মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিবার পরিকল্পনা
সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- পরিবার পরিকল্পনা সহকারী
পরীক্ষার তারিখঃ- ১১-১১-২০২২
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১. বাগধারা: একাদশে বৃহস্পতি
উত্তরঃ- সৌভাগ্যের বিষয়
২. এক কথায় প্রকাশ: সকলের জন্য প্রযোজ্য –
সর্বজনীন
৩. স্থাবর এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ- অস্থাবর
৪. রণসংগীতের রচয়িতা কে?
উত্তরঃ- কাজী নজরুল ইসলাম
৫. পরীক্ষার সন্ধি বিচ্ছেদ করুন।
উত্তরঃ- পরীক্ষা = পরী+ ইক্ষা
৬. বাংলা ব্যাঞ্জন বর্ণ কয়টা ?
উত্তরঃ- ৩৯টি
৭. একাত্তরের দিনগুলো কার রচনা?
উত্তরঃ- জাহানারা ইমাম
৮. শেষের কবিতা কি জাতীয় রচনা?
উত্তরঃ- শেষের কবিতা ব্রবীন্দনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস।
৯. কবর নাটকের রচয়িতা কে?
উত্তরঃ- মুনির চৌধুরী
১০. দরিয়া শব্দের অর্থ কি?
উত্তরঃ- দরিয়া /বিশেষ্য পদ/ সমুদ্র, সমুদ্ধের মত বড় নদী ।
১১. উত্তম পুরুষ কে?
উত্তরঃ- রশীদ করিমের উন্লেখযোগ্য উপন্যাস – উত্তম পুরুষ
১২. পদ্মা নদীর মাঝি কার লেখা?
উত্তরঃ- মানিক বন্দোপাধ্যায়
১৩. ছোটগল্পের জনক কে?
উত্তরঃ- বাংলা ছোটগল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ।
১৪. নীলকষ্ঠ কোন সমাস?
উত্তরঃ- নীলকণ্ঠ শব্দটি বহুবীহি সমাস।
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
- Plural number
Mouse — mice
Man – men
- How beautiful the garden is! (Make it assertive)
Ans: This garden 1s very beautiful.
- The book—-the table. Ans: (On)
- Article (3)
- Spelling (2)
গণিত প্রশ্ন সমাধানঃ-
১. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে কত হয়?
সমাধানঃ
২. ০.৩ * So = কত?
সমাধানঃ- ০.৩ * ৩০=৯
৩. ২(২৫২) + ২ + (-২)= কত?
সমাধানঃ- ২(২) +২+ (-২) = ৪+২-২=৪
৪. ৭০ এর ৫০% কত?
সমাধানঃ-
৭০ এর ৫০%
= ৭০ এর
=৩৫
৫. ১৪৪ এর বর্গমূল কত?
সমাধানঃ
১৪৪ এর বর্ণমূল = = ১২
৬. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ মিটার ক্ষেত্রফল কত?
সমাধানঃ
বর্ণক্ষেত্রের ক্ষেত্রফল = = = ১৬ বর্গমিটার
৭. ১২০ ডিগ্রির সম্পূরক কোণ কত?
সমাধানঃ যদি দুটি কোণের পরিমাণ এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। সুতরাং ১২০* কোণের সম্পূরক কোণ হবে (১৮০ – ২০) ডিগ্রি বা ৬০।
৮. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৮ মিটার ও উচ্চতা ১০ মিটার হলে ক্ষেত্রফল কত?
৯. ১-২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কত?
সমাধানঃ ১ – ২০ পর্যন্ত ৮ টি যথাঃ ২, ৩, ৫,৭,১১,১৩, ১৭,১৯।
১০. ২০ মিনিট এক ঘন্টার কত অংশ?
সমাধানঃ
১ ঘন্টার = ৬০ মিনিট
২০ মিনিট = (x*৬০)
x = = অংশ
১১. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ । ক্ষেত্রফল ৩২ বর্গ মিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত?
সমাধানঃ আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার হলে – দৈর্ঘ্য ২x মিটার ।
ক্ষেত্রফল = (x * 2 x)
শর্তমতে, (x * 2 x)= ৩২
বা, =৩২
বা, = ১৬
X =১৬
১২. ৫০০ নম্বরের মধ্যে ২০০ পেল সে শতকরা কত নাম্বার পেল?
সমাধানঃ ছাত্রটি নম্বর কম পেল = ৫০০ – ২০০ = ৩০০
ছাত্রটি ৫০০ নম্বরের মধ্যে কম পেল = ৩০০ নম্বর
” ১ ” ” ” ” = ”
” ১০০ ” ” ” ” = = ৬০%
১৩. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রি অপর কোন ৬০ ডিগ্রি হলে তৃতীয় কোণ কত?
সমাধানঃ
সমকোণী ত্রিভুজের একটি কোণ = ৩০ ডিগ্রি
অপর কোণ = ৬০ ডিগ্রি
যেহেতু ত্রিভুজের তিন কোণ –
তাহলে তৃতীয় কোণ – (১৮০ – ৬০- ৩০) ডিগ্রি
সুতরাং, তৃতীয় কোণ –
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১. আমার দেখা নয়াচীন কার লেখা?
উত্তরঃ- শেখ মুজিবুর রহমান
২. অসামপ্ত আত্মজীবনী এর লেখক কে?
উত্তরঃ- শেখ মুজিবুর রহমান
৩. মৌলভীবাজার কত নং সেক্টর?
উত্তরঃ- মুক্তিযুদ্ধে মৌলভীবাজার ছিল ৪ নং সেক্টরের অধীনে সেক্টর কমান্ডার ছিলেন সি.আর.দত্ত।
৪. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি স্তম্ভ কোথায়?
উত্তরঃ- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগানে
৫. রাসেলকে নিয়ে প্রধানমন্ত্রীর লেখা বইয়ের নাম কে?
উত্তরঃ- আমাদের ছোট রাসেল সোনা
৬. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উত্তরঃ- ২৬ মার্চ