কোভিড ১৯ ইমার্জেন্সি প্রকল্পের ল্যাব এটেনডেন্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

0
98

কোভিড ১৯ ইমার্জেন্সি প্রকল্পের ল্যাব এটেনডেন্ট পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- ল্যাব এটেনডেন্ট

পরীক্ষার তারিখঃ- ১৬-০৯-২০২২

১. “কাজল কালো” এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) কালো কালো

খ) কাজল রূপ কালো

গ) কাজল যে কালো

ঘ) কাজলের ন্যায় কালো✔

২. ‘সামান্য একটু সুস্থ মাছ” এখানে সামান্য কোন পদ?

ক) বিশেষনীয় বিশেষণ✔

খ) সর্বনামের বিশেষণ

গ) ক্রিয়া বিশেষণ

ঘ) অব্যয়ের বিশেষণ

৩. ”শকুরি মামা” অর্থ কি?

ক) কৃৎসিৎ মামা

খ) কুচক্রী মামা

গ) সৎমামা✔

ঘ) পাতানো মামা

৪. ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) বিষু

খ) হিমাংশু

গ) দিশাকর

ঘ) সবিতা✔

৫. এক কথায় প্রকাশ করুন ‘যা বলা হয়নি”

ক) নাবলা

খ) অনুক্ত✔

গ) নির্বাক

ঘ) মৃক

৬. Fill up with Article : He speaks English like ___English.

ক) an

খ) a

গ) the✔

ঘ) all

৭. Fill in with Preposition: He died _____overeating.

ক) of

খ) from✔

গ) by

ঘ) to

৮. Identify Tense: I has been raining for seven days

ক) Present Perfect

খ) Simple Past

গ) Present Perfect Continuous✔

ঘ) Future Continuous

৯. Translate into English: গোলাপ ফুলের রাণী”

ক) Rose is the queen of flowers✔

খ) Rose is queen of flower

গ) Rose is queen of all flowers

ঘ) The Rose is the queen of flowers

১০. Which one is the passive form of ‘Do the work’

ক) The work is done by you.

খ) Let you do the work

গ) The work done by you

ঘ) Let the work be done✔

১১. চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?

ক) 90 °

খ) 270°

গ) 70°

ঘ) 360°✔

১২. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগে অধ্যয়ন করেন?

ক) বাংলা

খ) দর্শন

গ) ইংরেজী

ঘ) আইন✔

১৩. বীর মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কি?

ক) বীরশ্রেষ্ঠ✔

খ) বীরপ্রতীক

গ) বীর উত্তম

ঘ) বীরবিক্রম

১৪. বাংলাদেশের বিভাগ কয়টি?

ক) ৭

খ) ৪

গ) ৮✔

ঘ) ৬

১৫. অষ্ট্রেলিয়ার রাজধানী কোনটি?

ক) সিডনী

খ) মেলবোর্ন

গ) পার্থ

ঘ) ক্যানবেরা✔

১৬. পদ্মা ব্রীজের দৈর্ঘ্য কত?

ক) ৬.১৫ কি.মি✔

খ) ৭.২৫ কি.মি

গ) ৫.২৫ কি.মি

ঘ) ৪.৫৫ কি.মি

১৭. নিচের কোনটি রোগপ্রতিরোধ সেবা?

ক) উচ্চ রক্তচাপ প্রতিরোধ কাউন্সেলিং✔

খ) ওটিডি সেবা

গ) ডে কেয়ার সেবা

ঘ) উপরের সব কটি

১৮. ল্যাবরেটরিতে চোখে কেমিকেল লাগলে কত মিনিট চোখে পানির ঝাপটা নিতে হবে?

ক) ৫ মিনিট

খ) ১০ মিনিট

গ) ১৫ মিনিট

ঘ) ২০ মিনিট✔

১৯. হাসপাতালে কি কি ধরনের বর্জ্য উৎপাদিত হয়?

ক) ক্ষতিকর বর্জ্য

খ) সাধারণ বর্জ্য

গ) তেজস্ক্রীয় বর্জ্য

ঘ) উপরের সব কটি✔

২০. হাসপাতালে সার্বজনীন সুরক্ষা ব্যবস্থার অংশ কোনটি?

ক) হাত ধোয়া

খ) গ্লাভস পরিধান

গ) গাউন পরিধান

ঘ) উপরের সব কটি✔

২১. কোনটি ক্ষতিকর বর্জ্য নয়?

