাতটি (১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট)।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) সিপাই পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২