পরিবার পরিকল্পনা নওগাঁ জেলা কার্যালয় এর পরিবার কল্যাণ সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২২

0
82

নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যাণ

সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২২

পদের নামঃ- পরিবার কল্যাণ সহকারী

পরীক্ষার তারিখঃ- ০৪-১১-২০২২

১. গ্রছুসমূহের রচয়িতার লাম লিখুল।

বিষাদসিন্ধু – মীর মশাররফ হোসেন

মহাশ্মশান – কায়কোবাদ

হাজার বছর ধরে – জাহির রায়হান

নুরুলদীনের সারাজীবন – সৈয়দ শামসুল হক

আগুনের পরশমণি – হুমায়ুন আহমেদ

২. শব্দ সমূহ শুদ্ধ করে লিখুন:

পোষাক – পোশাক

বুদ্ধিজিবি – বুদ্ধিজীবী

মিস্টি – মিষ্টি

নিশিথিলি – নিশীথিনী

রমনিয় – রমণীয়

৩. সন্ধি বিচ্ছেদ করুন:

জনৈক – জন+এক

দুর্নীতি – দুঃ+নীতি

উচ্চারণ – উৎ+চারণ

গবেষণা – গো + এষনা

সদ্যোজাত – সদ্যঃ+জাত

৪. এক কথায় প্রকাশ কর:

জয় করিবার ইচ্ছা – জিগীষা

অক্ষির সমীপে – সমক্ষ

একই মায়ের সন্তান – সহোদর

কাচের তৈরি ঘর – শিশমহল

৫. Fill in the gap with appropriate preposition:

I cannot put faith —- him. (in)

The glass is made — sand. (of)

He broke the jug — a hundred pieces. (into)

His answer is -— the point (on)

I prefer tea — coffee (to)

৬. ইংরেজি translate করুনঃ

গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে – It bas been drizzling since morning.

যেমন কর্ম তেমর ফল – As you sow reap.

তিনি এক কথার মানুষ – He is a man of woed.

বিপদের সময় সাহস হারিয়ো না – Do not lose courage in times of danger.

পিতা-মাতার দেখাশুনা করেন – He takes care of his parents.

৭. অর্থ লিখুন:

A piece of cake – something that is easy to do, খুবই সহজ

Once in a blue moon – something extremely rare in occurrence, কদাচিৎ

In a nutshell – very briefly, giving only the main points, সংক্ষেপে

Maiden speech – first speech, প্রথম বক্তৃতা

Crying need – a serious and important need, জরুরী প্রয়োজন

৮. শুদ্ধ করে লিখুন:

Commitee – Committee

Sychology – Psychology

Lictenent – Lieutenant

Diarhea – Diarrhea

Phisician – Physician

৯. দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিট ও ৩০ মিনিটে পানি পূর্ণ করা যায় , চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো, প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি ১৮ মিনিটে পানি পূর্ণ হবে?

সমাধান: ২য় নল দ্বারা,

১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১/৩০ অংশ,

১৮ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির ১৮/৩০ অংশ বা ৩/৫ অংশ

১ম নল দ্বারা, পূর্ণ হয় চৌবাচ্চাটির (১-৩/৫) অংশ বা ২/৫ অংশ

১ম নল দ্বারা, সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয় ২০ মিনিটে

২/৫ অংশ চৌবাচ্চা পূর্ণ হয় = (২ * ২০) /৫ মিনিটে = ৮ মিনিটে

অতএব, প্রথম নলটি ৮ মিনিট পর বন্ধ করলে চৌবাচ্চাটি ১৮ মিনিটে পূর্ণ হয়।

১০. একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার, ঘরটির উচ্চতা ৩ মিটার এবং এর দেয়ালগুলো ১৫ সে.মি. পুরু হলে ৪ দেয়ালের আয়তন কত?

সমাধান: দেয়ালের পুরুত্ব = ১৫ সেমি.

= ১৫/১০০ = ০.১৫ মিটার

দৈর্ঘ্যর দিকে দুইটি দেয়ালের আয়তন

= (৪+২*০.১৫) * ৩*০.১৫*২ ঘনমিটার

= ৪.৩ * ৩ * ০.১৫ * ২ ঘনমিটার = ৩.৮৭ ঘনমিটার।

গ্রন্থের দিকে দুইটি দেয়ালের আয়তন = ৩.৫ * ৩ ৯ ০.১৫ ৮ ২ ঘনমিটার

= ৩.১৫ ঘনমিটার

সুতরাং দেওয়ালগুলোর মোট আয়তন = ৩.৮৭+৩.১৫ = ৭.০২ ঘনমিটার ।

সুতরা নির্ণয় আয়তন = ৭.০২ ঘনমিটার ।

১১. একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৩টাকা লাভ হবে।

সমাধান:

১০১ টাকা দরে ৫ ডজন ডিম কিনলে কেনার খরচ = ১০১*৫ টাকা

= ৫০৫ টাকা

৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনলে কেনার খরচ  = ৯০*৬ টাকা

= ৫৪০ টাকা

তাহলে তার ৫ + ৬ 5 ১১ ডজন ডিম কেনার খরচ

= ৫০৫ + ৫৪০ ঢাকা =১০৪৫ টাকা

তাহলে প্রতি ডজন ডিম কেনার খরচ = ১০৪৫ / ১১ টাকা

= ৯৫ টাকা

প্রতি ডজনে ৩ টাকা লাভে বিক্রি করলে বিক্রির দাম ৯৫ + ৩ টাকা

= ৯৮ টাকা (উত্তর)

১২. জাতীয় শিশু দিবস কবে পালন করা হয় এবং শেখ রাসেলের জন্মদিন কবে?

উত্তরঃ ১৭ মার্চ শিশু দিবস পালন করা হয়।

শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর ।

১৩. মহান মুক্তিযুদ্ধে বীরবিক্রম ও বীর প্রতীক উপাধি কতজন লাভ করেন?

উত্তরঃ ১৭৭ জন বীর বিক্রম এবং ৪২৪ জন বীর প্রতীক উপাধি লাভ করেন।

১৪ রাশিয়া ও জাপানের মুদ্রার নাম কি?

উত্তর: রাশিয়ার মুদ্রার নাম ‘রুবল’, জাপানের মুদ্রার নাম ‘ইয়েন’ |

১৫. IMF এর পূর্ণ রূপ কি এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ International Monetary Fund – IMF.

IMF  এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি |

১৬. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি এবং তিনি কোন দেশের নাগরিক?

উত্তরঃ জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download