Southeast Bank Limited Trainee Assistant Officer (Cash) Question Solution-2022

0
292

Southeast Bank Limited Trainee Assistant Officer

(Cash) Question Solution-2022

পদের নামঃ- Trainee Assistant Officer (Cash)

পরীক্ষার তারিখঃ- ১১-১১-২০২২

GENERAL KNOWLEDGE ( সাধারণজ্ঞান )

  1. বাংলাদেশ বিষয়:

১) মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?

উত্তরঃ ২ নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় মোট ১১টি সেক্টর ছিল, সাবসেক্টর ছিল ৬৪টি । ২নং সেক্টরে নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ অন্তর্ভত্ত ছিল।

২) বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কত?

উত্তরঃ বাংলাদেশে বর্তমান তফসিল ভুক্ত ব্যাংক ৬১টি ।

৩) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি?

উত্তর: আবদুর রউফ তালুকদার

৪) বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি?

উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের মোট শাখা ১০ টি । যথাঃ-

১. বরিশাল শাখা ।

২. চট্টগ্রাম শাখা ।

৩. মতিঝিল প্রধান শাখা ।

৪. রাজশাহী শাখা ।

৫. সদরঘাট শাখা ।

৬. বগুড়া শাখা ।

৭. খুলনা শাখা ।

৮. ময়মনসিংহ শাখা ।

৯. রংপুর শাখা ।

১০. সিলেট শাখা ।

৫) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?

উত্তরঃ ১৯১৩ সালে গীতাপ্রলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

  1. আন্তর্জাতিক বিষয়:

১) রানী এলিজাবেথ-২ কত বয়সে মৃত্যুবরণ করেন?

উত্তরঃ- রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

২) এডিবি-র সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।

৩) রাশিয়ার মুদ্রার নাম কি?

উত্তরঃ- রুবল

৪) প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়?

উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল।

৫) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক এ অবস্থিত।

১৯৪৫ সালের ২৪শে অক্টোবর ৫১ টি সদস্য নিয়ে এর আবির্ভাব হয় । বর্তমানের সদস্য সংখ্যা ১৯৩টি দেশ ।

Intelligence Quotient

  1. Which number should come next in the pattern 0,1,1,2,3,5,8…..

Ans. The number is 13

The Fibonacci sequence is the series of numbers: 0, 1, 1, 2, 3, 5,8……..

In this series; the next number is found by adding the two numbers before it. Hence, the next term in the series is 5 + 8 =13

  1. Which word in the dictionary is always spelled incorrectly?

Ans. The Word that is spelled incorrectly in the dictionary is “Incorrectly.”

  1. Which year has 363 days?

Ans.

  1. -1হতে কত বিয়োগ করলে বিয়োগফল শুন্য হবে?

Ans. -1

  1. You flip an unbiased coin ten times in a row. It comes up “heads ” every time. You flip it one more time. What is the probability that it will come up “heads” again?

Ans.

গণিত প্রশ্ন সমাধানঃ-

১) ৫০০ টাকায় ৮% হারে ৬ বছরের সুদ কত হবে?

সমাধান I=pnr

= 500x6x

= ২৪০ টাকা

এখানে,

P=৫০০

N= ৬ বছর

R=৮%

২) একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?

সমাধান: ১০% ক্ষতিতে,

বিক্রয়মুল্য ৯০ টাকা হলে ক্রয়মুল্য ১০০ টাকা

:.   ”       ১৮০   ”     ”         ”     X ১৮০ টাকা  =২০০ টাকা

৩) একটি আরতাকার মাঠের দৈর্ হু বিল মাঠ পটার হলে, মাঠের ক্ষেত্রফল কত?

সমাধান: দৈঘ্য = 2 x 45 = 90 মিটার

আয়তক্ষেত্রের  ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ= 90 x 45

= 4050 বর্গমিটার

৪) একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১ দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

সমাধান: অনুপাতদ্বয়ের বিয়োগফল = ৫-১ = ৪

দুধের পরিমাণ ৪ লিটার বেশি হলে পানি ১ লিটার

:.  ”       ”      ৮   ”       ”      ”    ”

= ২ লিটার।

English Language And Communication

  1. Translate the following paragraph from English to Bangla:

A bank is a financial institution that acts as a link between depositors and borrowers. Bank uses the funds deposited by its customers to provide loans who want to borrow. Banks play an important role in the economy of a country. Banks perform a variety of functions, including deposits and withdrawals, currency exchange, forex trading, etc.

