স্থানীয় সরকার বিভাগ এর অফিস সহকারি কম্পিউটার
অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- অফিস সহকারি কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২২
১. যেকোন একটি বিষয়ে প্রবন্ধ লিখুন:
(ক) পদ্মা সেতু
(খ) ডিজিটাল বাংলাদেশ
২. বাংলায় অনুবাদ করুন:
The great Liberation War is the ultimate destination of our existence. In our life the term is not only confined to a word. Liberation War is the name of a flaming agony in the heart of each and every Bengali. Liberation War is another name of Bengall’s glory and pride sensation and firmness, inspirationand revolt. Liberation war is the foundation of our nationalism, survival and shelter of proceeding.
উত্তরঃ- মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের চূড়ান্ত গন্তব্য । আমাদের জীবনে এটি কেবল একটি শব্দের মধ্যে সীমাবদ্ধ নয় । মুক্তিযুদ্ধ প্রতিটি বাঙালির হৃদয়ে এক জ্বলন্ত যন্ত্রণার নাম। মুক্তিযুদ্ধ বাংলার গৌরব ও গৌরবের সংবেদন ও দৃঢ়তা, প্রেরণা ও বিদ্রোহের অপর নাম। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয়ুতারাদের ভিত্তি, টিকে থাকা এবং অগ্রযাত্রার আশ্রয়।
৩. এক কথায় প্রকাশ করুন-
(ক) যা দমন করা কষ্টকর = দুর্দমণীয়
(খ) যে মেঘে প্রচুর বৃষ্টি হয় = সংবর্ত
(গ) অন্যের লেখা চুরি করে এমন = কুন্তীলক
(ঘ) শিশুর পক্ষে যা সম্ভবপর =
(ঙ) পক্ষের ন্যায় অক্ষি বা চোখ = পুন্ডরীকাক্ষ
৪. নিচের শব্দগুলোর শুদ্ধরূপ লিখুন-
শান্তনা = সান্তনা
সায়ত্বশাসন = সায়ত্ত্বশাসন
ন্যুনতম = ন্যূনতম
মনোকষ্ট = মনঃকষ্ট
মাহাত্ব = মহত্ব
৫. Write a paragraph on any one of the followings:
(a)
Food security
Food security is a measure of the availability of food and individuals ability to access it. According to the United Nations Committee on World Food Security, food security is defined as the means that all people, at all times, have physical, social, and economic access to sufficient, safe and nutritious food that meets their food preferences and dietary needs for an active and healthy life. A household is considered food secure when its inhabitants do not live in hunger or fear of starvation. There are three pillars that determine food security, food availability, food access, and food use and misuse. Food availability relates to the supply of food through production, distribution and exchange. Food access refers to the affordability and allocation of food, as well as the preferences of individuals and households. The causes of hunger and malnutrition are often not a scarcity of food but an inability to access available food, usually due to poverty. The next pillar of food security is food utilisation, which refers to the metabolism of food by individuals. Once food is obtained by a household, a variety of factors affect the quantity and quality of food that reaches to the members of the household. In order to achieve food security, the food. ingested must be safe and must be enough to meet the physiological requirements of each individual.
(b) Importance of Birth and Death Registration
৬. Fill in the blanks with appropriate preposition (any five)
(a) He is dull —- hearing. (of)
(b) The cat is fond —- milk. (of)
(c) The police are looking —– the murder. (into)
(d) She was astonished —- his ignorance. (by)
(e) Your method is different —- mine. (from)
(f) Do not agree —- him. (with)
(g) None can depend —- him. (on)
৭. Correct any five of the following sentences-
(a) He says English fluently.
Ans: He speaks English fluently.
(b) They went Rajshahi by bus.
Ans: They went to Rajshahi by bus.
(c) I differ you on this point.
Ans: I differ with you on this point.
(d) The ship downed to the bottom of the sea.
Ans: The ship sunk to the bottom of the sea.
(e) He ordered for a cup of tea.
Ans: He ordered a cup of tea.
(f) This is the best which we can do.
Ans: This is the best that we can do.
(g) She succeeded to get the job.
Ans: She succeeded in getting the job.
৮. একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ৬ কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ৫০ কিলোমিটার যেতে কত সময় লাগে?
