ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ- ১১-১১-২০২২
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১ । এককথায় প্রকাশ করুনঃ
ক) হরণ করার ইচ্ছা = জিহীর্ষা
খ) যা কষ্টে জয় করা যায় = দুর্জয়
গ) দিনের অপর ভাগ = অপরাহ্ন
ঘ) ক্ষমার যোগ্য = ক্ষমার্হ
ঙ) পরকে প্রতিপালন করে যে = পরভৃত
২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
ক) চিরসুখী = চিরকাল ব্যাপিয়া সুখী (তৎপুরুষ সমাস)
খ) কাগজপত্র = কাগজ ও পত্র (দ্বন্দ সমাস)
গ) আমরা = তুমি, আমি ও সে (নিত্য সমাস)
ঘ) উপকূল = কুলের সমীপে (অব্যয়ীভাব সমাস)
উ) হাতে খড়ি = হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে (মধ্যপদলোগী বহুব্রীহি সমাস)
৩। সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক) সূর্যোদয় = সূর্য + উদয়
খ) ভাবুক = ভৌ +উক
গ) নাবিক = নৌ + ইক
ঘ) সঞ্চয় = সম্ + চয়
ঙ) স্বাগত = সু + আগত
৪ । কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
ক) দশে মিলি করি কাজ । (কর্তৃকারকে ৭মী)
খ) গুণহীনে ত্যাগ কর। (কর্মে ৭মী)
গ) গাড়ী স্টেশন ছাড়ল। (কর্তৃকারকে প্রথমা)
ঘ) আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক । (অধিকরণে ৬ষ্ঠী)
ঙ) আাষাঢ়ে বৃষ্টি নামে । (অধিকরণে ৭মী)
৫ । বাগধারার অর্থসহ বাক্য রচনা করুনঃ
ক) শরতের শিশির (সুসময়ের বন্ধু): সরকারি দলে শরতের শিশিরের অভাব নেই ।
খ) ধামাধরা (তোষামোদকারী): তোমার মতো এমন ধামাধরা লোক আর একজনও দেখিনি |
গ) চিনির পুতুল (শ্রমকাতুরে): ছেলেটি একটি চিনির পুতুল ।
ঘ) ঊনকোটি চৌষট্টি (প্রায় সম্পূর্ণ): ঊনকোটি চৌষট্টি আয়োজন হবার পর সব স্থগিত করা হলো ।
ঙ) কাঠালের আমসন্ত্ব (অসম্ভব ব্যাপার/ অসম্ভব বস্তু): এ হাড়কিপ্টে করবে দান, কাঁঠালের আমসত্ত্ব আর কি।
ইংরেজী প্রশ্ন সমাধানঃ-
- Correct the Sentences:
- a) See the word in the dictionary
Ans. Look up the word in the dictionary.
- b) He did a sin
Ans. He committed a sin.
- c) The boy sink
Ans. The boy drowned.
- d) The doctor saw my pulse
Ans: The doctor felt / took my pulse.
- e) He is blind to his eyes.
Ans He is blind of his eyes.
- Write the meaning of the words:
- a) Oracle = পুরোহিত
- b) Endeavour = প্রচেষ্টা
- c) Expunge = মুছে ফেলা
- d) Explicit = স্পষ্ট
- e) Plausible = সম্ভবপর
- Fill in the blanks:
- a) … .. is the last work (drama) of Shakespeare.
Ans. The Tempest
- b) Milton’s Paradise lost is……..
Ans.) an epic
- c) Smoking is injurious to….
Ans: health
- d) ‘Metamorphosis’ is written by
Ans: Franz Kafka
- e) O Captain My Captain’ is written about……
Ans. the death of president Abraham Linclon
- Change the voice :
- a) I saw him go to garden.
Ans. He was seen to go to garden.
- b) He heard her sing.
Ans. She was heard to sing by him.
- c) His Comment surprised me.
Ans: I was surprised at his comment.
- d) Who opened the door?
Ans. By whom was the door opened?
