অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার
অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- সাটসুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২২
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুনঃ
ক) খাস জমি = (খাস যে মহল) কর্মধারয় সমাস
খ) আয়তলোচনা= (আয়ত লোচন যার) বহুব্রীহি সমাস
গ) বউভাত = (বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে) মধ্যপদলোগী কর্মধারয় সমাস
ঘ) কানাকানি = (কানে কানে যে কথা) বহুব্রীহি সমাস
২. এক কথায় প্রকাশ করুন
ক) মৃতের মত অবস্থা যার = মুমৃর্ধ
খ) একই কালে বর্তমান = সমকালীন
গ) যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষু
ঘ) নষ্ট হওয়াই যা স্বভাব = নশুর
৩. বিপরীত শব্দ লিখুনঃ
ক) আবির্ভাব = ভিরোভার
খ) সুশীল = দুঃশীল
গ) বাউন্ডুলে = সংসারী
ঘ) স্মৃতি = বিস্মৃতি
৪. সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক) অধঃপতন = অধঃ+পতন
খ) সংবরণ = সম্+বরণ
গ) মৃন্ময় = মৃৎ্+ময়।
ঘ) বিপচ্চিন্তা = বিপদ + চিন্তা ।
৫. নিচের বাগধারা সমুহের অর্থসহ বাক্য গঠন করুনঃ
ক) ভিটায় ঘুঘু চড়ানো (সর্বনাশ করা, সমূলে বিনাশ করা): নির্বাচনে জয়ী হয়েই প্রতিশোধ নিতে বিরোধী পক্ষের ভিটেয় ঘুঘু চড়ানোর রেওয়াজ শুরু হয়েছে আমাদের দেশে।
খ) ইতর বিশেষ (সামান্য পার্থক্য): ফলাফলে একই গ্রেড প্রাপ্তদের মধ্যে ইতর বিশেষ করা মুশকিল ।
গ) তালকানা (কান্ডজ্ঞানহীন): তালকানা লোকের উপর কাজ দিয়ে শান্তি নেই।
ঘ) লেফাফা দূরস্ত (বাইরের ঠাট বজায় রেখে চলা): এই লেফাফা দূরস্ত লোকটিকে দেখে কি মনে হয় যে, ইনি কপর্দকশূণ্য |
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
৬. Write a paragraph on “Delta plan” or
“FIFA World Cup 2022”
Delta plan
The Bangladesh Delta Plan (BDP) 2100 is a long-term integrated techno-economic mega plan that integrates all delta-related sector plans and policies, enveloping a Delta Vision and strategies that make it possible to integrate sector plans and policies for the long term and to present actionable interventions with a roadmap for realization. Government of Bangladesh has approved the Delta Plan 2100 on September 4, 2018 to secure the future of water resources and mitigate the likely effects of climate change and natural disasters. The Bangladesh Delta Plan (BDP) 2100 is a broad-based long-term vision about the likely changes and necessary intervention to make the Bangladesh Delta a safe by the end of the 21st Century. This long-term vision needs to be translated into specific goals or targets for its implementation. This is done by combining long term development outcomes in terms of economic growth and poverty reduction in the Perspective of 2041 with targets for reducing long term vulnerability from water and climate change-related hazards plus targets for environmental conservation. The Bengal delta is the largest delta in the world and with the growing population of the country, it possesses many advantages as well as disadvantages
for its people and the policymakers. At one hand we can grab all the opportunities to secure the goal of our development. But on the other hand, we may face challenges as well. In terms of risks from natural disaster, Bangladesh has made its place as the 5th most vulnerable country, thanks to its deltaic formation, river configuration, and climate change. Flooding, river erosion, tidal surge, salinity, and cyclone are consistent traits of the country. But the effects of climate change, makes these traits, an even greater challenge in the future.
“FIFA World Cup 2022”
The 2022 FIFA World Cup is an international association football tournament contested by the men’s national teams of FIFA’s member associations. The 22nd FIFA World Cup is taking place in Qatar from 20 November to 18 December 2022. This is the first World Cup to be held in the Arab world, and the second World Cup held entirely in Asia after the 2002 tournament in South Korea and Japan. At an estimated cost of over $220 billion, it is currently the most expensive World Cup ever held. France are the defending champions, having defeated Croatia 4—2 in the 2018FIFA World Cup final.
This tournament is scheduled, to be-the last with 32 participating teams, as the field will increase to 48 teams for the 2026 edition. Because of Qatar’s intense summer heat, this World Cup is being held during November and December. It is being played in a reduced timeframe of 29 days. 64 matches are being played in eight venues across five cities. The opening match was between Qatar and Ecuador at Al Bayt Stadium, Al Khor. In their first-ever World Cup appearance, Qatar lost 2—0, becoming the first host nation to lose their opening game, first host nation ever to be eliminated from FIFA World cup on their second match of the group stages. The final will be held on 18 December 2022 at Lusail Stadium, coinciding with Qatar’s National Day.
৭. Sentence with the following idioms and phrases with meaning
- a) Jeer at (To mock, taunt, or scoff at someone or something)
Everyone in school jeered at me for wearing a pink sweater.
- b) Enquiry into (to try to discover the facts about something)
When the authorities inquired into his background, they found he had a criminal record.
- c) Take pity on(to feel sorry for someone and try to help them)
Dirk took pity on me and let me stay at his house.
- d) Plough though (to go through a substance or an area of something with difficulty) We ploughed through the mud.
- e) last but not least (final statement is not less important than previous statements) The television is big, has an excellent picture, and last but not least, it’s cheap.