উত্তরঃ একটি ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানতকারী এবং খণগ্রহীতার-মধ্যে একটি সংযোগ হিসাবে কাজ করে । ব্যাংক তার গ্রাহকদের জমা করা তহবিল ব্যবহার করে যারা খণ নিতে চায় তাদের ঝণ প্রদান করতে । ব্যাংক একটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকগুলি আমানত এবং উত্তোলন, মুদ্রা বিনিময়, ফরেক্স ট্রেডিং ইত্যাদি সহ বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে ।

  1. Translate the following paragraph from Bangla to English:

বাংলাদেশের রপ্তানী আয়ের প্রধান উত্স হচ্ছে তৈরি পোশাক খাত। বিশ্বের বিভিন্ন দেশে আমরা তৈরি পোশাক রপ্তানী করে থাকি । তবে ইউরোপ এবং আমেরিকার দেশ গুলোই আমাদের প্রধান ক্রেতা । শ্রমের সুলভ মূল্য এবং সহজলভ্যতা এই খাতের উন্নয়নে বড় ভূমিকা রেখেছে।

Ans: Main source of export earnings of Bangladesh is the garment sector. We export ready made garments to different countries of the world. However, European and American countries are .our main buyers. Cheap price and easy availability of labor has played a major role in the development of this sector.

  1. Write a sentence using the following idioms and phrases:

1) Judge a book by its cover: That man may look very small and insignificant, but don’t judge a book by its cover.

2) Fish out of water: I just always felt like a fish out of water.

3) Face the music: If she lied to me, then she’ll just have to face the music.

4) Rule of thumb: A good rule of thumb is that a portion of rice is two handfuls.

5) The tip of the iceberg: As with many injuries, the damage We can see 1s only the tip of the iceberg.

PARAGRAPH (অনুচ্ছেদ)

  1. Write a paragraph in English on one of the following:

1) Banking job in our country

A career in banking has a huge prospect nowadays in Bangladesh. Both in Government and private sectors, today a number of banks are facilitating the young generation to come forward and work with them with a view to increasing the overall development rate of Bangladesh. The rapid growth of economics in this country is encouraging a lot of young souls to get involved in banking. Building a career in banking is not that difficult but one must have determination and devotion to this profession. The jobs in this sector may be laborious and difficult. but the outcome is really worth it. This is why banking considered one of the most prestigious in the job market in Bangladesh. Banking is one of the most diverse sectors to work in our job market. The large selection of jobs as well as the variety in types of work that it offers ensures that there is a definite job profile’- for each and every type of interest and aptitude of an employee. The competitive environment of the banking sector provides ample scope for talented and dynamic individuals, which is steady vertical growth. Working in this sector provides an opportunity for each employee to contribute towards the economic growth of Bangladesh through their work, whether it is big or small. A job in the sector of a public bank is considered a job for life-Given all the perks and advantages of a steady and profitable job in the banking sector, having satisfaction in this jobs inevitable. Since job satisfaction is one of the most important criteria in job selection in youth these days, it is also one of the most convincing factors why one must opt for a banking job as a career.

2) Honesty and Integrity

Honesty and Integrity are fundamental values that every sane guardian wishes his or her children to possess. These two values are the key ingredients to success in all aspects of life. Honesty and integrity are important in communication, business, profession, relationships and much more. Honesty is defined as the act of being fair and straightforward in life. On the other hand, integrity refers to the practice of possessing and adhering to the high moral principles and standards set by oneself and the society. Honesty is one of the most aspired human values of life. It’s the unique quality of being steadfast, firm and truthful in all environments. Honesty is essential for maintaining trust and respect in personal relationships, as well as in professional. ones., The acts of truthfulness and honor are also basic tenets in an individual having integrity. Individuals who demonstrate integrity attracts others

towards them as they are dependable and trustworthy. Such persons are highly principled & can be counted on to behave truly even when nobody is watching them.