- e) Why is a noise made?
Ans –
- Translate into English:
ক) এক হাতে তালি বাজে না।
Ans: It takes two to make a quarrel.
খ) লোভে পাপ পাপে মৃত্যু ।
Ans: reed leads to sin and sin to death.
গ) বর্ষা আরম্ভ হয়েছে।
Ans: The rains have set in.
ঘ) এ বছর হাড় কাঁপানো শীত পড়েছে।
Ans: It is bitter cold in this year.
ঙ) বন্দুক তাক করতে না করতে পাখিটি উড়ে গেল।
Ans: No sooner had he aimed at the bird than it flew away.
১১। কোন আসল ৩. বছরে মুনাফা আসল ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
সমাধান: সুদ আসলের ৩/৮ অংশ অর্থাৎ আসল ৮ টাকা হলে মুনাফা ৩ টাকা
মুমাফা-আসল = ৮ + ৩ = ১১ টাকা
মুনাফা-আসল ১১ টাকা হলে আসল ৮ টাকা
” ” ১ ” ” ” ৮/১১ টাকা
” ” ৫৫০০ ” ” = ৪০০০ টাকা
তাহলে, সুদ = (৫৫০০-৪০০০) = ১৫০০ টাকা
8০০০ টাকার ৩ বছরের সুদ ১৫০০ টাকা
১ ” ১ ” ” টাকা
১০০ ” ১ ” ” = ১২.৫%
উত্তর: আসল ৪০০০ টাকা ও মুনাফার হার ১২.৫%
১২ । সাধারণ জ্ঞানঃ
ক) আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রিয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র
খ) পূর্ণরূপ লিখুন e-GP; GDI
উত্তরঃ- e-GP = Electronic Government Procurement;
GDI = Gross Domestic Income
গ) বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে।
উত্তরঃ- ২১ নং অনুচ্ছেদে
ঘ) IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ঙ) বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT ) চালু হয় কত সালে?
উত্তরঃ- ১৯৯১ সালে
চ) NILG — এর পূর্ণরূপ লিখুন ।
উত্তরঃ- National Instititue of Local Government
ছ) মুক্তিযুদ্ধের সময় অভ্যন্তরীণ নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল?
উত্তরঃ- ১০নং সেক্টর
জ) বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৯৭৩ সালে ৭ মার্চ
ঝ) জাতিসংঘের কোন কোন রাষ্ট্র ভেটো (Veto) ক্ষমতা প্রয়োগ করতে পারে?
উত্তরঃ- ৫টি রাষ্ট্র (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স)
ঞ) ASEAN ক? ASEAN কত সালে গঠিত হয়?
উত্তরঃ- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতামুলক সংস্থা । ASEAN গঠিত হয় ১৯৬৭ সালে ।
ট) বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় ৫টি রাজ্যের নাম লিখুন।
অরুণাচল, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা ।
ঠ) ডি-৮ (D)-8) প্রতিষ্ঠিত হয় কোন সালে? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ডি-৮ (D-৮) প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে । এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ।
ড) CEPA কি?
উত্তরঃ- Comprehensive Economic Partnership Agreement.
ঢ) পূর্ণরূপ লিখুন: WIPO ITO
উত্তরঃ- WIPO = World Intellectual Property Organization:
ITO International Telecommunication Organization
ণ) এডামস্ পিক কোথায় অবস্থিত?
উত্তরঃ- শীলংকা
ত) হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তরঃ- ১৯১০ সালে
থ) Sunshine Policy এর সাথে জড়িত দুটি দেশের নাম কি?
উত্তরঃ- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
দ) UNHCR এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- জেনেভা, সুইজারল্যান্ড
ধ) বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়?
উত্তরঃ- নরসিংদী
ন) OIC এর সদস্য সংখ্যা কত? OIC বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তরঃ- OIC এর সদস্য সংখ্যা ৫৭ জন। OIC এর বর্তমান মহাসচিবের নাম হুসেইন ইব্রাহিম তাহা।