শেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যাণ
সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২২
পদের নামঃ- পরিবার পরিকল্পনা সহকারী
পরীক্ষার তারিখঃ- ২৮-১০-২০২২
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১. বাংলাদেশের জাতীয় সংগীত ও রণ সংগীত এর রচয়িতা কে?
উত্তর:
জাতীয় সংগীত: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর
রণ সংগীত: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
২. সন্ধি বিচ্ছেদঃ নবান্ন, স্বেচ্ছা, সংবাদ
উত্তর:
ক) নবান্ন = নব + অন্ন
খ) স্বেচ্ছা = স্ব+ইচ্ছা।
গ) সংবাদ = সম্+ বাদ।
৩. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ও ব্যঙ্জনবর্ণের সংখ্যা কয়টি?
উত্তরঃ বাংলা বর্ণমালায় ব্যক্জনবর্ণের সংখ্যা ৩৯টি এবং স্বরবর্ণের সংখ্যা ১১টি ।
৪. এককথায় প্রকাশ করুন £ সেবা করার ইচ্ছা, যার অন্য কোন উপায় নেই, নৃপুরের ধ্বনি
উত্তর:
সেবা করার ইচ্ছা = শুশ্রুষা
যার অন্য কোন উপায় নেই = অনন্যোগায়
নূপুরের ধ্বনি = নিক্বণ
৫. সাধু ও চলিত ভাষার ২ টি পার্থক্য
উত্তর:
সাধু ভাষা | চলিত ভাষা |
সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত নিয়মের অনুসারী | চলিত ভাষার সুনির্ধারিত ব্যাকরণ আজ ও তৈরি হয়নি |
সাধু ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী। | চলিত ভাষা সহজ ও স্বাভাবিক। |
৬. বিপরীত শব্দ লিখুনঃ সৌম্য , আবির্ভাব
উত্তর:
সৌম্য = উগ্র
আবির্ভাব = তিরোভাব
৭. লিঙ্গান্তর করুনঃ সভাপতি, জামাই
উত্তরঃ- সভাপতি = সভানেত্রী
জামাই = মেয়ে
৮. বাগধারা অর্থসহ বাক্য লিখুনঃ ডুমুরের ফুল, অর্ধচন্দ্র
উত্তর:
ডুমুরের ফুল (বিরল বা দু্র্লভ): পরীক্ষায় ভালো করে মামুন এখন ডুমুরের ফুল হয়ে উঠেছে ।
অর্ধচন্দ্র (গলা ধাক্সা দেওয়া): লোকটি চাঁদা চাইতে এসেছিল কিন্তু তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হলো।
৯. ব্যাসবাক্য লিখুনঃ-
কাচা-মিঠা = যা কাঁচা তাই মিঠা (কর্মধারয় সমাস)
গাছপাকা = গাছেপাকা (৭মী তৎপুরুষ)
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
- Write a paragraph on sustainable development Goals (SDGs).
Answer
Sustainable Development Goals (SDGs)
The Sustainable Development Goals (SDGs) are a group of 17 interconnected, globally applicable goals that aim to better the world. They were designed to act as a “blueprint to achieve a better and more sustainable future for all” and are a part of the 2030 Agenda for Sustainable Development. 193 nations came to an agreement on these terms in September 2015. Each of the 17 goals aims to advance global economic development, health, and education, as well as to reduce the effects of climate change and end extreme poverty. According to the United Nations, the Sustainable Development Goals (SDGs) aim to “protect the planet and improve the lives and prospects of everyone, everywhere.”
For each of these goals, the Sustainable Development Goals (SDGs) provide global direction. The majority of nations are currently dealing with SDG-related issues, and cooperation among all nations is necessary to find solutions to these issues.
