সাব-রেজিস্টার পদের নিয়োগ পরীক্ষার
প্রশ্ন সমাধান-২০০৩
Sub-Registrar Job Exam Question and Solution 2003 under Land Registration Office.
বাংলা প্রশ্ন সমাধান
১. কায়কোবাদের ‘মহাশ্মাশান’ গ্রন্থটি কোন ধরনের রচনা?
ক) ইতিহাস
খ) গীতিকাব্য
গ) মহাকাব্য✔
ঘ) উপন্যাস
২. ‘মনোযোগ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) মন + যোগ
খ) মন + উ +যোগ
গ) মনঃ + যোগ✔
ঘ) মনো +যোগ
৩. ‘বাঁশি বাজে ওই দূরে ‘ — কোন বাচ্যের উদাহরণ?
ক) ভাববাচ্যের
খ) কর্তৃবাচ্যের
গ) কর্ম-কর্তৃবাচ্যের✔
ঘ) কর্মবাচ্যের
৪. ব্যাকরণে পুরূষ কাকে বলে?
ক) বিশেষ্য ও অবয়্যের বিভিন্ন প্রকৃতিকে
খ) বিশেষ্যের বিভিন্ন প্রকৃতিকে
গ) বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে✔
ঘ) সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
৫. কোন বানানটি শুদ্ধ?
ক) বুদ্ধিজীবি
খ) বুদ্ধিজীবী✔
গ) বুদ্ধিজিবি
ঘ) বুদ্ধিজিবী
৬. ‘বুলবুলিতে ধান খেয়েছে’ — এই বাক্যের ‘বুলবুলিতে’ পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
ক) করণকারকে সপ্তমী
খ) অধিকরণে সপ্তমী
গ) কর্তৃকারকে সপ্তমী✔
ঘ) অপাদানে সপ্তমী
৭. নিচের কোন শব্দটি তদ্ভব?
ক) হাত✔
খ) কর্ণ
গ) মৎস্য
ঘ) কার্য
৮. ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ — এই সঙ্গীতটির রচয়িতা কে?
ক) দ্বিজেন্দ্রেলাল রায়✔
খ) অতুল প্রসাদ সেন
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) রজনীকান্ত সেন
৯. ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটির রচয়িতা–
ক) আলাওল
খ) দৌলত কাজী✔
গ) মাগন ঠাকুর
ঘ) মরদান
১০. সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
ক) সূবচন নির্বাসনে
খ) রক্তাক্ত প্রান্তর
গ) ওরা কদম আলী
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়✔
১১. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
ক) ১২
খ) ২০✔
গ) ২৪
ঘ) ৩২
১২. বাংলালিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
ক) কুটীললিপি
খ) দেবনাগরী
গ) খরোষ্টী
ঘ) ব্রাহ্মী✔
১৩. জসীমউদ্দীনের ‘চলে মুসাফির ‘ কি ধরনের রচনা?
ক) কবিতা
খ) উপন্যাস
গ) ভ্রমণ কাহিনী✔
ঘ) আত্মজীবনী
১৪. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
খ) প্রবাসী
গ) লাঙ্গল✔
ঘ) ভারতবর্ষ
১৫. মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা কে?
ক) চন্দ্রবতী
খ) দ্বিজ কানাই✔
গ) মনসুর রয়তি
ঘ) দ্বিজ ঈশান
১৬. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?
ক) অদ্রি
খ) অশ্ম
গ) চর্যাপদ✔
ঘ) অংশু
১৭. নিচের সমাসবদ্ধ পদগুলির মাঝে কোনটি ‘ব্যতিহার বহুব্রীহি ‘র উদাহরণ?
ক) দশহাতি
খ) হাতাহাতি✔
গ) দশানন
ঘ) দ্বিপদ
১৮. ‘প্রকৃতি’ বলতে কী বোঝায়?
ক) ধাতুর মূল
খ) শব্দের মূল✔
গ) প্রত্যয়যুক্ত শব্দ
ঘ) শব্দ ও ধাতুর মূল
ইংরেজী প্রশ্ন সমাধান
- It is somewhat paradoxical that, nine times out of ten, the coarse word is the word that— an evil and the —- word is the word that excuses it.
