রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যাণ
সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২২
পদের নামঃ- পরিবার পরিকল্পনা সহকারী
পরীক্ষার তারিখঃ- ০৪-১১-২০২২
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১। সন্ধি বিচ্ছেদঃ-
লবণ = লো + অন
বিদ্যালয় = বিদ্যা+আলয়
নির্জন = নিঃ+জন
২। বিপরীত শব্দঃ-
আদি _ অন্ত
নবীন _ প্রবীন
৩। ভাব সম্প্রসারণঃ- দুর্জন বিদ্যান হলেও পরিতাজ্য ।
উত্তরঃ
“দুর্জন বিদ্যান হলেও পরিতাজ্য”
দুর্জন হলো খারাপ স্বভাবের লোক। কথা, কাজ প্রভৃতি দ্বারা অন্যের ক্ষতি বা অনিষ্ট সাধনের স্বভাব ধর্ম দুর্ভনের বৈশিষ্ট্য | দুর্ভন ব্যক্তি শিক্ষিত ও অশিক্ষিত দুই হতে পারে । তবে দুর্জন বিদ্বান হলেও অকল্যাণকর, অশুভ তাই: পরিত্যাজ্য । মনুষ্যত্ব-বিরোধী কুপ্রবৃতিগুলো দুর্জন লোকের নিত্যসঙ্গী | এ ধরনের ব্যক্তির নৈতিক চরিত্র দুর্বল, ব্যবহারে এরা রূঢ়, চিন্তায় তরল। সমাজ, দেশ বা জাতি কেউ এদের দ্বারা উপকৃত হয় না। এরা সমাজের কলঙ্ক। এরা আত্মাকেন্দ্রিক, লোভী এবং স্বার্থপর | কোনো কোনো দুর্জন লোক প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয় বটে, কিন্তু বাস্তবিকভাবে গুণী ও মহৎ হয় না। ভাদের শিক্ষার সার্টিফিকেট একটি কাগজ ছাড়া অশ্য কিছু নয়। সার্টিফিকেট -সর্বস্ব শিক্ষা এদের চরিত্র ও মানসিকতায় কোনা পরিবর্তন ঘটাতে পারে না। এরা শিক্ষিত হয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। চাতুরী ও ছলনায় আরও কুটকৌশলী হয়ে এরা সহজ-সরল মানুষকে প্রতারিত করে । এদের সাহচর্যে সততার অপমৃত্যেু ঘটে । মানুষের সরচেয়ে বড় গুণ তার উত্তম চরিত্র ৷ মানুষের এই চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক রেখে অপরাপর বৈশিষ্ট্যের বিকাশ ঘটানো আবশ্যক । তেমনি বিদ্বান হওয়াও একটি গুণ । বিদ্যা অর্জনের মাধ্যমে মানুষ যথার্থ মানুষ হয়ে ওঠে । বিদ্যা মানুষের মনের চোখ খুলে দেয়। বিদ্যা
মানবজীবনের সফলভার সহায়ক। বিদ্বানের সংস্পর্শে এলে জ্ঞানের আলোয় মন আলোকিত হয়। কিন্তু বিদ্বান ব্যক্তি যদি চরিত্রহীন হয়, তবে তার বিদ্যার কোনো মুল্য থাকে না, সে তার বিদ্যাকে অন্যায় কাজে লাগায়। এরা নিজের স্বার্থ বা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে কোনো কৌশলের আশ্রয় নিতে পারে । চরিত্রহীন বিদ্বান ব্যক্তির কাছ থেকে বিদ্যা লাভ করে জীবনের কোনো কল্যাণ সাধন করা যায় না। তাই দুর্জন যদি বিদ্বানও হয়, তবু তার সানিধ্য ও সংস্পর্শ ত্যাগ করাই মঙ্গলজনক ।
ইংরেজী প্রশ্ন সমাধানঃ-
৪। ইংরেজী অনুবাদ করঃ
সূর্য পশ্চিম দিকে অস্ত যায় = The sun sets to the west,
সে ভালো wis = He’s a good guy
সে স্কুলে যায়না = He doesn’t go to school
ডাক্তার আসিবার পরে রোগিটি মারা গেল = The patient died after the doctor arrived.
৫। Application ডেপুটি কমিশনারের কাছে জব চেয়ে।
গণিত প্রশ্ন সমাধানঃ-
১ একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো,যদি ৮০০ টাকা বেশী বিক্রয় করা হতো তাহলে ৮% লাভ হতো । ছাগলটির ক্রয় মূল্য কত?
সমাধান: ১০৮-৯২=১৬
বিক্রয়যূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
সুতরাং বিক্রয়মুল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৬
আবার বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৬*৮০০
=৫০০০ টাকা
উত্তরঃ- ৫০০০ টাকা
২। ক একটি কাজ ১২ দিনে করে, খ ২০ দিনে করে ,যদি কাজটি ক ও খ একত্রে করে তাহলে কতদিন লাগবে?
সমাধান:
১/১২ ১/20 = (৫+৩)/ ৬০= ৮/৬০=২/১৫
ক ও খ ২/১৫ অংশ কাজ করে ১ দিনে
সুতরাং ১ অংশ কাজ করে ১ * ১৫/২=৭ দিনে
উত্তর: ৭ দিনে
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১. বাংলাদেশ জাতীয় বৃক্ষের নাম কী?
উত্তরঃ আম গাছ
২. মায়ানমারের রাজধানীর নাম কী?
উত্তরঃ নেপিদে
৩. চীনের মুদ্রার নাম কী
উত্তরঃ ইউয়ান
৪. ইংল্যান্ডের সমসামরিক প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ ঋষি সুনাক
৫. সোনার তরী কার লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৬. কারাগারের রজনামচা রান্থের রচয়িতা কে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
সাবাস বাংলাদেশ স্থপতির নাম কী?
উত্তর: নিতুন কুন্ডু
৮. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নাম্বার সেক্টর ছিল?
উত্তরঃ ৭ নং সেক্টর
৯. ছয় দফা কত সালে উত্থাপিত হয়?
উত্তর: ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারী