কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২২
বাংলা প্রশ্ন সমাধান
১। এক কথায় প্রকাশ করুন:
(ক) যা বলা হয়নি = অনু্ক্ত
(খ) যে বিষয়ে কোনো বিতর্ক নেই = অবিসংবাদী
(গ) যিনি এসেছেন অথচ অপরিচিত = আগন্তুক
(ঘ) বহু ঘর হতে ভিক্ষা সংগ্রাহক = মাধুকর
(ও) জয়সূচক উত্সব = জয়ন্তী
২। অর্থসহ বাক্য রচনা করুন:
পত্রপাঠ বিদায় (তৎক্ষণাৎ বিদায়): তার কথা শুনে মামুনকে পত্রপাঠ বিদায় করা হলো ।
নেই আকড়া (একগুঁয়ে):
শিরে সংক্রান্তি (আসন্ন বিপদ): আমার এখন শিরে সংক্রান্তি, কীভাবে সব সামলাব তাই ভাবছি।
ব্যাঙের আধুলি (যৎসামান্য পুঁজি): ব্যাঙের আধুলি নিয়ে ব্যবসা হয় না। ঢাকের বায়া (অকেজো, অপ্রয়োজনীয়):
৩ । সন্ধি বিচ্ছেদ করুন:
পবিত্র = পো + ইত্র
দুরবস্থা = দু + অবস্থা
যাচ্ছেতাই = যা + ইচ্ছে + তাই
গবেষণা= গো + এষণা
তধাপি = তথান+অপি
আবিষ্কার = আবিঃ+কার
৪ । ক) বঙ্গবন্ধু লেখা “অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
উত্তরঃ- গ্রন্থটির ইংরেজি অনুবাদক অধ্যাপক ড. ফকরুল আলম
খ) চর্যাপদের আধুনিক বাঙালি কবির নাম কি?
উত্তরঃ- চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপা, কাহ্নপা, ভুসুকুপা, শবরপা প্রমুখ ।
গ) ‘রাজলক্ষী’ চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) শেষের কবিতা কোন ধরনের কবিতা?
উত্তরঃ- এটি একটি কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস
ঙ) বাংলা ভাষার মৌলিক রূপের রীতি কয়টি?
উত্তরঃ- ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
ইংরেজি প্রশ্ন সমাধান
- Fill in the blanks with appropriate words:
- a) Will you do a favour ….. me? to/ for/ of/ from
Ans: for
- b) The ….. are lacking in internet. latter/ last/ later/ latest.
Ans:
- c) Each of the … gets a prize. boys/ boy
Ans: boys
- d) I with my family reside in a village which ….of my wife’ and three children. consist/ consists/ consisted/ consist of
Ans: consists of
- Change the voice.
- a) We must listed to our teachers.
Ans: Our teachers must be listened to by us
- b) I know him.
Ans: He is known to me.
- c) One should keep one’s promise.
Ans: Promise should be kept.
- d) His conduct shocked me.
Ans: I was shocked by his conduct.
- ইংরেজিতে অনুবাদ করুন:
ক) সে কথা না বলেই আমার পাশ দিয়ে হেটে গেল।
Ans: He walked past me without speaking.
খ) হালিমা যাই করুক পরিবার তার পিছনে অছে।
Ans: No matter what Halima does, the family is behind her.
গ) পদ্মা সেতু আমাদের অহংকার , যা নিজস্ব অর্থায়নে নির্মিত।
Ans: Padma Bridge is our pride, built with our own funding.
ঘ).১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন।
Ans: On August 15, 1975, Bangabandhu was killed with his family.
- Write a paragraph on “The influence of social media on youngsters”
- Write the appropriate meaning and make sentence with it:
Bury the hatchet (To agree to end a quarrel): After many quarreling years, the two political parties finally decided to bury the hatchet.
Rule of thumb (অভ্যাস, rough estimate, Method based on experience on practice): A good rule of thumb is that a portion of rice is two handfuls.
Get along with কারো সাথে সুসম্পর্ক রাখা): She never really got along with her sister.
draw on (use one’s experience): Older employees can draw on many life skills.