ক) condemns — refined
খ) admits — clever
গ) exonerates— vulgar✔
ঘ) condones — genteel
- Not only the — are fooled by propaganda. we can all be misled if we are not—–.
ক) ignorant — cynical
খ) gullible — wary✔
গ) illiterate—- mature
ঘ) credulous—- headstrong
- Ranu’s “important ” speech given at the state competition won her the first prize.
ক) interesting
খ) informative
গ) expressive
ঘ) extemporaneous✔
- The speaker walked ” confidently” and quickly to the podium .
ক) carefully
খ) thoughtfully
গ) assuredly✔
ঘ) clumsily
- If the crops are not ” irrigated soon” the harvest will be sparse.
ক) watered✔
খ) planted
গ) plowed
ঘ) fertilized
- The principle ” congratulated” the student on his outstanding display of leadership.
ক) praised✔
খ) alluded
গ) scolded
ঘ) contacted
- The antonym for ” Devoid” —
ক) latent
খ) full of✔
গ) evident
ঘ) suspecting
- The synonym for ‘ Abortive’–
ক) fruitful
খ) familiar
গ) unsuccessful✔
ঘ) consuming
- What is the correct meaning of the phrase “At daggers drawn” ?
ক) In a state of violent enmity✔
খ) Without any delay
গ) Crack brain
ঘ) Very poor
- Find out the parts of speech of the following word Equity.
ক) Pronoun
খ) Noun✔
গ) Adjective
ঘ) Adverb
- There’s — dust on these books. Fetch me a duster.
ক) a lot of✔
খ) plenty of
গ) a good deal of
ঘ) lots of
- The more she learnt — the American civil war, the more fascinated with it she became.
ক) of
খ) about
গ) in✔
ঘ) into
- Julian spent most of his holiday in the bathroom. He ate some seafood that did not agree– him.
ক) on
খ) to
গ) with✔
ঘ) about
- ‘Plebiscite’ is a term related to–
ক) Medicine
খ) Politics✔
গ) Technology
ঘ) Law
- A compound sentence has–
ক) a subject and a finite verb
খ) one principle clause and one sub- ordinate clause
গ) two or more co-ordinate clauses✔
ঘ) two or more sub-ordinate clauses
- which one is the adjective of the word ‘Tax” ?
ক) Taxable✔
খ) Taxation
গ) Taxability
ঘ) Taxi
- Debut.
ক) conclusion
খ) contradiction
গ) gracious response
ঘ) first appearance✔
- Collage.
ক) part of a university
খ) meeting of professionals
গ) art form✔
ঘ) chorus
- SONG: CYCLE
ক) agenda : meeting
খ) sonnet : sequence✔
গ) waltz : dance
ঘ) tune : arrangement
- GLOSSARY : WORDS
ক) lexicon : numbers
খ) atlas : maps✔
গ) thesaurus : rhymes
ঘ) catalog : dates
গণিত প্রশ্ন সমাধান
১. সাগরের পানিতে লবণের পরিমাণ ৪.৫% । ৫০ কেজি লবণ তৈরি করতে কত কেজি পানি বাষ্প করতে হবে?
ক) ১১২.২২ কেজি
খ) ১২.১২ কেজি
গ) ১১.১১ কেজি
ঘ) ১১১১.১১ কেজি✔
২. দুই সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ঃ৫ হলে সংখ্যাদ্বয় কত?
ক) ২৩১,১৬৫✔
খ) ২২৩,১১৬
গ) ২২২,১২০
ঘ) ১৯০,১২৪
৩. এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য ২৫০৬ টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
ক) ১৪০৩
খ) ১৪৩০
গ) ১৪৩২
ঘ) ১৪৩২০✔
৪. এক সের সমান কত কিলোগ্রাম?
ক) ০.৯৭ কিলোগ্রমা (প্রায়)
খ) ০.৯৩ কিলোগ্রমা (প্রায়) ✔
গ) ১.০৭ কিলোগ্রাম (প্রায়)
ঘ) ১.০৯ কিলোগ্রমা (প্রায়)
৫. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে , ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগলে একটি ও কম বা বেশি হবে না?
