সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার পরিকল্পনা সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

0
207

সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার পরিকল্পনা

সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- পরিবার পরিকল্পনা সহকারী
পরীক্ষার তারিখঃ- ১১-১১-২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১. সন্ধি বিচ্ছেদ করুন: পরিচ্ছেদ, শংকার,যষ্ঠ

পরিচ্ছেদ = পরি + ছেদ।

শংকার = শম্‌ + কার

ষষ্ঠ =ষষ+থ।

২. এক কথায় প্রকাশ: উপকার করার ইচ্ছা, পানি পান করার ইচ্ছা, উপায় নেই যার, হাতির ডাক

উত্তরঃ-

উপকার করার ইচ্ছা = উপচিকীর্ষা ।

পানি পান করার ইচ্ছা = পিপাসা

উপায় নেই যার = অনন্যোপায়

হাতির ডাক = বৃংহণ/বৃংহিত

৩. বাগধারাঃ মণিকাঞ্চন যোগ, অগস্থ্য যাত্রা, গোবরে পদ্মফুল, পটল তোলা

উত্তরঃ মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন)ঃ যেমন পাত্র তেমনি পাত্রী- একেবারে মণিকাঞ্চন যোগ।

অগস্থ্য যাত্রা (চির প্রস্থান, শেষ বিদায়): ভক্তদেরকে শোক সাগরে ভাসিয়ে মহানায়ক অগস্থ্য যাত্রা করলেন।

গোবরে পদ্মফুল (নীচ কুলে মহৎ ব্যক্তি): হামিদ হলো তার পরিবারের একজন গোবরে পদ্মফুল ।

পটল তোলা (মারা যাওয়া): চাঁদাবাজরা পটল তুলছে শুনে এলাকার লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল ।

৪. জসীমউদ্দিন কে কেন পল্লী কবি বলা হয়? তার কয়েকটি কাব্যের নাম

উত্তরঃ জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পলি-সাহিত্যের সংগ্রাহক হিসেবে । তবে তাঁর কবিত্ব শক্তির প্রকাশ ঘটে ছাত্রজীবনেই ৷ তখন থেকেই তিনি তাঁর কবিতায় পল্লি-প্রকৃতি ও পলি-জীবনের সহজ-সুন্দর রূপটি ভুলে ধরেন । পলির মাটি ও মানুষের সঙ্গে তাঁর

অস্তিত্ব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল । কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কবি হিসেবে এটি তাঁর এক অসামান্য সাফল্য ।

কাব্যস্বন্থ: ‘রাখালী’ (১৯২৭), ‘নক্সী কাথার মাঠ’ (১৯২৯), ‘বালুচর’ (১৯৩০), “সোজন বাদিয়ার ঘাট” (১৯৩০), ‘হাসু’ (১৯৩০), ‘ধানখেত’ (১৯৩২), রূপবতী” (১৯৪৬), ‘এক পয়সার বাঁশী” (১৯৪৮), “মাটির কানা” (১৯৫১), ‘সকিনা’ (১৯৫৯), ‘সুচয়নী’ (১৯৬১), ‘মা যে জননী কান্দে’ (১৯৬৩), ‘হলুদ বরণী’ (১৯৬৬), ‘জলের লেখন’ (১৯৬৯),

৫. উপসর্গ ও অনুসর্ণের মধ্যে পার্থক্য উদাহরণসহ লিখুন।

উত্তর; উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলঃ

উপসর্গঅনুসর্গ
১. উপসর্গ এমন অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না।১. অনুসর্গ এমন অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে।
২. উপসর্গের নিজস্ব অর্থ নেই।২.অনুসর্ণের নিজস্ব অর্থ আছে।
৩. প্র, পরা, অপ, অনা, নি, অব, ইত্যাদি হলো উপসর্গ৩.নিকট, দিয়ে, দ্বারা, থেকে, কর্তৃক, হতে ইত্যাদি হল অনুসর্গ।
৪. উপসর্গ অন্য শদ্বের পূর্বে বসে শব্দের অর্থের সম্প্রসারণ, পরিবর্তন, পূর্ণতা, সংকোচন, এমন৪. অনুসর্গ কখনো কখনো বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনামের পরে বসে, আবার কখনো বা শব্দ  বিভক্তির ন্যায় বাক্যর মধ্যে ব্যবহৃত হয়ে।
৫. কি নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে।বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে।

৬. সারাংশ লিখুন:

