ইউনিয়ন পরিষদ ফরিদপুর ইউনিয়ন পরিষদ সচিব পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
Faridpur Union Parishad Exam Question Solution 2022
পদের নামঃ- ইউনিয়ন পরিষদ সচিব
পরীক্ষার তারিখঃ- ১৮-০৩-২০২২
১। নিম্নোক্ত কবিগণের মধ্যে কে প্রাচীনতম?
ক. হেমচন্দ্র বন্দোপাধ্যায়
খ. শাহ মুহাম্মদ সগীর
গ. আলাওল
ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ- হেমচন্দ্র বন্দোপাধ্যায়
২। “বেতাল পঞ্চবিংশতি’ গ্রন্থটি কে রচনা করেছেন ?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. শরৎ চট্টোপাধ্যায়
উত্তরঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩। সাহিত্যের রস কত প্রকার ?
ক. ৬ প্রকার
খ. ৭ প্রকার
গ. ৮ প্রকার
ঘ. ৯ প্রকার
উত্তরঃ- ৯ প্রকার
৪। ব্যাসবাক্যসহ সমাসের নাম লিখুনঃ
অনাথআশ্রম = অনাথের নিমিত্ত আশ্রম (তৎপুরুষ সমাস)।
আটপৌরে = আট প্রহরের উপযুক্ত (বহুবীহি সমাস) ।
কালসিদ্ধ = কাল রূপ সিন্ধু (রূপক কর্মধারয় সমাস)।
ওতপ্রোত = ওত ও প্রোত (দ্বন্ধ সমাস)।
টিপসই = টিপের দ্বারা সই (তৎপুরুষ সমাস) ।
৫ । এক কথায় প্রকাশ করুনঃ-
মনুর বংশধর = মানব
সাপের খোলস = নির্মোক
সাক্ষাৎ গ্রষ্টা = সাক্ষী
অশ্বের ডাক =হ্রেষা
অরণ্যে জাত অগ্নি = দাবানল
৬। নিচের বাগধারা ব্যবহার করে অর্থপূর্ণ বাক্য লিখুন
ক) অন্ধিসন্ধি (গোপন তথ্য) – নিজেকে তুমি আর লুকাতে পারবে না, তোমার অন্ধি-সন্ধি আমি জেনে ফেলেছি।
খ) তুলসী বনের বাঘ (ভগু সাধু): সোজা মনে হলেও আসলে রাসেল হচ্ছে তুলসী বনের বাঘ।
গ) গৌরচন্দ্রিকা (ভূমিকা): গৌরচন্দ্রকা বাদ দিয়ে আসল কথা বলো ।
ঘ) রাবণের শঙ্কাভাগ (কাজ করার আগেই ফল লাভের আশা): পরীক্ষা কেবলই শেষ হলো আর এখনই রাবণের শঙ্কাভাগ নিয়ে চিন্তা।
ঙ) হরি ঘোষের গোয়াল (বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ)ঃ ছাত্রাবাসটা হয়েছে হরি ঘোষের গোয়াল ।
৭। শুদ্ধ বানান লিখুনঃ
ক) প্রকাশনি = প্রকাশনী ।
খ) ক্ষনজন্মা = ক্ষণজন্মা ।
গ) মুমুধু = মুমূর্ষু ।
ঘ) পিপীলীক = পিপীলিকা ।
ঙ) অত্যাধিক = অত্যধিক ।
৮। ভাব সম্প্রসারণ করুন: “তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছ আমায়” ।
উত্তরঃ-
মূলভাবঃ পৃথিবীতে স্রষ্টার অপার নিয়ামতে ডুবে আছি আমরা সবাই। মহান রব আমাদের যা কিছু গ্রহণ করেন-এ কেবল তারই কৃপা ।
সম্প্রসারিত ভাবঃ- রবীন্দ্রনাথ ঠাকুর উল্লিখিত উক্তিটি করেছেন তাঁর রচিত ‘শেষের কবিতা’ উপন্যাসে । উপন্যাসটিতে একজন পুরুষ এবং নারীর কথোপকথোনের বিষয়টিকে ছাপিয়ে তিনি এশ্বর্ষবান (ঈশ্বর) কে উদ্দেশ্য করেই যেন কথাটি বলেছেন। কাজেই মানবের প্রতি ঈশ্বর বা মহান সৃষ্টিকর্তার এই বদন্যতাকেই প্রাসঙ্গিক ভেবে জীবনপথ পাড়ি দিতে হবে।.এই পৃথিবী সৃষ্টির পর থেকেই প্রাণিকুল যত সুযোগ-সুবিধা, প্রেম-ভালবাসা, মায়া-মহব্বত ও হেদায়েত লাভ করেছে, তা একমাত্র তারই দান। বিশেষ করে ভালোবাসা । এই ভালোবাসার উত্স যেন মহান রব। তার থেকেই ভালোবাসার উৎপত্তি । তাঁর থেকেই ভালোবাসা সঞ্চারিত হয়েছে, ধরণীতে, মানবের অন্তরে । এই ভালোবাসার কারণে মা তার সম্ভানকে, গরু তার বাবাকে, কুকুর তার বাচ্চাকে, মুরগী তার বাচ্চাকে ভালোবাসে । এই ভালোবাসাতেই যেন মানবতা জাগ্রত হয়ে ওঠে । আর এই সমন্ত ভালোবাসার বিনিময়ে মহান রবের উদ্দেশ্যে আমরা যতটুকু ভালোবাসা প্রেরণ করতে পারি, তা-গ্রহণ করে তিনি কেবলই আমাদের ঝণী করেন। এটা তার দয়া ও রহম।
প্রেম, ভালোবাসা ও মহব্বত- এসবই যদি তা হয় রহমানের জন্য। কাজেই রবকে ভালোবাসার ক্ষেত্রে এগিয়ে থাকতে হবে । ভালোবাসতে হবে রবকে খুশি করার জন্যই । কারণ আমরা একমাত্র ভার জন্যই নিবেদিত ।
৯। প্রবন্ধ লিখুন: স্বল্লোজাত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরনঃ চ্যালেঙ্জ ও সম্ভাবনা ।
উত্তরঃ- দেখুন এই অধ্যায়ে – প্রবন্ধ/ রচনা
গণিত প্রশ্ন সমাধান – ২৫
১০।
১১। উৎপাদকে বিশ্লেষণ করুন :
১২। A = (1,2,3,4) হলে P (A) এর উপাদান সংখ্যা কত?