ক) ২০০
খ) ২২০
গ) ৩০০
ঘ) ২১০✔
৬. শামিমের নিকট ৮০০ টাকা আছে। কিছু সংখ্যক লোককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। লোকসংখ্যা কত?
ক) ৯০ জন
খ) ৯৫ জন
গ) ১০০ জন
ঘ) ১৫০ জন✔
৭. দুইটি সংখ্যার গুণফল ৪২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দুটি কত?
ক) ৪,৩
খ) ৭,৬✔
গ) ৮,৬
ঘ) ১০,৮
৮. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে তার আয়তন –
ক) ২০% কমবে
খ) ৪% কমবে✔
গ) ২৫% কমবে
ঘ) পরিবর্তন হবে না
৯. সাগরের পানিতে লবণের পরিমাণ ৪.৫% । ৫০ কেজি লবণ তৈরি করতে কত কেজি পানি বাষ্প করতে হবে?
ক) ১১২.২২ কেজি
খ) ১২.১২ কেজি
গ) ১১.১১ কেজি
ঘ) ১১১১.১১ কেজি✔
১০. দুই সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ঃ৫ হলে সংখ্যাদ্বয় কত?
ক) ২৩১,১৬৫✔
খ) ২২৩,১১৬
গ) ২২২,১২০
ঘ) ১৯০,১২৪
১১. এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য ২৫০৬ টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
ক) ১৪০৩
খ) ১৪৩০
গ) ১৪৩২
ঘ) ১৪৩২০✔
১২. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে , ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগলে একটি ও কম বা বেশি হবে না?
ক) ২০০
খ) ২২০
গ) ৩০০
ঘ) ২১০✔
১৩. শামিমের নিকট ৮০০ টাকা আছে। কিছু সংখ্যক লোককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। লোকসংখ্যা কত?
ক) ৯০ জন
খ) ৯৫ জন
গ) ১০০ জন
ঘ) ১৫০ জন✔
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. পরবর্তী কমনওেয়লথ গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ২০০৬ অস্ট্রেলিয়া
খ) ২০১৪ সালে স্কটল্যান্ডে✔
গ) ২০৭ আমেরিকা
ঘ) ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ
২. ‘রয়টার্স’ কি?
ক) একটি সংবাদপত্র
খ) সংবাদ সংস্থা✔
গ) ক্লাব
ঘ) গণমাধ্যম
৩. সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ কে হন?
ক) শচীন টেন্ডুলকার
খ) জেমস ফকনার✔
গ) রিকি পন্টিং
ঘ) জহির খান
৪. সাহিত্যে নোবেল পুরস্কার ‘ ০২ কে পান?
ক) ইমরে কারতেজ✔
খ) ড্যানিয়েল কাহতেমান
গ) ভারণ এল স্মিথ
ঘ) ভি এস নাইপল
৫. বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র✔
খ) জাপান
গ) কানাডা
ঘ) ডেনমার্ক
৬. লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
ক) ব্রাজিল
খ) দক্ষিণ আফ্রিকা
গ) ভারত
ঘ) চীন✔
৭. বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
ক) নাউরু
খ) ভ্যাটিকান✔
গ) মোনাকো
ঘ) টুভ্যালু
৮. জাপানের জাতীয় প্রতীক কি?
ক) শ্বেতপদ্ম
খ) গোলাপ
গ) ক্রিসেনথিমাম✔
ঘ) শাপলা
৯. ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক) রিয়াদ
খ) জেদ্দা✔
গ) দুবাই
ঘ) দোহা
১০. ইরাক আক্রমণে যৌথ বাহিনীর নেতৃত্ব দেন কে?
ক) পিটার হ্যারি টমাস
খ) টমি ফ্রাংক✔
গ) জেনারেল গার্নার
ঘ) পল ব্রেমার
১১. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচাইতে বেশি কোন দেশের?
ক) মালদ্বীপ✔
খ) ভুটান
গ) পাকিস্তান
ঘ) শ্রীলংকা
১২. ২০০৩ সালের আগস্ট মাস থেকে অস্ট্রেলিয়া সন্ত্রাস দমনের জন্য যে রবোটটি নিযুক্ত করেছে সেটি কোন দেশের তৈরি?
