MORA Office Assistant Cum Computer Typist Question Solution 2022

0
81

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরীক্ষার তারিখঃ- ১১-১১-২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১ । এককথায় প্রকাশ করুনঃ

ক) হরণ করার ইচ্ছা = জিহীর্ষা

খ) যা কষ্টে জয় করা যায় = দুর্জয়

গ) দিনের অপর ভাগ = অপরাহ্ন

ঘ) ক্ষমার যোগ্য = ক্ষমার্হ

ঙ) পরকে প্রতিপালন করে যে = পরভৃত

২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ

ক) চিরসুখী = চিরকাল ব্যাপিয়া সুখী (তৎপুরুষ সমাস)

খ) কাগজপত্র = কাগজ ও পত্র (দ্বন্দ সমাস)

গ) আমরা = তুমি, আমি ও সে (নিত্য সমাস)

ঘ) উপকূল = কুলের সমীপে (অব্যয়ীভাব সমাস)

উ) হাতে খড়ি = হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে (মধ্যপদলোগী বহুব্রীহি সমাস)

৩। সন্ধি বিচ্ছেদ করুনঃ

ক) সূর্যোদয় = সূর্য + উদয়

খ) ভাবুক = ভৌ +উক

গ) নাবিক = নৌ + ইক

ঘ) সঞ্চয় = সম্ + চয়

ঙ) স্বাগত = সু + আগত

৪ । কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ

ক) দশে মিলি করি কাজ । (কর্তৃকারকে ৭মী)

খ) গুণহীনে ত্যাগ কর। (কর্মে ৭মী)

গ) গাড়ী স্টেশন ছাড়ল। (কর্তৃকারকে প্রথমা)

ঘ) আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক । (অধিকরণে ৬ষ্ঠী)

ঙ) আাষাঢ়ে বৃষ্টি নামে । (অধিকরণে ৭মী)

৫ । বাগধারার অর্থসহ বাক্য রচনা করুনঃ

ক) শরতের শিশির (সুসময়ের বন্ধু): সরকারি দলে শরতের শিশিরের অভাব নেই ।

খ) ধামাধরা (তোষামোদকারী): তোমার মতো এমন ধামাধরা লোক আর একজনও দেখিনি |

গ) চিনির পুতুল (শ্রমকাতুরে): ছেলেটি একটি চিনির পুতুল ।

ঘ) ঊনকোটি চৌষট্টি (প্রায় সম্পূর্ণ): ঊনকোটি চৌষট্টি আয়োজন হবার পর সব স্থগিত করা হলো ।

ঙ) কাঠালের আমসন্ত্ব (অসম্ভব ব্যাপার/ অসম্ভব বস্তু): এ হাড়কিপ্টে করবে দান, কাঁঠালের আমসত্ত্ব আর কি।

ইংরেজী প্রশ্ন সমাধানঃ-

  1. Correct the Sentences:
  2. a) See the word in the dictionary

Ans. Look up the word in the dictionary.

  1. b) He did a sin

Ans. He committed a sin.

  1. c) The boy sink

Ans. The boy drowned.

  1. d) The doctor saw my pulse

Ans: The doctor felt / took my pulse.

  1. e) He is blind to his eyes.

Ans He is blind of his eyes.

  1. Write the meaning of the words:
  2. a) Oracle = পুরোহিত
  3. b) Endeavour = প্রচেষ্টা
  4. c) Expunge = মুছে ফেলা
  5. d) Explicit = স্পষ্ট
  6. e) Plausible = সম্ভবপর
  1. Fill in the blanks:
  2. a) … .. is the last work (drama) of Shakespeare.

Ans. The Tempest

  1. b) Milton’s Paradise lost is……..

Ans.) an epic

  1. c) Smoking is injurious to….

Ans: health

  1. d) ‘Metamorphosis’ is written by

Ans: Franz Kafka

  1. e) O Captain My Captain’ is written about……

Ans. the death of president Abraham Linclon

  1. Change the voice :
  2. a) I saw him go to garden.

Ans. He was seen to go to garden.

  1. b) He heard her sing.

Ans. She was heard to sing by him.

  1. c) His Comment surprised me.

Ans: I was surprised at his comment.

  1. d) Who opened the door?

