জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা সহকারী পদের প্রশ্ন সমাধান ২০২২

0
169

সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর পরিবার পরিকল্পনা

সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদেরন নামঃ- পরিবার পরিকল্পনা সহকারী

পরীক্ষার তারিখঃ- ২৮-১০-২০২২

১। সমাধান করুন:

(a) টাকায় ৫টি করে মার্কেল কিনে ৬ টি করে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত?

১টির ক্রয় মূ্ল্য =  টাকা

এবং ১টির বিক্রয়মূল্য =  টাকা

:. ক্ষতি =  –  =  =

:. শতকরা ক্ষতি =  * ১০০%

=  * ৬ * ১০০% =২০% উত্তর

(b) একটি টেলিভিশন ১০০০০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়, ২০% লাভে বিক্রয় মূল্য কত হবে?

সমাধানঃ ২০% ক্ষতিতে,

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

:.  ”          ১ টাকা হলে ক্রয় মুল্য ১০০/৮০ টাকা

:. ” ১০০০০ টাকা হলে ক্রয়মুল্য (১০০*১০০০০)/৮০

=১২৫০০ টাকা

এখন, ২০% লাভ করতে,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা

:. “ ১ টাকা হলে বিক্রয় মূল্য ১২০/১০০ টাকা

:. ১২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ * ১২৫০০)/১০০

=১৫০০০ টাকা (উত্তর)

(c) একটি কাজ ১২ জন শ্রমিক ২০ দিনে করতে পারে এ কাজটি ৮ দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে?

সমাধান: ২০ দিনে কাজটি করে = ১২ জন।

:.“১ দিনে কাজটি করে = (১২ X ২০) জন।

:. দিনে কাজটি করে  = ৩০জন। (উত্তর)

২। Translate in English:

(৪) একজন ভালো নাগরিক একটি দেশের সম্পদ ।

উত্তরঃ- A good citizen is an asset of a country.

(b) আমি যদি রাজা হতাম।

উত্তরঃ- wish I were a king.

(c) মা তার শিশুকে চাদ দেখাচ্ছেন।

উত্তরঃ- Mother showing her child the moon.

(d) পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে গতি আনবে।

উত্তরঃ- Padma Bridge will boost the economy of Bangladesh.

(e) টাংগুয়ার হাওর সুনামগঞ্জে অবস্থিত ।

উত্তরঃ- Tanguare Haor is located in Sunamganj.

৩।. Fill in the blanks:

(a) I am not/bad —— tennis. (at)

(b) She was disappointed —— her fallure. (with)

(c) I prefer coffee —— tea. (to)

(d) I always take an umbrella —— a rains. (in case)

(e) Fortune smiles —— the brave. (upon)

৪।. Write an application to the Deputy Commissioner for establishing a public library in your locality.

Ans:

To

The Deputy Commissioner

Government of the People’s Republic in Bangladesh Noakhali.

Subject: Prayer for the establishment of a public Library.

Respected Sir/Madam,

Most respectfully, my name is Saidur Rahman and I am a resident of of the village, lalpur, in the district of Noakhali writing this letter on behalf of citizens of my locality.

Through this letter, I would like to request you for constructing a public library in my locality. I would like to inform you that most of the students of our locality cannot bear the expense of buying books and magazines due to the expensive prices. The availability of a number of books, magazines, subject notes, and other reading stuff can help people developing reading habits. In such a case setting up a public library will help students and other citizens by supporting their education along with the financial conditions.

I believe you would consider this as a genuine request and look forward to hearing back from you at the earliest.

Thankfully/Faithfully,

Saidur Rahman

On behalf of the people of Lalpur

Noakhali – 1920.

৫। সংক্ষেপে উত্তর দিন:

ক) “রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি কে লিখেছেন?

উত্তরঃ- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ।

খ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন সাহিত্যকর্মের জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন?

উত্তরঃ- গীতাঞ্জলি

গ) বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?