ক) ব্যবহৃত সিরিঞ্জ

খ) রোগীর ব্যবহৃত টিস্যু

গ) খাবারের উচ্ছিষ্ট✔

ঘ) স্যালাইনের তার

২২. পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবহৃত মাল পরবর্তী দিনে ব্যবহারের উপযোগী করতে কি করবেন?

ক) পানি দিয়ে ধুয়ে রাখবেন

খ) পানি ও জীবানুনাশক দ্বারা পরিষ্কার করবেন✔

গ) রোদে শুকাতে দেবেন

ঘ) উপরের সবকটি

২৩. ল্যাব মাইক্রোসকোপ সংক্রমন রোধে ব্যবহৃত স্লাইড কি দিয়ে জীবানু মুক্ত করা হয়?

ক) ৭০% ইথানল✔

খ) ৫% মিথাইলিন ব্ল

গ) এসিটন

ঘ) পানি

২৪. ল্যাব কার্যক্রম শুরু ও শেষে বেঞ্চটপ কি জীবানুশাক দিয়ে পরিষ্কার করতে হয়?

ক) ক্লোরিন সলূশন

খ) ইথানল✔

গ) ক ও খ উভয়

ঘ) কোনটি নয়

২৫. বর্জ্য সংগ্রহের বীন থেকে কখন বর্জ্য সংগ্রহ করতে হবে?

ক) বিন পূর্ণ হলে

খ) বিনের অর্ধেক পূর্ণ হলে

গ) বিনের দুই – তৃতীয়াংম পূর্ণহলে✔

ঘ) যে কোন সময়

২৬. কখন বর্জ্য পরিবহন করা উচিৎ?

ক) খুব সকালে✔

খ) শিফেটের শেষে

গ) লোক সমাগম কম থাকলে

ঘ) যে কোন সময়

২৭. অপারেশণ থিয়েটারের দেয়ার কেমন হইয়া উচিৎ?

ক) সিরামিক টাইল

খ) গ্লেজ টাইলস

গ) টেরাজো টাইলস

ঘ) মোজাইক ফিনিশ✔

২৮. হাসপাতারের উন্নত পরিবেশ বজায় রাখার জন্য নিচের কোনটি প্রয়োজন?

ক) টয়লেট , মেঝে ও বেড পরিচ্ছন্ন রাখা

খ) আগাছা ও ড্রেনেজ পরিষ্কার রাখা

গ) ভিজিটর নিয়ন্ত্রণ

ঘ) উপরের সব কটি✔

২৯. অসংক্রামক ব্যাধি-

ক) যক্ষ্মা

খ) নিউমোনিয়া

গ) উচ্চ রক্তচাপ✔

ঘ) আমাশয়

৩০. ভিটামিন – সি এর কাজ-

ক) রক্ত জমাট বাধানো

খ) ক্ষত স্থান পূরন✔

গ) দেহকে রাগ মুক্ত করণ

ঘ) সবগুলো

৩১. গর্ভকালিন সময়ে কোন টীকা দিতে হয়?

ক) টিটেনাস✔

খ) এমএম আর

গ) হেপাটাইটিস – বি

ঘ) রুবেলা

৩২. ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়?

ক) রাতকারা✔

খ) কেরাটোম্যালাসিয়া

গ) কর্নিয়ার জেরোসিস

ঘ) রিকেটস

৩৩. পূর্ণবয়স্ক সুস্থ্য মানুষের প্রতিমিনিটে কত বার হৃদ স্পন্দন হয়?

ক) ৮০ বার                     খ) ৭২ বার✔

গ) ৭০ বার

ঘ) ৮৫ বার

৩৪. হাসপাতালে ভর্তি রুগীর কোন রেকর্ড সংরক্ষণ করা হয় না?

ক) ডায়াগনেস্টক টেস্ট রিপোর্ট

খ) চিকিৎসা পত্র

গ) বিল✔

ঘ) ফ্রো শিট

৩৫. রক্ত পরিসঞ্চালনের আগে কোনটি পরীক্ষা করা প্রয়োজন হয় না?

ক) HBsAg

খ) anti-HCV

গ) HIV

ঘ) anti- HEV✔

৩৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) টোকিও

খ) হেগ

গ) নিউইয়র্ক

ঘ) জেনেভা✔

আরো পড়ুনঃ-