সমাধানঃ মনে করি, স্রোতের বেগ u কিমি/ঘন্টা।
দেওয়া আছে, স্থির পানিতে নৌকার বেগ ৬ – u কিমি/ঘন্টা।
স্রোতের প্রতিকুলে নৌকার লব্ধি বেগ
=স্থির পানিতে নৌকার. বেগ – স্রোতের বেগ = (৬ – u) কিমি/ঘন্টা
প্রশ্নমমতে, স্রোতের গ্রতিকুলে ৬ কি.মি. যেতে নৌকাটির ৩ ঘন্টা সময় লাগে।
তাহলে,
অতিক্রান্ত দূরত্ব = নৌকার লব্ধি বেগ * সময়
৬ = (৬-u) ৩
বা, u = ৪
সুতরাং, স্রোতের বেগ = ৪ কিমি/ঘন্টা
এখন, স্রোতের অনুকূলে নৌকার লব্ধি বেগ = স্থির পানিতে নৌকার বেগ + স্রোতের বেগ =(৬ + ৪) কিমি/ঘন্টা 5 ১০ কিমি/ঘন্টা
স্রোতের অনুকূলে ৫০ কিমি যেতে নৌকাটির লাগবে 5 ৫০ / ১০ = ৫ ঘন্টা( উত্তর)
৯. মনির সাহেবের মাসিক মূল বেতন ৪৩,১৭০ টাকা । বার্ষিক আয়ের প্রথম ২ লক্ষ ৫০ হাজার টাকা আয়কর মুক্ত। পরবর্তী আয়ের উপর আয়করের হার শতকরা ১০% হলে মনির সাহেবকে বছরে কত টাকা আয়কর দিতে হবে।
সমাধানঃ- মনির সাহেবের বার্ষিক আয় = (৪৩১৭০ * ১২) টাকা
= ৫১৮,০৪০ টাকা
আয়করযুক্ত আয় = (৫১৮,০৪০ – ২৫০০০০) টাকা
= ২৬৮০৪০ টাকা
আয়করের হার শতকরা ১০% হলে,
২৬৮০৪০ টাকার আয়কর = (১০ * ২৬৮০৪০)/১০০ টাকা
= ২৬৮০৪ টাকা (উত্তর)
১০. উৎপাদকে বিশ্লেষণ করুন:
১১. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি এ ব্যাংকের মাধ্যমে কি কি মূল্যমানের কাগজী মুদ্রা ছাপানো হয়ে থাকে?
উত্তরঃ- বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক কর্তৃপক্ষ । এ ব্যাহকের মাধ্যমে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার কাগজী মুদ্বা ছাপানো হয়ে থাকে ।
১২. পূর্ণরূপ লিখুনঃ-
(a) UNESCO = United Nations Educational, Scientific and Cultural Organization.
(b) ILO = The International Labor Organization.
(c) BBE = British Broadcasting Corporation
১৩. সংক্ষেপে উত্তর দিন-
(ক) ১০ জানুয়ারি তারিখটি কেন গুরুত্বপূর্ণ ?
উত্তর: এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এবং মুক্তিযুদ্ধের সর্বোচ্চ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিন্তানের কারাগারে বন্দিদশা থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন দেশের পবিত্র মাটিতে ফিরে আসেন।
(খ) বাংলাদেশে চীনামাটি পাওয়া যায় কোন জেলায় ?
উত্তর: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে |
(গ) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক আবিষ্কৃত কোভিড-১৯ ভ্যাক্সিনের নাম কি?
উত্তর: আাস্ট্রাজেনেকা ।
(ঘ) পরি বিবি কে ছিলেন?
উত্তর: বিবি পরী বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খান এর কন্যা ও বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজম এর স্ত্রী।
(ঙ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত ও গৃহীত হয় কোন কোন তারিখে?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়।
(চ) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর: ৬ অক্টোবর
(ছ) ভাষানচর দ্বীপটি কেন বিখ্যাত ?
উত্তর: ভাষানচরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য পুনবাসনের ব্যবস্থাকরা হয়েছে। তাই এ দ্বীপটি কেন বিখ্যাত ।
(জ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ছায়ী সদস্য রাষ্ট্র কয়টি ?
উত্তরঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ চীন, ফ্রান্স, রাশিয়া,যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ৷
(ঝ) স্ট্যাচু অফ পিস’ কোথায় অবস্থিত?
উত্তর: জাপানের নাগাসাকিতে।
(ঞ) মাতারবাড়ি কোথায় এবং কী জন্য পরিচিত?
উত্তর: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় । মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আওতায় নির্মিতব্য
বন্দরটিই পরে গভীর সমুদ্রবন্দরে রূপান্তরিত করা হবে । কেবল তাই না, ভবিষ্যতে ল্যান্ড বেস (ভূমিতে) একটা-এলএনজি টার্মিনাল করা হবে । তাই এটি বিখ্যাত ।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান -২০২১
- স্থানীয় সরকার বিভাগ (LGD) এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১