১১. Write a short Note on the importance of birth registration of child.
Answer:
“Importance of Birth Registration of Child”
The right to a legal identity belongs to every child, but 25% of today’s newbons do not “officially” exist. These kids are denied birth certificates, which are their first official documents proving their identity, because their parents cannot afford, access, or learn about registration services. Without birth certificates, children cannot be seen by the
government. They might overlook crucial initiatives that safeguard their most fundamental rights, such as child protection, healthcare, and education. Children who lack legal status are more susceptible to abuse, exploitation, and violence. These youngsters run the risk of being trafficked, enlisted, or given in early marriage. They might encounter more violence if they are tried.as adults. Children of migrants and refugees are shielded from family separation by birth certificates. These kids run the risk of being stateless because they lack official documentation of their nationality or legal ties to any nation. Children without birth certificates face uncertain futures. It is possible to refuse ~medical treatment and vaccinations. Exams, school, social assistance, and inheritance may all be rejected. They have very few options for employment in the future, which increases the likelihood that they will live in poverty.
When you’re a young adult, you need official identification to open a bank account, cast a ballot, and apply for a job.
১২. Translate into English.
- a) আমি যদি পাখি হতাম!
Ans: I wish I were a bird.
- b) সকাল থেকে গুড়িগুড়ি রষ্টি হচ্ছে।
Ans: It has been drizzling since morning.
- c) মা শিশু কে খাওয়াচ্ছেন।
Ans. Mother is feeding her baby.
- d) আমি না হেসে পারলাম না
Ans: We could not but laugh
- e) সে সাতার কাটতে জানে না
Ans He does not know how to swim.
গণিত প্রশ্ন সমাধানঃ-
১৩। পাচ অংকের ক্ষুদ্রতম ও চার অংকের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
সমাধানঃ
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
এদের অন্তর হলো = ১
১৪। ৫ দিনে একটি কাজের ১/১০ অংশ করলে অর্ধেক সম্পন্ন করতে কতো দিন লাগবে?
সমাধান:
মনে করি, সম্পূর্ণ কাজ = ১ অংশ
অংশ শেষ হয় = ৫ দিনে
:. ১ অংশ শেষ হয় = ১০*৫ দিনে = ৫০ দিনে
সুতরাং অর্ধেক সম্পূর্ন হয় ৫০/২ = ২৫ দিনে (উত্তর)
১৫. টাকায় ৫ টি দরে ক্রয় করে টাকায় ৪ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান:- শতকরা লাভ = -১) * ১০০%
= -১) * ১০০%
= ) * ১০০%
= ২৫% লাভ
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১৬. সুষম খাদ্য বলতে কি বুঝায়? সুষম খাদ্যের উপাদান কয়টি ও কি কি?
উত্তর: খাদ্যের প্রধান ছয়টি উপাদান: শর্করা, আমিষ, স্নেহ বা চর্বিজাতীয় খাবার, ভিটামিন, খনিজ লবণ ও পানি । এগুলো খাবারের তালিকায় সঠিক অনুপাতে উপস্থিত থাকলে তাকে সুষম খাদ্য বলে।
১৭. পরিবার পরিকল্পনার ২ টি স্থায়ী পদ্ধতির নাম লিখুন?
উত্তরঃ ভ্যাসেকটমি বা এনএসভি পুরুষদের স্থায়ী পদ্ধতি ও টিউবেকটমি বা লাইগেশন মেয়েদের স্থায়ী পদ্ধতি।
১৮. ২০২২ সালে সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সেরা খেলোয়াড় কে?
উত্তরঃ- চ্যাম্পিয়ন: বাংলাদেশ। সেরা খেলোয়াড়: বাংলাদেশী খেলোয়াড় সাবিনা খাতুন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ।
১৯. শেরপুর জেলার স্মৃতি বিজড়িত সোহাগপুর বিধবাপল্লী কোন উপজেলার কোন ইউনিয়ন এ অবস্থিত?
উত্তরঃ সোহাগপুর বিধবাপল্লীতে একাত্তরের গণহত্যায় নিহতদের স্মরণে শহীদ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে ।
২০. শেরপুর জেলা মুক্তিযুদ্ধের কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ মুক্তিযুদ্ধে ময়মনসিংহ জেলা ১১নং সেক্টরের অধীনে ছিল । ১১নং সেক্টরের মধ্যে যে সকল অঞ্চল ছিল তা হলো- ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল নেররকোণা, সুনামগঞ্জের পশ্চিম অঞ্চল ও কুড়িগ্রাম জেলার যমুনার পূর্ব তীরস্থ অঞ্চল ।