ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের
লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ- ১১-১১-২০২২
১. বানান শুদ্ধ করুন:
ক) শিরপীড়া = শিরঃগীড়া
খ) নিক্কন = নিক্বণ
২. এক কথায় প্রকাশ করুন:
ক) যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ
খ) তুলার তৈরি = তুলট
৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
ক) সুবর্ণ = সু যে বর্ণ (কর্মধারয় সমাস)
খ) বইপড়া বইকে পড়া (তৎপুরুষ সমাস)
৪. সন্ধি বিচ্ছেদ করুন:
ক) ইত্যাদি = ইতি + আদি
খ) পর্যন্ত = পরি + অন্ত
৫. কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক) ভাইয়ে ভাইয়ে বেশ মিল = কর্তৃকারকে ৭মী
খ) শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে = অধিকরণে “মী
৬. Change the voice:
- a) Who is calling me?
Ans: By whom am TI being called?
- b) Do you know them?
Ans: Are they known to you?
- c) It is impossible to do this.
Ans: This is impossibole to be done.
- d) Who planted this tree here?
Ans: By whom was this tree planted here?
- e) You must shut these doors.
Ans: These doors must be shut.
৭. Write the meaning of the words:
- a) Hoard = ভান্ডার
- b) Archilles heel = দুর্বলতম স্থান
- c) Stereotype = মুদ্রণফলক
- d) Implicit = অন্তর্নিহিত
- e) Brain-box = বুদ্ধিমান
০৮. একটি স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যার মধ্যে ৫/৬ অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী ৷ যদি ছাত্রের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা ১২০ জন বেশি হয়, তবে ছাত্রীর সংখ্যা কত?
সমাধান: ধরি, ছাত্র-ছাত্রীর সংখ্যা = 6 জন
তাহলে ছাতের সংখ্যা = 6x* =5x জন এ
এবং ছাত্রীর সংখ্যা = (6x — 5x) =x জন
প্রশ্নমতে 5x —x= 120 বা 4x = 120
:. X= 30
উত্তর: 30 জন
৯. ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ৪৮ কি.মি. রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে?
সমাধানঃ খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈঘ্রি সমান দূরত্ব (৬০ মিটার) অতিক্রম করতে হবে।
৪৮ কি.মি. = ৪৮ * ১০০০ = ৪৮০০০ মিগার [১কি.মি. ১০০০ মিটার ট্রেনটি ৪৮০০০
মিটার অতিক্রম করে ৬০ * ৬০ সেকেন্ডে
১ মিটার অতিক্রম = = সেকেন্ডে
৬০ মিটার অতিক্রম = =৪.৫ সেকেন্ডে
উত্তরঃ- ৪.৫ সেকেন্ডে
১১. সাধারণ জ্ঞান:
ক) বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কী?
উত্তরঃ- কৃষি খাত
খ) বাংলাদেশে সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়?
উত্তরঃ- ১৯৭৪ সালে
গ) ভিয়েতনাম-এর মুদ্রার নাম কী?
উত্তরঃ- ডং
ঘ) MRA -এর পূর্ণরূপ লিখুন ।
উত্তরঃ- Ministry of Religious Affairs
ঙ) বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্রের নাম কী?
উত্তরঃ- সিঙ্গাপুর
চ) বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত?
উত্তরঃ- কুতুবদিয়া দ্বীপ
ছ) বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে “শান্তি সংবিধান’ বলা হয়?
উত্তরঃ- জাপান (তবে, ২০১৫ সালের পর থেকে জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়
জ) সার্কভুক্ত দেশসমূহের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ- মালদ্বীপ
ঝ) তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ- তিস্তা নদী
ঞ) বিশ্বের কোন দেশে ভোট দেয়া বাধ্যতামূলক?
উত্তরঃ- অস্ট্রেলিয়া
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২