সমাধানঃ- যেকোনো সেট A এর উপাদান সংখ্যা হলে A সেটের পাওয়ার সেট P (A) এর উপাদান ।
=[কারণ উপাদান ৪টি]
=16
১৩ । বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
উত্তরঃ- 1:2
১৫।একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো । খাতাটির ক্রয় মূল্য কত ?
36 টাকায় বিক্রি করলে ক্ষতি x টাকা।
72 টাকায় বিক্রি করলে লাভ 2x টাকা।
অতএব খাতাটির ক্রয় মূল্য = 36+12 = 48 টাকা।
উত্তরঃ- খাতাটির ক্রয় মূল্য = 48 টাকা।
১৬ ।
১৭। একটি বৃত্তাকার মাঠের ব্যাস ১২৪ মিটার মাঠের সীমানা থেষে বাইরের দিকে ৬ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ- 2450.45 বর্গমিটার
১৮।
১৯.
ইংরেজি প্রশ্ন সমাধান-২৫
২০ । ইংরেজিতে অনুবাদ করুন:
ক) নদী ভাঙ্গন বাংলাদেশের একটি ভয়াবহ সমস্যা।
Ans: River erosion 1s a terrible problem in Bangladesh.
খ) আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেন ছেড়ে দিল।
Ans: The train had left before we reached the station.
গ) যখন কৃষকেরা মাঠ কাজ করছিল তখন বৃষ্টি নামল।
Ans: While the farmers were working in the field, it rained.
ঘ) মানুষ আকাশে উড়তে পারে না, পারে কি?
Ans: Man can not fly in the sky, can he?
ঙ) কাটিতে কাটিতে ধান এল বরষা ।
Ans: The rains came while cutting the paddy.
২১। Write a composition on “The Padma Bridge: A Journey towards Development”.
Ans: Please see in Paragraph chapter.
২২। Use appropriate preposition:
- a) He has no ambition —– fame. Ans (for)
- b) Show allegiance —– your Imaster. Ans (to)
- c) He made a comment —– my lecture. Ans (on/ upon)
- d) You should have sufficient exposure —– English. Ans (to)
- e) He has reputation —– eloquence. Ans (for)
- f) You should abstain —– smoking. Ans (from)
২৩। Beauty (verb), Encourage (noun), Great (adverb), Power (verb), Advise ( Noun)
- a) Beauty (verb) = Beautify (সুন্দর)
You should beautify yourself.
- b) Encourage (noun) = Encouragement (উৎসাহ)
Everybody needs encouragement.
- c) Great (adverb) = Greatly (অত্যন্ত)
We are greatly delightly by them.
- d) Power (verb) = Empower (কাউকে ক্ষমতা অর্পণ করা)
We need movements to empower the poor.
- e) Advise (Noun) = Advice (উপদেশ)
Hanjala should take advice from his father.
২৪। Use the right form of verbs within bracket.
- a) I went back to work (close) the door.
Ans: I went back to work closing the door.
- b) Had I (Know) you earlier (known)
Ans: Had I known you earlier.
- c) I went outside having (forget) him. (forgotten)
Ans: I went outside having forgotten him.
- d) He (be) absent for a week.
Ans: He has been absent for a week.
২৫। Write appropriate articles.
- a) It is —– heroic deed. Ans (a)
- b) You are —– Nazrul, I see. Ans (a)
- c) I saw —– one eyed man. Ans (a)
- d) —– English is an international language. (no article)
বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞান- ২৫
২৬. ক) কম্পিউটারের দুইটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন ।
উত্তরঃ- LINUX, MS-DOS
খ) দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইটের নাম লিখুন ।
উত্তরঃ- Facebook, Twitter
গ) মাইক্রোসফট এক্সেল দুটি যোগ করার ফর্মুলা কি?