গণিত প্রশ্ন সমাধান
১। একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রি করলে ২০ টাকা ক্ষতি হয়। ৪২০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধানঃ-
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল।
তাহলে, ক্রয় মুল্য = ৩৮০ + ২০ = 8০০ টাকা
ক্রয়মূল্যে ৪০০ টাকা হলে বিক্রয়মুল্য ৪২০ ঢাকা
লাভ = ৪২০- ৪০০ = ২০ টাকা
৪০০ টাকায় লাভ হয় = ২০ টাকা
১ “ “ “ =
১০০ টাকায় লাভ হয় = = ৫%
২। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২০০০ বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য ১০ মিটার কম হত আর এটি বর্গক্ষেত্র হত। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও গ্রন্থ নির্ণয় কর।
সমাধানঃ-
মনে করি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার ।
:. আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = xy বর্গমিটার।
প্রশ্নানুসারে xy =২০০০ ——— (১)
এবং x-10=y —— (২)
সমীকরণ (২) থেকে পাই, x=y-10 ——–(৩)
সমীকরণ (১) এর y=x – ১০ বসিয়ে পাই
X(x-১০) = ২০০০
বা, -10x-২০০০=০
বা, -৫০x+৪০x-২০০০=০
বা, (x-৫০)(x+৪০)= ০
:. X-৫০=০ অথবা x+৪০
বা, x=৫০ অথবা x=-৪০
কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না।
:. X =৫০
এখন সমীকরণ (3) এ x এর মান বসিয়ে পাই,
Y = ৫০-১০ = ৪০
:. আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার
৩। করিম সাহেবের মাসিক মূল বেতন ৩০,০০০ টাকা । বার্ষিক মোট আয়ের প্রথশ ৩,০০,০০০ টাকার উপর আয়কর শুন্য টাকা । পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে করিম সাহেব বছরে কত টাকা আয়কর দিবেন?
সমাধানঃ করিম সাহেবের বার্ষিক আয় = (৩০০০০ * ১২) টাকা
= ৩,৬০,০০০ টাকা
আয়করযুক্ত আয় = (৩,৬০,০০০ – ৩০০০০০) টাকা
= ৬০০০০ টাকা
আয়করের হার শতকরা ১০% হলে,
৬০০০০ টাকার আয়কর = (১০*৬০০০০)/১০০ টাকা
=৬০০০ টাকা (উত্তর)
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১) মুক্তিযুদ্ধে প্রথম শহিদ কেন হন ?
উত্তরঃ- মুক্তিযুদ্ধে প্রথম ফারুক ইকবাল
২) সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি?
উত্তরঃ- বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম শহীদুল লালু।
৩) “নিষিদ্ধ লোবান’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ- সৈয়দ শামসুল হক
৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তন বক্তার নাম কি?
উত্তরঃ- সমাবর্তন বক্তা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড.জ্যঁ
৫) জাতিসংঘের SDG লক্ষমাত্রা কয়টি?
উত্তরঃ- ১৭টি
৬) ‘ ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত?
উত্তরঃ- জামার্নিতে।
৭) “তাহের স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ- মিশরের রাজধানী কায়রোর ডাউন-টাউনে অবস্থিত একটি এটি “শহীদ চত্বর” নামেও পরিচিভ।
৮) ফরাসী বিপ্রব কবে সংঘটিত হয়?
উত্তরঃ- ফরাসি বিপ্রব (১৭৮৯-১৭৯৯), ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার গুরুত্বপূর্ণ ঘটনা ।
৯) আন্তর্জাতিক মুদ্রা তহবিল কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- জুলাই, ১৯৪৪
১০) বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর আছে?
উত্তরঃ- ৩টি । চট্টথাম, সমুদ্রবন্দর, মংলা সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর |
১১) পূর্ণরূপ লিখুন: HTTP
উত্তরঃ- Hyper Text Transfer Protocol.
১২) Ms Word এর Spell Checker এর Function Key এর নাম লিখুন।
উত্তরঃ- F7
১৩) ইনপুট ও আউটপুট উভয় হিসেবে কাজ করে এরকম দুটি ডিভাইসের নাম লিখুন।
উত্তরঃ- পেনড্রাইভ, মডেম
১৪) UNHCR এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- জেনেভা সুইজারল্যান্ড
১৫) “সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ- সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে একটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাদ।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ক্যাশিয়ার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) সিপাই পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২