  1. নিচের যে কোন একটি বিষয়ের উপর বাংলায় অনুচ্ছেদ লিখুন (অনধিক ১০০ শব্দে)।

১) পদ্মা সেতু উন্নয়নের নতুন দ্বার

পদ্মা সেতু নামটির সাথে অনেক আবেগ, উত্কন্ঠা, উৎসাহ, উদ্দীপনা জড়িত। পদ্মা সেতু কে বলা হয় স্বপ্নের পদ্মা সেতু এবং আসলেই এটা দক্ষিণবঙ্গ তথা সমগ্র বাংলার যে স্বপ্ন ছিল এটা বাস্তব সত্য । পদ্মা সেতু বাস্তবায়নের মধ্যে দিয়ে যেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্বপ্নের দুয়ার খুললো । কোনো রূপ বৈদেশিক সাহায্য ছাড়াই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত সর্ববৃহৎ প্রকল্প এই স্বপ্নের পদ্মা সেতু সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পদ্মা বহুমুখী সেতুর মাওয়া-জাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে বাংলাদেশের কেদ্রের সাথে দক্ষিণ-পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি হয়। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে । প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় ৪৪,০০০ বর্গ কিঃমিঃ (১৭,০০০ বর্গ মাইল) বা বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চলজুড়ে ৩ কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে৷ ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসাবে বিবেচিত হচ্ছে । এই সেতুটি নির্মিত হলে বাংলাদেশের জিডিপি ১.২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । পদ্মা সেতু নির্মাণের ফলে বাংলাদেশের মানুষের স্বপ্নে আজ বাস্তবায়িত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছে।

2) মুদ্রাস্ফীতি

কোন কাল পরিধিতে পণ্য-সেবার মূল্য টাকার অংকে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে  মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত পণ্যদ্বব্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্ধা দিয়ে এপণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে আগের পরিমাণ পণ্য কিনতে গেলে পরিমাণে কম পাওয়া যায়। সুতরাং মুদ্রাস্ফীতি ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমেযায় | মুদ্রাস্ফীতি প্রধানত দুটি কারণে হয়ে থাকে। ১) চাহিদা জনিত এবং ২) মুল্য জনিত। উভয়ই কোন দেশের অর্থনীতিতে মূল্য বৃদ্ধির জন্য সমান ভাবেই দায়ী, তবে ভিন্ন ভাবে কাজ করে । যখন কোন পণ্যের চাহিদা গ্রাহকদের কাছ থেকে বাড়ে তখন “চাহিদা জনিত” কারণে মূল্যবৃদ্ধি ঘটে। অন্যদিকে পণ্যের সরবরাহ ব্যয় বেড়ে গেলে মুল্য জনিত মূল্যবৃদ্ধি হয়। কোনো দেশের মুদ্রানীতি নিয়ন্ত্রণের জন্য সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সেই দেশের সরকার একসাথে পরিকল্পনা স্থির করে। কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা গুহীত পরিকল্পনাকে বলা হয় “মানিটরি পলিসি” (Monetary Policy) এবং সরকারের -দবারা গৃহীত পদক্ষেপগুলিকে বলা হয় ফিসকাল পলিসি” (Fiscal POlicy) সরকারও মুদ্রাক্ষীতি নিয়ন্ত্রণ করতে বিভিন্ন নীতি নির্ধারণ করে। মুদ্রাস্ফীতির ফলে চাকুরিজীবী মধ্যবিত্ত, যাদের উপার্জন নির্দিষ্ট তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে মুদ্রাস্ফীতির ফলে দেনাদাররা অর্থাৎ যে খণ নিয়েছে সে লাভবান হয় এবং পাওনাদার বা খণদাতারা ক্ষতিগ্রস্ত হয়। এজন্য জাতি ও সমাজে ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে মুদ্রাস্ফীতি অবশ্যই প্রতিহত করতে হবে ।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download