উত্তরঃ- SUM (Range) Or SUM (List)
ঘ) PUBG কি ?
উত্তরঃ- PUBG হলো মোবাইল ও কম্পিউটার গেমস।
ঙ) VIRUS এর পূর্ণরূপ লিখুন |
উত্তরঃ- Vital Information Resources Under Seize.
চ) কম্পিউটারের একটি ইনপুট ও একটি আউটপুট ডিভাইসের art Freq
উত্তরঃ- Keyboard ইনপুট ও Monitor আউটপুট ডিভাইস ।
ছ) GPSএর পূর্ণরূপ লিখুন।
উত্তরঃ- Global Positioning System
২৭. ক) http পূর্ণরূপ কি? এর উদ্ভাবক কে ?
উত্তরঃ- Hypertext Transfer Protocol Secure. আর http হচ্ছে ইন্টারনেটে তথ্য আদান প্রদানের একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত পদ্ধতি । পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স লী ১৯৮৯ সালে এই পদ্ধতিটি তৈরি করেন ।
খ) ই-পুর্জি ও ই-পর্চাকি ?
উত্তরঃ ই-পুর্জি হলো চিনিকলের পুর্জি অর্থাৎ ইক্ষু সরবরাহের অনুমতিপত্রকে ই-পুক্জি বোঝায় । এটি একটি “ই-কমার্স’ জাতীয় সেবা । আর বর্তমানে ই-পর্চা (Eporcha) হচ্ছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি ওয়েবসাইট Eporcha gov bd.
যেখানে আমরা এই ওয়েবসাইটটি ব্যবহার করে ভূমি সংক্রান্তসকল সেবা গ্রহণ করতে পারি।
গ) বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কবে ও কোথা থেকে উৎক্ষেপণ করা হয়?
উত্তরঃ- বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুক্রবার (১১ মে) দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ।
ঘ) প্রোগ্রামিং কি? এর প্রবর্তক কে?
উত্তরঃ- প্রোগ্রামিং হল একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য এক্সিকিউটেবল
কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন ও বিল্ডিংয়ের প্রক্রিয়া । প্রোগ্রামের লিখিত রূপটিকে সোর্স কোড বলা হয়। যিনি সোর্স কোড লিখেন তাকে প্রোগ্রামার। যেকোনো বই একটি ভাষাতে যেমন ইংরেজি, রুশ, জাপানি, বাংলা, ইত্যাদিতে লেখা হয়, তেমনি প্রতিটি
প্রোগ্রাম কোন একটি নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষাতে লেখা হয়, যেমন সি++, জাভা ইত্যাদি । প্রোগ্রাম রচনা করার সময় প্রোগ্রামারকে এ নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্স বা ব্যাকরণ মেনে চলতে হয়। কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অগাস্টা অ্যাডা লাভলেসের
(১৮১৫-১৮৫২) জন্ম ইংল্যান্ডে । অগাস্টা অ্যাডা কিং নোয়েল বা লাভলেসের কাউন্টেস নামেও তিনি পরিচিত ছিলেন ইংরেজি গণিতবিদ ও লেখক ।
ঙ) ফরিদপুর জেলার পূর্বনাম কি? এ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর ফরিদপুর জেলার পূর্বনাম ছিলো ‘ফতেহাবাদ’। এই জেলাটি ১৮১৫ -সালে
প্রতিষ্ঠিত হয়। আর ফরিদপুরের নামকরণ করা হয়েছে প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনর নামানুসারে ।
চ) মহান মুক্তিযুদ্ধে ফরিদপুর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এবং এই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
উত্তরঃ- ফরিদপুর ৮নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এবং.এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী (আগস্ট পর্যন্ত) ও মেজর এম, এ. মঞ্জুর (আগস্ট- ডিসেম্বর) ৷ আর সেই সেক্টরের সদর দপ্তর ছিল কল্যাণী, ভারতে ।
ছ) ফরিদপুর জেলায় কত ধরণের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? তাদের নাম লিখুন।
উত্তরঃ- তিন ধরনে্র স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ) ।
জ) শহীদ আসাদের নাম কোন আন্দোলনের সাথে জড়িত? তিনি কোন তারিখে শহীদ হন?
উত্তরঃ ২০. জানুয়ারি (বুধবার) শহীদ আসাদ দিবস । ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আমানুলাহ মোহাম্মদ
আসাদুজ্জামান । তার স্মরণে দিনটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
ঝ) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সালে নাইট উপাধি লাভ করেন ? কোন ঘটনার প্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেন?
উত্তরঃ- ১৯১৫ সালে তত্কালীন ভারত (ব্রিটিশ) সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে “স্যার বা নাইট’ উপাধি প্রদান করেন। আর ১৯১৯ সালে তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।