লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার কল্যাণ
সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান ২০২২
পদের নামঃ- পরিবার পরিকল্পনা সহকারী
পরীক্ষার তারিখঃ- ২৮-১০-২০২২
১। সন্ধি বিচ্ছেদ: বিদ্যালয়, লবণ, সংসার, শুভেচ্ছা
বিদ্যালয় = বিদ্যা + আলয়
লবণ = লো + অন
সংসার = সম্ + সার
শুভেচ্ছা = শুভ + ইচ্ছা ।
২। বাগধারা;
৩। লিঙ্গ পরিবর্তন:
কবি = মহিলা কবি
৪1 Translation:
১) কখনো মিথ্যা বলিও না।
উত্তরঃ- Never tell a lie.
২) গরু ঘাস খায়।
উত্তরঃ- The cow eats grass.
৩) জামাটি নীল।
উত্তরঃ- The dress is blue.
৪) সাতদিনে হয় এক সপ্তাহ।
Seven days make a week.
৫) সূর্য আমাদের আলো দেয়।
উত্তরঃ- The sun gives us light.
৫। ইংরেজীতে বারো মাসের নাম।
উত্তরঃ- January, February, March, April, May, June, July, August, September, October, November, December।
৬। Word meaning: Introduce, Advice, Famous.
Introduce = পরিচয় করিয়ে দেয়া ।
Advice = উপদেশ
Famous = বিখ্যাত
৭। একটি গ্রামে ১৬০০০ জন লোক বাস করে। শিক্ষিতের হার ৫৫% হলে, গ্রামে অশিক্ষিত লোক কতজন ।
১০০ জনে শিক্ষিত = ৫৫ জন
১ ” ” = জন
:. ১৬০০০ জনে শিক্ষিত = = ৮৮০০ জন
:. গ্রামে অশিক্ষিত লোক = ১৬০০০-৮৮০০ = ৭২০০ (উত্তর)
৮। ১ ডজন ডিমের দাম ১৪৪ টাকা হলে ২ হালি ডিমের দাম কত?
সমাধানগর আমরা জানি, ১ ডজন = ১২টি এবং ২ হালি = ৮টি
প্রশ্নমতে,১২টি ডিমের দাম = ১৪৪টাকা
১টি ডিমের দাম = (১৪৪ /১২) টাকা = ১২ টাকা
:. ৮টি ডিমের দাম = (৮ * ১২) = ৯৬ টাকা
:. ২ হালি ডিমের দাম = ৯৬ টাকা (উত্তর)
৯। সংজ্ঞা লিখ চিত্রসহঃ (১) বর্গ (২) সমকোণী ত্রিভুজ
উত্তরঃ- বর্গ চতুর্ভজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান হলে তাকে বর্গ বলে। বর্গ একটি সুষম ও সমকোণী চতুর্ভজ। বর্গ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে। মূলতঃ বর্গক্ষেত্র দ্বারা বর্গের ক্ষেত্রফলকে বুঝায়।
সমকোণী ত্রিভুজ: সমকোণী ত্রিভুজ বলতে এমন একটি ত্রিভুজকে বোঝায় যার যেকোনো একটি কোণ সমকোণ বা ৯০। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ ৯০ ডিঘ্বী এব অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হলে তাকে সমকোণী ব্রিভুজ বলে ।
১০। লালমনিরহাট সম্পর্কে ইংরেজীতে ৫ টি বাক্য লিখ।
উত্তর Lalmonithat District is an administrative region of Rangpur Division in northwestem Bangladesh. History of the War of Liberation In 1971 Lalmonirhat was under Sector 6. It’s Literacy rate is 42.3% (male 48.2%, female 36.2%). Main source of income is Agriculture. Lalmonirhat may be called a district of enclaves; it has 33 enclaves.
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১। ময়নামতি কোন জেলায় অবস্থিত?
উত্তর: ময়নামতি বাংলাদেশের কুমিলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
২। আমাদের জাতির পিতার নাম কী?
উত্তর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩ । লালমনিরহাটের ৫টি নদীর নাম লেখ।
উত্তর: লালমনিরহাট সদর উপজেলার উল্যেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে তিস্তা, ধরলা
ত্রিমোহনী, স্বর্নামতি, সানিয়াজান।
৪। বাংলাদেশে কোন খনিজ পদার্থ সবচেয় বেশি?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
৫। দক্ষিণাঞ্চলের সর্বশেষ জেলা কী?
উত্তরঃ কক্সবাজার
৬। পদ্মাসেতু কবে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়।
৭। ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর কাতার