সকলের তরে সকলে আমরা

প্রত্যেকে আমরা পরের তরে

উত্তরঃ-

মানুষ এই পৃথিবীতে পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। মানুষ কখনো একা বসবাস করে না। মানুষে মানুষে মিলন যেন সম্পর্কের এক জটাজাল ৷ মানবজীবন ব্যক্তিকেদ্রিক নয়। একে অন্যের কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমেই মনুষত্বের পরিচয় ফুটে ওঠে । মানুষ মানুষের জন্য । মানুষের প্রতি মানুষের মমত্ববোধ থাকবে এটাই স্বাভাবিক । সুখে- দুঃখে, আপদে-বিপদে একজন অন্যজনের পাশে দাঁড়াবে । একজন বিবেকবান মানুষের এটাই কর্তব্য আপন দুঃখে যেমন মানুষ কাতর হয়, তেমনি অপরের দুঃখ-বেদনাতেও সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা উচিত । সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। নিজের স্বার্থের জন্যই জীবন নয়। এ প্রসঙ্গে ডা. লুৎফর রহমান বলেছেন, আত্মার সাত্মিক তৃপ্তির কাছে জড়দেহের ভোগসুখের কিছুই মুল্য নেই।  পরোপকারের মধ্য দিয়েই জীবন কাটাতে চায় । পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসে অন্যের যে কোন বিপদে । বিপদে অন্যের পাশে দাড়ানো এমন মহৎ কাজ আর নেই। তাই বলা হয়েছে, আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা জনম বিশ্বের তার পরার্থে কামনা । মানুষ একে অপরের সুখ দুঃখের সাথী । একে অন্যের জন্য । এ প্রসঙ্গে কবি কামিনী রায় বলেছেন, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে । মানুষ মানুষের জন্য ।

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

  1. Write a paragraph on Padma bridge

Ans:

“Padma bridge”

The Padma Multipurpose Bridge is the longest bridge in Bangladesh. On June 25, 2022, Prime Minister Sheikh

Hasina inaugurated the largest infrastructure in the country. The bridge is mainly constructed with steel and concrete. This great Padma Bridge was actually a dream to the people of Bangladesh. Ultimately, Bangladesh successfully implemented this biggest project. without any foreign investment. Bangladesh spent over 30,000 crores to build this longest construction. The length of the main bridge is 6.15 km and the width is 16.10 m. The bridge connects Mawa in Munshiganj district to Jajira in Shariatpur district. It has two layers a four- lane road at the top and a railway at the bottom. The bridge will also be used for gas, power lines and fiber optic cable expansion in the future. The Padma Bridge will surely have a significant contribution to the social, economic and industrial development of the southern part of Bangladesh. The bridge will play playing an important role not only in the country but also in the regional connectivity of Asia and Southeast Asia.

  1. Antonym-

Glory = shame

Intelligent = stupid

Easy = difficult

New = old

enemy = friend

Translation:

তুমি কোন শ্রেণিতে পড়?

Ans: What class are you in?

বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়।

Ans: Bangladesh became independent in 1971.

সে কখনো মিথ্যা বলে না।

Ans: He never lies.

আল্লাহ তোমার মঙ্গল করুক।

Ans: May Allah bless you.

আমি ৮ টার সময় স্কুলে যায়।

Ans:I go to school at 8 o’clock.

গনিত প্রশ্ন সমাধানঃ-

১. একটি শ্রেণির ৬৫% ইংরেজিতে ও ৭০% বাংলায় পাশ করে । ৬০% উভয় বিষয়ে পাশ করলে উভয় বিষয়ে কত শতাংশ শিক্ষার্থী ফেল করেছে?

সমাধানঃ-

মোট = ইংরেজিতে পাস + বাংলায় পাগ – উভয় বিষয়ে পাগ + উভয় বিষয়ে ফেল

=১০০% = ৬৫% +৭০% – ৬০% + ফেল

= ১০০ % = ৭৫% + ফেল

= ফেল= ফেল % -৭৫%=২৫%

২. (2x+3x), (4x-5y).এর বর্গ কে অন্তররূপে প্রকাশ করো।

৩. A=+ হলে +1/ এর মান নির্ণয় করো?

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১. রাশিয়ার মুদ্রার নাম?

উত্তরঃ- রাশিয়ার মুদ্রা রুবল

২. জেল হত্যাদিবস কবে?

উত্তরঃ- ৩রা নভেম্বর

৩. মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে?

উত্তরঃ- বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বেদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয়। এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে শপথ গ্রহণ করে ।

৪. সুন্দরবন অঞ্চল কোন কোন এলাকা নিয়ে?

উত্তরঃ- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন ।

৫. খুলনা বিভাগে জেলা কয়টা?

উত্তরঃ খুলনা বিভাগে মোট ১০ টি জেলা ।

৬. জনসংখ্যা দিবস কত তারিখ, ২০২২ এর প্রতিপাদ্য বিষয় কি ছিল?

উত্তর: ১১ জুলাই । ২০২২ এর প্রতিপাদ্য বিষয়: “৮০০ কোটির পরথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি ।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download