Ans. By whom was the door opened?

  1. e) Why is a noise made?

Ans –

  1. Translate into English:

ক) এক হাতে তালি বাজে না।

Ans: It takes two to make a quarrel.

খ) লোভে পাপ পাপে মৃত্যু ।

Ans: reed leads to sin and sin to death.

গ) বর্ষা আরম্ভ হয়েছে।

Ans: The rains have set in.

ঘ) এ বছর হাড় কাঁপানো শীত পড়েছে।

Ans: It is bitter cold in this year.

ঙ) বন্দুক তাক করতে না করতে পাখিটি উড়ে গেল।

Ans: No sooner had he aimed at the bird than it flew away.

১১। কোন আসল ৩. বছরে মুনাফা আসল ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।

সমাধান: সুদ আসলের ৩/৮ অংশ অর্থাৎ আসল ৮ টাকা হলে মুনাফা ৩ টাকা

মুমাফা-আসল = ৮ + ৩ = ১১ টাকা

মুনাফা-আসল ১১ টাকা হলে আসল ৮ টাকা

”            ”     ১   ”      ”        ”   ৮/১১ টাকা

”            ”     ৫৫০০    ”      ”           = ৪০০০ টাকা

তাহলে, সুদ = (৫৫০০-৪০০০) = ১৫০০ টাকা

8০০০ টাকার ৩ বছরের সুদ ১৫০০ টাকা

১         ”     ১     ”      ”   টাকা

১০০       ”     ১     ”     ”   = ১২.৫%

উত্তর: আসল ৪০০০ টাকা ও মুনাফার হার ১২.৫%

১২ । সাধারণ জ্ঞানঃ

ক) আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রিয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে?

উত্তরঃ- যুক্তরাষ্ট্র

খ) পূর্ণরূপ লিখুন  e-GP; GDI

উত্তরঃ- e-GP = Electronic Government Procurement;

GDI = Gross Domestic Income

গ) বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে।

উত্তরঃ-  ২১ নং অনুচ্ছেদে

ঘ) IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

ঙ) বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT ) চালু হয় কত সালে?

উত্তরঃ- ১৯৯১ সালে

চ) NILG — এর পূর্ণরূপ লিখুন ।

উত্তরঃ- National Instititue of Local Government

ছ) মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল?

উত্তরঃ- ১০নং সেক্টর

জ) বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ- ১৯৭৩ সালে ৭ মার্চ

ঝ) জাতিসংঘের কোন কোন রাষ্ট্র ভেটো (Veto) ক্ষমতা প্রয়োগ করতে পারে?

উত্তরঃ- ৫টি রাষ্ট্র (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স)

ঞ) ASEAN ক? ASEAN কত সালে গঠিত হয়?

উত্তরঃ- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতামুলক সংস্থা ।  ASEAN গঠিত হয় ১৯৬৭ সালে ।

ট) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় ৫টি রাজ্যের নাম লিখুন।

অরুণাচল, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা ।

ঠ) ডি-৮ (D)-8) প্রতিষ্ঠিত হয় কোন সালে? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ ডি-৮ (D-৮) প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে । এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ।

ড) CEPA কি?

উত্তরঃ- Comprehensive Economic Partnership Agreement.

ঢ) পূর্ণরূপ লিখুন: WIPO ITO

উত্তরঃ- WIPO = World Intellectual Property Organization:

ITO International Telecommunication Organization

ণ) এডামস্‌ পিক কোথায় অবস্থিত?

উত্তরঃ- শীলংকা

ত) হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় কবে?

উত্তরঃ- ১৯১০ সালে

থ) ‍Sunshine Policy এর সাথে জড়িত দুটি দেশের নাম কি?

উত্তরঃ-  উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

দ) UNHCR  এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ- জেনেভা, সুইজারল্যান্ড

ধ) বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়?

উত্তরঃ- নরসিংদী

ন) OIC এর সদস্য সংখ্যা কত? OIC বর্তমান মহাসচিবের নাম কি?

উত্তরঃ- OIC এর সদস্য সংখ্যা ৫৭ জন। OIC এর বর্তমান মহাসচিবের নাম হুসেইন ইব্রাহিম তাহা।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download