৮. Write the Opposite words:
- a) Demon = Amateur
- b) Enormous = Tiny
- c) Bustle = Calm
- d) Obsolete = Modern
- e) Apex = Bottom
- f) Eminent = Inconspicuous
৯. Fill in the blanks with appropriate words.
- a) He was supposed —– come. (to)
- b) The miser spends their time —– hoarding money. (on)
- c) I —– go out after dusk. (hardly)
- d) Nero —– while Rome Burns. (fiddles)
- e) The water —– simmering into kettle. (is)
গণিত জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১০. একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো ৪৫ টাকা বেশি ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
১০% ক্ষতিতে ,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯০ টাকা
৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫ টাকা
পার্থক্য = ১০৫ – ৯০ = ১৫ টাকা
১৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০ টাকা
১ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০/১৫ টাকা
৪৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য (১০০X ৪৫)/১৫ টাকা = ৩০০ টাকা
১১. ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারিদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে?
সমাধান: রাস্তাসহ বাগানের দৈর্ঘ = ২১ মি. + (২+২) মি. ২৫ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্ত = ১৫ মি. – (২+২) মি. = ১৯ মিটার
রাস্তাঘহ বাগানের ক্ষেত্রফল = ২৫*১৯ বর্গমিটার = ৪৭৫ বর্গমিটার।
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = ২১*১৫ বর্গমিটার = ৩১৫ বর্গমিটার ।
সুতরাং রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার = ১৬০ বর্গমিটার ।
ঘাস লাগানোর মোট খরচ = (১৬০*২.৭৫) টাকা = ৪৪০.০০ টাকা
অতএব, ঘাস লাগানোর মোট খরচ ৪৪০ টাকা ।
১২. ৬৬৬৬ টাকা বার্ষিক ১০% সুদে কয় বছরে সুদে আসলে ১৩৩৩২ টাকা হবে?
ব্যাখ্যা:
সুদ = (১৩৩৩২ – ৬৬৬৬) টাকা = ৬৬৬৬ টাকা
১০% হারে ,
৬৬৬৬ টাকার ১ বছরের সুদ (৬৬৬৬ X১০)/১০০ = ৬৬৬.৬ টাকা
৬৬৬.৬ টাকা সুদ হয় ১ বছরে
৬৬৬৬ টাকা সুদ হয় ৬৬৬৬/৬৬৬.৬ বছরে
= ১০ বছরে।
১৩. 5+x+4=3(x+1) হলে x এর মান কত?
(5+x)+4=3(x+1)
=5+x+4=3x+3
= 3x-x=9-3
= 2x=6
= x=6/3
= x=3 Ans
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১৪. টীকা লিখুনঃ
ক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
উত্তরঃ- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২.৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মীত হচ্ছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে । এই হচ্ছে।
খ) ভিশন ২০৪১
ডিত্তর রূপকল্প ২০৪১ বা বাংলাদেশ ভিশন ২০৪১ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা । ২০২২ থেকে ২০৪৪ সাল, এই বাইশ বছরের কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে, বাংলাদেশের লক্ষ্য শিল্পায়নের মাধ্যমে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জন । বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগের প্রসারকে উত্সাহ দেয়া রূপকল্প ২০৪১ -এর উদ্দেশ্য ।
১৫. কারাগারের রোজনামচা গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ- শেখ মুজিবুর রহমান ।
১৬. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় এবং কত তারিখে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ- পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের, দলিলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪.৩১- মিনিটে টাকার তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী সই করেন।
১৭. বাংলা ও ইংরেজিতে বাংলাদেশের সাংবিধানিক নাম লিখুন ।
উত্তরঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The People’s Republic of Bangladesh ).
১৮. বাংলা নববর্ষ চালু করেছিলেন কে?
উত্তরঃ মোগল সম্রাট আকবর ।
১৯. পূর্ণরূপ লিখুনঃ
উত্তরঃ- Icddrb = International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh.
FIFA = Federation Internationale de Football Association” in French. In English, it is known as International Federation of Association Football.
UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization.
CIRDAP = Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
২০. Global Warming কী ?
উত্তরঃ- গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্তায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। এটিকে গ্রিন হাউসের প্রতিক্রিয়া হিসেবে দেখা হয় । গে- বাল ওয়ার্মিং এর জন্য রিভিনন ধরনের গ্যাসকে দায়ী করা হয়। এগ্ডলো হলো কার্বনডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন, ওজোন, জলীয়বাম্প প্রভৃতি উল্লেখযোগ্য ।
২১. লোহিত সাগর কোন দুইটি মহাদেশকে আলাদা করেছে?
উত্তরঃ- আফ্রিকা ও এশিয়া ।
২২. বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? এর মিনার গুলো কিসের সংকেত বহন করে?
উত্তরঃ- বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান
শহীদ মিনারের স্তম্ভগুলো মা ও সন্তানের প্রতীক । অর্ধবৃত্তাকারে মা ও তার শহীদ সন্তানদের নিয়ে দন্ডায়মান।
২৩. Computer Virus কী ? VIRUS পূর্ণরূপ কী?
উত্তরঃ- কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোথাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে বা নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে ।
Vital Information Resources under Siege.
২৪. AI কি? এর কয়েকটি ব্যবহার লিখুন?
উত্তরঃ- AI হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেস। আর্টিফিশিয়ালবা ইন্টেলিজেল টার্মটির
বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেস এর ব্যাবহার:
- চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে
- বিমান পরিবহণের ক্ষেত্রে
- ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে
- গেমিং এবং বিনোদন ক্ষেত্রে
- কৃষিক্ষেত্র
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- অর্থ মন্ত্রণালয় এর সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্ন ও সমাধান – ২০১৯
- অর্থ মন্ত্রণালয় (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২