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) জাপান✔
ঘ) জার্মানি
১৩. বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত?
ক) ভেনিজুয়েলা✔
খ) গায়ানা
গ) প্যারাগুয়ে
ঘ) ক্যালিফোর্নিয়া
১৪. UNDP- এর মানব উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্নে অবস্থানকারী দেশ কোনটি?
ক) কিউবা
খ) ডিআর কিউবা✔
গ) শ্রীলংকা
ঘ) জাপান
১৫. জাতিসংঘ কবে ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়?
ক) ২২ মে, ২০০৩✔
খ) ২২ মার্চ , ২০০৩
গ) ২৩ মে, ২০০৩
ঘ) ২৩ মার্চ , ২০০৩
১৬. পশ্চিম বাগদাদে যৌথ সেনাবাহিনীর গুলিতে নিহত রয়টার্সের ক্যামেরাম্যান মাজেনডানা কোন দেশের নাগরিক?
ক) প্যালেস্টাইন✔
খ) জর্ডান
গ) ফ্রান্স
ঘ) ইতালি
১৭. ‘লিভিং হিস্ট্রি’ — এ গ্রন্থটির রচয়িতা কে?
ক) স্টিফেন হকিং
খ) হিলারি রডহ্যাম ক্লিনটন✔
গ) জন জেক্স
ঘ) হ্যারল্ড রবিন্স
১৮. বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
ক) হিমায়িত খাদ্য
খ) পাট ও পাটজাত দ্রব্য
গ) তৈরি পোশাক✔
ঘ) চা
১৯. বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কি?
ক) বৈলাম✔
খ) ইউক্যালিপটাস
গ) অর্জুন
ঘ) মেহগনি
২০. বাংলাদেশে সর্ববৃহৎ সার কারখানা কোনটি?
ক) জিয়া সার কারখানা, আশুগঞ্জ
খ) ঘোড়াশাল সার কারখানা
গ) ফেঞ্চুগঞ্জ সার কারখানা
ঘ) যমুনা সার কারখানা, তারাকান্দি✔
২১. সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ ২০০২ করা হয়েছে?
ক) ৫৫ (৬)
খ) ৯৩ (১) ✔
গ) ৯৩ (২ক)
ঘ) ৫৬ (৩)
২২. বাংলাদেশ সরকার কত সালের মধ্যে দেশের মোট ভূ – খন্ডের ২০ ভাগ বনায়নের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করেছে?
ক) ২০২০
খ) ২০০৫
গ) ২০১০
ঘ) ২০১৫✔
২৩. ২০০২-২০০৩ অর্থবছরের সর্বোচ্চ বরাদ্দ দেয়া কোন খাতে?
ক) শিক্ষা✔
খ) কৃষি
গ) প্রতিরক্ষা
ঘ) যোগাযোগ
২৪. সংবিধানের কোন অনুচ্ছেদে নারী -পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে?
ক) ২৬ (১)
খ) ২৭
গ) ২৮✔
ঘ) ২৯(৩)
২৫. বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত?
ক) ৩ কোটি ৬৬ লক্ষ ৭০ হাজার একর
খ) ২ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার একর
গ) ২ কোটি ৫৫ লক্ষ ২ হাজার একর
ঘ) ২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর✔
২৬. ‘কেয়ার’ একটি–
ক) বাংলাদেশী এনজিও
খ) আমেরিকার এনজিও✔
গ) কানাডিয়ান এনজিও
ঘ) ড্যানিশ এনজিও
২৭. এনটিভি কবে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে?
ক) ৩ জুলাই, ২০০৩✔
খ) ৩ জুন, ২০০৩
গ) ৯ জুলাই, ২০০৩
ঘ) ৯ জুন, ২০০৩
২৮. কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত?
ক) ১২ কিমি
খ) ১৪ কিমি
গ) ১৮ কিমি✔
ঘ) ২৪ কিমি
২৯. বাংলাদেশের কোন বনাঞ্চল বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?
