HSC Bangla 1st paper MCQ Question Solution 2022

0
109

এইচ এস সি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সমাধান ঢাকা বোর্ড ২০২২

পরীক্ষার তারিখঃ- ০৬-১১-২০২২

০১। তাজা তাজা প্রাণে অসহ্য …. কী?

ক. কল্পনা

খ. মন্ত্রণা

গ. বন্দনা

ঘ. যন্ত্রণা

উত্তর ঘ

০২। “ফেব্রুয়ারি-১৯৬৯’ কবিতায় কার মুখকে “তরুণ শ্যামল পূর্ব বাংলার’ সঙ্গে তুলনা করা হয়েছে?

ক. সালাম

খ. রফিক

গ. বরকত

ঘ. আজাদ

উত্তর ক

০৩ । ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. আৰু জাফর ওবায়দুলাহ্‌

গ. জীবনানন্দ দাশ

ঘ. সুফিয়া কামাল উত্তর: খ

০৪। কোন পঙক্তিটি “চিত্রকল্প’ বা “ইমেজ’- এর প্রকৃষ্ট উদাহরণ?

ক. তাহারেই পড়ে মনে , ভুলিতে পারিনা কোনো মতে

খ. মানুষ তবুও ঝণী পৃথিবী্ই কাছে

গ. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা

ঘ. আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে

উত্তর: গ

০৫ । “সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরীর মতো সরল বৃন্তটির উপরে

দীড়াইয়া, যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে’- কে?

ক. বিলাসী খ. আহ্লাদী

গ. জমিলা ঘ. কল্যাণী

উত্তরঃ ঘ

০৬। অপরিচিতা” গল্পের শীর্ষ-মুহূর্ত (গ্রহ্থিবন্ধন) কোনটি?

ক. শল্তুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ

খ. ট্রেনে কল্যাণীর সাক্ষা্লাভ মুহুর্ত

গ. সেকরা কর্তৃক গহনা পরীক্ষার মুহুর্ত

ঘ. গায়ে হলুদ মুহুর্ত

উত্তরঃ ক

উদ্দীপক: মরণরে তুঁহু মম শ্যাম সমান।

০৭। উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ চরিত্র কোনটি?

ক. মৃত্যুপ্তয়

খ. বিলাসী

গ. ন্যাড়া

ঘ. ন্যাড়ার আত্মীয়া

উত্তর খ

০৮। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করার প্রকৃত কারণ কোনটি?

ক. ধর্ম

খ. সমাজ

গ. প্রেম

ঘ. ঘৃণা

উত্তরঃ গ

০৯। “আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম’- উক্তিটি কার?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. শেখ হাসিনা

গ. শেখ কামাল

ঘ. শেখ ফজিলাতু্নেছা মুজিব

উত্তর: ঘ

১০। “মানব-কল্যাণ’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক. মানবতন্ত্র

খ. রাঙাগ্রভাত

গ. মাটির পৃথিবী

ঘ. চৌচির

উত্তর ক

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নৎ প্রশ্নের উত্তর দাও:

অন্ন চাই, প্রাণ চাই , আলো চাই, চাই মুক্ত বায়ু,

চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্ভ্বল পরমায়ু,

গাহস বিষ্তুত বক্ষপট | এ দৈন্য – মাঝারে, কবি,

একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি ।

১১। উদ্দীপকের আলোকে লালসালু উপন্যাসের প্রাণময় এবং সাহসী চরিত্র কোনটি?

ক. আক্কাস

খ. রহিমা

গ. জমিলা

ঘ. তাহের-কাদেরেন পিতা

উত্তর: গ

১২। উক্ত সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য হলো-

  1. নিজীব ধর্মতন্রের পদাঘাত ও সজীব প্রাণধর্মের জাগরণ
  2. শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির-সঙ্গে সুস্থ ও মুক্ত জীবনাজক্ষার ছন্দ

iii. ধর্ম ব্যবসায়ী মজিদের অস্তিত্ব সংকট ও সংকটের একটি মানবীয় ছন্দময় রূপ সৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. i ও ii

গ. iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ খ

১৩। সিরাজের কোন অমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন?

ক. জগৎ শেঠ

খ. মিরন

গ. উমিচাদ

ঘ. রাজা রাজবল্লভ

উত্তর: ক

১৪। কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়-

  1. শাসকরা যখন শোষক হয়
  2. স্বৈরাচার যখন জেঁকে বসে

iii. আমলাতন্ত্রের দৌরাত্য ঘখন বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii

উত্তরঃ ক

১৫। ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে-

ক. মুক্তিযুদ্ধ ও সংগ্রাম

খ. পাক বাহিনীর অত্যাচার

গ. উষ্ণতা, সাহজ ও দেশপ্রেম

ঘ. মুক্তিযোদ্ধাদের আত্মত্যা

গ উত্তর: গ

১৬। তোমার দাড়ি কই মির? কার প্রসঙ্গে বলা হয়েছে?

