চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, গাজীপুর বেঞ্চ সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

0
194

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, গাজীপুর বেঞ্চ সহকারী

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- বেঞ্চ সহকারী

পরীক্ষার তারিখঃ- ২৫-১১-২০২২

১। নিচের প্রশ্নগুলোর উত্তর ‘লিখুনঃ-

(ক) রণ সঙ্গীতটি কি শিরোনামে সর্ব প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তরঃ- গানটি “নতুনের গান”- শিরোনামে প্রথম প্রকাশিত হয় “শিখা পত্রিকায় “।

(খ) কত সালে কোলকাতা বিশ্ববিদালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি.লিট উপাদি প্রদান করেন?

উত্তরঃ- ১৯১৩ সালে

(গ) আর্জেন্টিনার কোন নারী কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়া নাম দেন ?

উত্তরঃ- ভিক্টোরিয়া ওকাম্পো।

(ঘ) “সূর্য বাড়ি”উপন্যাসটি কে কত সালে রচনা করেন ।

উত্তরঃ- আবু ইসহাক, ১৯৫৫ সালে রচনা করেন।

(ঙ) “সতত হে নদ তুমি পড় মোর মনে”-পংক্তিতে “হে নদ” বলে কবি কোন নদ সম্বোধন করেছেন?

উত্তরঃ- কপোতাক্ষ নদ

২।

৩। কোন টাকা ৬% হার সুদে ৫ বছরে সুদে-আসলে ১৩০০ টাকা হয় । কত বছরে এ টাকা সুদ-আসলে ১৩৯০ টাকা হবে?

উত্তরঃ- ৬.৫ বছর

৪। Write a Paragraph on “A Book Fair”

Ans:

Book Fair

Now-a-days a book fair is very popular in big cities and towns. It creates a sense of interest for books among the books lovers. In a book fair many book stalls are set up with colourful things. Many kinds of books such as fictions, dramas, novels, story books, children books, text books reference books are displayed for sale. Food and drink stalls are also set up. Seminars and cultural programmes are sometimes held. A book fair becomes a gathering place for both writers and readers. It is an opportunity for the readers to meet the writers physically. The biggest book fair in our country is Ekushey Boi Mela which is a month-long book fair. It is books which help us to widen our outlook and knowledge. From these sense a book fair plays an important role in our life.

৫। সঠিক উত্তর লিখুনঃ-

(ক) সংবিধানের কত নং অনুচ্ছেদে ন্যায়পালের বিধান রয়েছে?

উত্তর: ৭৭ নং অনুচ্ছেদে

(খ) বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি?

উত্তর: বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)

(গ) “সালাম সালাম হাজার সালাম”- গানটির গীতিকার কে?

উত্তর: ফজল এ খোদা

(ঘ) বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কতটি?

উত্তর: বাংলাদেশের সংবিধান অনুসারে প্রত্যেক বাংলাদেশীর মৌলিক অধিকার ১৮টি ।

(ঙ) বাংলাদেশ কত সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে?

উত্তর: ১০ জানুয়ারি ১৯৯৫

(চ) ম্যাগনাকার্টা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

উত্তর ১২১৫ খিষ্টাব্দে

(ছ) “Long Walk to Freedom” বইটির রচয়িতা কে?

উত্তরঃ নেলসন ম্যান্ডেলা

(জ) “ফ্লোর ক্রসিং” কি?

উত্তরঃ পার্লামেন্টে ফ্লোর ক্রসিং (Floor crossing) করার অর্থ হল পক্ষ পরিবর্তন করা ।

(ঝ) জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ২০০৭ সালের ডিসেম্বর মাসে

(ঞ) “সাবাস বাংলাদেশ” ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download