ক) মধুপুরের শালবন
খ) পার্বত্য চট্রগ্রামের কাপ্তাই বনাঞ্চল
গ) সুন্দরবন✔
ঘ) সিলেটের লাউয়াছড়া বনাঞ্চল
৩০. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক) যমুনা
খ) পদ্মা
গ) সুরমা
ঘ) মেঘনা✔
৩১. বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি?
ক) সায়েদাবাদ✔
খ) সোনাকান্দা
গ) চাঁদনিঘাট
ঘ) গোদনাইল
৩২. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার–
ক) ১.৫%
খ) ১.৩৭%✔
গ) ১.৮%
ঘ) ২.৩%
৩৩. বাংলাদেশের কোন বিজ্ঞানী ‘কলিঙ্গ পুরস্কার’ লাভের গৌরব অর্জন করেন?
ক) ড. জগদীশ চন্দ্র বসু
খ) ড. কুদরাত – ই- খুদা
গ) ড. কামালুদ্দিন আহমদ
ঘ) ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন✔
৩৪. সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ কোন সাল থেকে চালু হয়?
ক) ১৯৭৪ সালে
খ) ১৯৭৬ সালে
গ) ১৯৭৭ সালে✔
ঘ) ১৯৮৯ সালে
৩৫. সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিলে যে সংশোধনী যুক্ত করা হয়, তা হলো–
ক) তত্ত্বাবধায়ক সরকার গঠন✔
খ) সংসদীয় পদ্ধতির সরকার গঠন
গ) রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান
ঘ) ঢাকার বাইরে ছয়টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন
৩৬. বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে ?
ক) পাহাড়পুর
খ) ময়নামতি
গ) মহাস্থানগড়✔
ঘ) রাজশাহী
৩৭. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক) অ্যালপাইন
খ) আদি -অস্ট্রেলীয়✔
গ) নার্কিড
ঘ) মোঙ্গলীয়
বিজ্ঞান প্রশ্ন সমাধান
১. ‘থিওরি অব রিলেটিভিটি’র প্রণেতা–
ক) আলবার্ট আইনস্টাইন✔
খ) আইজ্যাক নিউটন
গ) চার্লস ডারউইন
ঘ) আঁদ্রে শাখারভ
২. ‘স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে’– এটি কার উক্তি?
ক) মেজর রোনান্ড রস✔
খ) টটি
গ) ল্যাবেরন
ঘ) স্যার প্যাট্রিক ম্যানসন
৩. সুষমখাদ্য শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ?
ক) ৬ঃ৪ঃ১
খ) ৫ঃ৩ঃ১
গ) ৪ঃ১ঃ১✔
ঘ) ৩ঃ৩ঃ১
৪. মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে–
ক) স্নায়ুতন্ত্র
খ) হরমোন✔
গ) পেশী
ঘ) উৎসেচক
৫. খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে?
ক) পিত্তথলি
খ) অগ্ন্যাশয়✔
গ) যকৃত
ঘ) ডিওডেনাম
৬. ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
ক) সোডিয়াম
খ) সেলিনিয়াম✔
গ) মলিবডেনাম
ঘ) রুবিয়াম
৭. ক্রনোমিটার কি?
ক) সময় মাপার যন্ত্র✔
খ) রাস্তা মাপার যন্ত্র
গ) পানি মাপার যন্ত্র
ঘ) উত্তাপ মাপার যন্ত্র
৮. সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ?
ক) লাল, আকাশী ও সবুজ✔
খ) লাল, কমলা ও হলুদ
গ) কমলা, হলুদ ও আকাশী
ঘ) লাল, আকাশী ও হলুদ
৯. কিসের সাহয্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায় ?
ক) প্রতিফলন
খ) প্রতিধ্বনি✔
গ) প্রতিসরণ
ঘ) প্রতিসরাঙ্ক
১০. চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
ক) অ্যাকুয়াম হিউমার
খ) পিউপিল
গ) কর্নিয়া
ঘ) রেটিনা✔
১১. কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন?
ক) ঘনত্ব বাড়াবার জন্য
খ) মজবুত করার জন্য✔
গ) সামগ্রিক খরচ কমাবার জন্য
ঘ) পানি শোষণ কমাবার জন্য