ক. মজিদ

খ. আঞ্জাস

গ. মোদাব্বের মিঞা

ঘ. ধলা মিঞা

উত্তর খ

১৭। ১৯৭২ সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে হ্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়?

ক. প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. স্ববাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান

ঘ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমান

উত্তর: ঘ

১৮। তোমার পঠিত কোন কবিতাটি সংলাপনির্ভর?

ক. সুচেতনা

খ. তাহারেই পড়ে মনে

গ. বিদ্রোহী

ঘ. প্রতিদান

উত্তর খ

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাওঃ

যা রুপিবে তাই পবে, সংসার যে কর্মভূমি।

১৯। উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সংগতিপূর্ণ পঙ্ক্তি কোনটি?

ক. একখানি ছোট খেত, আমি একেলা-

খ. এখন আমারে লহো করুণা করে

গ. আমারি সোনার ধানে গিয়াছে ভরি

ঘ. যত চাও তত লও তরণী-পরে।

উত্তর গ

২০। উক্ত সংগতির বিপরীতে “সোনার তরী* কবিতার অন্তর্নিহিত দর্শনটি হলো-

  1. পৃথিবীতে ভালো কাজের জন্য ফল পাওয়া যায়
  2. মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে মানুষকে নয়

iii. মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্থর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও ii

ঘ. i, ii ও iii

উত্তর: ঘ

২১। “পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন ।’ উক্তিটিতে প্রকাশ পেয়েছে-

ক. ভাবালুতা

খ. মর্ত্যচেতনা

গ. ইহলৌকিকতা

ঘ. সমকাল নিয়ে হতাশা

উত্তর: গ

২২। জীবনানন্দ দাশের কবি চেতনার “সুচেতনা’ হলো-

  1. এক চেতনানিহিত আরাধ্য নারী-সত্তা
  2. এক শুভচেতনা

iii. জীবন্মুক্তি এক চেতনা যা পৃথিবীর মানুষকে জীবন্ময় করে রাখে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, i i  ও i i i

উত্তর গ

২৩ । যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গানঃ এখানে “বিষে ভরা বাণ’ কী অর্থ জ্ঞাপন করেছে?

ক. কটুকথা

খ. মন্ত্র

গ. তীর

ঘ. শর

উত্তর ক

২৪ দেশের যারা শক্র , দেশের যা-কিছু মিথ্যা, ভণ্তামি, মেকি- তা দূর করতে কী প্রয়োজন?

ক. আখ্নের ঝান্ডা

খ. স্পষ্টকথা বলা

গ. আত্মনির্ভরতা

ঘ. আগুনের সম্মানা

উত্তরঃ ঘ

২৫। “আমার পথ’ প্রবন্ধে স্পষ্টকথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছে?

ক. আগুনের ঝান্ডা

খ. কর্ণধার

গ. গাঙ্গীজি

ঘ. অভিশাপ রথের সারথি

উত্তর: ঘ

২৬। মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আকুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন?

ক. বুদ্ধির মুক্তি আন্দোলন

খ. ভাষা আন্দোলন

গ. উনসন্তরের গণভ্য্থান

ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ

উত্তর ক

২৭। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়-

একমাত্র কার সাহায্যে?

ক. মুক্ত বুদ্ধি

খ. মুক্ত বিচার বুদ্ধি

গ. সদিচ্ছা

ঘ. সুবুদ্ধি

উত্তর খ

উদ্দীপক: ভরসা হলো, আর দামাতে পারবেনা । বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই।

এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে। জনমত সৃষ্টি হয়েছে, জনমতের

বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়?

২৮ উদ্দীপকের আলোকে পলাশী যুদ্ধে পরাজয়ের পর কে জনমত গঠনের মাধ্যমে প্রতিরোধের শেষ চেষ্টা করেছিলেন-

ক. মোহনলাল                 খ. নারান সিং

গ. সিরাজউদ্দৌলা            ঘ.মির কাশিম

উত্তর গ

২৯। উক্ত জনমত গঠনে ব্যর্থ হওয়ার মূল কারণ কী ছিল-

ক. যোগ্য নেতৃত্বের অভাব

খ. দেশপ্রেম ও সংঘচেতনার অভাব

গ. অস্রের অভাব

ঘ. সৈনিকের অভাব

উত্তর খ

৩০। “মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্পবয়সী একটি বৌ’- বৌটি কে?

ক. জমিলা

খ. রহিমা

গ. আহ্লাদী

ঘ. কিলাসী

উত্তরঃ গ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download