উত্তরঃ- চর্যাপদ।

ঘ) সুনামগঞ্জের কোন লোক-কবি একুশে পদক পেয়েছেন?

উত্তরঃ- সংগীতের বাংলাদেশের সর্বোচ্চ সম্মান “একুশে পদক” পেয়েছেন সুনামগঞ্জের দিরাইয়ের পন্ডিত রামকানাই দাশের বড় বোন প্রখ্যাত লোকসংগীত শিল্পী সুষমা দাশ ।

ঙ) নাগরী লিপি বাংলাদেশের কোন অঞ্চলের নিজস্ব লিপি?

উত্তরঃ- সিলেটের বাইরে বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ জেলায় এই লিপির প্রচলন ছিল বলে জানা যায় ।

৬। বাংলাদেশের অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব বিষয়ে একটি রচনা লিখুন ।

উত্তরঃ-

“অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুতৃ”

ভূমিকাঃ- বাংলাদেশ দক্ষিণ-এশিয়ার উন্নয়নশীল একটি দেশ। নদীমাতৃক এদেশটিতে দেশি-বিদেশি অনেক নদী জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে। তাই স্বভাবতই এদেশের যোগাযোগ ব্যবস্থায় সেতু একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত । বাংলাদেশের প্রধান ৩টি নদী হলো পদ্মা, মেঘনা এবং যমুনা ৷ এদের মধ্যে যমুনা ও মেঘনা নদীর ওপর দিয়ে ইতিমধ্যে সেতু তৈরি হয়েছে। বাকি ছিল শুধু

পদ্মা নদী । দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের লোকজনকে পদ্মা নদী পার হয়ে রাজধানী ঢাকায় আসা-যাওয়া করতে হয়। তাই বর্তমান সরকার পদ্মা সেতু নির্মাণের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। পদ্মা সেতু তৈরি হলে বাংলাদেশ অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয়ভাবেই লাভবান হবে। নেদারল্যান্ডসভিত্তিক এক গবেষণা প্রতিষ্ঠান অনুযায়ী, “পদ্মা সেতু. নির্মাণের জন্য প্রতি এক টাকা

খরচের বিপরীতে দুই টাকা লাভবান হবে বাংলাদেশ।

পদ্মা সেতুর ইতিহাসঃ- ২০০৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক মেনিফেস্টোর মধ্যে পদ্মা সেতু নির্মাণ ছিল অন্যতম । আওয়ামী লীগ সরকার গঠন করার পর পদ্মা সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু করে । এজন্য বিশ্বব্যাংক, ABD (Asian Development Bank) জাইকা প্রভৃতি প্রতিষ্ঠান আর্থিক সহায়তার প্রতিশুতি দিয়েছিল । কিন্তু পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অজুহাত ভুলে বিশ্বব্যাংক ঋণ দিতে অস্বীকৃতি জানায় । সাথে সাথে অন্য প্রতিষ্ঠানগুলো পদ্মা সেতু নির্মাণে ঋণ প্রদান থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এরপর বিভিন্ন তর্ক-বিতর্কের পর আওয়ামীলীগ সভানেত্রী এবং তত্কালীন সরকার প্রধান শেখ হাসিনা মহান জাতীয় সংসদে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন ।

পদ্মা সেতুর বর্ণনাঃ- দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, প্রস্থ ১৮.১০ মিটার। মোট পিলার সংখ্যা ৪২টি । ৪০টি নদীর মধ্যে, ২টি সংযোগ সেতুর সাথে । পাইল সংখ্যা ২৬৪টি । নদীর ভেতরের ৪০টি পিলারে ৬টি করে মোট ২৪০টি এবং সেতুর দুই পাশের দুটি পিলারে ১২টি করে মোট ২৪টি পাইল থাকবে ।পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হচ্ছে।

অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুতুঃ- পদ্মা বহুমুখী সেতুর মাওয়া-জাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রের সাথে দক্ষিণ-পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি হয়। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে । প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় 8৪,০০০ বর্গ কিমি. (১৭,০০০ বর্গ মাইল) বা বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চলজুড়ে ৩ কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসাবে বিবেচিত হচ্ছে। সেতুটিতে ভবিষ্যতে রেল, গ্যাস, বৈদ্যুতিক লাইন এবং ফাইবার অপটিক কেবল সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে । এই সেতুটি জন্ম বাংলাদেশের জিডিপি ১.২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।

উপসংহারঃ- বাংলাদেশের অসামান্য অর্জন গুলোর মধ্যে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ । সহজ ও স্বল্প সময়ে আরামদায়ক যাতায়াতে পদ্মা সেতু যেমন ভূমিকা রাখছে, তেমনি পরিবর্তন আসছে পণ্য পরিবহনেও। ফলে জাতীয় উন্নয়নে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে । পদ্মা সেতুর মাধ্যমে উন্নয়নের পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।

৮. সন্ধি বিচ্ছেদ করুন

রাজর্ষি = রাজা + ঋষি

পুরস্কার = পুরঃ + কার

৯. ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন: মনমাঝি, উপশহর, স্মৃতিসৌধ

মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয় সমাস)

উপশহর = শহরের সমীপে (অব্যয়ীভাব সমাস)

স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয়)।

১০. সাধারণ জ্ঞান:

ক) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর অতীষ্ট লক্ষ্য কয়টি?

উত্তরঃ- লক্ষ্য ১৭টি ও Target = ১৬৯টি

খ) মুজিব নগর সরকার কোথায় গঠিত হয়?

উত্তরঃ- বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবেব-পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয়। এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে শপথ গ্রহণ করে |

গ) গ্রেট ব্রিটেনের বর্তমান রাজার নাম কী?

উত্তরঃ- রাজা চার্লস

ঘ) আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ঙ) বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?

উত্তরঃ- রাষ্ট্রপতি

চ) ‘স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

উত্তরঃ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতার স্মারক ভাস্কর্য

ছ) ছাতক সিমেন্ট কারখানা কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ- ১৯৪১ সালে

জ) বঙ্গবন্ধু কোথায় ও কবে ছয় দফা ঘোষণা করেন?

উত্তরঃ- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন । ইতিহাসে এটি ৬ দফা কর্মসূচী নামে পরিচিত।পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ লাহোরের এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন । ১৮ মার্চ ‘৬৬ ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে ৬ দফা অনুমোদিত হয়। ছয় দফা কর্মসূচী বাঙালি জাতির “মুক্তির সনদ” (Charter of Freedom) / “ম্যাগনাকার্টা” হিসাবে পরিচিত ।

ঝ) মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ জেলা কত নম্বর সেক্টরের অধীন ছিলো?

উত্তরঃ- স্বাধীনতাযুদ্ধে সুনামগঞ্জ জেলা ছিল জাতীয়ভাবে বিভক্ত সেক্টর-৫ এর অন্তর্গত ।

ঞ) গাড়ি চলে না’ গানটির রচয়িতা কে?

উত্তরঃ- শাহ আবদুল করিম

ট) MICR এর পূর্ণরূপ কী?

উত্তরঃ- Magnatic Ink Character Recognition / Reader

ঠ) ২০২২ সালের ‘ব্যালন ডি অর’ অর্জন করেছেন কোন ফুটবলার?

উত্তরঃ- রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা ।

ড) পোলিও টিকা কে আবিষ্কার করেন?

উত্তরঃ- জোনাস এডওয়ার্ড সল্ক প্রথম পোলিও টিকার উদ্ভাবন করেন।

ঢ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে?

উত্তর? বাংলাদেশে সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

ণ) ECNEC এর পূর্ণ অর্থ লিখুন।

ECNEC = Executive Comnnittee of the National Economic Council

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download